নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য : ডাবের জল !!

১২ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৬

বাসববাবু বিগত তিরিশ বছর পাড়ায় ডাক্তারি করছেন।ধীর স্থির,ভীষণ রাশভারি বিচক্ষণ ডাক্তার।
সেই দিন পাড়ার সাধনবাবু তাঁর ছেলেকে নিয়ে চেম্বারে এলেন।বেচারী সবে পক্স থেকে উঠেছে। বাসববাবু তাকে দেখে পথ্য ঠিক করে দিলেন, আর দিনের বেলা একটি করে ডাব খেতে বললেন।
সাধনবাবু বললেন,"আচ্ছা দিনের বেলা মানে কি জাস্ট সূর্য উঠছে?নাকি সূর্য ওঠার একটু পরে? দুপুরের আগে?নাকি দুপুরে?কিম্বা দুপুরের পর? বিকেল বেলায়?নাকি সূর্য ডোবার একটু আগে? হেঁ হেঁ,আসলে পুরোটাই তো দিন তাই জিজ্ঞাসা করছি আর কি।"
বাসববাবু পোড় খাওয়া লোক,বললেন,"সকালে দশটা নাগাদ খেলেই হবে।"
"আচ্ছা ডাক্তারবাবু,খাবার খেয়ে খাবে,না খাবার খাওয়ার আগে খাবে?"
"যখন ইচ্ছে খেতে পারে।"
এইবার সাধনবাবু সন্তুষ্ট হয়ে তাঁর ছেলেকে নিয়ে বেরিয়ে গেলেন।কিন্তু একটু পরেই আবার দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে বললেন,"ডাক্তারবাবু, আপনি ডাব খাওয়াতে বললেন,মানে ডাবের জলটা তো?"
বাসববাবু গম্ভীর মুখে বললেন,"হ্যাঁ।"
সাধনবাবু আবার খুব চিন্তিত মুখে বললেন, "আচ্ছা শাঁসওয়ালা ডাবের জল খাবে,নাকি শাঁস ছাড়া যে ডাব তার জল খাবে?"
বাসববাবু ভীষণরকম গম্ভীর হয়ে বরফ শীতল গলায় বললেন,"যে কোনও ডাবের জল খাওয়াতে পারেন।"
এইবার ভদ্রলোক ভারি বিচলিত হয়ে বলে উঠলেন,"আচ্ছা শাঁসওয়ালা ডাবের জল খাবার পর কি শাঁসটা খেতে পারে?"
বাসববাবু এবার একটি ছোট্ট "হুঁ" বলে কাজ সারলেন।
"আচ্ছা ডাক্তারবাবু,ডাবের জল কি ডাইরেক্ট ডাব থেকে খাওয়া ভালো,নাকি গ্লাসে ঢেলে খাওয়া ভাল?"
এখনও তাঁর পায়ের রক্ত কেন মাথায় উঠছে না, বাসববাবু ভীষণ রকম অবাক হয়ে এইটে ভাবতে ভাবতেই বললেন,"দুটোর কোনোটাতেই অসুবিধা নেই।"
সাধনবাবুর পরের প্রশ্ন হল,"ডাক্তারবাবু,আপনার চেম্বারের বাইরে যে ডাবওয়ালাটি ক'দিন হল বসছে,তার ডাব ভাল তো?সেই ডাব নেব কি?"
বাসববাবু এইবার টের পেলেন কেটলিতে জল ফুটতে শুরু করলে যে রকম একটা শোঁ শোঁ আওয়াজ হয়,ঠিক সেইরকম একটি আওয়াজ তাঁর মাথার ভিতরেও হচ্ছে।তবু তিনি কোনও রকমে মাথা নাড়িয়ে "হ্যাঁ" বললেন।
সাধনবাবু অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিলেন। কিন্তু একটু পরে তাঁর আবার আর্বিভাব হল। বললেন,"ডাক্তারবাবু,ক্ষমা চেয়ে নিচ্ছি,এটাই আমার শেষ প্রশ্ন।আর আপনাকে জ্বালাতন করবো না।ও তো সবে পক্স থেকে উঠেছে, বাড়িতে তো খাবার জল ফুটিয়ে খাচ্ছে,ডাবের জলটাও কি ফুটিয়ে খাওয়াবো?"

সাধনবাবু এখন বাড়িতে মাথায় দশটি সেলাই নিয়ে শয্যাশায়ী। বাসববাবু আপাতত জামিনে মুক্ত। :-P

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: বেশ!

১২ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৩

গেছো দাদা বলেছেন: আচ্ছা।

২| ১২ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০২

শাওন আহমাদ বলেছেন: :D :D :D

১২ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৪৮

গেছো দাদা বলেছেন: B:-/

৩| ১২ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:২২

কামাল১৮ বলেছেন: ডাক্তারদের অধৈর্য হওয়া ঠিক না।রোগী হাজারটা প্রশ্ন করতে পারে।

১২ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৪৯

গেছো দাদা বলেছেন: তাই বলে এত প্রশ্ন ? =p~

৪| ১২ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: বেশ মজার হয়েছে। কিন্তু ডাক্তার বাবুর ধৈর্যের বড্ড অভাব মনে হচ্ছে। ডাবের জল ফুটিয়ে খেলে ডাক্তার বাবুর কি এমন ক্ষতি হত। রোগী পেলেই মারধোর করতে হবে নাকি?

১২ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৫৪

গেছো দাদা বলেছেন: হা হা হা । অনেক ডাক্তার আছে র্যারা সত্যিই রোগী দের মারে !! B:-/

৫| ১৩ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৫৪

দেয়ালিকা বিপাশা বলেছেন: প্রথমে ভেবেছিলাম ডাব সম্পর্কে কিছু উপকারী তথ্য পাবো সেই ভেবে পড়ছিলাম কিন্তু মজাদার গল্পটাও খারাপ হয়নি। ভালো লেগেছে বেশ। শুভকামনা আপনার জন্য

১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৭

গেছো দাদা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ দিদি।

৬| ১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: সুন্দর রম্য।
উপভোগ করলাম।

১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:২৭

গেছো দাদা বলেছেন: ধন্যবাদ দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.