নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য ভালোবাসা।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য : সিএএ ও ভারতের নাগরিকত্ব !

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৬

কিছু বিখ্যাত কবিদের নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে ডাকা হয়েছে
প্রথম জন ঘরে ঢুকলেন।


প্রশ্নকর্তা- নাম ?
উত্তর - মাইকেল মধুসূদন দত্ত
প্রশ্নকর্তা - জন্ম ?
উত্তর - "যশোরে সাগরদাঁড়ি কপোতাক্ষ-তীরে
জন্মভূমি, জন্মদাতা দত্ত মহামতি
রাজনারায়ণ নামে, জননী জাহ্নবী।"
প্রশ্নকর্তা - যশোর বাংলাদেশে না? মদিনা সনদের দেশ। আপনি ক্রিশ্চান। নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) মারফত নাগরিকত্ব পেয়ে গেলেন। নেক্সট !


প্রশ্নকর্তা - নাম ?
উত্তর - সত্যেন্দ্রনাথ দত্ত
প্রশ্নকর্তা - জন্ম ?
উত্তর - "মুক্ত বেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতারে রঙ্গে,
আমরা বাঙালি বাস করি সেই তীর্থ বারদ বঙ্গে।"
প্রশ্নকর্তা - পূর্ব বঙ্গ না পশ্চিম বঙ্গ মেনশন করা নেই। আপনি কী কাফের না পিনাকী ভটচাজদের মত কমি? আরেকটু বলুন তো।
উত্তর- "এক হাতে মোরা মগেরে রুখেছি, মোগলেরে আর হাতে
চাঁদ প্রতাপের হুকুমে হঠিতে হয়েছে দিল্লীনাথে।"
প্রশ্নকর্তা- মোগল পিটিয়েছেন? মোস্ট ওয়েলকাম। চলে আসুন। নেক্সট...


প্রশ্নকর্তা - নাম ?
উত্তর - রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্নকর্তা - বুঝতেই পারছেন স্যার, আমরা প্রটোকল ফলো করছি। নইলে আমরা তো কমিকুত্তা না যে আপনাকে একবার জমিদারের বাচ্চা বলে খিস্তি করব, আরেকবার আপনারই পা ধরে ইলেকশন পার হবার চেষ্টা করব। বলুন স্যার, যা ইচ্ছে হয় বলুন।
উত্তর - " শোন্‌ রে যবন, শোন্‌ রে তোরা,
যে জ্বালা হৃদয়ে জ্বালালি সবে
সাক্ষী র’লেন দেবতা তার
এর প্রতিফল ভুগিতে হবে ।।"
প্রশ্নকর্তা - এটা আপনারই লেখা তো? না, মানে, পড়ে তো বিশ্বাস হতে চায় না। কবিতার নাম কী, নোয়াখালি? পাসড উইথ ডিস্টিংশন! নেক্সট ...


প্রশ্নকর্তা - নাম ?
উত্তর - দ্বিজেন্দ্রলাল রায়
প্রশ্নকর্তা - জন্ম ?
উত্তর - " ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি।"
প্রশ্নকর্তা - কাঁদিয়ে দিলেন দাদা। আপনি যান। নেক্সট.....


প্রশ্নকর্তা - নাম ?
উত্তর - সুকান্ত ভট্টাচার্য
প্রশ্নকর্তা - জন্ম ?
উত্তর - " আমার ঠিকানা খোঁজ ক'রো শুধু
সূর্যোদয়ের পথে।
ইন্দোনেশিয়া, যুগোশ্লাভিয়া,
রুশ ও চীনের কাছে,
আমার ঠিকানা বহুকাল ধ'রে
জেনো গচ্ছিত আছে।"
প্রশ্নকর্তা - আপনি তো মশাই ডেঞ্জারাস। ১৯৫০ সালে দুইখানা কবিতার বই ছেপেছেন। ঘুম নেই আর পূর্বাভাস। সেখানে কাশ্মীর, লেনিন সব আছে। পঞ্চাশের পূর্ব পাকিস্তান গণহত্যা নিয়ে কটা লেখা আছে?
উত্তর- মানে...
প্রশ্নকর্তা- আপনি বরং তিন নম্বর ঘরে ওয়েট করুন। আপনি লেনিন দেখতে পান কিন্তু ঘরের পাশে বরিশাল-খুলনা-ঢাকা দেখতে পান না? আপনার আই চেকাপ হবে। টাইম লাগবে। নেক্সট.....


প্রশ্নকর্তা - নাম ?
উত্তর - কুমুদ রঞ্জন মল্লিক
প্রশ্নকর্তা - জন্ম ?
উত্তর - " বাড়ি আমার ভাঙ্গন ধরা অজয় নদীর বাঁকে
জল যেখানে সোহাগ করে স্থলকে ঘিরে রাখে।"
প্রশ্নকর্তা - অজয় নদ তো বীরভূমে। নো প্রবলেম । আপনি যান। কিন্তু মনে রাখবেন, বীরভূমেও কিন্তু ৩৭%, আপনার সাধের অজয় নদ না পদ্মা মেঘনা হয়ে যায়। নেক্সট.....


প্রশ্নকর্তা - নাম ?
উত্তর - জীবনানন্দ দাশ
প্রশ্নকর্তা - জন্ম?
উত্তর - " আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।"
প্রশ্নকর্তা - আপনার তো বরিশাল? ঠিক আছে, বরিশাল বিষয়ে আমাদের কাছে ইনফরমেশন আছে। আসুন...


প্রশ্নকর্তা - নাম ?
উত্তর - কাজী নজরুল ইসলাম
প্রশ্নকর্তা - জন্ম ?
উত্তর - "বল বীর-
বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি'
চন্দ্র সূর্য্য গ্রহ তারা ছাড়ি'
ভূলোক দ্যূলোক গোলোক ভেদিয়া
খোদার আসন ‘আরশ’ ছেদিয়া,
উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর!
মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর!"

প্রশ্নকর্তা - আমার সব গুলিয়ে গেল। আপনি কে সেটাই বুঝে উঠতে পারলাম না। (ফাইল দেখতে দেখতে) এই লাইনগুলো আপনি লিখেছেন? "আল্লার আজ ছাল তুলে দেব, মেরে তাগ দেগে কোড়া"?
উত্তর- হ্যাঁ।
প্রশ্নকর্তা- ব্যস ব্যস। আপনাকে ব্লগার কোটায় নাগরিকত্ব দিয়ে দেওয়া হল।
উত্তর- সুকান্তকে সাথে নিয়ে যাই? বেচারা ছেলেমানুষ।
প্রশ্নকর্তা- একদম না। উনি একচোখে দেখছেন, অন্য চোখে ছানি পড়েছে। আপনার ছাড় আছে, ওদের নেই। আগে ছানি কাটানো হবে তারপর অন্য কথা। আজ আর কোনো কাজ হবে না। আমি বাড়ি যাব। আজ এই অব্দি থাক।

( কমি মানে কমিউনিস্ট !) =p~
(পুরনো লেখা।)

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১০

এম ডি মুসা বলেছেন: এই পোস্ট আপনার কি করা উচিত? যে যার সৃষ্টিকর্ম দ্বারা পরিচিত মানুষ হিসেবে নয়। আর একটা কথা পৃথিবীর তো মানুষ কয়জন মানুষ চিনে। তাই এই সব আলোচনা যেটা পজেটিভ সেটা করা উচিত সকলের।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৫

গেছো দাদা বলেছেন: রম্য টাকে রম্য হিসাবেই পড়ুন। আনন্দ পাবেন।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৩৪

কামাল১৮ বলেছেন: পড়ে মজা পেলাম।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:০৮

গেছো দাদা বলেছেন: আলহামদুলিললাহ।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:৫৩

বুবলা বলেছেন: ভারতের সি এ এ আইন টা কি আগে এব্যাপারে ভালো করে জানুন এটা ১৯৪৭ এ নেহেরু লিয়াকত অ্যাকর্ডের ফলে সৃষ্ট

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১৩

ধুলো মেঘ বলেছেন: মজা পেলাম। কবি নজরুলের মধ্যেও কিছুটা সমস্যা আছে - উনি মুসলিম নামধারী, সি এ এ কোটায় কিভাবে পাশ করেন উনি? এরপর আপনি বঙ্কিম চন্দ্র আর সৈয়দ ওয়ালীউল্লাহকেও ডাকবেন আশা করি।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২০

রাজীব নুর বলেছেন: পড়ে গেলাম।
কবি সাহিত্যিকরা শুধু মাত্র একটি রাষ্ট্রের সম্পদ নয়। তারা বিশ্বের সব মানুষের জন্যই লিখেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.