নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন৭১

জেনারেশন৭১ › বিস্তারিত পোস্টঃ

বিতাড়িত শয়তান, জ্বীন, সালাদীন, এসব নিয়েই আপনার জীবন?

১৬ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪২




আপনার মাথায় বিতাড়িত শয়তানের কলকারখানা থাকার কারণে কি আপনি ঠিক মতো পড়ালেখা করতে পারেননি স্কুল ও কলেজে? ইহার প্রভাবে কি আপনি মেডিক্যালে বা ইন্জিনিয়ারিং'এ চান্স না'পেয়ে অবশেষে জাতীয় ইউনিভা্রসিটিতে ভর্তি হয়েছিলেন হিউমিনিটিস গ্রুপের পাশ কোর্সে?

মনে হচ্ছে, আপনি দেখতেও সুন্দর বা সুন্দরী নন; যদি সুন্দর বা সুন্দরী হতেন, জ্বীন আপনাকে পরীক্ষার ২ দিন আগে প্রশ্নপত্রটা দিয়ে দিতো, সাথে উত্তরটাও লিখে দিতো, আপনি ঢাকা মেডিক্যালে ভর্তি হতে পারতেন। জ্বীন আপনার দিকে তাকায়নি, আপনার মাথায় বিতাড়িত শয়তান কলকারখানা খুলেছে।

আপনার কোন পাঠ্য বইতে "ক্রুসেড" নিয়ে কিছু পড়েছিলেন? উহা মুসলমান ও খ্রিষ্টানদের মাঝে সংগঠিত ২০০ বছরের যুদ্ধ (১০৯৫ - ১২৯৩ ); এই যুদ্ধে, মুসলমানদের পক্ষ থেকে ১জন শক্তিশালী সময় নায়ক ছিলেন মিশর ও সিরিয়ার সুলতান সালাদীন (১১৩৭ -১১৯৩ ); তিনি ৩য় ক্রুসেডে ১১৮৭ সালে রাজা রিচার্ডকে পরাজিত করে যেরুসালেম দখল করেন। হামাসেরা প্রতিদিনই বলে, তাদের মাঝে সলাদীন ফিরে আসবে ১দিন। আপনি আশা করছেন উনি বাংলাদেশে এসে আপনাকে উনার সেনাবাহিনীতে নিবে? হয়তো সেটাই ঘটবে; কারণ, আপনি যদি আমার এই পোষ্ট পড়ে থাকেন, ওয়াকারের সেনাবাহিনীতে আপনার স্হান হওয়ার সম্ভাবনা আর নেই।


মন্তব্য ৩৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: জাতীয় ভার্সিটি তে পড়ুয়াদের এই ভাবে অপমান করলেন? :|। উহাদের কি দোষ? চাইলেও তো উহারা পাবলিকে সিট কম থাকার কারণে চান্স পায় না। উহারা কি দেশ ও জাতির নেতৃত্ব দিতে অক্ষম? আপনি কি আরেক ঢাবিয়ান হয়ে গেলেন নাকি? তিনি ঢাবির সুপ্রেমেসী তে বিশ্বাসী। তরুণ উপদেষ্টারা উনার চ্যালা। ধরেন কেউ যদি মিলিটারি বিশ্ববিদ্যালয় থেকে পড়েন তার কি যোগ্যতা নাই দেশ কে নেতৃত্ব দিতে? একজন লিডারের জন্য ভার্সিটি কতটা ম্যাটার করে? B:-)

১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০৫

জেনারেশন৭১ বলেছেন:




যার জ্ঞান আছে, সে নেতৃত্ব দেয়ার কথা; সেদিক থেকে বেগম জিয়া, শেখ হাসিনা, জিয়া ও এরশাদের নেতৃত্ব দেয়ার কথা ছিলো না।

যারা বাধ্য জাতীয় ইউনিভার্সিটিতে পড়েন, তারা কি সেখানে পড়তে চেয়েছিলেো? প্রতি বছর, গড়ে ১০ লাখ ছেলেমেয়ে এইচএসসি পাশ করলে ৬/৭ লাখকে ওখানে পড়তে হচ্ছে! কেন?

২| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০১

শূন্য সারমর্ম বলেছেন:


কিছু কিছু ভাবনা দিয়ে বিলিয়ন মানুষও কন্ট্রোল করা যায়।

১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০৮

জেনারেশন৭১ বলেছেন:



যেমন? কি ভাবনা দিয়ে ইউরোপের ৭৫০ মিলিয়নকে কট্রোল করা যাবে বলে আপনার ধারণা?

৩| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২০

সৈয়দ কুতুব বলেছেন: আপনার ২য় প্রশ্ন বুঝতে পারছি না ভালোভাবে।

ইন্টার পাশের পর অনেক মেয়েদের বিয়ে হয়ে যায় এইজন্য ভার্সিটিতে ইন্টার পাশের সমপরিমান স্টুডেন্ট ভর্তি হয় না। আবার এখন প্রাইভেটে পড়ে অনেক ছেলেমেয়ে। জাতীয়তে যারা পড়ান সব তো শিক্ষা ক্যাডার। এরা ব্যাচ পড়ানোর কাঙাল। ক্লাসে ঠিকমতো পড়ান না। জাতীয় তে পড়া স্টুডেন্টরা বেশিরভাগ ভাগ টিচার দের কাছে প্রাইভেট পড়তে হয়। জাতীয় ভার্সিটির জন্য আরো উন্নত কারিকুলাম ও বাস্তব মুখী শিক্ষা প্রয়োজন। সেশন জট আগের থেকে কমে গেছে। জাতীয় ভার্সিটির মান উন্নত করতে পারলে স্টুডেন্টরা ঢাকামুখী কম হইতো।

১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৬

জেনারেশন৭১ বলেছেন:



২য় প্রশ্ন ছিলো, "কেন এই ধরণের নীচু মানের কারিকুলামসহ শতশত কলেজ চালানো হচ্ছে? এখান থেকে বের হয়ে ছেলেমেয়েরা কি পাবে? কেন এগুলোকে এভাবে চালালনো হচ্ছে? কোন ইডিয়টরা এসব চালু করেছে?

ব্লগে "বিতাড়িত শয়তান" বাক্য : দিয়ে পোষ্ট শুরু করেন ১ ব্লগার; কিন্তু শয়তান বিতাড়িত হয় না; তিনি আজীবনের জন্য ইহার বাহন।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৬

শূন্য সারমর্ম বলেছেন:


ইউরোপকে জ্ঞান দিয়ে কন্ট্রোল করা যাবে শুধু।

১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৮

জেনারেশন৭১ বলেছেন:




আফ্রিকা ও এশিয়ার পশ্চিমাংসের মানুষের মগজ কাজ করে না; এগুলো বিশ্বের ভেঁড়া

৫| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪৬

সৈয়দ কুতুব বলেছেন: আপনার এই প্রশ্নের উত্তর আমি ২০১৮ সাল থেকে খুজে বেড়াচ্ছি। আমি প্রথমে ভাবতাম জাতীয় বন্ধ করে দিয়ে কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করলে বেকারত্ব দূর হবে। কিন্তু ভোকেশনালে পড়েও অনেকে বেকার। এখন সরকারির পাশাপাশি বেসরকারি অনেক পলিটেকনিক ইনস্টিটিউট চালু হয়েছে। ডিপ্লোমা ধারী অসংখ্য বেকার এখন। বেসরকারি জব সেক্টর না হলে দক্ষ অদক্ষ কারো জব হবে না। বিশেষ দক্ষতা সম্পন্ন যেমন: কেউ যদি গ্রাফিক্স অথবা ওয়েব ডিজাইনের উপর ডিগ্রী নেন ফ্রিলান্সিং ছাড়া অফলাইনে জব নেই। একটি বিজ্ঞপ্তি দেখেছিলাম যেখানে ১ টি গ্রাফিক্স ডিজাইনার পদের জন্য ১ লাখ আবেদন করেছে। এটা কেমন প্রতিযোগিতা?
জাতীয় ভার্সিটি আওয়ামী লীগের সময়ে বেশি নির্মাণ করা হয়েছিল। বিএনপির আমলে যেগুলো কলেজ পর্যন্ত ছিলো সেগুলো আওয়ামী লীগ কলেজ ভার্সিটি করে দিয়েছে।
এখন কি সরকারি প্রশিক্ষণে দক্ষ হয়ে সরকারি খরচে বিদেশে গিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা সমাধান?

১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১৯

জেনারেশন৭১ বলেছেন:


বেশীরভাগ ছেলেমেয়ের চাকুরীর ব্যবস্হা করার জন্য দেশে রপ্তানীযোগ্য শিল্প কারখানা তৈরি করার জন্য সরকার ও মানুষের সমন্ময়ে ফান্ড গঠন সম্ভব।

সবাইকে ইংরেজী শিখায়ে, ২ বছরের ম্যানুফেকচচারিং অটোমেশান শিখায়ে বিডেশে রপ্তানী করা সম্ভব।

সবই করার দরকার সরকারী ফান্ড থেকে।

৬| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০১

কামাল১৮ বলেছেন: ভাববাদীর সারা দিন আকাশ পাতাল ভাবে।যৌক্তিক চিন্তা তারা করতে পারে না।ভাবনাকেই তারা সত্যি মনে করে।

১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:০২

জেনারেশন৭১ বলেছেন:




ব্লগের ৯৮ ভাগ লেখক লজিকবিহীন ভাববাদী।

৭| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২৭

সৈয়দ কুতুব বলেছেন: চীনের মতো নিজেদের তৈরি পণ্য দিয়ে সারাবিশ্বে প্রভাব বিস্তার করতে পারলে দারুণ হইতো। B:-)

১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:০৩

জেনারেশন৭১ বলেছেন:




চীনের পর, এখন মেক্ষিকো সেটা করেছে।

৮| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৫১

আমি সাজিদ বলেছেন: আশা করি ভালো আছেন। আপনি যদি ইউটিউবে বাংলাদেশি নিউজের অ্যালগরিদম পড়ে যান, দেখবেন যে, সব প্রথম সারির টিভি চ্যানেলের নিউজ অংশগুলোতে কখন কেয়ামত, কবে যুদ্ধ, দাজ্জাল কবে আসবে, ভারত কি করলো, চায়নার ভয়ে আমেরিকা পালালো, উত্তর কোরিয়া কালই রাশিয়ার সাথে মিলে ইউক্রেন মিশিয়ে ফেলছে, গজাউতুল হিন্দ এইসব আসছে। এখন, এইসব নিউজে ক্লিক করলে নিচের মন্তব্যে আমি খেয়াল করি কোন বয়সী মানুষ কি বলছে। শতকরা ৮০% বাংলাদেশি যারা এই ধরনের ভিডিও দেখেন তারা সবাই চান কালকেই দুনিয়ায় কেয়ামত নেমে আসুক, সবাই শহীদ হতে চান। জ্ঞান অর্জন করে নিজেদের ধর্মকে সমুন্নত করার মতো কঠিন বিষয়ে বাংলাদেশি নতুন জেনারেশনের আগ্রহ নাই। অন্তত ৬০-৭০% এর নাই।
আমি কুইক রিভিউর জন্য বায়োইনফমেটিক্স রিলেটেড কিছু ভিডিও খুঁজেছিলাম ইউটিউবে। এই বিষয়ে ১০% বাংলাদেশি কন্টেন্টও নাই। সব ইন্ডিয়ান বা ওয়েস্টের।
হ্যাঁ, কিছু প্রোগ্রামিং রিলেটেড চ্যানেল আছে। বাংলাদেশি। ওরা কিছুটা চেষ্টা করেছে।

দুনিয়ায় কোয়ান্টাম কম্পিউটিং এর চিপ উইলো চলে আসলো, এ আই ও মেশিন লার্নিং এর তোপে আগামী দশ বছর পর দুনিয়া কোথায় থাকবে আল্লাহ মালুম! কিন্তু কষ্টের বিষয় এখনও দেশে ওমুক দেশ বর্জন ও অমুক দেশ নতুন করে গ্রহণের খেলা চলছে। ৬০% জ্ঞান অর্জন বাদ দিয়ে হিজরত করে যুদ্ধ করতে চায়। দেশ এগিয়ে নেওয়ার মানসিকতা এখন যারা আছে তাদেরও নেই। আগের সরকারেরও ছিল না।

আমরা বাংলাদেশের মানুষ কী চাই? কোনো রাজনৈতিক দলের ( আওয়ামী/ বিএনপি / জামায়াত/ কিংস AKA হিজু) কারও ক্রীড়নক হতে চাই না। অনেক হয়েছে। এইটা দেশের মানুষ বুঝতে পারছে না।
আপনি কি জানেন দেশে মেডিসিন ও হাসপাতালের বেড চার্জের দাম কত বেড়েছে? আমি খোঁজ নিয়ে খুবই ভয়াবহ তথ্য পাচ্ছি। সুষম খাবার, বস্ত্র, চিকিৎসা, শিক্ষার খবর নাই। ইস্যু ক্রিয়েট করার জন্য/ মানুষকে ভুলিয়ে রাখার জন্য উগ্র জাতীয়তাবাদ ও নানান দেশের প্রতি ঘৃণার বীজ বপন করা হচ্ছে।

আমি আশা করেছিলাম, আওয়ামী লীগের ভুল থেকে এরা শিক্ষা নিয়ে ' আসল ' কাজ করবে। এখন যারা দেশ চালাচ্ছেন উনারা দরকারি কাজ করতে পারছেন না।

আপনি এতদূর থেকেও দেশ নিয়ে যথার্থ ভাবছেন এই জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের কিছু বিষয়ে মতের মিল নেই। আমি আওয়ামী লীগ পছন্দ করি না। কিন্তু আমি রিসেট বাটন পুশ করার লোক নই। সুস্থ থাকুন। আপনাকে ব্লগে দরকার আছে।


১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:০৯

জেনারেশন৭১ বলেছেন:




আপনি জাতি ও আমাদের তথকথিত শিক্ষিতদের অবস্হা অনুধাবন করতে পেরেছেন; এগুলো গত ৫৪ বছর চলতে থাকায় জাতি সভ্যতা থেকে অনেক দুরে ছিটকে পড়েছে। এগুলোর সমাধান আছে; শিক্ষি্তদের এসব সমস্যাগুলোর মোকাবেলা করার দরকার এখন থেকে; কিভাবে ইহা করা যায়, সেটা নিয়ে চিন্তা করুন।

৯| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৫৮

আমি সাজিদ বলেছেন: আমি জুলাইয়ে আপনাকে বেশ কিছু বাজে সম্বোধন করেছিলাম। আমি দুঃখিত। কিন্তু পুলিশের গুলিবর্ষণ ও মৃত্যুর মিছিল দেখে আমি আবেগ ধরে রাখতে পারি নাই। এইটা সত্য যে, আওয়ামী লীগের পতনের দরকার ছিল। দেশের এই অস্থিতিশীল অবস্থার জন্য আওয়ামী লীগের অপরাজনীতি দায়ী। অথচ ওদের উচিত ছিল সামনে থেকে দেশের রাজনৈতিক শুদ্ধতারও নেতৃত্ব দেওয়া।
কুতুব খুবই ব্রিলিয়ান্ট ও লজিক্যাল ছেলে। ওকে সাপোর্ট দিবেন।

১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১৪

জেনারেশন৭১ বলেছেন:



ব্লগে তর্ক, কথাকাটাকাটি, ইত্যাদি সাধারণ ব্যাপার, ইহা হয় ও বাতাসে মিশে যায়।

২০১৮ সালের আগেই আওয়ামী লীগের পতন হলে জাতির গত ৬ বছরে কিছু করার সময় পেতো। শেখা হাসিনা আওয়ামী লীগের লোকদের রাজনীতি থেকে সরায়ে ডাকাত ও লাঠিয়ালে পরিণত করে, দেশকে ইয়েমেন থেকেও খারাপ পর্যায়ে নিয়ে গেছে।

১০| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১১

সৈয়দ কুতুব বলেছেন: আমি সাজিদ@জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর দাম অনেক বেড়ে গিয়েছে। মানুষের যদি উহা ব্যবহারে অনাগ্রহ দেখা যায় নারীদের সন্তান জন্ম হার বেড়ে যাবে। কর্মজীবী নারীদের জন্য বিপদ। করোনার সময়ে বাচ্চা জন্মের হার বেড়ে গিয়েছিল।

১১| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩২

আমি সাজিদ বলেছেন: ধরি, আমার এক দূরের পরিচিত। অনেক আগেই একটা বিশ্ববিদ্যালয়ের একটা বিভাগ থেকে পাশ করেছে। এখন যেকোনো জায়গায় গেলেই ডিপার্টমেন্টের গেঞ্জি গায়ে চাপিয়ে যায়। একইভাবে-
জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর কোম্পানিগুলো লোকেদের লোগো সহ টিশার্ট পড়ে অলিতে গলিতে ঘুরতে হবে। দৃষ্টির সীমানায় আসলেই মানুষ আবার ব্যবহার করবে।
@কুতুব

১২| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:২১

কামাল১৮ বলেছেন: @ আমি সাজিদ,জ্ঞান অর্জন করে ধর্মকে সমুন্নত করার জ্ঞান কি প্রথিবীতে আছে।কোন সে জ্ঞান?জানার বড় ইচ্ছা।

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:৫৬

আমি সাজিদ বলেছেন: আমাদের যদি অন্য জাতির উপরে উঠতে হয় সেটার মাধ্যমগুলো কখনও অশিক্ষা, কুশিক্ষা ও সন্তান জন্মদানের হার বৃদ্ধি করা হতে পারে না।
জ্ঞান - বিজ্ঞানের চর্চা না করে বর্তমান দুনিয়ার সাথে ধারণা না রেখে প্রতিটা ঘটনা ও আবিষ্কারই আগে থেকেই ভবিষ্যৎ বাণী করা ছিল বলে আনন্দে উল্লাস করার কিছু নেই।

আমি ধর্মকে ছোট করতে চাচ্ছি না।

১৭ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:২৭

জেনারেশন৭১ বলেছেন:




আজকের বিশ্বের জন্য ধর্ম একেরােরই অপ্রয়োজনীয় বিষয় সমস্যা সৃষ্টিকারী।

১৪| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:৫৭

আমি সাজিদ বলেছেন: আমাদের যদি অন্য জাতির উপরে উঠতে হয় সেটার মাধ্যমগুলো কখনও অশিক্ষা, কুশিক্ষা ও সন্তান জন্মদানের হার বৃদ্ধি করা হতে পারে না।
জ্ঞান - বিজ্ঞানের চর্চা না করে বর্তমান দুনিয়ার সাথে ধারণা না রেখে প্রতিটা ঘটনা ও আবিষ্কারই আগে থেকেই ভবিষ্যৎ বাণী করা ছিল বলে আনন্দে উল্লাস করার কিছু নেই। আমি ধর্মকে ছোট করতে চাচ্ছি না।

@কামাল১৮

১৫| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:৪৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ফেসবুক ইউটিউবের ভুয়া তত্ত্বে সবাই মেতে আছে; মনে হচ্ছে কারো জ্ঞান অর্জনের দরকার নেই।

১৭ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৩৪

জেনারেশন৭১ বলেছেন:



ফেইসবুকই আমাদের ছাত্রদের জন্য ইউনিভর্সিটি; এই ব্লগের ৫০ ভাগ ব্লগার ফেইসবুক ইউনিভার্সিটির গ্রেজুয়েট।

১৬| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৩৯

রাজীব নুর বলেছেন: ওস্তাদ, শয়তানকে শয়তান নিয়ে থাকতে দেন।

১৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১৫

জেনারেশন৭১ বলেছেন:



দেশে এত শয়তান থাকলে আমাদের ১৯ কোটীর যায়গা কোথায় হবে?

১৭| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: আবার আপনার পুরোনো চেহারাটা প্রকাশ করলেন।

১৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৫১

জেনারেশন৭১ বলেছেন:




আমি সব সময়ই একই, সেই পুরাতন মানুষ।

আপনি চির নবীন, কখনো রাজনীতিবিদ, কখনো কবি, কখনো রান্না ও ভর্তার সেফ।

১৮| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

বিষাদ সময় বলেছেন: আবার কিন্তু আপনি ফাঁদে পা দিচ্ছেন....!!!!

১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪৪

জেনারেশন৭১ বলেছেন:



আমি ফাঁদে পা দিচ্ছি না, সামুটিম সঠিকভাবে সোস্যালমিডিয়া চালাতে জানে না; তারা অন্যায় করে।

১৯| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৫৫

কিরকুট বলেছেন: বিষাদ সময় বলেছেন: আবার কিন্তু আপনি ফাঁদে পা দিচ্ছেন....!!!


একমত। আপনি এদের ক্রিটিসাইজ করে কোন লাভ নাই। লেজ সোজা না হবার তত্যে এরা বিশ্বাসী। আপনার দায় কি ঠেকছে?

১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪৫

জেনারেশন৭১ বলেছেন:



সোস্যাল মিডিয়ায় গার্বেজ ছেড়ে এরা আমাদের পাঠকদের বিভ্রান্ত করছে।

২০| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:০৫

আদিত্য ০১ বলেছেন: টাইটেলটাই তাদের (জোক) একবারে গোড়ায় লবন ঢেলে দিছেন, তাদেরকে জোক বলাও ঠিক এর চাইতে অন্য কোন বিষাক্ত প্রানী থাকলে ভালো হত

১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪৫

জেনারেশন৭১ বলেছেন:




ব্লগটাকে লিলিপুটিয়ানদের চারণভুমি বানাচ্ছে!

২১| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১৪

আদিত্য ০১ বলেছেন: আপনার টাইটেল দেখে একজনকে মনে পড়ে গেছে, সে তার মতের বিরোধী হলেই বিকৃত ও অরুচিকরভাবে উপাস্থাপন করে। ব্যক্তিগত আক্রমনও করে, তাই আমিও তাকে সম্বোধন করেছিলাম "কুটিল"

১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪৭

জেনারেশন৭১ বলেছেন:



এরা কোনভাবে হয়তো সামুকে সাহায্য করে থাকে। না'হয় এসব লোকজনকে সোস্যাল মিডিয়ার কি দরকার?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.