নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য : ব্যাথা !!

২৯ শে জুলাই, ২০২৩ রাত ১২:৩৩


গত সপ্তাহে আমার দাঁতে প্রচন্ড ব্যাথা হয়েছিলো আর আমি জীবনে প্রথম দাঁতের ডাক্তারের স্মরনাপন্ন হলাম !
রিসিপশনে বসে বসে দেওয়ালে টাঙানো ডাক্তারের নেম প্লেটের উপর আমার দৃষ্টি স্থির হয়ে গেলো ! ডাক্তারের নাম দেখেই আমার উপর যেনো বিজলির তার ছিঁড়ে পড়লো !
ড: সুধা নাথ
ডেন্ট স্পেসালিষ্ট

মানে কলেজ জীবনে আমাদের সুন্দরী সহপাঠিনী, আমাদের হার্টথ্রব হিরোইন ! ফর্সা, উঁচা-লম্বা, কোকড়ানো চুলের খুব সুন্দর একটা মেয়ে !
মিথ্যে কথা বলে পাপের বোঝা কেন বাড়াবো ? কলেজের অন্যান্য ছাত্রদের মত আমারও মেয়েটির প্রতি যথেষ্ট দুর্বলতা ছিলো !
আমার হৃদয় স্পন্দন বেড়ে গেলো ! আমার নম্বর আসতেই আমি বুকে একটা অস্বস্তিকর ধড়কন নিয়ে ডাক্তারের চেম্বারে প্রবেশ করলাম !
ওর মাথায় আর সেই কোকড়ানো চুল আর নেই, গোলাপী গাল দুটি ফুলে গোলগাল হয়ে গেছে ! নীল আঁখি দু টি চশমার আড়ালে চলে গেছে !
কিন্তু সে আমাকে চিনতে পারে নি !
দাঁতের পরীক্ষা নিরীক্ষার পর আমিই ওকে বললাম - আপনি অন্নদা মহাবিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে পড়তেন না ?
সে বললো - হ্যাঁ !
আমি জিজ্ঞেস করলাম - হাইয়ার সেকেন্ডারি কবে পাস করেছেন, ১৯৯০ সনে ?
সে বললো - কারেক্ট ! কিন্ত এগুলো আপনি জানলেন কি করে ?
আমি হেসে হেসে বললাম - আরে তুমি আমারই ক্লাসে ছিলে !
তখন মেয়েটি একটা শ্রদ্ধা শ্রদ্ধা ভাব নিয়ে খুব বিনীত হয়ে জিজ্ঞেস করছে - স্যার, আপনি অন্নদা কলেজে কোন সাবজেক্ট পড়াতেন ?
চোট এটাকেই বলে !
এটাই হলো ব্যাথা !!
দাঁতের ব্যাথা তার কাছে কিছুই নয় !!
( বন্ধু অনিন্দ্যের অনুপ্রেরনা )

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০২৩ রাত ১২:৩৯

রাজীব নুর বলেছেন: বেশ। মন্দ নয়।

২৯ শে জুলাই, ২০২৩ রাত ১২:৪৮

গেছো দাদা বলেছেন: প্রথম মন্তব্য। ভালো লাগলো। ধন্যবাদ।

২| ২৯ শে জুলাই, ২০২৩ রাত ২:০৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনাকে কি এতই বয়স্ক লাগছিল?

২৯ শে জুলাই, ২০২৩ রাত ২:৩৭

গেছো দাদা বলেছেন: হা হা হা

৩| ২৯ শে জুলাই, ২০২৩ রাত ৩:৩৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মেয়েটির নিশ্চয় আফসোস হচ্ছিল
চিনতে পাছেনা বলে ?

২৯ শে জুলাই, ২০২৩ রাত ১১:৫০

গেছো দাদা বলেছেন: কি জানি !!

৪| ২৯ শে জুলাই, ২০২৩ ভোর ৫:০৮

আহমেদ জী এস বলেছেন: গেছো দাদা,




সুধা নাথের সুধাও তো এখন আর নাই, গাল ফুলে গোলগাল, চোখের বাত্তি কমে গেছে বলে চশমা এঁটেছে।
সুধা যদি চশমা চোখে আপনার খোঁচা খোঁচা দাঁড়িতে ভরা ভাঙা গাল দেখে তবে তো ভাবতেই পারে আপনি তার টিচার। :P ভাগ্য ভালো যে ঠাকুরদা ভেবে বসে নাই। :((

তবে সুধা "দন্ত" পীড়ায় কাৎরানোর চেয়ে "সন্ত" হওয়ার "শান্ত" একটা পথ দেখিয়ে গেছে... :D

২৯ শে জুলাই, ২০২৩ রাত ১১:৫১

গেছো দাদা বলেছেন: দারুন মন্তব্য।ধন্যবাদ।

৫| ২৯ শে জুলাই, ২০২৩ সকাল ৯:৩৩

শেরজা তপন বলেছেন: আসলে একেই বলে ব্যাথা দাদা :(
মেয়েরা সবসময়ই নিজেদের ষোড়শী ভাবে।

২৯ শে জুলাই, ২০২৩ রাত ১১:৫২

গেছো দাদা বলেছেন: একদম একদম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.