নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত অক্টোবরে, একটি ছোট মেয়ে আমাকে একটি সুন্দর অনুষ্ঠানে যুক্ত করেছিলো, বেশ ভালো লেগেছিলো।
অক্টোবরের পড়ন্ত বিকেলে পায়ে হেঁটে ঘরে ফিরছিলাম; সামনে YMCA'এর বিশাল স্পোর্টাস বিল্ডিং; মুল ফটকের কাছে অনেক লোকজন। আমি ভীড় এড়াতে রাস্তার অন্য পাশ ধরে হাঁটছি। ফটকের কাছে এসে দেখি অনেক মানুষ আড্ডা দিচ্ছে, চা-কফি খাচ্ছে, গল্প করছে; লোকজন পরিবারসহ এসেছে।
ভীড়ে মাঝ থেকে ১০/১১ বছরের ১টি মেয়ে হাত নাড়লো, আমিও হাত নেড়ে উত্তর দিলাম; সে রাস্তা পার হয়ে, এপাশে এসে আমাকে বললো,
-আমরা আন্তর্জাতিক শিশুকন্যা দিবস পালন করছি, তুমি যোগ দিলে খুবই খুশী হবো। একটু পরে কনসার্ট শুরু হবে, নামকরা কয়েকজন শিল্পী গান গাইবে।
আমি তার সাথে গেলাম, সে একটি মিনারেল ওয়াটার আমার হাতে দিয়ে বললো,
-চল, তোমাকে ১টি পাস নিয়ে দিই; ভেতরে চা/কফি, পেষ্ট্রী, স্যান্ডউইচ আছে; তোমার হাতের ব্যাগটা লকার রুমে রেখে দিও; ৪ ডিজিটের কম্বিনেশন লক আছে লকারগুলোতে।
মেয়েটি আমার নামে ১টা পাস প্রিন্ট করে আমার হাতে দিয়ে আমাকে লকার রুম দেখায়ে ছিলো। আমি ১ কোণে একটি খোলা লকার পেয়ে ব্যাগটা রেখে নম্বর ঘুরানোর সময় দেখলাম, আদুরে ১৪/১৫ বছরের ১টি মেয়ে কম্বিনেশন সেট করছে, আর আমাকে কানা চোখে দেখছে। সে কম্বিনেশন সেট করার পর, আমি হেসে বললাম,
-আমি তোমার নম্ববটা দেখে ফেলেছি!
-তাই? তোমার তো দেখছি পেঁচার মতো চোখ, এত দুর থেকে দেখে ফেলেছো; নম্বরটা বলো!
-১, ২ ,৩, ৬।
-ওহ খোদা, এখন আমাকে নতুন নম্বর সেট করতে হবে; তুনি অন্য দিকে ঘুরে দাঁড়াও।
সে নতুন নম্বের ঘুরালো, একটু পরে বললো,
-তুমি কনসার্ট দেখবে?
-দেখবো! আমি যেই নম্বরটা বলেছিলাম, উহা কি সত্যই মিলেছিলো?
-না, মিলে নাই!
-তুমি যে ওহ খোদা বলে বিস্ময় প্রকাশ করলে!
-তুমি যে চেষ্টা করেছ, সেটার জন্য তোমাকে উৎসাহ দিলাম। চল, কিছু খেয়ে কনসার্টের সিট দখল করি।
১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:৩৫
জেনারেশন৭১ বলেছেন:
কোন ধরণের মেয়েরা ছিলো আন্দোলনে? হতাঃত হয়েছিলো?
২| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:০০
সৈয়দ কুতুব বলেছেন: সাধারণ ভার্সিটি পড়ুয়া মেয়ে ছিলো। তাদের কোন রাজনৈতিক পরিচয় ছিলো কিনা তা যাচাই করার সুযোগ হয় নি। গুলিতে আন্দোলন কারী মেয়েদের মারা যাওয়ার সংখ্যা কম। তবে ছাত্রলীগের হাতে অনেক মেয়ে ধোলাই খেয়েছ। মেয়েদের অংশগ্রহণ মানুষকে ভালোই প্রভাবিত করেছিল। ১/২ জন কে উপদেষ্টা করলে খারাপ হতো না।
১১ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭
জেনারেশন৭১ বলেছেন:
ছেলেমেয়েদের উপদেষ্টা বানায়ে দেশকে কোথায় নিচ্ছে, সেটা আপনারা টের পাচ্ছেন না; দেশের কিছুই থাকবে না।
৩| ১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:১১
রানার ব্লগ বলেছেন: আপনি এই ধরনের আচরণ বাংলাদেশে আশ করতে পারেন না ।
১১ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮
জেনারেশন৭১ বলেছেন:
কারণ জাতি এখনো কিছুই শিখেনি; মানুষ ভালো জীবন দেখেনি।
৪| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৮
সৈয়দ কুতুব বলেছেন: টের পেয়ে কি করবো বলেন? আমি তো বললাম ছেলেদের নিয়োগ দিছে তাহলে মেয়েরা বাদ যাবে কেন তার জন্য! ড. ইউনূস তো বাঙালির সব বড়ো ব্রেইন গুলোর একজন। তিনি কেন একটি নিদিষ্ট গোষ্ঠীর পকেটে ঢুকে গেলেন? আমেরিকার পক্ষ থেকে তাকে ড্যামেজ কন্ট্রোল হিসাবে পাঠানো হয়েছে। বাদ বাকী উপদেষ্টারা কি আমেরিকার পক্ষ থেকে গিফট? স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশ আল্লায় চালাচ্ছে সে জন্য পুলিশ নিস্ক্রিয়!
১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৫২
জেনারেশন৭১ বলেছেন:
সবগুলোর পেছনে আমেরিকান এম্বেসীর হাত আছে; তবে, আমেরিকা মনে করেছে যে, বিএনপি-জামাত-শিবির বাংলাদেশের ক্ষতি করবে। তারা শেখ হাসিনাকে সরাতে এসব ব্যবহার করছে। সমস্যা হচ্ছে, বাংলাদেশের ভবিষ্যত ওরা কন্ট্রোল করতে পারবে না; কারণ, এসব যারা করছে, তারা চাকুরির কারণে সরে যাবে।
৫| ১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৭
ঘুম ভাঙ্গা শহরে বলেছেন: এটা কি আপনার নিক নাকি কোন শিয়াল/শিয়ালনি- কুকুর/কুকুরনি আপনার ভেক ধরছে?
১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১৪
জেনারেশন৭১ বলেছেন:
এটা আমার নিক।
৬| ১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১০
আঁধারের যুবরাজ বলেছেন: আপনার এই ধরণের লেখাগুলি খুব ভালো হয়। অল্প কথায় সুন্দর উপস্থাপন। সৈয়দ কুতুব এর কথা সত্য ,অসংখ মেয়েদের অংশগ্রহণ ছিল। যা আন্দোলনকে বেগবান করেছিল ,ছাত্রলীগ স্বভাব অনুযায়ী প্রচুর মেয়েদেরকে নির্মম ভাবে মেরেছে , অন্ধ মেয়েও বাদ যায়নি।
১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১৭
জেনারেশন৭১ বলেছেন:
ছাত্রলীগের বড় অংশের কারণে শেখের প্রাণ গেছে, মেয়েদের কথা কি বলবো? শেখ এক দৈত্য সৃষ্টি করে উহার ঘাঁড়ে চড়ে আকাশে উঠেছিলো, দৈত্য উহাকে পায়ের নীচে পিষে দিয়েছিলো।
৭| ১২ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:২৩
রবিন_২০২০ বলেছেন: মেয়েরা দ্রুত ম্যাচিউর হয়। মানুষের প্রতি সংবেদনশীলতা ও এদের বেশি থাকে।
১২ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:২৫
জেনারেশন৭১ বলেছেন:
আমাদেরগুলোকে বোরখা, বালছাল পরায়ে ইডিয়ট বানায়ে রাখে।
৮| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ২:২১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঐ ছোট্ট মেয়েটি আপনাকে কি করে চিনল ???
পূর্ব পরিচিত !!!
১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ২:২৬
জেনারেশন৭১ বলেছেন:
পরিচিত নয়; গত বছর আমি ওখানে সাঁতার কাটতাম, দেখেছে মনে হয়।
৯| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:০৪
আমি সাজিদ বলেছেন: বাংলাদেশী জেনজি ও অন্য উন্নত / উন্নয়নশীল দেশের জেনজির মধ্যে পার্থক্য আছে। কিছু পর্দার পেছনের কিং মেকার সাজা পত্র পত্রিকা ও নিউজ মিডিয়া চেয়েছিল জেনজির উপর ভিত্তি করে বাকি প্রজন্মগুলোকে অস্বীকার করার। কিন্তু ঢাকায় ওই যে সুপার সানডে / মেগা মানডে এইসব দেখে বড়রা বুঝে গেছে আমাদের জেনজি এখনও তৈরী নয়।
১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২১
জেনারেশন৭১ বলেছেন:
আমাদের নতুন জেনারেশন টেকনোলোজীতে সামনে গেছে জীবিকার তাগিদে ও বিশ্বায়নের ফলে; তবে, আচরণ ভালোর দিকে যায়নি, সততা নেই বললেই চলে।
১০| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩৮
আমি সাজিদ বলেছেন: সিরিয়ার আসাদ ও তার ভাইয়ের ব্যবসার হাতিয়ার captagon ধরনের ড্রাগ নিয়ে আপনার আইডিয়া আছে? বাংলাদেশে এই বছরে এই ধরনের মাদকের সুনিপুণ রাজনৈতিক ব্যবহার নিয়ে একটা কথা এসেছিল। আমি বিশ্বাস করি নাই। উলটো গালি দিয়েছিলাম যে বলেছিল তাকে।
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:২৫
সৈয়দ কুতুব বলেছেন: ড. ইউনূস ও জুলাই অভ্যুত্থানের নারীদের নিয়ে সম্মেলন করেছেন। মেয়েদের অংশগ্রহণ অনেক বেশি থাকার পর ও তাদের নীতিনির্ধারকের ভূমিকায় দেখা যাচ্ছে না। ড. ইউনূস একটি ভালো কাজ করেছেন।