নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনাকে কিছু প্রশ্ন করতে চাই।

০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫২

'শেখ হাসিনার জন্য কিছু প্রশ্ন'

কি দরকার ছিলো আপনার ১৪ লক্ষ ভূমিহীন. ঘরহীন মানুষকে জমি সহ পাকা ঘর তৈরি করে দেওয়ার?

কি দরকার ছিলো ২৫% মানুষকে দারিদ্র্য সীমা থেকে বের করে আনার?

কি দরকার ছিলো বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার?

কি দরকার ছিলো বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উন্নত করার?

কি দরকার ছিলো ৬০ বিলিয়ন জিডিপির দেশকে ৪৬০ বিলিয়ন ডলারের জিডিপির দেশে উন্নত করার?

কি দরকার ছিলো ভারতের সঙ্গে ছিটমহল সমস্যার সমাধান করার?

কি দরকার ছিলো দেশের সমূদ্রসীমা বাড়ানোর?

কি দরকার ছিলো মুক্তিযুদ্ধের ট্রাজিক ইতিহাস ফিরিয়ে আনার?

কি দরকার ছিলো রাজাকারদের বিচার করার?

কি দরকার ছিলো বঙ্গবন্ধু হত্যার বিচার করার?

কি দরকার ছিলো তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎকে ষোল হাজার মেগাওয়াটে উন্নত করার?

কি দরকার ছিলো ৬০০ ডলার মাথাপিছু আয়কে ২৮০০ ডলারে উন্নত করার?

কি দরকার ছিলো প্রতি বছর বিনামূল্যে ৩৫ কোটি বই বিতরণের?

কি দরকার ছিলো পদ্মা সেতু বানানোর?

কি দরকার ছিলো বঙ্গবন্ধু টানেল করার?

কি দরকার ছিলো মেট্রোরেল তৈরি করার?

কি দরকার ছিলো এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি করার?

কি দরকার ছিলো শত শত কিলোমিটার নতুন রেলপথ তৈরি করার?

কি দরকার ছিলো শত শত কিলোমিটার এক্সপ্রেসওয়ে তৈরি করার?

কি দরকার ছিলো ঢাকা শহরে ব্রডগেজ রেল পৌঁছানোর ব্যাবস্থা করার?

কি দরকার ছিলো দু'শো লোকোমোটিভ ক্রয়ের?

কি দরকার ছিলো পাঁচ ছয়শো নতুন রেল কোচ কেনার?

কি দরকার ছিলো এতো নতুন নতুন সমূদ্র বন্দর তৈরি করার?

কি দরকার ছিলো এলএনজি টার্মিনাল তৈরি করার?

কি দরকার ছিলো এতগুলো নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় তৈরি করার?

কি দরকার ছিলো এতগুলো নতুন মেডিকেল কলেজ তৈরি করার?

কি দরকার ছিলো প্রতি বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন ছাত্র ছাত্রী হল তৈরি করার?

কি দরকার ছিলো এতগুলো নতুন টিভি চ্যানেল দিয়ে অবাধ বাক স্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলার সুবিধা করে দেওয়ার জন্য?

কি দরকার ছিলো দেশের মানুষকে এতো ডিজিটাল সুযোগ সুবিধার এক্সেস তৈরি করে দেওয়ার?

কি দরকার ছিলো শিক্ষক, শিক্ষার্থীদের এত এত সুযোগ সুবিধা দেওয়ার?

বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা,গর্ভবতী ভাতা সহ অন্যান্য ভাতার কি দরকার ছিলো?

শেখ হাসিনা, আপনার বোঝা উচিত, বাংলাদেশীরা টিক্কা খানের জাতি। এসবের উপযুক্ত না।

আমাদেরকে সেই ২০০১-২০০৬ মেয়াদের মতো অন্ধকার যুগ ফিরিয়ে দিন।

আপনি সারা বাংলার আনাচে কানাচে ইন্টারনেট দিলেন। এখন ১দিন নেট বন্ধ থাকলে
ফ্রি ল্যন্সারদের কোটি কোটি টাকা কামাই বন্ধ হয়ে যায়।

ফেসবুক ব্যাবহার করে সরকার ফেলা যায়।

বি এন পির মন্ত্রী মোরশেদ খানের সিটিসেল ১২০০০০/= টাকার মোবাইল ১৭ টাকা মিনিট রেট ছিল। এখন স্মার্ট ফোনে ৩/৫ হাজার টাকায় ৫০ পয়সা মিনিট।

আপনি ব্যর্থ নেত্রী। কারণ, বাংলাদেশীরা ভালোবাসার মূল্য বোঝে না।

তারা কি বোঝে জানেন?
বেত্রহস্ত,
শোষণ,
ভিক্ষুক জাতি হিসেবে তারা নিজেদের ভাবতে ভালোবাসে।

_-----------

যারা উন্মত্ত তান্ডব চালাচ্ছে
যারা গণহত্যা করছে
যারা দেশটাকে ধ্বংস করছে
যারা গোটা বিশ্বের সামনে বাংলাদেশের যেটুকু সুনাম ছিল তা ধুলোয় লুটিয়েছে।

সেইসব উগ্র জামাত আর বামপন্থীরা উত্তর দিও।

------------------

আর, ভারতের সেকুলাঙ্গার রা, যারা কথায় কথায় পাউডার মেখে বাংলাদেশের ছক খেতে, মনে রেখো, "ভারত যাদের মামার বাড়ি / বাংলা ছাড়ো তাড়াতাড়ি " ওয়ালারা এখন ক্ষমতায়।

কিছুটা সংগৃহীত। বাকিটা লিখলাম। তথ্যগুলো থাকুক!

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৯

সন্ধ্যা প্রদীপ বলেছেন: দরকার ছিলো না।
হুদাই

২| ০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৫

বাউন্ডেলে বলেছেন: সব সময় সবকিছু লিখতে নেই । সময় জবাব দেবে। হাসিনার বিকল্প হাসিনাই । তিনিই অবশিষ্ট দেশটিকে রক্ষা করলেন পদত্যাগ করে।

৩| ০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২২

সরকার পায়েল বলেছেন: আমি আপনাকে পশন করি, কেন প্রশ্ন করবেন?? শেখ হাসিনা দেশের নেতা উনি করবেন এটাই স্বাভাবিক l রাজনৌতিক উথান পতন আছে থাকবেই l আমার এক পোস্টে বলেছিলাম শেখ হাসিনা যা করে দিয়ে গেছেন তা মাইলফলক l শেখ হাসিনার আর কিছু করার নাই l সাময়িক হয়ত জনগণ ভুল বুঝেছে এই ভুল শেখ মুজিবকে নিয়েও করেছিলাম তারপর তিন যুগ সেই মূল্য দিয়েছে বাংলাদেশ l আজ শেখ হাসিনা চলে গেলেন বা আমরা তাড়িয়ে দিলাম অপমান করে l কিন্তু এক বছর পর নতুন সরকার কি করে বা করতে পারে?! পনের বছরে শেখ হাসিনা যা করেছে তা আগামী পনের বছরে কে করতে পারবে কিনা?? এসব প্রশ্নের উত্তরের জন্যে প্রতীক্ষা করতে হবে আরও সময় হয়ত তখন শেখ হাসিনা থাকবেন না l তবে আপাতত এটুকু স্বস্তি শেখ হাসিনা জীবিত জাতি আরেকবার তার হাত মুজিবের রক্তে কলঙ্কিত করেনি l কি হারালো তা বোঝার সময় হয়ত নয় কিন্তু যখন বুঝবে তখন পদ্মা সেতুর উপর বসে আর মেট্রো রেলে কপাল থাপাড়ানো ছাড়া কিছুই করার থাকবে না l

৪| ০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৮

মিথমেকার বলেছেন: কতটুকু সংগ্রহ করেছেন জানি না। তারপরও বলতে বাধ্য হচ্ছি; এই লেখা লেখার একমাত্র লেখক হতে পারে স্বৈরাচারী হাসিনার পিয়ন যে, মাত্র ৪০০ কোটি টাকার মালিক ছিলেন। হেলিকপ্টার ছাড়া চলতেন না। নেত্রীর বাপের বাড়ি থেকে প্রেমিকের দেশে পালিয়ে গিয়েছে এজন্য সে মন খারাপ করে এসব লিখেছেন। আফসোস! হুলো বেড়ালটা কে সাথে নিলে হয়তো খুশি হত।

৫| ০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪৫

তানভির জুমার বলেছেন: আপনার লেখা শেখহাসিনা দেখলেও হাসবো।

৬| ০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫০

বাউন্ডেলে বলেছেন: মিথ্যাচার আর গুজব সৃষ্টিকারিদের গায়ে আগুন ধরাইলেন দাদা।

৭| ০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫১

মোহাম্মদ গোফরান বলেছেন: তার ভালো কাজগুলোর জন্য ধন্যবাদ। কিন্তু আওয়ামী লীগের তৃনমুল ত্যাগীরা নিজের ব্যাক্তিত্ব বিসর্জন দিয়ে তেলবাজি করতে না পারায় তাদের বঞ্চিত করে ছিলেন। সবচেয়ে বড় কথা উনি জুলুম অত্যচার নির্যাতন নিপীড়ন এর স্ট্রিমরোলার চালিয়েছেন।পাখির মত গুলি করে মানুষ হত্যা করেছেন।

কর্মফল তো ভোগ করতেই হবে।

৮| ০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৯

এক্সম্যান বলেছেন: দাদা একটা সিম্পল প্রশ্ন, আপনাদের প্রধানমন্ত্রীর পিয়নের কত টাকা আছে?
অথবা কোনো সরকারী কর্মকর্তার ড্রাইভারের কত টাকা আছে?

৯| ০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৩

রানার ব্লগ বলেছেন: এতো কিছু করার পর তার কি দরকার ছিলো এতো গুলা মানুষের রক্তের বোঝা কাধে নেবার। যে কাজ অল্প কথায় হতো সেই কাজ কে কেনো মানুষের রক্তের উপর দাঁড়িয়ে করতে হলো।

১০| ০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: এত কিছু করার পর তিনি যে রকম নির্বাচন করেছেন সেইটা করার কি দরকার ছিলো? জাতির উন্নতি করলেন তাদের হাত-পা বেঁধে। হাত-পা বেঁধে বিরানী খাওয়ানোর চেয়ে মুক্ত অবস্থার ডাল-ভাত অনেক ভালো।

১১| ০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৯

গোবিন্দলগোবেচারা বলেছেন: বাংলাদেশ ভারতের সম্পর্ক স্বামী-স্ত্রীর সম্পর্ক। এই পবিত্র সম্পর্কের দায় মেটাতে স্বামী স্ত্রী এখন দিল্লিতে এক হয়েছে।
আপনারা উনাকে পার্মানেন্টলি রেখে দেন, উপ প্রধানমন্ত্রী বানাতে পারেন। দায়িত্ব পেলে উনি ভারতকেও আরো অনেক দূরে এগিয়ে নেবেন। আপনাদের জন্য অনেক শুভকামনা।

১২| ০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

নয়া পাঠক বলেছেন: সেই সাথে যোগ করতে পারতেন, পিয়নের হাজার কোটি টাকার মালিক, সরকারি ড্রাইভার, তার নিজের পিয়ন ৪০০-৫০০ কোটির মালিক, প্রশ্নফাশে সরকারী চাকুরী ১৫-২০ লক্ষ টাকায় বিক্রয়, একজন বেনজীর-আজিজ ৩-৪ হাজার কোটি পাচার।

দাদা কত টাকার ভাগ পেয়েছেন আপনি। এত কিছু উন্নয়ন চোখে পড়ল আর অন্যায়গুলো চোখেই তুললেন না।

১৩| ০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০২

নতুন বলেছেন: দাদা শেখ হাসিনা কে বাংলাদেশীরা চিনতে পারেনাই।

আমাদের স মিলের ভ্যান গাড়ী চালাতো ২০০৪/৫ এ তিনি এখন কোটিপতি, কারন তিনি জয় বাংলার লোক।

তিনি ১৫ বছর ক্ষমতায় তাই এই কাজগুলি হয়েছে, ৫ বছর পরপর ক্ষমতা পাল্টেগেলে অনেক প্রজেক্টই সম্পর্ন হয় না।

উপরের সাচ্চা আয়ামীলীগার গোফরান ভাইয়ের কমেন্ট পড়ুন।

তিনি দলীয় দূনিতির ব্যবস্থা নিতে পারেনাই।
তার দলের সন্ত্রাসীরা বিরোধীদের হত্যা, গুম করেছে
তার ব্যবস্থাপনায় পিলখানাতে হত্যা কান্ড হয়েছে ( এতো অফিসার ১৯৭১ এর যুদ্ধেও মারা যায় নাই)
তার ব্যবস্থাপনায় জনগন ভোটের অধিকার হারিয়েছে
তিনি বাংলাদেশ কে তার বাবার সম্পত্তি মনে করেছেন।

তার অহংকারের কারনেই তার পতন হয়েছে। জনগন কেমন উজ্জাপন করলো সেটা দেখলেই বুঝতে পারবেন তিনি কি দোষ করেছিলেন।

আপনি কি ৫-৭ শত মানুষ হত্যার পরেও মোদীকে প্রধানমন্ত্রী রাখার পক্ষে থাকবেন?

১৪| ০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪২

এনামেল হউক বলেছেন: কাঁদতে থাক। যাওয়ার সময় লাত্থি খাইতে ভুলিস না, খুনীর দালাল (=খুনী)।

১৫| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১০

কাঁউটাল বলেছেন: হ্যাটস অফ মাননীয় প্রধানমন্ত্রী, উই উইল মিস ইউ। পূর্ন ভাবে ভারতীয় লবির পাল্লায় না পড়লে আপনার হয়তো কিছুই হত না।

১৬| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪২

অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: কান্দেন..... আরও বেশী কইরা কান্দেন .......ম্যারাথন কান্দন কান্দেন..... থাইমেন না কইলাম.... দেখেন কোনও বিশ্বরেকর্ড করতে পারেন কি না ...... জাতি আপনাদের কান্দন দেখতে চায়!!!

১৭| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১২:১১

মোঃ আরিফুজ্জামান আরিফ বলেছেন: দেশের জন্যে এই কাজগুলো করা মানে এই না যে সে নিজের টাকায় করে দিছে আর এর জন্যে যাকে ইচ্ছা খুন, গুম, নিপীড়ন করে যেতে পারবে। এইগুলা আমাদের ট্যাক্সের টাকায় করা, এইগুলা আমাদের অধিকার ছিল। এইগুলার উদ্যোগ আরো আগেই অন্য সরকারের করার কথা ছিল। কিন্তু তারাও ছিল দুর্নীতির গোলাম। তাই তারা করেনি আর তারা ব্যর্থ। শেখ হাসিনা করে দিয়েছিল এইগুলা আমাদের অধিকার, কিন্তু সব আমি করে দিয়েছি আমি করে দিয়েছি মানে যে আমি এখন তোমাদের সবার জান মালের মালিক হয়ে গেলাম ব্যাপারটা মোটেও তা নয়। উন্নতি দেখিয়ে অপরাধ ঢাকা দেয়াটাই এই সরকারের পতনের সবথেকে বড় কারণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.