নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন৭১

জেনারেশন৭১ › বিস্তারিত পোস্টঃ

সামুর জন্মদিনে ব্লগার ও সামুর মালিক জানার সুস্বাস্হ্য কামনা করছি।

১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৩৪



ব্লগার জানাকে ধন্যবাদ, উনি বাংগালী শিক্ষিতদের জন্য ১টি ব্লগিং সফটঅয়ার তৈরি করেছিলেন। এখন তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্হ; উনার সুস্বাস্হ্য কামনা করছি। উনার সম্পর্কে আপডেট পেলে ভালো হতো!

সামুতে কোন ব্লগার কিভাবে এসেছেন, সবার ১টা কাহিনী আছে; আমার কাহিনী নেই; আমি তার আগে অন্য ২/১টা ব্লগে ব্লগিং করেছি; আমাকে আজো পুরাতন কিছু ব্লগার "ফারমার" হিসেবে চিনেন; সব ব্লগেই আমার ১ম নিক থাকতো ফারমার (চাষী ); তারপর উহা ১দিন ব্যান হয়ে যেতো, আমি অন্য নিক খুলতাম; এক সাথে আমি একাধিক নিক কখনো ব্যবহার করিনি।

কোন ব্লগ আমাকে সহ্য করেনি, সবাই আমাকে ব্যানে কিংবা সেমিব্যানে রাখতো; তবে, সামুতে আমি বেশীদিন ব্লগিং করেছি। আমাকে যিনি সামুতে ডেকে এনেছিলেন, তিনি ছিলেন ১ জন মুক্তিযোদ্ধা; এখন তিনি ব্লগিং করেন না।

আমি পোষ্ট লিখলে, আমি চেষ্টা করি যেন নতুন কিছু থাকে, লেখাটা পাঠকদের সমাদর পায়, ধারণাগতভাবে ও তথ্যের দিক থেকে যেন সঠিক হয়। আমি অন্যের লেখা, অন্যের ধারণা, অন্যদের কোট কখনো ব্যবহার করি না: কোন বিষয় সম্পর্কে নিজের ধারণাকে ও মতামতকে তুলে ধরি।

আমি আধুনিক বিশ্ব, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, সায়েন্স ও টেকনোলোজীতে বিশ্বাসী; আমি বিশ্বাস করি যে, আজকের শিক্ষি্ত মানুষ আগেরদিনের শিক্ষিত মানুষ থেকে কোটীগুণ বেশী জানেন ও বুঝেন; ফলে, আদিযুগের জীবন-ভাবনা ইত্যাদিকে আমি কোন অবস্হায় "সঠিক" বলে ভাবি না। আদিকালের মানুষদের মাঝে, আমি সক্রেটিসকে ও উনার ছাত্রদের বাহিরে অন্যদের জ্ঞান নিয়ে সময় ব্যয় করতে চাই না।

আমার পোষ্ট যারা পড়েন, তাদের সাথে আমার আলোচনা হয়; বাংগালী শিক্ষিতদের লেখাপড়ার মান নীচু, ইহা আজকে প্রতিষ্ঠিত সত্য; আমি নিজেও মনেপ্রাণে বাংগালী; তবে, বিদেশে পড়ালেখা ও কাজ করার সুবাদে আমি অনেক উন্নত সংস্কৃতির মানুষদের দেখার ও বুঝার সুযোগ পেয়েছি।

ব্লগার জানার জন্য আবারো সুস্বাস্হ্য কামনা করছি।


মন্তব্য ১৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:০৫

মিরোরডডল বলেছেন:





জানাপুর জন্য শুভকামনা।
অনেকদিন ওনার কোন আপডেট নেই।
আশা করি ভালোভাবে চিকিৎসা হচ্ছে।

এক সাথে আমি একাধিক নিক কখনো ব্যবহার করিনি।

আমিও তাই বিশ্বাস করি, নিক ব্যান হলে নতুন নিকে আসে কিন্তু খেলাঘরের কোন মাল্টি নিক নেই এবং অন্য কারো নিক থেকেও কখনও লগিন করেনা।

ভালো থাকবে, হ্যাপি ব্লগিং।



১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:০৮

জেনারেশন৭১ বলেছেন:




ধন্যবাদ।
আশাকরি, মন খারাপ করেননি।

ব্লগার জানা সম্পর্কে আপডেট পেলে ভালো হতো; অনেক শুভ-কামনা উনার জন্য।

২| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:২৪

সৈয়দ কুতুব বলেছেন: পাকিস্তানের এক রাজনীতিবিদ বলেছেন, "ভারত সুপারপাওয়ার হওয়ার পথে আর হামারা দেশ(পাকিস্তান) দেউলিয়া হওয়ার পথে " :P। সবাই বুঝে কিন্তু ব্লগার রা বুঝবে কবে? :-B

১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৩২

জেনারেশন৭১ বলেছেন:



ব্লগারদের বড় অংশ আজকের বিশ্বের জন্য দরকারী পরিমাণ শিক্ষিত নন: কেহ বিতাড়িত শয়তান নিয়ে আছেন, কেহ জ্বীন নিয়ে আছেন, কেহ সালাদীন নিয়ে লিখছেন; এসব গার্বেজ নিয়ে যাদের ভাবনাচিন্তা, তারা যদি কোন জfির অংশ হয়, সে জাতি কখনো নিজ পায়ে দাঁড়তে পারবে না।

পাকিস্তানে গড়ে প্রতিদিন ১০/২০ জন মানুষ ধর্মীয় জংগীদের হাতে প্রায় হারায়; উহা আর কখনো দেশ হিসেবে দাঁড়াতে পারবে না।

১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৩৭

জেনারেশন৭১ বলেছেন:




আজকে বিজয় দিবস, মুক্তিযুদ্ধ, '৭১ সালের মানুষের অবদান, সামুর জন্মদিন, ব্লগার জানার অবদান নিয়ে লেখা যেতো; কিন্তু লোকজন আজগুবি বিষয়ের উপর লিখছেন।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: আচ্ছা আপনার কি মনে হয়? সিরিয়া-লেবানন- ইয়েমেন এসব দেশের মানুষের কি দায় নেই? তাদের মধ্যে স্বাধীন ভাবার স্পৃহা দেখি না। তারা এসব যুদ্ধ কে নিয়তি হিসাবে মেনে নিয়েছে নাকি? এদের দেশে কি গণতান্ত্রিক, আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ নেই? এদের দেশের নারী পুরুষ রা কি দেখে না উন্নত দেশের মানুষ পরিবার নিয়ে ঘুরছে, মেয়েরা কাজ করছে, সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে সরকার গঠিত হচ্ছে।

১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:১৯

জেনারেশন৭১ বলেছেন:



আমি আরব ক্লাশমেটদের সাথে পড়েছি, আরবদের সাথে কাজ করেছি। ওদের সামান্য অংশ পড়ালেখা করে, বাকীরা বখাটে ও মিথ্যুক। আমাদের মানুষ যেমন করে ভাবে যে, আমাদের দাঁড়াতে, পড়তে ও চাকুরী করতে দিচ্ছে না ভারত, ওদের ধারণা ইসরায়েল ওদেরকে কিছুই করতে দিচ্ছে না। সিরিয়াকে ভুল পথে নিয়ে গেছে আষাদ পরিবার; লেবাননকে বংশ করেছে হেজবুল্লাহ, ইয়েমেনকে ধ্বগস করেছে হুতি, মিশরকে ধ্ংস করে ব্রাদারহুড: ওরা আমাদের দেশের জামাত-শিবির-হেফাজত-হেজবুত ইর‌্যাদি থেকেও খারাপ।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা থাকল
...............................................................
জানা আপার শাররীক সুস্হতা কামনা করছি ।
দেশের রাজনীতি সুস্হ পথে আসুক, সবার চেতনা জাগ্রত হোক!!
আপনার নিজ বিষয়ে চিন্তা ভাবনা খোলা বই এর মতো তুলে দিয়েছেন
ব্লগে এজন্য অসংখ্য ধন্যবাদ ।
ভালো ব্লগার এর থেকে ভালো কিছু জানবে
আর কিছু ব্লগার মন্দ দিক খুঁজবে
এটাই চলমান কালচার এই দেশে ।

১৬ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩২

জেনারেশন৭১ বলেছেন:




পরাজয়ের দিন আমাদের গোত্রীয় পাকী কমান্ডোদেরকে বিজয় দিবস পালন করতে হলো!

৫| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩১

সৈয়দ কুতুব বলেছেন: ইউনূস সাব আগামী ২০২৫ সালের শেষ বা ২০২৬ সালের শুরুতে নির্বাচন দিতে চান। সেনাবাহিনীর প্রধানের বেধে দেওয়া ১৮ মাসের মধ্যেই হবে নির্বাচন। দেশ চালায় সেনাবাহিনী আরো একবার প্রমাণিত হইলো।


বিডিআর হত্যাকান্ডের জন্য তদন্ত কমিশন গঠিত হচ্ছে না। স্বরাষ্ট্র উপদেষ্টা আদালত তথা আইন মন্ত্রণালয়ের নির্দেশ মানছেন না। অন্যদিকে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সেনাবাহিনীর সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন। এরপর হোম এডভাইজার এমন বক্তব্য দেন। সোশ্যাল ইনফ্লুয়েঞ্জারা বলছে হোম এডভাইজার র এর এজেন্ট :P। আমার ধারণা সেনাবাহিনী নিজেই চাচ্ছে না। আমেরিকা ইনভলভ আছে নাকি এতে? :||

১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২৩

জেনারেশন৭১ বলেছেন:




সেনাবাহিনীকে ক্ষমতায় এনেছে আমেরিকান দুতাবাস; আমাদের সেনাবাহিনীটা ওদের; আমেরিকা বাংলাদেশ নিয়ে বিপদে পড়তে পারে ট্রাম্প ক্ষমতা বুঝে নায়ার পর। মোদী বাংলাদেশে নিয়ে বিরক্ত, শেখ হাসিনাকে নিয়ে বিরক্ত।

৬| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০২

শূন্য সারমর্ম বলেছেন:



জানা কেমন আছে?

১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২৪

জেনারেশন৭১ বলেছেন:



আমি এই ব্যাপারে কিছু জানার চেষ্টা করিনি, সেই রকম পরিচিত কেহ নেই।

৭| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: জানা আপুর জন্য শুভ কামনা।

১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১৬

জেনারেশন৭১ বলেছেন:




সামুটিম আপডেট দেয় না কেন? উনার অনুমতি নেই, মনে হয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.