নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য: একটু হেসে নিন

১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৩৪


*বউয়ের সাথে ঝগড়া*
বল্টু : তুই তোর বউয়ের সাথে ঝগড়া করিস ?
পল্টু : হ্যাঁ, করি। তবে প্রতিবার ঝগড়ার শেষে ও এসে হাঁটু গেড়ে আমার সামনে বসে পড়ে।
বল্টু : বলিস কী ! তারপর ?
পল্টু : তারপর মাথা ঝুঁকিয়ে বলে, ‘খাটের তলা থেকে বেরিয়ে আসো। আর মারব না।'

*সবাই বাথরুমে গান গায়*
প্রথম বন্ধু : জানিস, আমাদের বাসার সবাই বাথরুমে গান গায়!
দ্বিতীয় বন্ধু : বলিস কী, স-বা-ই?
প্রথম বন্ধু : সবাই, চাকর-বাকর পর্যন্ত।
দ্বিতীয় বন্ধু : তোরা তাহলে সবাই খুব গানের ভক্ত!
প্রথম বন্ধু : দূ-র-র, তা নয়, আসলে আমাদের বাথরুমের ছিটকিনিটা নষ্ট তো, তাই!

*দোকান খোলা*
তন্ময় : তোর ছোট ভাইটা এখন কী করছে ?
রাফি : কিছুদিন আগে একটা কাপড়ের দোকান খুলেছিল, এখন জেলে আছে।
তন্ময় : কেন ?
রাফি : কারণ ও দোকানটা খুলেছিল হাতুড়ি দিয়ে...দরজা ভেঙে !

*একচেটিয়া ব্যবসা*
বদু : কী করছিস আজকাল?
কদু : সৎ পথে ব্যবসা করার চেষ্টা করছি।
বদু : তাহলে তো তোর একচেটিয়া ব্যবসা।
কদু : মানে?
বদু : তুই ছাড়া তো ওই লাইনে আর কেউ নাই!

*এক মিনিটের জন্য মানুষ*
ভিক্ষুক : মাগো! দুটো ভিক্ষা দিন, মা।
বাড়ির মালিক : বাড়িতে মানুষ নেই, যাও।
ভিক্ষুক : আপনি যদি এক মিনিটের জন্য মানুষ হন, তাহলে খুব ভালো হতো!

*কাল এনে দেবো*
পচাদা নিজের দোকানের নতুন কর্মচারি বান্টাকে বলল "আমি বাড়ি থেকে আসছি, কোন খদ্দের ফেরাবি না। যা চাইছে তা দোকানে না থাকলে অন্য কোম্পানির কিছু একটা দিয়ে বলবি আজকের মত চালিয়ে নিতে, কাল এনে দেবো"।
খদ্দের : ভাই টয়লেট পেপার আছে ?
বান্টা : না দাদা, শিরিষ কাগজ আছে, আজকের মত চালিয়ে নিন, কাল এনে দেবো।.....

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:৩৭

কামাল১৮ বলেছেন: আগের পোষ্টে মাত্র চারটি মন্তব্যের উত্তর দিয়ে নতুন পোষ্ট দিয়েছেন।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:৪৯

গেছো দাদা বলেছেন: ব্লগে কম আসি। তাই মন্তব্য করা হয় না।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৩০

হাসান কালবৈশাখী বলেছেন:
১ নং টা জোস!

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:৫২

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ। ভালো লাগলো মন্তব্যটা।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: সবগুলোই ভালো লেগেছে দাদা।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:৫২

গেছো দাদা বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: হাসির উপকরন সব গুলিই দাদা জোস হয়েছে, তবে শিরিস কাগজটাই ব্যাফোক ঐছে।
ভাবছি তা ব্যবহারের পর কি রকমটা হবে?

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:৫৩

গেছো দাদা বলেছেন: হা হা হা । ধন্যবাদ। ভালো লাগলো মন্তব্যটা।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: মন্দ নয়।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:৫৪

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.