![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম আফসানা রুবাইয়াত। জন্ম সূত্রে আমি ঢাকার মেয়ে কিন্তু থাকি চট্টগ্রামে। বাবা, মা আর আমার ছোট্ট ভাই নিয়ে আমাদের ছোট্ট পরিবার। আমি মূলত পড়াশোনা করি। আর পড়ার ফাকে ফাকে আমার যত শখ আছে তা পূরণ করার চেষ্টা করি। আমার কাছে আমার শখ সব কিছুর চাইতে গুরুত্ত পূর্ণ। আর তাই আমার যখন যা করতে ভাল লাগে আমি তাই করি.............. আমার শখের কোনো শেষ নেই। বলতে গেলে শেষ হবেনা। তাই কিছু বলব না। ব্লগে একটু একটু করে সব প্রকাশ করব।
আজ ১লা ফাল্গুন। বসন্তের প্রথম দিন। আপনাদের সবাইকে ১লা ফাল্গুনের শুভেচ্ছা ।
কত বসন্ত পার হল জীবনে
ভেবে দেখার অবসর হলনা
এখন যখন ভাবতে বসি
খুজে পাই নিজেকে একাকী ।
কত কষ্ট কত বেদনা কত কথা
কত ব্যথার হাতছানি।
আমার জীবন রঙ্গীন হলনা
সবার জীবন হোক রঙ্গীন
এই নব বসন্তের চাওয়া আমার
হবে পূরণ তা আমি আজ জানি।
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৮
জেমিনি বলেছেন: ধন্যবাদ।
জ্বী আমার লেখা।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৫১
জেসন বলেছেন: জৌউউস একটা ফাল্গুন, হাওয়াটাই অন্যরকম, অন্যরকম এক অনুভূতি, কিন্তু উদযাপন করতে পারছি না, দোকানে বইসা থাকতে হইতেছে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৮
জেমিনি বলেছেন: বিকেলে না হয় ঘুরে আসবেন।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৬
নাজিম উদদীন বলেছেন: শুভ বসন্ত।
১লা, ২রা এসব না উঠে গেছে, আবার চালু করলেন?
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০০
জেমিনি বলেছেন: পুরানো যা ভাল সব কিছুই আবার একদিন ফিরে আসবে।
আপনাকেও শুভেচ্ছা
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৭
রিসাত বলেছেন: হূূূূূূূূূূুম,,,,,,,,,,,,,,,,,,
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০০
জেমিনি বলেছেন: হুমমমমমমমম
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৮
অপহন্তা বলেছেন: হুমমমম
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০১
জেমিনি বলেছেন:
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০৪
কালপুরুষ বলেছেন: পহেলা ফাল্গুনের শুভেচ্ছা রইলো।
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০৮
জেমিনি বলেছেন: ধন্যবাদ.. আপনাকেও শুভেচ্ছা।
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:১৬
মে ঘ দূ ত বলেছেন: ধন্যবাদ। আপনাকেও ফাল্গুনের রক্তরাঙ্গা পলাশের শুভেচ্ছা।
কবিতটা খুব ভালো লাগলো। আপনি বলে না দিলে খ্যাতিমান কোনো কবির ধরে নিতাম। =)
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৯
জেমিনি বলেছেন: ধন্যবাদ। আপনাকেও শুভেচ্ছা।
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৪০
পাপী বলেছেন: ফুল ফুটুক আর নাই ফুটুক বসন্ত আজ আমার এ হৃদয়ে! বসন্তের শুভেচ্ছা। কবিতাটা সুন্দর! যদিও কিছুটা বিরহের।
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৩
জেমিনি বলেছেন: বিরহের মাঝেও কিছু আনন্দ আছে যা চোখে দেখা যায় না।
৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৬
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ফাগুনের আগুন ঝরা দিন...আহা!
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৩
জেমিনি বলেছেন: ফাল্গুনের শুভেচ্ছা ।
১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০৮
নুশেরা বলেছেন: শুভেচ্ছা, জেমিনি।
কবিতা সুন্দর হয়েছে; ব্যথা, জীবন, হোক-- টাইপো ঠিক করে দিও। কেমন আছ?
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫১
জেমিনি বলেছেন: ধন্যবাদ আপু। আউলা মাথায় লিখেছি কি লিখেছি নিজেই জানিনা।
১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৯
সুনীল সমুদ্র বলেছেন:
আপনার জন্য রইলো পহেলা ফাল্গুনের শুভেচ্ছা ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৪
জেমিনি বলেছেন: আপনাকেও ফাল্গুনের শুভেচ্ছা।
১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৩
ভেংচুক বলেছেন: পহেলা ফাল্গুনের শুভেচ্ছা
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৫
জেমিনি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা
১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৬
চিটি (হামিদা রহমান) বলেছেন: পহেলা ফাল্গুনের শুভেচ্ছা
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৪
জেমিনি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা..................
১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০৩
নিঃসঙ্গ বলেছেন: ফাল্গুনের শুভেচ্ছা ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪৪
জেমিনি বলেছেন: তোমাকেও শুভেচ্ছা।
১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪৫
শাহরিয়ার হাসান বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪৮
জেমিনি বলেছেন: আপনাকেও
১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১০
অহেতুক অকারণ বলেছেন: বসন্ত ছুঁয়েছে আমাকে.....হারানো মন তাই জেগেছে.......এখন যে প্রয়োজন তোমাকে........
এর পরের লাইন টা যেন কী !!!!!!!!
যাক আপনার স্কেচ শেখানোর পোষ্ট গুলো পড়ে অনেক উৎসাহিত হয়ে ছিলাম....কিন্তু নতুন পোষ্ট খুব দেরীতে আসছে মনে হচ্ছে......।।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫২
জেমিনি বলেছেন: জ্বী আমি খুব ব্যস্ত তাই সময় মত দিতে পারছিনা।
১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৩
মনজুরুল হক বলেছেন:
পয়লা ফাগুন, বসন্ত এসব কিছুই না! সবই ভ্রম ! ইল্যুশন ! মনে করার ব্যাপার! এটা যে ফাল্গুন মাস তা তো নাও হতে পারত! ন্যাড়া হয়ে যাওয়া গাছ, পাতার মর্মর, উদাসী হাওয়া, খসখসে শুকিয়ে যাওয়া মুখ....এসব কি ফাগুনের সুখ?
প্যাঁপেঁচে কাদা, অবিরাম বিরক্তিকর বরষণ, একঘেয়ে জলমগ্নতা....এ যেমন বর্ষার অপ্রিয় দিক, তেমনি মনে করা যায়....
শিক্ত শীউলী ঝরা সকালে
মাটির সোঁদা গন্ধ আর কবেকার
পুরোনো সেই মানুষে একাকার হয়ে
আমরা কাটিয়ে দিলাম একটি সকাল
কেঁচো হাঁটা মাটিতে তুমি আর আমি।
তবে। বসন্ত এলে আর কিছু হোক না হোক
শিমুল ফুটুক দূর গাঁয়ে,অনেক উঁচুতে,টকটকে লাল শিমুল।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৫
জেমিনি বলেছেন: ..............................................................
১৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৯
মৃন্ময় আহমেদ বলেছেন:
নাহ্ আমার কোনো চাওয়া নেই
তেমন কোনো পাওয়াও তো নেই..
একাকী আছি, বেশ আছি আমাতে
স্পর্শে নয়, কাছাকাছি আছি ভাবনাতে...
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৮
জেমিনি বলেছেন: একাকী আছি .... একাকী থাকব ..........
১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৮
মইনুল িমঠু বলেছেন: আপনার ষ্কেচ নিয়ে লেকচার কি শেষ হয়ে গেল নাকি????আমিতো ৫ নাম্বার লেকচারের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।দয়া করে দ্রুত উত্তর দেবেন।
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৬
জেমিনি বলেছেন: ৫ নাম্বার এবং ৬ নাম্বার পোষ্ট অনেক আগেই দিয়েছি
৫ নং পোষ্ট
Click This Link
৬ নং পোষ্ট
Click This Link
২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:২১
নিহন বলেছেন: সুন্দর .......
Click This Link
২১| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:১০
মইনুল িমঠু বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করার জন্য।
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩৮
জেমিনি বলেছেন: আপনাকেও ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৮
অক্ষর বলেছেন: ফাল্গুনের শুভেচ্ছা আপ্নেরেও
কবিতা কি আপ্নে লেখছেন?