নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক মাতালের গল্প বলি। গল্পটা আপনাদেরও শোনা থাকতে পারে।
এক পাঁড় মাতাল মাঝরাত্রে বাড়িতে ফিরে বউকে বলল, "ওঠো ওঠো, জানো আমি না মাইরি, কী বলে, দৈব শক্তি পেয়ে গেছি! আজ এক্ষুনি, জাস্ট নাও কী হল তুমি জানো?"
বউ ঘুমন্তই পাশ ফিরে বলল, "না জানি না, জানতে চাইও না। শান্তিতে ঘুমাতে দাও।"
মাতাল বলল, "কী আশ্চর্যজনক ঘটনা ঘটল মাইরি! শালা টয়লেটে গেলাম ব্যাস নিজে থেকেই টয়লেটের আলো ফুস্ করে জ্বলে উঠল। হিসি করে বেরিয়ে এলাম তখন নিজে থেকেই লাইট নিভে গেল মাইরি! সত্যি বলছি। আমি ঠিক জানতাম একদিন এমন অলৌকিক ক্ষমতা আমি পাবই।"
বউয়ের ঘুম ছুটে গেল, লাফিয়ে উঠে বলল, "হায় হায় রে! ব্যাদড়া মাতাল নির্ঘাত নতুন ফ্রিজের ভেতর পেচ্ছাপ করেছে। উফফ কী জ্বালা হল! এখন কী করি আমি!"
.
এই মাতালের গল্পটাও আপনাদের হয়তো জানা আছে।
এক মাতাল দীঘার সি বিচে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় গটগটিয়ে হেঁটে যাচ্ছে । হাতে তার জামা-প্যান্ট ধরা আছে। সি বিচ অগণ্য পর্যটকের ভিড়ে থিকথিক করছে। মেয়েরা লজ্জায় কী করবে বুঝতে পারছে না।
দুজন পুলিশ কনস্টেবল বিচে ডিউটি দিচ্ছিল। তাদেরকে কেউ গিয়ে ঘটনাটা বলল। শুনে তারা দৌড়ে দৌড়ে গিয়ে মাতালকে ধরল।
মাতালকে তারা বলল, "লজ্জা করছে না এভাবে জনসমক্ষে উলঙ্গ হয়ে ঘুরতে? কী রকম মানুষ আপনি?"
শুনে মাতাল ভদ্রলোক ঘাড় নেড়ে বলল, "লজ্জা করছে। খুবই লজ্জা করছে। লজ্জায় আমি চোখ তুলে তাকাতেও পারছি না। সেইজন্যই তো একটা ঝোপঝাড় খুঁজছি যার আড়ালে গিয়ে জামা-প্যান্ট পরব। আপনারা মাঝখান থেকে এসে ঝামেলা পাকালেন। জামা-প্যান্ট কী এত লোকের সামনে পরব নাকি? আমার লজ্জা করে না বুঝি?"
২| ২৫ শে মে, ২০২২ ভোর ৪:১৭
গরল বলেছেন: আমারো ছোট বেলায় অলৌকিক ক্ষমতা ছিল, টয়লেটের দরজা খোলার সাথে সাথেই বাতাস বইত আবার দরজা বন্ধ করার সাথে সাথে বাতাস বন্ধ হয়ে যেত কিন্তু টয়লেটে কোন ফ্যান ছিল না।
৩| ২৫ শে মে, ২০২২ সকাল ৯:০৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: প্রথমটা ভালো লেগেছে।
৪| ২৫ শে মে, ২০২২ সকাল ৯:৩৩
খাঁজা বাবা বলেছেন: সক্কাল সক্কাল মজা দেয়ার জন্য ধন্যবাদ।
৫| ২৫ শে মে, ২০২২ সকাল ১১:১১
জুল ভার্ন বলেছেন: দুটোই মজার কৌতূক!
৬| ২৫ শে মে, ২০২২ দুপুর ১:৪৩
রাজীব নুর বলেছেন: বাহ।
©somewhere in net ltd.
১| ২৫ শে মে, ২০২২ রাত ২:৪৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দাদা এতদিন কই ছিলেন?
মনে হয় দীঘাতে ল্যাংটা
আপনিই ছিলেন তাই
এখানে পাত্তা নাই।
লজ্জা কি ফিরে এসেছে?
তা কবে ছাড়া পেলেন
হাজত থেকে?