নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য ভালোবাসা।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য : গোপালের ভ্যালেন্টাইন্স ডে !!

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২২

সেই যে আছে না, তুমি যাও বঙ্গে কপাল যায় সঙ্গে, গোপালের হল গিয়ে তাই!
বহু কাঠ-খড়-কেরোসিন-গ্যাস পুড়িয়ে গোপাল তার প্রেমিকা বিন্তিকে ভ্যালেন্টাইন্স ডে'তে পার্কে আসতে রাজি করালো। ডেঞ্জারাস বাড়ির মেয়ে। পুরো অমরীশ পুরি টাইপের ভয়ংকর বাবা। গোপালের সঙ্গে প্রেম করছে জানতে পারলে চার-পাঁচটা বা আরও দু-চারটা বেশি লাশ পড়ে যাবে, তার মধ্যে একটা লাশ অবশ্যই করে গোপালের। তাই বিন্তি তার পুঁচকে ভাইকে পার্কে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে আসবে। অগত্যা তাতেই রাজি হতে হল। উইথ ভাই বিন্তিকে পাওয়া ইস বেটার দ্যান না পাওয়া।
.
যথারীতি বিকেলবেলায় ভাইকে বগলদাবা করে পার্কে হাজির হলো বিন্তি। পার্কের অবস্থা অফিসটাইমের শেয়ালদা স্টেশনের মতো। পিলপিল করছে জোড়ায়। যাইহোক অনেক খুঁজে কোণের দিকে একটা খালি বেঞ্চি পেয়ে সেখানেই বসে পড়ল। হবু শালা দিদির হাত ছাড়েনি তার সঙ্গেই লেপ্টে আছে। গোপাল প্রচণ্ড আবেগের সঙ্গে বিন্তিকে বলল, "দেখো, আজ তোমায় পেয়ে খুব ভাল লাগছে। অনেক কথা বলার আছে, আজ চুটিয়ে গল্প করব, ভাই আছে নইলে এই স্পেশাল দিনে একটু ইয়েও ..."
গোপালের কথা শেষ হওয়ার আগেই বিন্তির ভাই বনি বলে উঠল, "দিদি আমার পটি পেয়েছে।"
বিন্তি বলল, "সে কী রে, ঠিক আছে, একটু পরেই চলে যাব, ঘরে গিয়ে করিস। চেপে বসে থাক।"
বনি ঘাড় নেড়ে বলল, "না পারব না, এক্ষুনি পটি করব, নইলে প্যান্টে হয়ে যাবে।"
.
বিন্তি অসহায় ভাবে গোপালের দিকে তাকাল। আর গোপালের মনে হলো শালার, মানে হবু শালার পশ্চাদ্ভাগে গদাম করে একটা কষিয়ে দেয়।
বিন্তি বলল, "একটু দেখো না, যদি সামনে কোথাও টয়লেট থাকে?"
- "ঠিক আছে দেখছি।"
বলে বনিকে হিড়হিড় করে টানতে টানতে আর নিজের কপালকে চার অক্ষরে ভূষিত করতে করতে পার্কের পে-টয়লেটের দিকে ছুটল গোপাল।
টয়লেটের টেবিলের পেছনে টুলে বসে থাকা একটা খাড়ুস মার্কা লোক তাকে জিগ্যেস করল, "পেস্যাব না পাইখানা ?"
গোপাল বলল, "পরেরটা।"
- "দুজনেরই?"
- "না, এই বাচ্চাটা করবে।"
- "ঠিক আছে, পাঁচটাকা রেখে ঢুকে যান।"
পটি হল। হওয়ার পর বনি বলল, "ধুইয়ে দাও।"
গোপাল বলল,"মানে? ওসব আমার দ্বারা হবে না। নিজে ধুয়ে নে।"
কাঁদো কাঁদো হয়ে বনি বলল, "আমি পারিনা।"
অগত্যা আবার তেড়ে নিজের ভাগ্যকে গাল দিতে দিতে বনির পেছন ধুয়ে দিয়ে গোপাল দৌড়ল সাবান কিনতে।
শালার ভ্যালেন্টাইন্স ডে!!
পান দোকানদার জিগ্যেস করল, "সাদা জামা ধোবেন না রঙিন ?"
গোপাল বলল, "কেন?"
- "আপনার ভাল'র জন্যই বলছি। সাদা হলে টাইড্ আর রঙিন হলে এরিয়েল।"
গোপাল বলল,"হাত ধোবো।"
- "অ। তাহলে যেটা হোক নিন।"
সাবান দিয়ে হাত সাফাই করে বনিকে নিয়ে যখন বিন্তির কাছে পৌঁছল তখন দেখল বিন্তি উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছে। বলল, "সব হয়েছে ঠিকঠাক?"
বনি ঘাড় নেড়ে বলল," হ্যাঁ। পাতলা পটি। পেট ব্যথা করছে।"
.
সেরেছে, আবার!
গোপাল আর রিস্ক নিল না, চুলোয় যাক শালার ভ্যালেন্টাইন্স ডে, বিন্তিকে বলল, "তুমি ওকে নিয়ে চলেই যাও বরং, আবার যদি.... "
বিন্তি ম্লান মুখে বলল, "তাহলে আসি। কোনও কথাই তো হল না। কত গল্প করব ভেবেছিলাম।"
গোপাল মনে মনে বলল, কপাল কপাল !!!
.
(বছর কয়েক আগে ভ্যালেন্টাইন্স ডে'তে লেখা)

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: গঙ্গার ধারে আবার কখন গেলেন।বহু শালাকে গায়েব করে দিলেন।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১৮

চাঁদগাজী বলেছেন:



গেছোর ট্রেডমার্ক এখনো ঠিক আছে।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:২১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: শালাকে দিয়ে প্র্যাকটিসটা শুরু আরকি ! ভবিষ্যতে কাচ্চাবাচ্চা হলে অভিজ্ঞতা কাজ দিবে।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:৪১

রাবেয়া রাহীম বলেছেন: হা হা হা হা

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:৪৩

কবিতা ক্থ্য বলেছেন: বি্ন্তি কে পরেরবার - হ্যন্ড স্যনিটাইজার, ওয়াইপস আর পানি নিয়া আসতে বলবেন।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৬

আমি সাজিদ বলেছেন: বনির পটি আসার আর সময় পেল না! এ দেখি পটির সাথে গোপালের ভ্যালেন্টিনের কাহিনী!

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫১

মপোতোস বলেছেন: খারাপ কী, দাদা! সংসারে প্যাঁ-পুঁ আসলে তখন এসব অভিজ্ঞতা কাজে দেবে। ফলে, গোপালের একটা স্কিল অর্জন করা হয়ে গেল। ;) :P =p~

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

মা.হাসান বলেছেন: গোপালের নামে মনে হয় নিজের কাহিনিই চালিয়ে দিলেন। কপাল খুব ভালো আপনার। ভারতে সুলভ যেখানে সেখানে দেখা যায়। বাংলাদেশ সুলভ পাওয়া মুশকিল। যদি বা পাওয়া যায় তবে দশা অনেক ক্ষেত্রেই কহতব্য না। আশা করি ভাবিকে নিয়ে এবারের ভ্যালেন্টাইন ডে ভালো কাটিয়েছেন।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০৭

রাজীব নুর বলেছেন: এই লেখাটা আমি একজনের ফেসবুকে দেখেছি।

১০| ১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫১

মা.হাসান বলেছেন: দাদা , আপনার কি হলো? ডায়রিয়া সংক্রামক হতে পারে, তাই বলে দু মাস ধরে ভুগবেন? মাঝে সাঝে সময় করে ব্লগে পদধূলি দিয়ে যেয়েন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.