নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য ভালোবাসা।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

আপনি কি ভারতীয় ? তাহলে বাংলাদেশ সহ ভারতের এই প্রতিবেশী দেশগুলিতে কীভাবে যেতে পারবেন জেনে নিন ।

১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৬

পাকিস্তান::

প্রতিবেশী দেশ পাকিস্তানে যাওয়ার জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে নিয়মের বেশ কড়াকড়ি রয়েছে।
কখনও কখনও পাকিস্তানের ভিসা পেতে দীর্ঘ দিন অপেক্ষা করতে হয়।

চিন::

এ দেশে যাওয়ার জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে নিয়মের বেশ কড়াকড়ি রয়েছে।
সড়কপথে চিনে প্রবেশের অন্যতম পথটি হল সিকিমের নাথু লা।

ভুটান::

ভুটানে প্রবেশের জন্যেও ভারতীয়দের অনুমতিপত্রের তেমন কোনও কড়াকড়ি নেই।
পশ্চিমবঙ্গের জয়গাঁও-ফুন্টশোলিং বর্ডার এলাকা দিয়েই যাওয়া যায় ভুটানে।
তবে যে কোনও সরকারি পরিচয়পত্র যেমন ভোটার কার্ড, আধার কার্ড বা পাসপোর্ট সঙ্গে রাখতে হবে।

মায়ানমার::

দিল্লি-ব্যাংকক হাইওয়ে দিয়ে মায়ানমারে যাওয়া যেতে পারে।
তবে মায়ানমারে প্রবেশের জন্য সঠিক অনুমতিপত্রের প্রয়োজন।
মায়ানমারে ঢোকার পরই সে দেশের সরকার অনুমোদিত ট্যুর গাইড নেওয়া বাধ্যতামূলক।

নেপাল::

ভারত থেকে যে কোনও সময়ে আপনি নেপালে যেতে পারেন। তেমন কোনও অনুমতিপত্রের প্রয়োজন হয় না।
তবে যে কোনও সরকারি পরিচয়পত্র যেমন ভোটার কার্ড, আধার কার্ড বা পাসপোর্ট সঙ্গে রাখতে হবে।

বাংলাদেশ::

সড়কপথে পেট্রাপোল, বেনাপোল সীমান্ত থেকে বাংলাদেশে প্রবেশ করা যেতে পারে।
অনুমতিপত্র পেতে তেমন কোনও কড়াকড়ি না থাকলেও বাংলাদেশে প্রবেশের জন্য
নিজস্ব পাসপোর্ট, ভিসা ও ড্রাইভিং লাইসেন্স প্রমাণপত্র থাকা খুবই জরুরি।
.
তথ্যসূত্র :: আনন্দবাজার পত্রিকা,ভারত

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৩

জাহিদ হাসান বলেছেন: ভারতীয়দের জন্য খুব কাজের পোস্ট ।
আমাদের প্রতিবেশী দেশের ব্লগার ও পাঠক ভাইদের বাংলাদেশে ভ্রমনের আমন্ত্রন রইলো।

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৫

গেছো দাদা বলেছেন: আপনাকে ধন্যবাদ । আমিও তাদের আমন্ত্রন জানাই ।

২| ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৮

মাকার মাহিতা বলেছেন: চায়না বর্ডার পার হয়ে রাশিয়ার ভ্লাদিভস্তক হতে মস্কোতে যাব, ট্রান্স সাইবেরিয়ান রেলওয়েতে...

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৭

গেছো দাদা বলেছেন: দারুন লিখেছেন । হা হা হা ....

৩| ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

জীবন সাগর বলেছেন: পাকিস্তান সবার নিচে, বাংলাদেশ সবার উপর রাখলে খুব খুশি হতাম

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫১

গেছো দাদা বলেছেন: সরি... ভুল হয়ে গেছে ।

৪| ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আর একটু বিস্তারিত লিখলে ভালো হতো। ভারতীয়দের জন্য উপযোগী পোস্ট।

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৪

গেছো দাদা বলেছেন: আপনাকে ধন্যবাদ । পরে এ ব্যাপারে বিস্তারিত লেখার ইচ্ছে রইলো ।

৫| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৩

কলিমুদ্দি দফাদার বলেছেন: ইন্ডিয়ান দাদারা বৌদির সাথে সারাবিশ্ব ৫৯ দেশ ভিসা ফ্রি ট্রাভেল করতে পাড়ে। প্রথম সারীর দেশ হচ্ছে সাউথ কোরিয়া, এই বছর থেকে মালয়েশিয়া কাতার এ এই সুবিধা চালু হয়েছে।

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৬

গেছো দাদা বলেছেন: এটা জানতাম না । আপনাকে ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.