![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার দলকে ‘নিঃশেষ’ করে দিতে নিজের দলের শীর্ষ নেতৃত্বের কাছে ‘নির্দেশ’ চেয়েছেন আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান।
বুধবার জাতীয় সংসদে এক অনির্ধারিত আলোচনায় নারায়ণগঞ্জের এই সংসদ সদস্য বলেন, “নেতাদের বলব, নির্দেশ দেন। পুলিশ-বিডিআর-সেনাবাহিনীর দরকার নাই। খালেদা জিয়া আর তার পরাজিত শক্তিকে নিঃশেষ করতে আওয়ামী লীগের লাখ লাখ কর্মী রাজপথে থাকবে।”
“ব্যবস্থা নেন,” স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্দেশে বলেন তিনি।
লন্ডনে থাকা খালেদার ছেলে তারেক রহমানের বিভিন্ন বক্তব্যের সমালোচনার পাশাপাশি সুশীল সমাজেরও সমালোচনা করেন শামীম ওসমান।
“বাংলাদেশে কিছু সুশীল আছে, তারা কিছু করছেন না। একজন সুশীল আছেন, উনিও প্রস্তাব দেন, যার মেয়ে ইহুদি বিয়ে করেছেন, যার জামাই আবার রাজাকারদের পক্ষে জামাতের পক্ষে কাজ করছে। আরেকজন সুশীল, উনি আরও বড় সুশীল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল এর টিচার। কয়েকটা বিয়ে করেছেন।”
এর আগে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিম অবরোধ কর্মসূচিতে ব্যবসায়ীদের ‘দুর্দশার’ কথা তুলে ধরে বলেন, “অরাজকতা না ঠেকালে ব্যবসা বন্ধ হয়ে যাবে।”
“সংসদে রাজনীতির কথা হয়েছে। ব্যবসায়ীদের কথা কেউ বলেনি। তাদের দুর্দশার অন্ত নেই। পণ্য বিতরণ বন্ধ হয়ে গেছে। লোকসানের মুখোমুখি তারা,” বলেন এই ব্যবসায়ী।
স্বতন্ত্র সদস্য তাহজীব আলম সিদ্দিকী সরকারের উদ্দেশে বলেন, “বক্তৃতা-বিৃবতি চাই না। সংকটের আশু সমাধান চাই।”
২| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৪
আব্বাস বলেছেন: নির্দেশ দেন। পুলিশ-বিডিআর-সেনাবাহিনীর দরকার নাই।
কানাডা ভাগুরা সন্ত্রাসীটার ডানহাত রেবের সিও আর বামহাত নুর হোসেন নাই, তাও বাড়ি পাহাড়ার প্রাণীটার মত আওয়াজ দিয়ে যাচ্ছে!
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৯
নতুন বলেছেন: এরা জনগনের নেতা....
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৭
ভিটামিন সি বলেছেন: জাতীয় সংসদ এখন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসীদের আড্ডাখানা। সেখানে তো এমন কথাই হবে।