নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

মানুষের প্রকারভেদ !!

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:২৮

ক.) কিছু মানুষ নদীর মতো, তাদের পাশে গিয়ে বসলে শান্তি আসে। মনে হয় আরো কিছুক্ষণ বসি।
খ.) কিছু মানুষ আকাশের তারাদের মতো, দূর থেকে সুন্দর। কাছে গেলেই দূরত্ব বেড়ে যায়।
গ.) কিছু মানুষ বৃষ্টির মতো, যাকে জড়িয়ে ধরে কাঁদা যায়। শুধুই কাঁদা যায়।
ঘ.) কিছু মানুষ চলন্ত ট্রেনের মতো, প্রয়োজনে আপনার স্টেশনে দাঁড়াবে। অযাচিত স্টেশনে দাঁড়াবে না।
ঙ.) কিছু মানুষ ঝিঁঝি পোকার মতো, রাতের অন্ধকারে বিষাদের সংসার ছেড়ে উড়ে যায়।
চ.) কিছু মানুষ পাহাড়ের মতো, ধ্বনি দিলে প্রতিধ্বনি শুনতে পাওয়া যায় যাদের বুকে।
ছ.) কিছু মানুষ বৃত্তের স্পর্শকের মতো, ছুঁয়ে যায় চিরকাল। ভেতরে প্রবেশ করবে না কখনো।
জ.) কিছু মানুষ বটগাছের মতো, চিরকাল ছায়া দিয়ে যাবে, তবু অন্যের ছায়া পরতে দেবে না জীবনে।
ঝ.) কিছু মানুষ দাঁড়িপাল্লার মতো, চিরকাল আপনার ওজন মাপতে থাকবে। সাফল্য-ব্যর্থতা-সুখ-দুঃখ সবকিছুর ওজন।
ঞ.) কিছু মানুষ মা এর মতো আশ্রয় দেয়, বাবার মতো আত্মবিশ্বাস দেয়, বোনের মতো স্নেহ দেয়। সেই মানুষটাই আমাদের আস্ত সংসার হয়ে ওঠে জীবনে।
(ফেসবুক থেকে পাওয়া। ভালো লাগলো তাই এখানে পোষ্ট করলাম)

মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৪০

কালো যাদুকর বলেছেন: দারুন সব মানুষ ৷ ঞ এর মত মানুষ আমাদের বাবা মা ৷ আমার সাথে সবসময ঘ দের দেখা হয়। গজাতীয় মানুষ খুজে পাওয়া মুসকীল ৷

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: কিছু মানুষ প্রকৃতির মতো নির্মল। এদের কাছে গেলেই মনে প্রশান্তি মিলে।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ১। কিছু মানুষ যেন আশীর্বাদের মতো, যার উপস্থিতি সবাই কামনা করে। তার উপস্থিতি অনেক প্রশান্তিময় এবং নিজেকে নির্ভার ও নিরাপদ মনে হয়।

২। কিছু মানুষ আছে, যারা সাক্ষাৎ টেরর। ১০০ কিলোমিটার দূরত্ব বজায় রেখেও নিজেকে নিরাপদ মনে হয় না। চেহারা মনে পড়লেই আতঙ্ক সৃষ্টি হয়।

৩। কিছু মানুষ আছে, যাদের দেখলেই মনে হয়, তার সাথে যেন হাজার বছরের পরিচয়।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: এগুলো তো ভালো মানুষের প্রকারভেদ। দুষ্টলোকের প্রকারভেদ কই?

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: কিছু মানুষ একদম সহজ সরল- ঠিক আমার মতোণ।

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:২৭

জটিল ভাই বলেছেন:
ট. কিছু মানুষ ব্লগারের মতো অজস্র জ্ঞাণ নিঃসরিত করবে কিন্তু কোনো পরিবর্তন আনতে পারবে না :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.