নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতির হয়ে, মুক্তিযোদ্ধাদের জন্য সামান্য যা'কিছু করেছেন, ইহা শেখ হাসিনাই করেছেন; শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের কাছে চিরদিন জনপ্রিয় হয়ে থাকবেন।
শেখ সাহেব ও তাজউদ্দিন সাহেব মুক্তিযোদ্ধাদের জন্য কিছুই করেননি; বিজয়ের পর, স্বাধীনতা যুদ্ধের এই ভলনটিয়ার যোদ্ধাদের জন্য কিছুই না'করে এই ২ জন মানুষ বড় বেকুবীর পরিচয় দিয়েছেন। যুদ্ধে ২০ হাজার মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন। বিবাহিত শহীদরা বিধবা-স্ত্রী ও সন্তান রেখে গিয়েছিলেন; শেখ সাহেব ও তাজউদ্দিন সাহেব ১ জন বিধবার কিংবা এতিম সন্তানদের ভরণপোষণের ব্যবস্হা করেননি, ১ জনকেও গণভাবনে ডেকে এনে কথা বলেননি, শান্ত্বনা দেননি, ওঁদের বাড়ীতে গিয়ে দেখা করেননি।
জেনারেল জিয়া ৩ শত মুক্তিযোদ্ধাকে ফাঁসী দিয়েছিলো ক্যু'তে যুক্ত থাকার অপরাধে। বেগম জিয়ার সময় জামাত শিবির লিষ্ট করে অনেক মুক্তিযোদ্ধাকে কৌশলে হত্যা করেছিলো।
এরশাদ ১৩ জন মুক্তিযোদ্ধা অফিসারকে ফাঁসী দিয়েছিলো, এরশাদের মুল লক্ষ্য ছিলো সেনাবাহিনী থেকে মুক্তিযোদ্ধাদের উৎখাত করা।
মুক্তিযোদ্ধারাদের দরকার ছিলো চাকুরী, শেখ হাসিনা সেটার ব্যবস্হা করেননি, উনার মগজ অত বড় ছিলো না ; করলে, মুক্তিযোদ্ধারা দেশের সাহসী সন্তান হিসেবে সুন্দর জীবন পেতেন। যদি শেখ হাসিনা ওঁদেরকে পেনশন দিতেন সেটা হতো সন্মানযোগ্য। তিনি সন্মান বুঝেননি, কিন্তু বৃদ্ধ জীবনে সামান্য ঔষধ ও ১ মুঠো ভাতের জন্য "ভাতা" হলেও দিয়েছিলেন; এজন্য তিনি মুক্তিযোদ্ধাদের কাছে সন্মানী ব্যক্তি।
দু:খের বিষয়, বেশীরভাগ ভাতা ও অনেক সুযোগুলো কেড়ে নিয়েছে ভুয়া মুক্তিযোদ্ধারা ও তাদের সন্তানেরা ( আলীগ ও বিএনপি'র ভুয়ারা )। আমি দেখছি, কিছু ভুয়া মুক্তিযোদ্ধা আজকাল শেখ হাসিনার বদনাম করছে।
১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:২২
জেনারেশন৭১ বলেছেন:
আপনি অনেক ব্যাপারে কথা বলেছেন; অনেকগুলো শ্রেণী গড়ে উঠেছে আমাদের সমাজে, যেসব শ্রেণী ইতিমধ্যে পাকিস্তান, আফগানিস্তান, লেবানন ও সিরিয়াকে ধ্বংস করেছে। শেখ হাসিনাকে মানুষ যেইভাবে অন্ধ সমর্থন দিয়েছিলেন, শেখ হাসিনা সেটাকে ব্যবহার করে জাতি গঠন করতে ব্যর্থ হন; কারণ, তিনি এসবের সাথে পরিচিত ছিলেন না।
রেডিক্যালরা ইসলামের অংশ, মাজারী ইত্যাদিও ইসলামের অংশ। উনি ২টি কাজ করলে, জাতির লেখাপড়া ও জীবিকার দায়িত্ব উনার হাতে থাকতো: (১) সবার জন্য ফ্রি এডুকেশন, (২) সবার জন্য চাকুরী ও প্রফেশান।
২| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:২৯
কামাল১৮ বলেছেন: বাকি সবতো রাজাকারের দল।শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল বা ১২ দলীয় জোট ছিলো স্বাধীনতার পক্ষের দল।
১৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩০
জেনারেশন৭১ বলেছেন:
মুক্তিযোদ্ধাদের জন্য ১টি নাম, শেখ হাসিনা
৩| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:০৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়ার পরও কিন্তু মুক্তিযোদ্ধা ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা বেশী বিএনপি-তে, আওয়ামী লীগে নয়...
১৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:২৯
জেনারেশন৭১ বলেছেন:
আওয়ামী লীগে থাকুক, কিংবা বিএনপিতে থাকুক, এদেরকে ভাতা দেয়ার শুরু করেছে শেখ হাসিনা। জিয়া ও এরশাদ মুক্তিযোদ্ধাদের ফাঁসী দিয়েছে।
৪| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬
সৈয়দ কুতুব বলেছেন: আপনার হেদায়েতের জন্য প্রথম পাতায় কবিতা লিখেছেন এসো চিন্তা করি।
১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০০
জেনারেশন৭১ বলেছেন:
এরা সঠিকভাবে পড়ালেখা করে না; দেশ ও জাতি ভয়ংকর সমস্যায় আছে: লেখার মতো হাজার ঘটনা ঘটছে প্রতিদিন; কিন্তু বুঝে না। জাতীয় ইউনিভার্সিটিতে পড়লে, আমাদের ছেলেমেয়েরা নিজ জাতিকেও চিনতে পারে না, বুঝতে পারে না।
এই ব্লগার শুরতে দর্শনের কথা বলেছিলেন, আমি মনে করেছি পড়ালেখা করেন, হয়তো; এখন দেখছি পড়ালেখার কাছেও নেই, তথাকথিত "কবি"।
৫| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৩:৩০
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনি কেমন আছেন? রন্ধে রন্ধে ঘুণপোকা ধরে আছে দেশের মানচিত্রে। - এটি বুঝতেও দেশের মানুষের হয়তো আরোও পঞ্চাশ বছর লেগে যাবে।
নিজের মতো থাকুন। নিজের কথা লিখুন।
১৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৪৭
জেনারেশন৭১ বলেছেন:
জাতি হেরে গেছে; শেখ হাসিনার কারণে জাতি হেরে গেছে।
৬| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২০
আদিত্য ০১ বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: আপনার হেদায়েতের জন্য প্রথম পাতায় কবিতা লিখেছেন এসো চিন্তা করি।
উনি গণহেদায়েতকারী, উনি উনার মতামতের বাইরে কেউ গেলেই উনি হেদায়েতের ভান্ডার নিয়ে বসেন
১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪৮
জেনারেশন৭১ বলেছেন:
কবিতা নয়, গার্বেজ
৭| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২৫
আদিত্য ০১ বলেছেন: আমার ফুফতাও বোনের জামাই মারা গেছে ৯/১০ মাস হল, উনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন, ১৯৭১ এর পর ভাতা ঠিকমত পান নি। কিন্তু ২০০৯ এর পর শেখ হাসিয়ান ক্ষমতা আসার পর থেকে ভাতা পেয়েছেন। ২০০৯ এর আগে উনি যে দারিদ্র্যের মধ্য দিয়ে গেছেন, আমার ফুফু আর্থিকভাবে সহযোগিতা করতো সবসময়, কিন্তু ২০০৯ এর পর উনি ভাতা পেয়ে বেশ ভালোভাবে দিনগুলো কাটাইছেন, এইটা দেখে খুব ভালো লেগেছে, যে দেশের জন্য যুদ্ধ করেছেন, ২০০৯ এর পর উনি আর্থিক কষ্ট করেন নি।
শেখ হাসিনা একটা কথা বলেছিলেন যে মুক্তিযুদ্ধা বিএনপি আওয়ামীলীগ যে দলই করুক আমি তাদের জন্য সহযোগিতা ও সুযোগ সৃষ্টি করে দিবো
১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫১
জেনারেশন৭১ বলেছেন:
শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের বেলায় দল বা কোন অবস্হানকে গণনা করেননি।
জিয়া, এরশাদ ও বেগম জিয়ার সময় অনেক মুক্তিযোদ্ধা ও বিখ্যাত অফিসারদের হত্যা করা হয়েছে।
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:৪৫
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনার অবদান আছে কিন্তু তিনি অনেক বড়ো একটি ভুল করে ফেলেছেন। ২০০১-২০০৬ সালে বিএনপি-জামাত দেশকে র্যাডিকাল পথে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা ছিলো ২০০৯ সাল ক্ষমতায় এসে শেখ হাসিনা সেটা সমাজ থেকে দূর করার চেষ্টা করেন নি। বাংলাদেশে আমরা যতই মুক্তিযুদ্ধের কথা সেক্যুলার দের কথা বলি, বাংলাদেশের মানুষের মনে বিশাল জায়গা জুড়ে ধর্ম স্থান দখল করে রয়েছে। এখনও বাংলাদেশে ছেলে/মেয়ে বিয়ের আগে কয় ওয়াক্ত নামায পড়ে এসব দেখা হয়। শেখ হাসিনার আমলে পড়াশোনা কে বাজারের সবচাইতে সস্তা বানানো হয়েছে। ব্যাঙের ছাতার মতো মানহীন কিন্ডারগার্টেন স্কুল, কোচিং ও মাদরাসা গড়ে উঠেছে। সমাজে করাপ্টেড লোকের সংখ্যা যত বেড়েছে তত বেশি মানুষের মধ্যে র্যাডিকাল চিন্তা ভাবনা বেড়েছে। এসব র্যাডিকাল পন্থীদের কাউন্টার দেয়ার উচিত ছিলো মাজারপন্থী দের পেট্রোনাইজ করা। কারণ মাজার পন্থী রা রাজনীতি করে না বা করলেও র্যাডিকাল চিন্তা করে না। তা না করে শেখ হাসিনা র্যাডিকাল দের খুশি করার জন্য উঠেপড়ে লাগলেন। র্যাডিকাল দের মধ্যে কিছু বাংলাদেশি সাদা শকুন শেখ হাসিনার অতিরঞ্জিত উন্নয়নের গল্প শুনে লোভে পড়ে গিয়েছে। আরো দেখছে সেক্যুলার মেয়েদের শারীরিক গ্রোথ ভালো। মেয়েরা নিজেরা ইনকাম করছে ছেলেদের থেকে ভালো করছে। শকুন দের মনে কষ্ট তারা এসব মেয়েদের কাছে ঘেঁষতে পারছে না, ইনকাম তেমন নাই তাই শারীরিক ভাবে পুষ্টিহীন মেয়েরা তাদের স্ত্রী! আমার অনেক খারাপ লাগে যারা সমাজে সেক্যুলার ভাবধারার মানুষ তারা এসব র্যাডিকাল শকুন দের কাউন্টার দেয়ার জন্য কিছুই করছে না। অন্যদিকে র্যাডিকাল শুকুনেরা নিরবে তাদের উদ্দেশ্যের পথে এগিয়ে চলছে।