নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য ভালোবাসা।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

তিনটি প্রশ্ন : তালিবান

১৬ ই আগস্ট, ২০২১ রাত ১২:১৬

আমার বন্ধু দের কাছে জানতে ইচ্ছে করছে,
১)আপনারা আফগানিস্তানে তালিবানের শাসন ক্ষমতা দখল কে কিভাবে দেখছেন ?
২)এটা আফগান জনসাধারনের জন্য আশির্বাদ না অভিশাপ হবে ?
৩) তালিবানের শাসন বাংলাদেশ ও ভারতে কিরকম প্রভাব ফেলবে বলে আপনাদের মনে হচ্ছে ?
প্রশ্নগুলির উত্তরে আপনাদের মতামত আশা করছি অবশ্য যদি আপনারা দিতে চান !

সবাই কে শুভেচ্ছা ও অগ্রিম ধন্যবাদ জানাই মতামত জানানোর জন্য।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০২১ রাত ১২:২২

ডার্ক ম্যান বলেছেন: তালেবানের শাসন বাংলাদেশে আর ভারতে তেমন প্রভাব ফেলবে না।

১৬ ই আগস্ট, ২০২১ রাত ১২:৩৮

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ দাদা। বাকি প্রশ্ন গুলোর উত্তর ?

২| ১৬ ই আগস্ট, ২০২১ রাত ১:০৫

নূর আলম হিরণ বলেছেন: ১. আফগানিস্তানে তালিবানরা ক্ষমতা দখল করতো তবে এত দ্রুত হবে সেটা মনে হয়নি। তালেবানদের ক্ষমতা দখলের প্রক্রিয়া দেখে মনে হচ্ছে মুজাহিদীন সরকারের প্রশাসনের লোকজন ও সেনাবাহিনী তালেবানদের সহযোগিতা করেছে। সাধারণ আফগানিরা বর্তমান সরকারের দুর্নীতি ও গণতন্ত্রহীনতার কারণে তাদের উপর রুষ্ঠ ছিল। এইজন্য তালেবানদের ক্ষমতা দখল নিয়ে খুব বেশি উচ্চবাচ্য করেনি। আফগান ক্রিকেটার রশিদ খান ও মোহাম্মদ নবী বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা চেয়েছেন এই থেকে বুঝা যায় সাধারণ আফগানিদের মধ্যে যারা বাকি বিশ্ব সম্পর্কে ধারণা রাখে তালেবানদের ক্ষমতা দখলে তারা উৎকণ্ঠায় আছে।
২. তালেবানদের ক্ষমতা দখল সাধারণ আফগানিদের অবস্থা আগের মতোই থাকবে তবে তালেবানদের সমর্থন করা লোকজন ক্ষমতার কাছাকাছি গিয়ে ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়বে। এক কথায় বলতে গেলে সাধারণ আফগানিরা সিংহের খাঁচা থেকে বের করে হায়নার খাঁচায় ঢুকে পড়েছে।
৩. তালেবানদের ক্ষমতা দখল তার আশেপাশের দেশ গুলির উপর খুব বেশি যে প্রভাব পড়বে তা না। তালেবানদের সাথে কাতারে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে তাতে তালেবান বলেছে তারা নিজ দেশের বাইরে অন্য দেশে প্রভাব বিস্তার করার চেষ্টা করবে না। এমনিতেও আন্তর্জাতিক নিয়মকানুনগুলো তারা যদি না মানে সে ক্ষেত্রে অন্যান্য দেশ গুলি থেকে তালেবান সরকারের যে স্বীকৃতি আদায় করার চেষ্টা করবে সেটা সম্ভব হবে না। তবে এটা ঠিক এসব দেশের উগ্রবাদী সংগঠনগুলি তালেবান থেকে অনুপ্রাণিত হয়ে কিছু একটা করার চেষ্টা করতে চাইবে।

১৬ ই আগস্ট, ২০২১ রাত ১:৪০

গেছো দাদা বলেছেন: আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ জানাই দাদা। ভালো থাকুন সবাই।

৩| ১৬ ই আগস্ট, ২০২১ সকাল ৮:০৪

বিজন রয় বলেছেন: .
০১. তালেবানের ক্ষমতা দখল আমি সমর্থন করছি।

০২. আশির্বাদ হবে না, কারণ তালেবান বা পৃথিবীর অন্যান্য জঙ্গি সংগঠনগুলোর কোন মেধা নেই, অন্ধ যুদ্ধ করা ছাড়া।

০৩. ভারতে তেমন প্রভাব পড়বে না, তবে বাংলাদেশে প্রভাব পড়বে। মামুনুলরা জেলে থাকায় বাংলাদেশে এখন একটু চুপ চুপ ভাব আছে। তারা ঘাপটি মেরে আছে।

আসলে তালেবান ক্ষমতায় আসায় অফগান জনগণ যত খুশি হয়েছেে, তার চেয়েঅিনেক বেশি খুশি হয়েছে বাবু নাগরী আর মামুনুলরা।

১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:২৩

গেছো দাদা বলেছেন: আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ

৪| ১৬ ই আগস্ট, ২০২১ সকাল ১০:২৯

রানার ব্লগ বলেছেন: আমি অসমর্থন করছি।

বাংলাদেশের কিছু উজবুক লাফালাফি করবে।

মামুনুল ও বাবুনগরী কিছু করার চেস্টা করবে।

বিশ্ব শান্তি প্রক্রিয়ায় তেমন প্রভাব না ফেল্লেও এশিয়া অঞ্চলে একধরনের অস্থিরতা কাজ করবে।

১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:২৩

গেছো দাদা বলেছেন: হুমম।

৫| ১৬ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৫৪

নতুন বলেছেন: ১)আপনারা আফগানিস্তানে তালিবানের শাসন ক্ষমতা দখল কে কিভাবে দেখছেন ?

আরো ৫০ বছর পিছিয়ে গেলো আফগানস্তান।


২)এটা আফগান জনসাধারনের জন্য আশির্বাদ না অভিশাপ হবে ?

অভিশাপই হবে। এরা আগের চেয়ে একটু নমনিয় হবে কিন্তু নারীদের ঘরে বন্দি করবে এবং বাইরের দেশের সাথে যোগাযোগ ঠিক মতন হবেনা। বিনিওগ আসবেনা।

৩) তালিবানের শাসন বাংলাদেশ ও ভারতে কিরকম প্রভাব ফেলবে বলে আপনাদের মনে হচ্ছে ?

আমাদের কিছু সমর্থক তালেবানের পক্ষে লাফালাফি করবে। স্বপ্ন দেখবে।

১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:২৫

গেছো দাদা বলেছেন: আমার ভাবনার সাথে মিলছে দাদা। ভালো থাকবেন।

৬| ১৭ ই আগস্ট, ২০২১ রাত ১২:২২

রাজীব নুর বলেছেন: তালেবানদের মাথা চাড়া দিয়ে উঠার আগেই, ওদের থামাতে হবে।

১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:২২

গেছো দাদা বলেছেন: কেমন করে ?

৭| ১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৩১

নতুন বলেছেন: লেখক বলেছেন: আমার ভাবনার সাথে মিলছে দাদা। ভালো থাকবেন।

আপনার ভাবনা বেশির ভাগই সহী তাই মিলে যায়।

১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৫২

গেছো দাদা বলেছেন: হুমম। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.