নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

ইতিহাসের বিখ্যাত মানুষদের কিছু অতি বিখ্যাত কিন্তু ব্যর্থ #ভবিষ্যৎবানী দেখুন...এইসব জিনিয়াস দেরও তাহলে চরম ভুল হয় !!!

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৫


১। বিজ্ঞানের যা কিছু আবিস্কার হওয়ার তা ইতিমধ্যে হয়ে গেছে। আর নতুন কিছু হবে না। "আকাশে ওড়া দেবতার কাজ। মানুষের এই চিন্তা করাও পাপ।" (১৮৭৫ সালে মিল্টন রাইট বলেছিলেন . . তার দুই ছেলে রাইট ভ্রাতদ্বয়, ৩০ বছরের মধ্যেই (১৯০৩ সালে) বিমান আবিস্কার করেন।
.
২। মার্ক্স বলেছিলেন পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব ঘটবে শিল্পোন্নত দেশে , কিন্তু আসলে ঘটেছিল রাশিয়া আর চীনে . .
.
৩। চীন কখনোই ভারত আক্রমণ করবেনা
( পন্ডিত নেহেরু , ইন্টেলিজেন্স অফিসার রা তাকে সতর্ক করলে তিনি একথা বলেছিলেন ) .
.

৪। এইডস ভাইরাস একটা নগন্য ভাইরাস। এর তেমন মারাত্মক ক্ষমতা নেই। (ডঃ পিটার ডিউসবার্গ - ১৯৮৮ সাল)
.
৫। কেউ যদি মনে করে পরমানু থেকে শক্তি উতপাদন করা যায়, তবে সে ফালতু চিন্তা করছে। - (আর্নেস্ট রাদারফোর্ড, পারমানবিক শক্তির অন্যতম আবিস্কারক)
.
৬। পেটে, বুকে ও মস্তিস্কে কখনোই অস্ত্রপচার করা যাবে না। (স্যার জন এরিক্সন - ১৮৭৩ সাল)
.
৭। কয়েক মাসের মধ্যেই সনি কোম্পানী আপেলকে কিনে নিবে। (গ্যাস্টন বাস্তিয়ান, এপেল কম্পিউটার কোম্পানীর কর্মকর্তা -১৯৯৬ সাল)
.
৮। আমাদের কম্পিউটার এ কখনো মাউস থাকবে না। (আই বি এম কম্পিউটার কোম্পনী, মাউস আবিস্কার হওয়ার পরে)
.
৯। তেল উত্তোলন? তার মানে মাটি খুড়ে তেল উত্তোলন? পাগল নাকি, এও কি সম্ভব? (এডুইন ড্রেক - ১৯৫৯ সাল)
.
১০। টেলিফোন একটি ভাল আবিস্কার, কিন্তু এটা কার প্রয়োজন হবে? (প্রেসিডেন্ট রাদারফোর্ড -১৮৭৬ সাল)
.
১১। কোন রকেট কখনো পৃথিবীর বাইরে যেতে পারবা না (নিউ ইয়র্ক টাইমস পত্রিকা - ১৯৩৬ সাল
.
১২। নির্বাক চলচিত্রই ভাল। সিনেমার পাত্র পাত্রীদের কথা কে শুনতে চাইবে? (এইচ এম ওয়ার্নার - ১৯২৭)
.
১৩। টেলিফোন বা টেলিভিশন এর জন্য স্যাটালাইট ব্যাবহার হওয়ার কোন সম্ভবনা নেই (টি ক্রাভেন - ১৯৬১) উল্লেখ্য - স্যাটালাইটের এরূপ ব্যাবহার শুরু হয় ১৯৬৫ সালে ।
.
১৪। এর চেয়ে বড় বিমান আর কখনোই তৈরি হবে না। (ইঞ্জিনিয়ার - বোয়িং ২৪৭) উল্লেখ্য - এই বিমানে মাত্র ১০ জন যাত্রী বহন করা যেত।
.
১৫। কম্পিউটার ভাইরাস বিলুপ্ত হবে - বিল গেটস।
.
১৬। জাপানী গাড়ী কোম্পানীর আন্তঃজাতিক বাজার দখল করার কোন সম্ভাবনা নেই (বিজনেস টাইমস ম্যাগাজিন - ১৯৬৮ সাল)
.
১৭। ব্রিটেনে কোন মহিলা প্রধান মন্ত্রী আমি দেখে যেতে পারব না (মার্গারেট থ্যাচার - ১৯৬৯) উল্লেখ্য - উনি নিজেই মহিলা প্রধান মন্ত্রী হন।
.
১৮। ভবিষ্যতে কম্পিউটার ছোট আকারে আসবে - ওজন হবে মাত্র দেড় টন। (আন্ড্রু হ্যামিলটন - ১৯৪৯ সাল) উল্লেখ্য - তখন কম্পিউটার এর ওজন ছিল ৩০ টনেরও বেশী।
.
১৯। টেলিভিশন বেশীদিন টিকবে না, কারন মানুষ একটা কাঠের বাক্সে তাকিয়ে থেকে ক্লান্ত হয়ে পড়বে (ড্যারিয়েল জ্যানুক - ১৯৪৬) উল্লেখ্য - তিনি, বিখ্যাত সিনেমা কোম্পানী ২০ সেঞ্চুরি ফক্স এর প্রযোজক)
.
২০। একজন ব্যাক্তির বাড়িতে ব্যাক্তিগত কম্পিউটার ব্যাবহার করার কোন কারন নেই - (কিন ওলোসন - ১৯৭৭) উল্লেখ্য - উনি ডিজিটাল ইলেক্ট্রনিক কর্পোরেশন(ডি ই সি) এর প্রতিস্টাতা চেয়ারম্যান।
.
কৃতজ্ঞতা : Abhishek Chowdhury

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৯

গেছো দাদা বলেছেন: আপনাকে স্বাগত জানাই ।

২| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৮

বানেসা পরী বলেছেন: টাইটানিক কখনো ডুববে না। :-P

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১২

গেছো দাদা বলেছেন: ঠিক ... এইটা লেখার সময় মাথায় ছিলো না । ধন্যবাদ আপনাকে ।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২০

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ শেয়ারের জন্য ।

৪| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: জ্ঞানীগুণীগণ এমন ফালতু কথা বলে গিয়েছিলেন? বিশ্বাস করতে কষ্ট হয়।

৫| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৩

আবু তালেব শেখ বলেছেন: ৯। তেল উত্তোলন? তার মানে মাটি খুড়ে তেল উত্তোলন? পাগল নাকি, এও কি সম্ভব? (এডুইন ড্রেক - ১৯৫৯ সা ল

//
এর আগে কি গাড়ি হাওয়ায় চলতো নাকি শরিষার তেলে?

৬| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৩

সুমন কর বলেছেন: পোস্ট ২ বার এসেছে। ঠিক করে দিয়েন।

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:১৪

গেছো দাদা বলেছেন: ঠিক করে দিলাম । আপনাকে অনেক ধন্যবাদ ।

৭| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৭

আবু তালেব শেখ বলেছেন: লেছেন: ৯। তেল উত্তোলন? তার মানে মাটি খুড়ে তেল উত্তোলন? পাগল নাকি, এও কি সম্ভব? (এডুইন ড্রেক - ১৯৫৯ সা ল

//
এর আগে কি গাড়ি হাওয়ায় চলতো নাকি শরিষার তেলে?

৮| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১০

যূথচ্যুত বলেছেন: নতুন কয়েকটা পড়লাম।

৯| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩৯

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: তেলের ব্যাপারটা সম্ভবত ১৮৫৯ হবে!

১০| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কালেকশান ভালো...

১১| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৩৮

শৈবাল আহম্মেদ বলেছেন: ধন্যবাদ,বাচালেন তাহলে ধরে নেওয়া যায় তৃতীয় বিশ্বযুদ্ধ হবেনা। কেননা অধিকাংশরই ধারনা আজ হোক কাল হোক তৃতীয় বিশ্বযুদ্ধ হবে তাহলে বিপরিতটা ঘটবে নিশ্চই।

১২| ২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০০

লোনার বলেছেন: নিউটন তার Principia Mathematica লিখেছিলেন ল্যাটিন ভাষায়। কেন তার মাতৃভাষা ইংরেজীতে লিখছেন না - লোকজন এমন প্রশ্ন করলে, তিনি বলেছিলেন: ইংরেজীতে ঐ বই পড়ার মানুষ কোথায়? আজ তিনি বেঁচে থাকলে দেখতেন, গোটা ভূ-গোলক ইংরেজীর দখলে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.