নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১) শেখ হাসিনার সরকারের ও উনার দলের লোকেরা জাতির সম্পদ এমন হারে চুরি করছিলো যে, জাতির ৭০/৮০ ভাগ মানুষ অনেক শ্রম দিয়েও টিকে থাকতে পারছিলো না। এই অবস্হায় আমেরিকান এম্বেসী এই লোকদের একাংশকে উৎখাত করেছে; ব্যুরক্রেট ও সেনাবাহিনী কিন্তু শেখ হাসিনার সরকারের শক্তিশালী অংশ, এরাই সবচেয়ে বেশী ক্ষতি করছিলো।
২) আমেরিকান এম্বেসী শেখ হাসিনার সরকারকে শুধু মিলিটারী দ্বারা সরালে, আওয়ামী লীগ মাঠে নামতো, এই কারণে তারা জামাত-শিবির ও অন্যান্য স্বাধীনতা-বিরোধীদের কৌশলে মাঠে নামায়ে ছিলো।
৩) আমেরিকান এম্বেসী ভুল করেছে, ড: ইউনুসের সাথে ছেলেপেলেদের যোগ করে; এতে আমাদের ছাত্ররা আগামী ১০ বছরেও বই খুলে দেখবে না; জাতি ইয়েমেনের লেভেলে চলে যাবে।
৪) দেশকে চালাতে হবে বিদ্যান ও সৎ লোকরা, যাদের সংখ্যা জাতিতে ১০ জনেরও কম আছে। সেজন্য জাতির দরকার কোনভাবে ১টা "দলহীন দক্ষ-মানুষের সরকার" গঠন করা।
৫) আমেরিকান এম্বেসীর লোকজন চাকুরী করে, এরা এক সময় চলে যাবে, আমাদের সমস্যা রয়ে যাবে।
১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৩৩
জেনারেশন৭১ বলেছেন:
হালকা ব্যানে আছি; অনেক ব্লগার চান যে, আমি ওদের মতো লিলিপুটিয়ান হই।
২| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১৭
সৈয়দ কুতুব বলেছেন: ভারত কি সুন্দর কোন বিদেশি শক্তি দ্বারা প্রভাবিত না হয়ে বরং তাদের কে কাজে লাগিয়ে লাভবান হচ্ছে। আর আরা বিদেশি দের হাতে ফুন( দুঃখিত সোনাগাজী গ্রামের ভাষা ব্যবহারের জন্য) মারা খাই। সোনাগাজী তে একজন বিখ্যাত রাজাকার ছিলেন, নাম তার ওবায়দুল হক চেয়ারম্যান! এই হারামি তার গ্রামের সব পোলাপান কে জামাত শিবির ও বিএনপি বানাইছে। ১৪ই ডিসেম্বর হিলটেক্স পালাইছিলো। কারো বাসায় লজিং থাকতো খুব সম্ভবত। ৭৫ এর ১৫ই আগস্ট শেখের মৃত্যুর পর গর্ত থেকে বের হয়ে আসে।
১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩০
জেনারেশন৭১ বলেছেন:
আমাদের মানুষ নিজ জাতির অবস্হা বুঝে না; কারণ, জ্ঞানের অভাব। এরাই ভারতের বিপক্ষে কথা বলে নিজকে বেকুব হিসেবে পরিচয় দেয়।
আমাদের মানুষ মানুষ হওয়ার সুযোগ পায়নি; কারণ, অমানিষেরা দেশের সব সুযোগ দখল করে রেখেছে। ব্লগারদের মাঝে জ্ঞানীর সংখ্যা খুবই সীমিত।
৩| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি কি আবার কমান্ড ব্যানে আছেন?
১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩৩
জেনারেশন৭১ বলেছেন:
আমাকে এরা ব্লগিং করতে দেবে না; দেশ ভারে গেছে লিলিপুটিয়ানে।
৪| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪১
সৈয়দ কুতুব বলেছেন: আপনি ব্লগিং করুন। যাদের সাথে ঝামেলা তাদের এভয়েড করেন। আপনার মতো উদার গণতান্ত্রিক মানুষের খুব প্রয়োজন।
১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১৪
জেনারেশন৭১ বলেছেন:
কারো সাথে আমার ঝামেলা নেই; দেশে ঝামেলা-পুর্ণদের সংখ্যা বেশী। দেশের শিক্ষিতদের মাঝে একটা অংশ বেশ ক্রিমিনাল টাইপের।
৫| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:৪২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ১৬ই ডিসেম্বর কোন নুতন ঘটনা ঘটতে যাচ্ছে কি ???
১৪ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৬:২৯
জেনারেশন৭১ বলেছেন:
না, ঘটার মতো কিছুই নেই; যারা স্বাধীনতা চাহেনী, তারা জাতির হয়ে স্বাধীনতা দিবস পালন করবে।
৬| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩১
আমি নই বলেছেন: শেখ হাসিনার পতন বাংলাদেশের জন্য ভালো না খারাপ হয়েছে?
১৪ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১১
জেনারেশন৭১ বলেছেন:
খুবই ভালো হয়েছে; কিন্তু ইহার পর, দেশকে ঠিক পথে আনার কোন সঠিক প্ল্যান নেই আমেরিকান দুতাবাসের; মনে হয়, আমেরিকান দুতাবাস দেশকে বিপদের মাঝে টেনে নিয়েছে।
৭| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৪
রাজীব নুর বলেছেন: আপনার লেখা আমি ভীষন মিস করি।
১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২০
জেনারেশন৭১ বলেছেন:
আমি সামান্য ব্যস্ত আছি, আবার নতুন করে লিখবো; আপনি ব্লগে সময় কম ব্য্য করবেন, মেয়ে ও মেয়ের মাকে সময় দেবেন।
৮| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৭
রাজীব নুর বলেছেন: দেশের অবস্থা ভালো না। বিএনপি নিরব চাদাবাজী করে যাচ্ছে।
জামায়াত ক্ষমতা পাওয়ার জন্য নিরবে কাজ করে যাচ্ছে।
ইউনুস সাহেব কি চাচ্ছেন সেটা পরিস্কার নয়।
১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২২
জেনারেশন৭১ বলেছেন:
জামাত যা করে করুক, এক সময় ওদের আমীরের ফাঁসি হবে; ইতাই তাদের রাজনীতির ইতিহাস।
জেনারেল জিয়া বাংগালীদের মাঝে নিকৃষ্ট মানুষদের নিয়ে বিএনপি গঠন করেছিলো।
৯| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৭
শূন্য সারমর্ম বলেছেন:
আমেরিকা দেশ তছনছ করে দেয়, বাঙালী বুঝে না ; ব্যাপারটা কি তেমন কিছু?
১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৫
জেনারেশন৭১ বলেছেন:
আমেরিকা ১৯৭১ সালে "এক পাকিস্তান" রাখতে চেয়েছিলো; ১৯৭৫ সালে শেখকে হত্যা করে, আমাদের স্বাধীনতাটাকে পদদলিত করেছে; সেই থেকে আমাদের সেনাবাহিনীকে ও ব্যুরোক্রেটদের ২ পয়সায় কিনে পকেটে রেখে দিয়েছে।
১০| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৫
বিষাদ সময় বলেছেন: যেদিন দুই ছাত্রকে উপদেষ্টা বানানো হলো সেদিনই বলেছিলাম এদের সহ ছাত্রদের জীবনটাই নষ্ট করে দেয়া হলো। যারা সামান্য একটা সরকারী চাকুরী পাওয়ার আশায় আন্দোলন করছিল তাদের জীবন শুরু হলো মন্ত্রী পদমর্যাদায়। এর চেয়ে ভাল পদে যেতে না পারলে তো এদের বাকি জীবন ফ্রাস্টেশনে কাটবে আর ছাত্ররাও এখন সামান্য বিসিএস এর স্বপ্ন বাদ দিয়ে মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা শুরু করেছে।
১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১২
জেনারেশন৭১ বলেছেন:
ড: ইউনুস জাতির কথা, আমাদের ভবিষ্যত জেনারেশনের কথা ভাবেননি; তিনি আমেরিকান এম্বেসীর পুরোপ্ল্যানকে নিয়ে ঝাপিয়ে পড়েছেন সুযোগ পেয়ে; কিন্তু তিনি বেকুব ও লোভী হিসেবে খ্যাতি অর্জন করেছেন ও জাতির লাথি থেকে বাঁচতে পারবেন না।
১১| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪০
আদিত্য ০১ বলেছেন: দেশটা যেভাবে স্বাধীনতা বিরোধী আর পাকি প্রেমীদের হাতে গেছে তাতে অন্ধকার কাটবে কবে কে জানে। সেই ১৯৭১ থেকে আমেরিকা বাংলাদেশের স্বাধিনতা বিপক্ষে থেকে পাকিস্তনকে সহায়তা করেছিলো, এখনও তাই দেশটাকে স্বাধিনতাবিরোধীদের হাতে দিয়ে অন্ধকারে ঠেকে দিয়েছে, বিএনপি জামাত ক্ষমতা যাওয়ার জন্য কাজ করে যাচ্ছে, যাবেও,
একটা সিম্পল উদাহরন দেই,মুক্তিযুদ্ধের ডিসেম্বর বিজয়ের মাস জুড়ে দৈনিক পত্রিকা গুলোতে প্রতিদিন বিশেষ কলাম বা লেখা থাকতো মুক্তিযুদ্ধ নিয়ে, এখন সেটা ছিটে ফুটাও নাই, ১৪ ডিসেম্বর নিয়ে দুইএকটা আছে, তাও খুব ছোট আকারে, জুলাইয়ের আন্দোলনকারীরা মুক্তিযুদ্ধ মানে না
১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৫৭
জেনারেশন৭১ বলেছেন:
জুলাইয়ের আন্দোলনকারীদের মুল হোতাদের (২০/৩০ হাজার হবে ) বেশীরভাগই হবে যারা ১৯৭১ সালে বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করেছে ও এ্যাকটিভ ভুমিকা পালন করেছে। এরা পাকিস্তানী গোয়েন্দাদের থেকে ট্রেনিং পেয়ে আসছে নিয়মিত; এখানে আমেরিকা টাকা করচ করে।
শেখ হাসিনা রাজনীতি দিয়ে এদের মোকাবেলা না'করে কেনা, অসৎ লাঠিয়াল বাহিনী দ্বারা মোকাবেলা করতে গিয়ে স্বাধীনতাকামীদের অফুরন্ত ক্ষতি করে গেছেন। এই নেকড়েদের হাত থেকে বের হতে অনেক কষ্ট হবে; তবে, নেকড়েরা মানুষের কাছে পরাজিত হয়, ইহাই ইতিহাস।
১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:০১
জেনারেশন৭১ বলেছেন:
মুক্তিযুদ্ধ নিয়ে ভালো লেখা ১৯৭২ সালেও আসেনি; কারণ, যারা সামান্য পড়ালেখা জানতেন, ( বুদ্ধিজীবী ) তারা বা তাদের পরিবারের কেহ যুদ্ধের আশাপাশেও যায়নি। এখনকার জেনারেশন স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে লেখার মত তেমন জ্ঞানী নয়।
১২| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫১
সৈয়দ কুতুব বলেছেন: বিষাদ সময়@ বিসিএস সামান্য বিষয় নয় বাংলাদেশে। শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে তখন দেশের শ্রেষ্ঠ মেধাবীরা মাল্টিন্যাশনাল কোম্পানি তে জব খুজতো। ২০১৪ সালের পর শেখ হাসিনা নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য মেধাবীদের দাস বানানোর চিন্তা করে। উনার কিছু চামচ বিসিএস নিয়ে ক্রমাগত মোটিবেশন দিয়ে যান। এতে করে বুয়েটের ১ম স্থান অধিকারী হতে জাতীয় ভার্সিটির শেষ রোল সবাই বিসিএসের জন্য পড়াশোনা শুরু করে। শেখ হাসিনা মেধাবীদের আমলাতন্ত্রের মধ্যে ঢুকিয়ে তাদের চরিত্র নষ্ট করে দিয়েছে। শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন প্রথম ৫ বছর তিনি তেমন কোন কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন নাই। তাই সরকারি চাকুরির হাইপ বাড়ানো হয়েছে। সেইম ট্রিক্স বর্তমান সরকারও গ্রহণ করেছে।
১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:০৪
জেনারেশন৭১ বলেছেন:
শেখ হাসিনার বাবা ও তাজউদ্দিন সাহেব জানতেন না যে, জাতির অক্সিজেন হচ্ছে চাষবাস ও চাকুরী; ফলে, শেখ হাসিনার মতো মানুষ কিভাবে উহা বুঝবে?
©somewhere in net ltd.
১| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১২
শাহ আজিজ বলেছেন: আপনি কি হাল্কা ব্যানে আছেন ?