নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য : বাল ! B:-/

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৩

এই মুহুর্তে বাঙালির সবথেকে প্রিয় বাংলা শব্দ কী?
বাস্তব অভিজ্ঞতা জানাচ্ছে এই সময়ে বাঙালির সবথেকে প্রিয় শব্দ - 'বাল'।
'বাল' বাঙালির কাছে আজ শুধুমাত্র একটি শব্দ নয়, 'বাল' বাঙালির কাছে একটা ইমোশন, যা প্রায় ঈশ্বরের প্রতি ভক্তির সমতুল্য, কারণ এই একটি শব্দ দিয়ে বাঙালি সবকিছু বোঝাতে পারে।
এই শব্দ দিয়ে বাঙালি কারোর অজ্ঞতা বোঝাতে পারে। যেমন, তুই বাল জানিস - মানে তুই কিছু জানিস না।
কারোকে চুপ করাতে পারে। যেমন - ধোর, বাল বকিস না।
কারোর অপদার্থতা বোঝাতে পারে। যেমন - তুই একটা বাল।
বাল - শব্দটির উৎপত্তিগত অর্থ না জানলেও তখন জানতাম বাল - একটি উর্দু বা হিন্দি শব্দ। যার অর্থ চুল। জানতাম হিন্দিতে বাল - এর গান আছে, বাল - এর এড জিঙ্গল আছে, বাল - এর কবিতা আছে, যার নাম শায়েরি। সেই সব শায়েরি, জিঙ্গল বা গানে মূলত মহিলাদের বাল - এর প্রশংসা, কাব্য, স্তুতি করা হয়।
আপকে বাল ইতনে খুপসুরত কিউ হ্যাঁয় বা ও কালে কালে বাল, গাল গোরে গোরে, ইত্যাদি প্রভৃতি।
এরপর কখনও ঝগড়াঝাঁটি হলে বিবাহিতা মহিলারা অনায়াসে তাদের বরকে বলে দিতে পারেন - তুমি বাল বেশি কথা বলো না।
গ্র্যামাটিক্যালি কারেক্টও থাকবেন, আবার বরকে চমকে চুপ করে দিতেও পারবেন। এপ্লাই করে দেখুন।
তবে একথা মানছি, বাঙালি ও বাংলাভাষার মতো বাল - এর মতো যত্র তত্র সর্বত্র এমন ঐশ্বরিক ব্যবহার আর কেউই বোধহয় করতে পারে না।
কোন অকাজ হতে দেখলে - কীই ই ই বালছাল করছিস!
কিছু না বুঝলে - আমি এই বালের জিনিস কিচ্ছু বুঝতে পারছি না।
কিছু সন্দেহজনক দেখলে - তুই/তোরা এই ঝোপের ধারে কী বাল ছিঁড়ছিস?
খুব আনন্দজনক ব্যাপার ঘটলে- ঢিনচ্যাক বালমস্তি করছি!
কারোকে যেতে বললে - যা বাল !
কারোকে আসতে বললে - তাড়াতাড়ি আয় বাল ।
কারোকে চলতে বললে - চল না বাল।
কারোকে শাসাতে হলে - আয় তোর বাল ছিঁড়ব।
কারোকে চ্যালেঞ্জ দিলে - তুই আমার বাল ছিঁঁড়বি রে বাল ! ( এখানে বাল - এর দুরকম ব্যবহার খেয়াল করবেন পাঠক)
কেউ ভাল আছে কিনা জানতে - কাজকম্মো কিছু নেই, বেশ তো বাল ছিঁড়ছিস বসে বসে।
কোথাও না যেতে চাইলে - কে ওখানে বাল ছিঁড়তে যাবে !
হঠাৎ কিছু দেখলে - এই রে বাল!
হঠাৎ কিছু পেলে - এটা কী রে বাল!
হঠাৎ বিস্ময়ে - উরেহ বাল!
ক্লান্তিতে - শরীরটা পুরো বাল লাগছে!
সাবধান করতে- মনে রাখিস, অকালে পাকিলে বাল তার দুঃখ চিরকাল।
কোথাও কোন ঝামেলা হলে - মনে হচ্ছে ওখানে কিছু বালবাজারি চলছে।
এর বাইরে, বাল - এর সঙ্গে আর একটি শব্দও ব্যবহার করা হয়, আবাল। যেমন, তুই কি আবাল? বা তুই কেমন আবাল - ইত্যাদি প্রভৃতি।
এই বাল - এর রচনাটি পড়ে ভাল লাগলে অথবা আপনার যদি বাল - বিষয়ক কোন কথা স্টকে থাকে তবে কমেন্ট করে জানাবেন। =p~

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩১

নিবারণ বলেছেন: বাল লিখছেন। সর‍্যি ভাল লিখতে গেছিলাম।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩৫

গেছো দাদা বলেছেন: হা হা হা। বাল থাকবেন ।সর‍্যি, ভাল লিখতে গেছিলাম। =p~

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৪

সোনাগাজী বলেছেন:




এখন প: বাংলার ২ জন ব্লগার আছেন সামুতে; লেখা মেখা সুবিধার হচ্ছে না।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৮

গেছো দাদা বলেছেন: সোনাবাল আমার !!! :>

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৫৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলাদেশের সরকারি দলকে BAL (বাংলাদেশ আওয়ামী লীগ) বলা হয়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:০২

গেছো দাদা বলেছেন: ওয়াও !! বাল লিখেছেন। সর‍্যি ,ভাল লিখতে গেছিলাম। =p~

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: আমি সাধারণত কথা বলার সময় সহজ সরল সুন্দর ও শ্রুতিমধুর শব্দ ব্যবহার করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.