নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন৭১

জেনারেশন৭১ › বিস্তারিত পোস্টঃ

আমাদের বেশীরভাগের শান্ত্বনা, আমাদের সাথে ভারতও ডুবছে

১১ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯



ভারত আমাদের প্রতিবেশী; কিন্তু বর্তামনে ওদের সাথে আমাদের কোন মিলই নেই: ওরা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের মানুষের সুখশান্তির জন্য কাজ করছে; ওরা আমাদের উপর কোনভাবেই নির্বরশীল নয়; ফলে, আমরা যেই অবস্হার মাঝ দিয়ে যাচ্ছেি, সেটা তাদেরকে কোনভাবে প্রভাবিত করছে না।

বাংলাদেশ আন্দোলন হওয়ার পর ৫ চলছে; এই সময়ের মাঝে ভারত বিশ্বের ৩য় অর্থনীতি হওয়ার পথে বেশ কিছুটুকু এগিয়ে গেছে। ১ জন ব্লগার লিখেছেন যে, ভারত ভিসা না'দেয়াতে আমরা লাভবান হচ্ছি; অন্য একজন বলেছেন যে, ভারতীয় মুদ্রার মান কমে গেছে; বাকীদের অনেকই বলেছেন যে, কলিকাতা ও ভ্রমণকেন্দ্রগুলোর ব্যবসায়ীদের ব্যবসায় লালবাতি জ্বলছে। আমাদের লোকজন এতে খুশী; নিজ জাতির কি হচ্ছে সেটা এরা বুঝার মতো পজিশনে নেই।

ফেইষবুকে যা আসছে, সেটাই আমাদের জাতির গড় শিক্ষিতদের মগজের সৃষ্টি; ব্লগে যা আসছে, ইহা একটু ভালো হওয়ার কথা ছিলো; তবে, সব ব্লগারেরই ফেইসবুক আছে; ফলে, ব্লগারেরা খুব একটা আলাদা কেহ নন।

দেশ এখন সেনাবাহিনীর অফিসার ও আমেরিকান এম্বেসীর হাতে; মাঝখানে ড: ইউনুস ফিউনুস, শিবির মিবির যা দেখছি এগুলো অপদার্থ, জাতিকে আরো বড় সমস্যার মাঝে নিচ্ছে প্রতিদিন। জাতি কোথায় গিয়ে থামবে, সেটা সেনাবাহিনী বুঝার কথা বয়, জামাত শিবিরের বুঝার বাহিরে; বুঝার কথা ছিলো রাজনীতিবিদদের। দেশে রাজনীতিবিদ নেই; আমরা সমস্যায় আছি; ভারত কখনো এই ধরণের সমস্যার মাঝে পড়েনি, পড়ার সম্ভাবনা নেই।


মন্তব্য ২৭ টি রেটিং +২/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:০৮

সৈয়দ কুতুব বলেছেন: কিছুদিনের মধ্যে ভারত ইস্যু ধামাচাপা পড়ে যাবে। তখন নতুন ইস্যু সামনে আসবে।

১২ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:১০

জেনারেশন৭১ বলেছেন:




লিলিপুটিয়ানদের জন্য ইস্যুর অভাব নেই, অভাব আছে জ্ঞান ও শিক্ষার।

২| ১২ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:৩২

সৈয়দ কুতুব বলেছেন: মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের উপদেষ্টা আপনাদের চট্টগ্রামের মুক্তিযোদ্ধা ফারুকী আজম বলেছেন রাজকারদের তালিকা নতুন ভাবে তৈরি করা সম্ভব নয়। এমন কোন নির্দেশনা নাকি নেই! শুধু সহি মুক্তিযোদ্ধাদের তালিকা করার নির্দেশ পেয়েছেন তিনি।

১২ ই ডিসেম্বর, ২০২৪ রাত ২:২৭

জেনারেশন৭১ বলেছেন:



উহা নিজেই ভুয়া কিনা জানতে হবে।

রাজাকারদের ও শান্তি কমিটির লোকজনের তালিকা করতে গেলে "সমম্নয়কদের" পরিবারের লোকজনের নাম আসবে।

৩| ১২ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:১৬

রবিন_২০২০ বলেছেন: ভারত কে আপনি অতিরিক্ত গ্লোরিফাই করেন। প্রায় দুই বিলিয়ন মানুষের দেশের অর্থনীতি আকারে বড়ো হবে এতে আশ্চর্য হবার কি আছে ? কিন্তু ৩৯ মিলিয়ন মানুষের ক্যালিফর্নিয়ার অর্থনীতি ভারতের চাইতেও বড়ো।
এই সময় ভারতে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার মাসে ২০ হাজার রুপি আয় করে। বাংলাদেশে একজন রিক্সাচালক ও এর চেয়ে বেশি আয় করেন।

১২ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৬:৫২

জেনারেশন৭১ বলেছেন:



বাংলাদেশে আয় করা ভারত থেকে অনেক সহজ; আমরা সবাই রিকসা চালালে, আমরা ভালো থাকবো।

৪| ১২ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:১৮

সৈয়দ কুতুব বলেছেন: রবিন ২০২০ @ আপনি বিশ্ব সম্পর্কে অনেক জ্ঞান রাখেন। নিজের প্রতিভা গুণে দেশ বিদেশের মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে। আপনার অভিজ্ঞতার তুলনায় আমার বয়স ও কম বাংলাদেশের বাইরে অন্য কোন দেশে যাওয়ার সুযোগ হয়নি। জনাব, ভারতের প্রাইমারী স্কুলের একজন শিক্ষকের ভারতে ইনকাম ৪০ হাজারের কিছু বেশি কিন্তু সেখানে ডিম প্রতি পিস ৬/৭ টাকা, মুরগী ৯০/১০০ টাকা, সিলিন্ডার ৮০০/৯০০ টাকা, গোরুর মাংস ৪০০/৫০০ টাকা, রুই জাতীয় মাছ ১৫০/২০০ টাকা কিলো প্রতি। অন্যদিকে বাংলাদেশে একজন প্রাইমারী স্কুলের শিক্ষকের বেতন সব মিলিয়ে টেনেটুনে ২০ হাজারের কিছু বেশি। ডিম প্রতি পিস ১২.৫০ টাকা, সিলিন্ডার ১৪৫০ টাকা, গোরুর মাংস কিলো ৭০০/৮০০ টাকা, রুই জাতীয় মাছ ৩০০/৪০০ কিলো!

১২ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:১৪

জেনারেশন৭১ বলেছেন:



রবিন _২০২০ বলেছেন যে, বনাগলাদেশের রিকসা ড্রাইবার ভােতের আইটি স্পেশালিষ্ট'এর থেকেও ভালো আয় করে; দেশ ভরে গেছে লিলিপুটিয়ানে।

৫| ১২ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৪৬

রবিন_২০২০ বলেছেন: @সৈয়দ কুতুব , আপনি জিনিস পত্রের মূল্যমান তুলনা করছেন।এটা উৎপাদনের আর চাহিদার সাথে সম্পর্কিত। আমরা বাংলাদেশিরা তেমন কিছুই উৎপাদন করিনা কিন্তু আমদানি করে চাহিদা মেটাই। খরচ তো বেশি পড়বেই। বাংলাদেশিরা ভারতীয় দের তুলনায় প্রায় দ্বিগুন খাবার খায় কিংবা নষ্ট করে, তাই চাহিদা সবসময় বেশি থাকে। এই ব্লগেই দেখবেন কেউ কেউ একসাথে ৮টা ১০টা মুরগি /ইলিশ মাছ কেনার গল্প করছে। কলকাতায় গিয়ে দেখুন মানুষ একটা গোটা মুরগিও কিনছে না। ভাগা ভাগি করে নিচ্ছে।
তুলনা করতে চাইলে আপনারা চায়নার সাথে ভারতের তুলনা করুন। সেটাই ন্যায্য হবে। সারাক্ষন নিজের দেশকে পার্শ্ববর্তী শত্রুভাবাপন্ন দেশের সাথে হেয় করে কি সুখ পাচ্ছেন জানি না।
ভালো থাকবেন।

১২ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৩৪

জেনারেশন৭১ বলেছেন:




ভারত শত্রুভাবাপন্ন দেশ; বাংগালীরা পেছনে পড়ে গিয়ে ভারত-বিরোধীতাকে শাত্বনা হিসেবে শতনিতেছে; পাকিস্তান ও ভারতের মাঝে শত্রুতা বিরাজ করছে।

১৯৭১ সালে যারা বাংলাদেশ চাহেনী তাদের লোকজন এখনো পাকিস্তানের সাথে মিলে বাংলাদেশের ভয়ংকর ভয়ংকর ক্ষতি করছে।

৬| ১২ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:০৪

সৈয়দ কুতুব বলেছেন: রবিন_২০২০@ আপনি একজন বাংলাদেশের রিকশাওয়ালার সাথে ভারতের ইঞ্জিনিয়ারের তুলনা করেন কিভাবে? আমি আমার দেশকে কেন অন্যের সাথে তুলনা করে ছোট করবো ? আমি যাস্ট আপনার তুলনা দেখে অবাক হয়েছি। আমাদের রিকশাওয়ালা এবং প্রাইমারী শিক্ষক একই লেভেলে বেতন পান! আপনার কাছে ইহা কেমন মনে হয়? আমাদের প্রাথমিক শিক্ষার তুলনায় ভারতের প্রাথমিক শিক্ষা কেন মজবুত তা চিন্তা করেন। আপনি সঠিক তুলনা তুলে ধরেন নি জনাব। ধন্যবাদ।

১২ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:১৬

জেনারেশন৭১ বলেছেন:



রবিন, ঢাবিয়ান, মেঠোপথ, জুল ভার্ণ, জটিল কুটিল, প্রমুখ আমাদের দেশের গ্রেজুয়েট; এদের মগজ কম।

৭| ১২ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:২১

রবিন_২০২০ বলেছেন: @ চাঁদগাজী , আমি বাংলাদেশী গ্রাজুয়েট নই। UC Berkeley র সর্বোচ্চ ডিগ্রী টা আমার আছে। সেই তুলনায় গেলে আপনার নিজেকেই লিলিপুটিয়ান দেখাবে।
@ সৈয়দ কুতুব, আমি জেনে শুনেই তুলনা করেছি। ভারত বিদ্বেষী হবার কোনো কারণ আমার নেই। প্রেমে অন্ধ হবার ও কিছু নেই। আপনারা দুইজন ওদের আইটি স্পেশালিস্ট বলে যেভাবে গদ গদ হচ্ছেন সেটাই অবাক করার মতো। আমরা জাতিকে শিক্ষিত করিনি বলে আমাদের মেয়েরা সেলাই মেশিনের সামনে বসে আর ভারতীয় মেয়েরা সামান্য কম্পিউটার জ্ঞান নিয়েই আপনাদের ভাষায় আইটি স্পেশালিস্ট। দুইজনের সোশ্যাল ব্যাকগ্রাউন্ড একই। পেশাগত কারণে আমি অন্তত ৩০ বার ভারত গিয়েছি। সব নিজের চোখ এ দেখা। এদের নিয়েই আমার কাজ।
আর কোনো তর্কে যাবো না। সম্ভব হলে নীচের ভিডিও টা দেখুন আর কমেন্ট গুলো পড়ুন নিজেই জানবেন। গদ গদ ভাব কিছুটা কাটবে।
Take it easy,

https://www.youtube.com/watch?v=kK3OfIdlgTw

১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:০৬

জেনারেশন৭১ বলেছেন:



বাংলাদেশে এখন ২০/২৫ হাজারের বেশী আমেরিকান পিএিচডি আছে; কিন্তু তাদের মাঝে ও মাদ্রাসার শিক্ষকদের মাঝে তেমন দুরত্ব নেই।

৮| ১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১৪

সৈয়দ কুতুব বলেছেন: রবিন_২০২০@আমি সামান্য একজন বাংলাদেশি গ্রাজুয়েট! আপনার মতো জ্ঞান বা বিশ্বকে চেনা জানার সুযোগ হয়েছে কম। ভারতের সাথে তুলনা নিয়ে আমার মনে কোন ক্ষোভ নেই। আমার ক্ষোভের জায়গা হলো আপনার অসম তুলনার জায়গায়। বাংলাদেশের অসংখ্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ১৪/১৫ হাজার টাকায় চাকুরি করছেন। এখন তাদের কি চাকুরি বাদ দিয়ে রিকশা চালানো উচিত? প্রাইমারীর তুলনা এই কারণে দিয়ে দিয়েছি যাতে আপনি যা প্রত্যক্ষ করেছেন তার বিপরীতমুখী অসংখ্য ঘটনা আছে যা আপনার নজরে আসে নাই। রিকশাওয়ালা এবং একজন ইঞ্জিনিয়ারের তুলনা করা সত্যই অবাক করার মতো। গাজী সাহেবের বক্তব্য উনার নিজস্ব.। ধন্যবাদ।

১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:১০

জেনারেশন৭১ বলেছেন:



আমেরিকায় যেই পরিমাণ ভারতীয় কম্প্যুটার সায়েন্সের লোকজন চাকুরী করছে, তদের মিলিত আয় বাংলাদেশের জিডিপির ৩ ভাগের ১ ভাগ হবে; এই লোক বলছে, রিকসাওয়ালার সমান আয় এদের! ডাব্বু পড়ালেখা করেছেন রবিন।

৯| ১২ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩৩

শূন্য সারমর্ম বলেছেন:



আমার পরিচিত এক অফিসের মার্চেন্ডাইজিং ডিপা: (২০+) ম্যানেজার প্রায়ই সবই ভারতীয়;মালিকের পরের পদগুলোও ভারতীয়। ওরা কোন দিকে ডুবে যাচ্ছে?

১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:২৭

জেনারেশন৭১ বলেছেন:




আমাদের ভেঁড়াদের নিয়ে আমেরিকান দুতাবাস কৌতুক করছে; দুতাবাস দেশ দিয়েছে তাদের হাতে যারা পাকিস্তানের সাথে থাকার জন্য আমাদের বিপক্ষে যুদ্ধ করেছে

১০| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:২২

ক্লোন রাফা বলেছেন: আমাদের বাংলাদেশের মানুষের কাছে ভারত মানে কলকাতা ও সেভেন সিস্টার/ আর হোচ্ছে ইলিশ মাছ , আলু,পেয়াজ ,চাল আর ডাল ‼️

১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ২:২৪

জেনারেশন৭১ বলেছেন:



ভেঁড়ারা ঘরের আশপাশ চেনে মাত্র।

১১| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ২:৪০

কিরকুট বলেছেন: ব্লগে কিছু কাঠাল পাতাবিছিয়ে দিন। গুন শেষ করতে পারবেন না ভ্যাড়ার সংখ্যা।

১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৩:৪১

জেনারেশন৭১ বলেছেন:



ইহার অবস্হা ফেইসবুকের চেয়েও খারাপ এখন।

১২| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:৩৯

সৈয়দ কুতুব বলেছেন: আপনার কমেন্ট করার ও লেখার ক্ষমতা আবার কেড়ে নেয়া হয়েছে?

১৩ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪

জেনারেশন৭১ বলেছেন:




হ্যাঁ, কেড়ে নিয়েছে।

১৩| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯

সৈয়দ কুতুব বলেছেন: পিএইচডির কমেন্ট নিয়ে সমস্যা হয়েছে নাকি? আপনি খারাপ কি বলেছেন? গত বছর বাংলাদেশের দেড় হাজার পিএচডি হোল্ডার ইউরোপ আমেরিকায় মেথর, সুইপার ভিসায় আবেদন করেছিল। জাল পিএইচডিতে ভরপুর!

১৩ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০২

জেনারেশন৭১ বলেছেন:



আমার কমেন্টগুলো ঠিক আছে; আমি এখন প্রবাসে, কিন্তু আমার বেশীরভাগ সময় কেটেছে দেশে; আমাদের গত কয়েকটা জেনারেশনের বিদ্যাবুদ্ধি নেই বললেই চলে।

দেখেছেন, আমেরিকান বিখ্যাত ইউনিভার্সিটিতে পড়ে, বিদেশে থেকেও ব্লগার বলছে ভারতীয় কম্প্যুটার বিশেষজ্ঞ আমাদের রিকসাড্রাইবারের সমান আয় করে! দেশে ও ব্লগে এদের শতকরা হার ৯০ ভাগ।

১৪| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২০

সৈয়দ কুতুব বলেছেন: আমেরিকা কি বাংলাদেশে নতুন কোন দল দাড় করাতে চায় নাকি? নাকি এসব স্যালাইন সরকার দীর্ঘদিন থাকুক সেটা চায়।

১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৪৮

জেনারেশন৭১ বলেছেন:



আমেরিকা সব সময় বাংলাদেশের ভালো চেয়ে আসছিলো; কারণ, জাপান ও ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশকে পছন্দ করতো; সমস্যা হলো, কিছু সরকারী কর্মচারী সব সময় পাকী মিলিটারীকে ক্ষমতায় রাখার পক্ষপাতী; পাকীরা সেই সুযোগে বাংলাদেশের উপর প্রতিশোধ নেয়।

যোগবিয়োগ করলে, আমেরিকা আমাদের স্বাধীনতাকে মাটির সাথে মিশায়ে দিয়েছে আমাদ্বের সেনাভিনীকে দখলে রেখে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.