নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য ভালোবাসা।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

ভারতের চন্দ্রবিজয়: আপনি কিভাবে দেখছেন ?

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১২:৪১

সিংহের ঘুম ভাঙছে। দশ হাজার বছরের পুরনো একটা জাতি জেগে উঠছে সিংহ হৃদয়ে। ভুলে যাওয়া অতীতকে মনে পড়াচ্ছে ইসরো।
নবগ্রহ স্ত্রোত্রে পৃথিবীকে প্রথম নয়টি গ্রহের কথা জানিয়েছিল ভারত। মিত্র নামের সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের সন্ধান দিয়েছিল ভারত। পৃথিবী নয় জগৎ। যা গতিশীল। জানিয়েছিল ভারত। প্রথম। এখনও অজ পাড়া গ্রামের গেঁয়ো বামুনের পাঁজি দেখে বলা গ্রহনের সময় হুবহু মিলে যায় বিজ্ঞানের সংগে। আজ অযোধ্যার সন্ন্যাসী দের উচ্ছ্বাস প্রমান করে বিরোধ নয়। মতে না মিললে গলা কাটা নয়। কাফের নয়। এক সমন্বিত বিজ্ঞানচর্চা ও জীবন চর্চা।
এটাই ভারত । ধন্যবাদ প্রধানমন্ত্রী মোদি জী কে।
সিংহ থেকে নিজেকে ছাগল ভাবতে থাকা একটা জাতিকে স্বরুপ চেনাচ্ছেন।
সফল ভারত। সার্থক ভারত। এভাবেই জেগে উঠুক। ইসরো কক্ষ থেকে ধ্বনিত হোক "অসদো মা সদগময়, তমসো মা জ্যোতির্গময়"।ভারতবর্ষ শুধু ধর্মের দেশ নয়, বিজ্ঞানের ও।
আর একটা কথা। "পতাকায় চাঁদ রাখা, আর চাঁদে পতাকা রাখা", দু'টোর মধ্যে যে অনেক পার্থক্য তা বুঝিয়ে দিল নতুন ভারত।

মন্তব্য ৪৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১২:৫৭

জগতারন বলেছেন:
ভারতের চন্দ্রবিজয়: আপনি কিভাবে দেখছেন ?

কচু-আর-ঘেচু!

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১:০৪

গেছো দাদা বলেছেন: আপনার মানসিক সুস্থতার কামনা করছি চন্দ্রদেবতার কাছে।

২| ২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১:১৪

জগতারন বলেছেন:
আপনি কোন দেবতার কাছে জানতে পারলেন যে;
আপনার পোষ্টে আপনার মনের মত মন্তব্য না পেলে
কোন মন্তত্যকারি আপনার অসুস্থ মনে
সে অসুস্থ ?

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১:১৯

গেছো দাদা বলেছেন: আপনি ভালো মানুষ। আপনার মঙ্গল হোক।

৩| ২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১:১৮

আমি সাজিদ বলেছেন: জগতারন, মন্তব্য করতে লোভ সামলাতে পারলাম না। আপনার একটা পোস্টে আমি ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দিয়েছিলাম। আপনি আমাকে প্রতিমন্তব্যে " অপ্রাসঙ্গিক " বলেছিলেন।

এই পোস্টের বিষয়ে আমি কোন মন্তব্য করবো না তবে এইবার যে পোস্টের লেখক আপনাকে "অপ্রাসঙ্গিক " বলেন নাই তাতে আমার আফসোস হচ্ছে।

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১:২১

গেছো দাদা বলেছেন: এ কি কান্ড !!! ঐ পোষ্টের লিঙ্ক হবে ?

৪| ২৪ শে আগস্ট, ২০২৩ রাত ২:০৫

জ্যাক স্মিথ বলেছেন: ভালো চোখে দেখি, কিন্তু এত চিৎকার চেচামেচি করার কি হলো?

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১০:১৩

গেছো দাদা বলেছেন: এখন না করলে তাহলে কখন চিৎকার চেচামেচি করব ?

৫| ২৪ শে আগস্ট, ২০২৩ রাত ৩:৩৩

জগতারন বলেছেন:

ভারত বআ পশ্চিম বাংলার কোন কিছুই আর আমাদের ভালো লাগে না।
কারন ভারত ও পশ্চিম বাংলা আমাদের পানি দখল করে রেখেছে।

আন্তর্জাতিক নদীতে পশ্চিম বাংলা বাধঁ দিল কোন আইনে?
তিস্তার পানি ভারতের একার ?
তিস্ত নদি বাংলাদেশ ও পশ্চিম বাংলার অভিন্ন নদি।
তিস্তার পানিতে বাংলাদেশ ও পশ্চিম বাংলার সমান সমান অধিকার।
আপনি আমাদের ন্যায্য্ হিস্যাটা বুঝিয়ে দিচ্ছেন না কেন ?
পানি নীতির আন্তর্জাতিক আইন (নিয়ম) লঙ্ঘন করছে
ভারত ও পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি!
আমরা ভারতের ভাগের পানি চাচ্ছি না !!
নৈতিকভাবে আমাদের পানি ভারত ও পশ্চিম বাংলা আটকে রাখতে পারে না!!
আমরাও সেটা দেখার অপেক্ষায় আছি।

.।.।.।

আমেরিকা যুক্তরাষ্ট্র ও প্রতিবেশি ভাটীর দেশ মেক্সিকোর-এর উপর দিয়ে বয়ে যাওয়া
কলোরেডো নদির উপর জগত বিখ্যাত হুবার ড্যাম নির্মান করেছে যুক্তরাষ্ট্র।
পানির ন্যাজ্য হিস্যা মহা প্রতাপশালী আমেরিকা যুক্ত্রাষ্ট্র প্রতিবেসী রাষ্ট্র ম্যাক্সিকো বুঝিয়ে দিয়ে।
এ-কে-ই বলে ইনসাব, ও আন্তর্জাতিক নদী আইন মান্যতা।

.।.।.।

ভারত ও পশ্চিম বাংলা যতই তারা ১৯৭১ সালে
মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহযোগিত করেছি !
সেই সহযোগিতা ছিল স্বার্থের স্তা এখন স্পষ্ট প্রতিয়মান হচ্ছে।

.।.।.।

ভারত, পশ্চিম বাংলা যতই বলুক বাংলাদেশকে ভালবাসি,
এটা তাদের শুধুমাত্র মুখের কথা।

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১০:১৫

গেছো দাদা বলেছেন: আপনার মতো লোকেদের জন্যই ভারত বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে।

৬| ২৪ শে আগস্ট, ২০২৩ রাত ৩:৩৭

জগতারন বলেছেন:
স্বামী হীন, সংসার হীন, ছেলেমেয়ে হীন
একট অস্বাভাবিক মহিলা মমত ব্যানার্জি
মমতা ফমতা'র আগে ভারত ছিল, বংগ ছিল,
বাংগালী ছিল, নদী ছিল, মাছ ছিল।
এখনও নদী আছে, পানি আছে, বাংগালী আছে।
মমতা ফমতা'র মুখ্যমন্ত্রী কালিন সময়ের পরেও সবকিছু থাকবে।
সীমান্তের উত্তর পাশের বাংগালীর যদি পানি দরকার হয়,
দক্ষিণ পাশের বাংগালীরও পানির দরকার;
মমতা ফমতা'র মুখ্যমন্ত্রী অনেক রাজনীতি করে,
অনেক রীতিনীতি মানেন কিন্তু
এই ছোট্ট লজিকটি তিনি বুঝতে পারেন না ?

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১০:১৮

গেছো দাদা বলেছেন: এক কাজ করেন। মমতা ব্যানার্জি কে আপনারা নিয়ে যান। আমরাও তাহলে বেঁচে যাই। হা হা হা।

৭| ২৪ শে আগস্ট, ২০২৩ রাত ৩:৪৩

জগতারন বলেছেন:
মমতা ফমতা'র মুখ্যমন্ত্রীর মতো অস্বাভাবিকেরা
অন্যের জীবনকে অস্বাভাবিক করে দিতে পারে,
যদি এরা ক্ষমতা পায়।
এ ধরণের অস্বাভাবিকরা মানুষদের জীবনে,
সমসয অস্বাভাবিক করে কারণ
এরা কিছু চায় না, কিছু হারালেও টের পায় না;
যেদিকেই মনচায় সেদিকেই ছুটে ছুটতেই থাকে।

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১০:২০

গেছো দাদা বলেছেন: এইটা ঠিক বলেছেন। আমরা এর ফল ভুগছি। এটার বিদায় হওয়া দরকার।

৮| ২৪ শে আগস্ট, ২০২৩ রাত ৩:৫০

জগতারন বলেছেন:
কিয়ামত পর্যন্ত অপেক্ষা করেও তিস্তা পানির ন্যায্য হিসাব পাওয়া যাবে না।
সুতরাং বিকল্প পথ ছাড়া কোন গতি নেই।
বাংলাদেশ সেই বিকল্প পথ নিতে গেলেই পশ্চিম বাংলা (ভারত) চিল্লা-পালা আরম্ভ করে (!)
কেন ?

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১০:২২

গেছো দাদা বলেছেন: একটাই বিকল্প। ভারতে পুনরায় অন্তর্ভুক্তির জন্য মোদিজীর কাছে আবেদন করা।

৯| ২৪ শে আগস্ট, ২০২৩ ভোর ৪:০৩

এমজেডএফ বলেছেন:
ভারতের চন্দ্রবিজয়ে আন্তরিক অভিনন্দন! ব্যতিক্রমধর্মী চন্দ্রবিজয়ী দেশ ভারতের প্রতিবেশী হিসাবে আমরাও গর্বিত।


প্রসঙ্গত: ২০১৩ সালের ২ মার্চ কোনো মহাকাশযান ছাড়াই বাংলাদেশের নাগরিক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী চাঁদে গিয়েছিলেন! বাংলাদেশের কিছু তৌহিদি জনতা পৃথিবী থেকেই তা অবলোকন করেছেন :P। সুতরাং চন্দ্রবিজয়ে বাংলাদেশ ভারত থেকে ১০ বছর এগিয়ে আছে! বাংলাদেশের এই আধ্যাত্মিক চন্দ্রবিজয়কে আপনি কিভাবে দেখেছেন?

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১০:২৪

গেছো দাদা বলেছেন: বাংলাদেশের এই আধ্যাত্মিক চন্দ্রবিজয়কে আমি অসাধারন বিজয় হিসেবে দেখছি। হা হা হা।

১০| ২৪ শে আগস্ট, ২০২৩ ভোর ৪:০৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: ভারতের চন্দ্রাভিযান ও তার সাফল্য ভালো লেগেছে। এতে করে এই দেশ ও আশেপাশের দেশে বিজ্ঞান গবেষণায় নতুন বেগ পাবে বলে আশা করা যায়।

আচ্ছা, ভারত যে এত কিছু করেছে বলছেন, ভারত কেন এখনও পিছিয়ে আছে সারা দুনিয়া থেকে? বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন?

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১০:২৭

গেছো দাদা বলেছেন: //ভারত যে এত কিছু করেছে বলছেন, ভারত কেন এখনও পিছিয়ে আছে সারা দুনিয়া থেকে? বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন?//
বিষয়টি আমি নিন্দুকের গাত্রদাহ হিসেবে দেখছি। হা হা হা।

১১| ২৪ শে আগস্ট, ২০২৩ সকাল ৭:০১

হাসান কালবৈশাখী বলেছেন:


ভারতকে অভিনন্দন।
বিজ্ঞানের অগ্রগতির ক্ষেত্রে অত্যন্ত কম খরচে ভারতীয় অভিযান একটা বিশাল সাফল্য।

কিন্তু বাংলাদেশে খেয়েদেয়ে বড় হওয়া কিছু পাকিস্তানপন্থী তাদের দেখা যাচ্ছে গাত্রদাহ শুরু হয়েছে। ভাগ্যিস তাদের মূল দেশ দেউলিয়া হয়ে ভিক্ষুক হয়ে গেছে, নইলে বিশাল লম্ফ-যমফ দেখা যেত

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৪৬

গেছো দাদা বলেছেন: //বাংলাদেশে খেয়েদেয়ে বড় হওয়া কিছু পাকিস্তানপন্থী তাদের দেখা যাচ্ছে গাত্রদাহ শুরু হয়েছে।//
এদের সংখ্যাটা আপনাদের দেশে দিন দিন বেড়েই চলেছে। আফসোস।

১২| ২৪ শে আগস্ট, ২০২৩ সকাল ৮:০১

ঢাবিয়ান বলেছেন: ব্লগার এমজেডএফ আর যাই হোক বাংলাদেশি কোন ব্লগার নয় বলে নিশ্চিত হলাম।

ব্লগ কতৃপক্ষের ওপার বাংলার ব্লগারদের আমাদের দেশের কমিউনিটি ব্লগে এসে আমাদের সংখ্যাগরিষ্ঠ জনগনের ধর্ম ও দেশ নিয়ে আক্রমনাত্মক ও স্থুল রসিকতামুলক কমেন্ট কোন দৃষ্টিতে দেখেন , তা জানার খুব ইচ্ছা ।

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৫২

গেছো দাদা বলেছেন: ওনার কমেন্টে কোনরকম আক্রমন আমি খূঁজে পাই নি। রসিকতা করেছেন। তবে এটা উগ্র মৌলবাদী ছাড়া অন্যদের গায়ে না লাগার কথা। আপনার যে কেন গায়ে লাগলো !!

১৩| ২৪ শে আগস্ট, ২০২৩ সকাল ৮:৩৯

অগ্নিবেশ বলেছেন: লাইভ দেখছি, খুব ভালো লাগলতেছিল, তবে মোদি আফ্রিকা থেকে ফাল পাইড়া এই যে বকর বকর শুরু করল আর তা শেষ হয় না। সুযোগ পাইলেই ভোটের প্রচার আর কি। বলো শ্রী যান চন্দ্র কি জয়।

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৫৬

গেছো দাদা বলেছেন: মোদিজীর অনুপ্রেরনায় এটা সম্ভব হয়েছে। উনি বলবেন না তো কে বলবেন ? সঠিক সময়ে সঠিক বক্তব্য রেখেছেন। জয়তু মোদিজী।

১৪| ২৪ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:৩৯

রানার ব্লগ বলেছেন: ভারত ও ভারতের জনগন কে অভিনন্দন !! আর আমাদের দেশের গাধা গরুদের ও অভিনন্দন ।

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৫৮

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ। তবে আপনাদের দেশেও অনেক ট্যালেন্ট আছে।

১৫| ২৪ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:৩৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: বড় দাদারা চাঁদে গিয়ে চাষবাস শুরু করুক। তারপর না হয় আমরা সেখানে যাব। তাদের চাষের জিনিস ছাড়াতো আবার আমাদের চলে না।

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৫৯

গেছো দাদা বলেছেন: হা হা হা।

১৬| ২৪ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:০১

আমি নই বলেছেন: ভারত আর পাপিস্থানরে ভালা চোখে দেখিনা, দুইটাই বদের হাড্ডি। তাই হেরা কি করল, না করল তাতে কোনো আগ্রহ নাই।

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১১:০১

গেছো দাদা বলেছেন: আচ্ছা ঠিকাছে ঠিকাছে।

১৭| ২৪ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:৫৪

বাকপ্রবাস বলেছেন: ভারত অবশ্যই সাধুুবাদযোগ্য। ধন্যবাদটা ভারতকেই দিলাম, মৌলবাদি মুদিকে নয়

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১১:০৩

গেছো দাদা বলেছেন: মোদিজীর অনুপ্ররনায় এটা সম্ভব হয়েছে। ধন্যবাদ মোদিজী। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়।

১৮| ২৪ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৩৮

অরণি বলেছেন: অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য।

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১১:০৪

গেছো দাদা বলেছেন: আপনাকেও শুভেচ্ছা জানাই।

১৯| ২৪ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৩৩

রাজীব নুর বলেছেন: ভারতের চন্দ্র বিজয়ে আমি মনে প্রানে খুশি।

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১১:০৫

গেছো দাদা বলেছেন: ভালো লাগলো আপনার কমেন্ট। ধন্যবাদ দাদা।

২০| ২৪ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৪২

কামাল১৮ বলেছেন: গোমুত্র খাওয়া বাদ দিলে ঠিকই জেগে উঠবে।জাতিভেদ প্রথা এখনো প্রবল।

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১১:১১

গেছো দাদা বলেছেন: গোমুত্রের বদলে তাহলে কি সাজেশন দিবেন ? উটমূত্র ??
আর জাতিভেদ প্রথার থেকে আপনাদের শিয়া সুন্নী কাদিয়ানী আহমেদিয়া প্রথা কি বেশি ভালো ?
বিবেকবান হলে উত্তর দেবেন।

২১| ২৪ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:২৯

ইফতেখার ভূইয়া বলেছেন: ভারতের জন্য এটা একটা বিরাট অর্জন বলে আমার মনে হয়, তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাই।

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১১:১১

গেছো দাদা বলেছেন: ভালো লাগলো আপনার কমেন্ট। ধন্যবাদ দাদা।

২২| ২৪ শে আগস্ট, ২০২৩ রাত ৯:১৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ভারতকে অভিনন্দন।

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১১:১২

গেছো দাদা বলেছেন: আপনাকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

২৩| ২৫ শে আগস্ট, ২০২৩ সকাল ৮:১৩

নূর আলম হিরণ বলেছেন: “পতাকায় চাঁদ রাখা, আর চাঁদে পতাকা রাখা", দু'টোর মধ্যে যে অনেক পার্থক্য তা বুঝিয়ে দিল নতুন ভারত। লাইনটি বেশ ভালো লেগেছে। ফেইসবুকে দিয়েছিলাম আপনার অনুমতি ছাড়া, কিছু মনে করবেন না।

২৫ শে আগস্ট, ২০২৩ রাত ১০:২৩

গেছো দাদা বলেছেন: আপনাকে অভিনন্দন জানাই আমার মন্তব্যটি ফেইসবুকে ইউস করার জন্য।

২৪| ২৫ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:২১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভারতের বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদদের অভিনন্দন। বিশ্বের দরবারে ভারতের মান সম্মান বৃদ্ধি পাবে নিঃসন্দেহে। তবে অর্থনৈতিক উন্নতি সবার আগে। বর্তমান বিশ্বে অর্থনীতিতে যারা এগিয়ে আছে তারাই ভালো আছে। জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি অর্থনৈতিক উন্নতিতেও অনেক সাহায্য করে।

২৫ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৩০

গেছো দাদা বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.