নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য : ঘুড়ি

২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৮

আমার ভাগনা বিজয় এর কন্সাল্টেন্সি ফার্ম আছে।

কিন্তু সাবধান!! আমার ভাগনা ডবল এজেন্টের কাজ করে।
আমার ভাগনা হলেও তার অনৈতিক কাজে আমি আস্কারা দি না । তাই তার এইরকম কাজ জনসমক্ষে নিয়ে এলাম। B:-)

আমার সামু টিমের মেসি রাজিব মানে রাজুবাবুর পারফর্মেন্স ফুটবলার মেসির মতো হলেও বাড়িতে সে আমার মতোই পরাধীন।
এই নিয়ে রাজুবাবু কিছু একটা ব্যবস্থা করতে আমার ভাগনার শরনাপন্ন হল।

ভাগনা বলল,বাস্তবে কিছু হওয়া সম্ভব নয়।
তবে কাল্পনিক ভাবে কিছু একটা করে মানসিক ভাবে যাতে আনন্দ পান তার ব্যবস্থা করতে পারি।
রাজুবাবু উৎসাহিত হয়ে বলল,কি ব্যবস্থা?

ভাগ্না বলল,সামনে পৌষ সংক্রান্তি।
আপনি ঘুরিতে বউদির ফটো লাগিয়ে ওড়ান।
রাজুবাবু বললেন তাতে লাভ?

ভাগ্না বলল,দেখুন এতে আপনি ইচ্ছা মতো বউদিকে সুতো ছেড়ে দূরে নিয়ে যেতে পারবেন। ইচ্ছা করলে টেনে নামিয়ে আনতে পারবেন। গোত্তা খাওয়াতে পারবেন । এমনকি ভোকাট্টাও করে দিতে পারবেন।
মনে মনে কত আনন্দ পাবেন ভাবুন বৌদি পুরো আপনার আঙুলের দ্বারা চালিত হবে। =p~
রাজুবাবুর পরিকল্পনাটা পছন্দ হল।
ভাগ্নাকে নগদে তার ফিস দিয়ে দিল।

ভাগ্নার কথা মতো ছাদে গিয়ে ঘুড়ি ওড়াতে লাগল।
আর উল্লাসে চেচাতে লাগল।

রাজুবাবুর বউ তার মেয়েকে বলল,কি ব্যপার বলতো? তোর বাবা এইবার ঘুড়ি ওড়াতে গিয়ে অত উত্তেজিত হয়ে পরছে কেন আর অত আনন্দে চিৎকারই বা করছে কেন?
মেয়ে বলল, আরে বাবা একদিন ঘুড়ি ওড়াচ্ছে তাই আনন্দ করছে!!
বউ বলল,না প্রতিবারই তো ওড়ায় এইরকম আনন্দ করে না। নিশ্চই কোনো রহস্য আছে!!

এরপর রাজুবাবুর বউ ভাগ্নাকে ফোন করল।
রাজুবাবুর বউও ভাগ্নার ক্লায়েন্ট!! :-P
ভাগ্না প্রথমে রহস্য ফাঁস করতে চাইছিল না তারপর ...

রাজুবাবু ভাগনাকে যে টাকা দিয়েছে তার ডবল দেবার কথা বলতে রহস্য ফাঁস করে দেয়।

রাজু বাবু প্রতিবার ঘুড়ি উড়িয়ে বউ এর হাতের তৈরি পিঠে খায়।
এইবারও খেল পিঠে, তবে সেটা পেটে নয়, পিঠে !! =p~ =p~ =p~

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৫

সোনাগাজী বলেছেন:



হনুমানী ধরণের রম্য, কলকাতায় নাকি হনুমানের সংখ্যা বেড়েছে?

২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ২:০৭

গেছো দাদা বলেছেন: সোনা গাজী....মহা পাজী ।

২| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:৩২

নয়ন বড়ুয়া বলেছেন: সোনাগাজী বলেছেন:



হনুমানী ধরণের রম্য, কলকাতায় নাকি হনুমানের সংখ্যা বেড়েছে?



হাহাহ...
আপনার রম্য গল্পে হাসি না আসলেও, সোনাগাজী দাদার এই মন্তব্যে প্রচুর হাসলাম।

২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ২:০৯

গেছো দাদা বলেছেন: আচ্ছা।

৩| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:৪৬

কামাল১৮ বলেছেন: ঘুড়ি উড়ানোর সময় কি চলে আসছে।এখানে আমরা সামারে ঘুড়ি উড়াই।ছাদই নাই তাই লেকের পাড়ে বিরাট বলু চরে যেয়ে উড়াই।সেখানে অনেক পশু পাখির সাথে মানুষের আকৃতির ঘুড়িও থাকে।

২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ২:১১

গেছো দাদা বলেছেন: পৌষ সংক্রান্তি আমাদের ঘুড়ি উড়ানোর সময়।

৪| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:৫১

জনারণ্যে একজন বলেছেন: সোনা'র মতো গুটিকয়েক দু'পেয়ে মনুষ্য-অবয়বধারী রেসিস্ট প্রাণীর সংখ্যা বৃদ্ধিতে কলকাতায় আজ এই অবস্থা।

সোনা-দানা জাতীয় প্রাণী'র অবয়ব মানুষের মাগার এক্টিভিটিস হনুমানের।

২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ২:১২

গেছো দাদা বলেছেন: হা হা হা ।

৫| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: গেছো আজকাল আমার কোনো কিছুতেই হাসি পায় না। আমি কি বুড়ো হয়ে গেলুম?

৬| ২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৮

জনারণ্যে একজন বলেছেন: @রাজিব, ছিঃ - কক্ষনো না।

আপনি জাস্ট লেখা চুরি-দারির মাল-মশলা পাচ্ছেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.