নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য : কীপটেমির চরম সীমা !

১১ ই জুন, ২০২৪ রাত ১:০১

সেদিন সকালে হরেনদার সঙ্গে দেখা । দাঁত মাজছিল । আমাকে দেখে থু করে পিক ফেলে বলল , " দুশটা টাকা আমার জলে চলে গেল জানিস ! "

বললাম , " কেন ? কিকরে ? "
হরেনদা বলল , " আরে দুশ টাকা দিয়ে একটা পাঞ্জাবী কিনেছিলাম । বছর-দুই পরেছি । দেখি হাতাগুলো আর ঝুলপকেট ছিঁড়ে লটপট করছে । দিলাম হাতা আর ঝুলটা কেটে , পাঞ্জাবীটার বুক পেট বরাবর দিলাম চালিয়ে কাঁচি ।
হয়ে গেল ফতুয়া ।
সেটাও বছর-দুই পরেছি । তারপর হল কি - তারও তলার দিকটা ছিঁড়ে-খুঁড়ে গেল । দুশ টাকার জিনিস ফেলে দেব ? চালালাম কাঁচি ।
হাতাগুলো ছোটো হল । হাইটও কমে গেল । বৌ এর সুন্দর ব্লাউজ হয়ে গেল ।
বৌ সেটা দুবছর পরল। আর পরা যায় না । হাতা আর তলা একেবারে ঝুরঝুরে হয়ে গেল । তাবলে কি দুশ টাকার জিনিস ফেলে দেব ?
আবার কাঁচি ।
পুরো হাতা আর ধারগুলো কুচকুচ করে কেটে দিলাম।
একটা সুন্দর রুমাল হয়ে গেল ।
সেটাও কমসেকম দুবছর তো ব্যবহার করেইছি ।
তারপরে সেও আর চলে না ।
কিন্তু ফেলে তো দেওয়া যায় না । দুশ টাকা বলে কথা ।
সরু সরু করে রুমালটাকে কেটে বেশ কয়েকটা প্রদীপের সলতে বানালাম।
প্রদীপ জ্বলে । কিন্তু ছাইগুলো কি ফেলে দেব ? দুশ টাকা তো কম নয় ।
ছাইগুলো সব জড়ো করে রেখেছিলাম । তাতেই আজ দাঁত মাজছিলাম । এই থুথুর সঙ্গে আজ সব জলে চলে গেল । দুশ টাকা । বড় আফশোস হচ্ছে ভাইরে !" B:-/

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০২৪ ভোর ৪:২৭

কামাল১৮ বলেছেন: এই জন্যই বাংলাদেশীরা আপনাদের কিপটে বলে।কি দরকার ছিলো এই সব লেখার।

১৪ ই জুন, ২০২৪ রাত ১২:০৬

গেছো দাদা বলেছেন: B:-/

২| ১১ ই জুন, ২০২৪ ভোর ৬:৫৭

অগ্নিবেশ বলেছেন: হাটে হাঁড়ি ভেঙ্গে দিলেন গো দাদা।

১৪ ই জুন, ২০২৪ রাত ১২:০৬

গেছো দাদা বলেছেন: !:#P

৩| ১১ ই জুন, ২০২৪ দুপুর ২:১৯

প্রামানিক বলেছেন: এই লেখাটা না লিখলে দু''শ টাকা জলে যেত না, জলই তখন দু''শ টাকা হয়ে যেত।

১৪ ই জুন, ২০২৪ রাত ১২:০৭

গেছো দাদা বলেছেন: =p~

৪| ১১ ই জুন, ২০২৪ দুপুর ২:৪১

আদিবাসী শামুক বলেছেন: পুরাতন জোক্সকে কাটছাট করে নিজের নামে চালিয়ে আর কতদিন?

১৪ ই জুন, ২০২৪ রাত ১২:০৭

গেছো দাদা বলেছেন: X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.