নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য ভালোবাসা।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য : পরকীয়া !

২৯ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:২০

(নাম গুলো বদলে দিলাম। এবার হয়তো এটা রিমুভ করা হবে না !!) =p~

আবদুল একজন মধ্যবয়সী পুরুষ। মোটা বেতনের কেরানির চাকরি করে। ফেসবুকে আবদুলের অনেক অনেক ফ্রেন্ড। তার মধ্যে অনেক মেয়ে ফ্রেন্ডও আছে। চ্যাট ট্যাট করে, নানারকম গল্পসল্প করে ভালই দিন কাটে।
এরকম একজন হল সাবিনা। বয়স ? 42/45 , বিবাহিতা। অসাধারণ সুন্দরী। কী সুন্দর করে কথা বলে ইনবক্সে! কথা বলতে বলতে খেয়ালই থাকে না সময় কোনদিক দিয়ে চলে যায়। একদিন সে কল করে বলে- " আমার স্বামী ব্যবসার কাজে দুবাই গেছে, বাড়িতে কেউ নেই। তুমি এসো"।
"তোমার স্বামী যদি ফিরে আসে এর মধ্যে?" - জিজ্ঞাসা করে আবদুল ।
" আরে আসবে না। আর আসলে তুমি একটা ন্যাকড়া নিয়ে দরজা জানালা মুছতে থাকবে। আমি ওকে বলব তুমি ক্লিনিং কোম্পানী থেকে এসেছো, ঘর পরিস্কার করতে। এমনিতেই সামনে ইদের মরসুম আসছে।" "আচ্ছা ঠিক আছে , আসছি।"- উত্তর দেয় আবদুল ।
কি অদ্ভুত! আবদুল যাওয়ার ৫ মিনিটের মধ্যে আবদুলের প্রেমিকার স্বামী নজরুল এসে হাজির। কি আর করা! জানালার গ্লাস মুছতে শুরু করল আবদুল । গ্রীল পরিস্কার করল। সবগুলো জানালা দরজা পরিস্কার করল। রান্নাঘরের কোনাকানি পরিস্কার করল। বাথরুম পরিস্কার করল।
ফ্যান মুছল, ফার্নিচার মুছল। ৪-৫ ঘন্টার মধ্যে তাদের পুরো বাড়ি পরিস্কার ঝকঝকে করে দিল। মধ্যবয়সী হলেও আপিসের খবিশ বস্ করিমুল সাহেবের চেয়ার মোছার অভ্যাসের আবদুলের ছিল, সেটাই কাজে লাগাল।
আবদুলের প্রেমিকা আর তার স্বামী মিলে সারাক্ষণ এটা সেটা ইন্সট্রাকশন দিয়ে গেল। পরিস্কার করা শেষ হলে তার স্বামী জিজ্ঞাসা করল, "আপনার বিল কত হয়েছে?" আবদুলের প্রেমিকা আগ বাড়িয়ে উত্তর দিল, " জানু আমি তো আগেই অনলাইনে পেমেন্ট করে দিয়েছি। তারপর ওরা লোক পাঠিয়েছে।" "ও আচ্ছা" বলে ওর স্বামী আবদুলকে ১০০ টাকা বখশিশ দিয়ে দিল। আবদুল বাড়ি চলে এল। তারপর থেকে আবদুলের শরীর মহিলাদের ডাকে আর সাড়া দেয় না। শালা, ইদের আগে প্রেমের আছিলায় আবদুলকে দিয়ে পুরো বাড়ি পরিস্কার করিয়ে নিল!! কাজের লোক পাওয়া যে কঠিন আজকাল! এর পর থেকেই আবদুল প্রচণ্ড নারী বিরোধী। =p~ =p~ =p~

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:২৩

গেছো দাদা বলেছেন: @রাজিব নুর দাদা, আপনার ফরমায়েসে এই রম্য লিখলাম।

২| ২৯ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:৫০

রেজাউল৬১ বলেছেন: আত্মকথা ভালো লাগলো।
আপনার বান্ধবীর নামটা দিয়ে দিতে পারতেন, তাহলে ব্লগে যে সমস্ত জিংজিং খেলোয়াড় আছে তারা সাবধান হয়ে যেতে পারত।

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৪২

গেছো দাদা বলেছেন: হ্যা, এটা আমাদের বেশির ভাগেরই আত্মকথা ! হা হা হা।

৩| ২৯ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:৫২

শেরজা তপন বলেছেন: এটা কি আপনার স্বরচিত?

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৪৫

গেছো দাদা বলেছেন: না। মুল ভাবনা আমার নয়। কfঠামো, রং, রুপ আমার।

৪| ২৯ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:১৫

যবড়জং বলেছেন: হাঁসলাম...

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৪৮

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ। আপনাদের মুখে সবসময় হাসি ফুটুক। ঐ সব গাজা টাজা দুরে থাকুক।

৫| ২৯ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
মজা পেয়েছি।
ভালোবাসা জানবেন।

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৫০

গেছো দাদা বলেছেন: আপনার জন্যই আবার রম্যে ফিরলাম। ধন্যবাদ দাদা।

৬| ২৯ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:০১

জেরী বলেছেন: অফিসে বসে লেখাটা পড়ে হাসতেই আছি B-) B-)

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৫১

গেছো দাদা বলেছেন: সেরা মনতব্য। ধন্যবাদ।

৭| ২৯ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:০৬

বাউন্ডেলে বলেছেন: মজা পাইলাম। =p~

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৫২

গেছো দাদা বলেছেন: ওকে। ধন্যবাদ।

৮| ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৪১

রানার ব্লগ বলেছেন: ফেইসবুকের পাতায় পাতায় ঘুরে এই গল্পের গায়ে গন্ধ হয়ে গেছে গো দাদা।

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৫৩

গেছো দাদা বলেছেন: সুগন্ধ না দুরগন্ধ ?

৯| ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৩০

কামাল১৮ বলেছেন: বিষয়টা শেষে এসে বুঝতে পারলাম।অনেকে এটা প্রয়োগ করবে।

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৫৫

গেছো দাদা বলেছেন: হা হা হা। আপনি আবার এটা করবেন না কিনতু !!

১০| ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৪৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: মেধাকে ভালো কাজে লাগাতে হয়। ইসরাইলের জন্য না লাগিয়ে রম্য লেখার চেষ্টা করেছেন। এই জন্য আপনাকে অভিনন্দন। চেষ্টা করতে করতে মানুষ একদিন সফল হয়। প্রথম দিকে ভালো রম্য বের হবে না। ধীরে ধীরে হবে।

২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৫৮

গেছো দাদা বলেছেন: নিজের জ্ঞান নিজের কাছে রাখুন। কাজে লাগবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.