নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন৭১

জেনারেশন৭১ › বিস্তারিত পোস্টঃ

৩টি মুসলিম দেশের সরকার পতন, ৫টি মুসলিম দেশে হত্যাকান্ড

১৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:২০




গত ৫ মাসের ভেতরে ২টি মুসলিম দেশের সরকার পতন ঘটেছে, একই সময়ে ৫টি মুসলিম দেশে বড় ধরণের হত্যাকান্ড ঘটেছে ও ২ দেশে হত্যাকান্ড চলমান। সরকার পতন ঘটেছে সুদান, বাংলাদেশ ও সিরিয়ায়; হত্যাকন্ড ঘটেছে ফিলিস্তিন, লেবানন, বাংলাদেশ, সিরিয়া ও সুদানে।

বাংলাদেশ ও সিরিয়ায় সরকার পতনের সম্ভাবনা দেখা দিয়েছিলো বেশ কয়েক বছর থেকেই; এসব সরকারের লোকেরা কি নিজেদের পতন সম্পরকে জানতো, দেশ ২টি'র সাধারণ মানুষ জানতো? সরকার পতনের ফলে দেশ ২টি'র মানুষ কি উপকৃত হচ্ছে, নাকি অনিশ্চয়তা ও এনার্কীর মাঝে প্রবেশ করে জনজীবনকে কষ্টকর করে তুলেছে? সামনে সুদিন আসছে, নাকি আগের চেয় বড় সমস্যার দিকে যাচ্ছে?

১৫ই ডিসেম্বর সন্ধ্যায় , নিউইয়র্কের ১টি হলে চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্ররা দেশের ৫৪তম বিজয় দিবস পালন করেছেন, আমি ওখানে উপস্হিত ছিলাম। শুরতে ৪ জন মুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে বরণ করা হয়েছে, ও ১ মিনিট করে সময় দেয়া হয়েছে "কিছু বলার জন্য"। তাঁদের "কিছু" শুনে মনে হলো, ১ জন মুক্তিযোদ্ধা, বাকী ৩ মুক্তিযোদ্ধা নন।

আমার জন্য এবারের বিজয় দিবসটা একটি "ভয়ংকর বিজয় দিবস", বাংলাদেশে দিবসটি সরকারীভাবে পালন করেছে তারা, যারা গত ৫৩ বছর এইদিনে "পরাজয়ের দিবস" পালন করে আসছিলো। ফলে, আমি নিউইয়র্কের বিজয় দিবসে ভয়ংকর সব আলোচনা শোনার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু সেই ধরণের কোন কিছু ঘটেনি।

অনুষ্ঠানটি থেকে বুঝা যাচ্ছিলো না যে, দেশ ভয়ংকর অবস্হার মাঝ দিয়ে যাচ্ছে। অনুষ্ঠানের মুল অংশ ছিলো গান ও কবিতা আবৃত্তি। যাক, এক সময় ১ জন প্রাক্তন প্রফেসর বক্তব্য রাখলেন, তিনি সমাজবিজ্ঞানে পিএইচডি। আমি আশা করেছিলাম যে, তিনি দেশের বর্তামন পরিস্হিতি নিয়ে আলোচনা করবেন; কিন্তু তিনি শুরু করলেন শেখ সাহেব ও মওলানাকে নিয়ে আলোচনা; উনার ১০ মিনিট আলোচনা শুনে মনে হলো কোন আদুভাই ৮ম শ্রেণীর ইতিহাসের পরীক্ষায় ১টি প্রশ্নের উত্তর দিচ্ছেন, যা কমন পড়েনি।

মন্তব্য ৩৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩০

শূন্য সারমর্ম বলেছেন:



আপনাকেকে বক্তব্য দিতে আমন্ত্রণ জানানো হয়না? মুক্তিযোদ্ধা হিসেবে ফুল পাননি?

১৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৪

জেনারেশন৭১ বলেছেন:




আমাকে ফুল দেয়া হয়েছ; আমি বক্তব্য রাখিনি; কারণ, আমি ১ মিনিটে কিছু বলতে চাইনি; আমি বিজয় দিবসে গান ও কবিতা শুনতে চাই না; আমি মুক্তিযোদ্ধাদের সাথে আলাপ করতে চাই।

২| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৫০

সৈয়দ কুতুব বলেছেন: আমার এলাকার মসজিদে সকাল বিকাল সিরিয়ার বিদ্রোহী গ্রুপের প্রধান জোলানির জন্য দোয়া চলছে। হুজুর গর্ব করে বলছেন ইসলামের বিজয় হয়েছে। অন্যদিকে পশ্চিমা বিশেষজ্ঞরা ধারণা করছে আসাদ হটানোর পিছে ইসরায়েল ও আমেরিকার হাত আছে। আজকে দেখলাম জোলানি সৌদি আরবের বাদশা মুহাম্মদ বিন সালমান কে অনুসরণ করতে চান। ইরান মধ্যপ্রাচ্যের জন্য প্রধান সমস্যা বলে উল্লেখ করেছেন৷ খেলা দেখি জমে গেছে! =p~

১৭ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২২

জেনারেশন৭১ বলেছেন:



লেবানন, সিরিয়া, মিশর , ইয়েমেন ও ইরাক ধ্ংশ হয়েছে শিয়া-শুন্নীদের মারামারিতে; ইহাতে তেল ঢেলেছে ইসরায়েল ও ইরান।


জোলানী কিছু না'বলে যদি বলতো যে, সিরিয়ার মানুষ সব হারায়েছে, আমরা সবাই মিলে ইহাকে গড়ে তুলবো; সেটাই হতো সঠিক বক্তব্য।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমাদেরকে অস্থির হলে চলবে না।

ভালো কিছুর জন্যে অনেক সময় দিতে হয়।

আমাদের তরুণেরা একটু অস্থির হয়ে গিয়েছেন।

১৭ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৫

জেনারেশন৭১ বলেছেন:




তরুণরা কি পড়ালেখা করার কথা, নাকি দেশ চালালনোর কথা? এগুলো কি তরুণ, নাকি পাকিস্তানী কমান্ডো?

আপনি যখন হিজবুতে ছিকেন, তখন কি বিজয় দিবস পালন করেছিলেন?

৪| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




রাজনৈতিক ক্ষেত্রে বাকস্বাধীনতা কাকে বলে জানেন?



১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০৮

জেনারেশন৭১ বলেছেন:



বাকস্বাধীনতা হলো, নিজের ও মানুষের অধিকার রক্ষার জন্য গণতান্ত্রিক ও গ্রহনযোগ্য বক্তব্য।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



লেখক বলেছেন:

তরুণরা কি পড়ালেখা করার কথা, নাকি দেশ চালালনোর কথা? এগুলো কি তরুণ, নাকি পাকিস্তানী কমান্ডো?

আপনি যখন হিজবুতে ছিকেন, তখন কি বিজয় দিবস পালন করেছিলেন?
=================================================

ওরা পাকিস্তানী কমান্ডো নয়। আমাদের ভূমিরই সন্তান।

হিজবুতে থাকার সময়ে বিজয় দিবস পালনে কোন বাধা ছিলো না।

১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১০

জেনারেশন৭১ বলেছেন:



এরা কি ছাত্র, নাকি গ্রেজুয়েট?

৬| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



বাংলাদেশে কখনো গণতান্ত্রিক গ্রহণযোগ্য বক্তব্য কেউ দেননি। সকলেই নিজের ও নিজের দল ক্ষমতায় নিতে ও দেশ লুট করতে চুরি চোট্টামি করতে নিম্ন শ্রেণীর বক্তব্য দিয়েছে। কিন্তু দেশের পাবলিক সেই বক্তব্যকে হাদিস মনে করেছে। অবস্থা এমন হয়েছে এখন চুর চোট্টা আওয়ামী লীগ পালানোর পর দেশে তথাকথিত জামাত ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে !

জামাত বাংলাদেশে রাজনীতি কেনো করবে বা কেনো ক্ষমতায় যেতে চাইবে এর ব্যাখ্যা বাংলাদেশের ১৭ কোটি মানুষের কতোজন দিতে পারবে বলে মনে করেন?

@সত্যপথিক শাইয়্যান সাহেব আপনি যাদের তরুন ভাবছেন, ভালো মানুষ ভাবছেন! তারা সিলেটে শাহ জালার শাহ পরান সাহেবের দরগাহ ভাঙ্গতে ১ দিন সময় নিবে না। আমার কথা মিলিয়ে নিবেন।

১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৫৫

জেনারেশন৭১ বলেছেন:



বাংলাদেশের রাজনীতিতে ডাকাতেরা স্হান করে নিয়েছে। জামাত হচ্ছে, জাতিকে ধ্ংস করার যন্ত্র।

৭| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৫৮

কিরকুট বলেছেন: হতাশ হবেন না। দায় নিন। আপনারা আজকের সন্তানদের কে আপনাদের শিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই। চামচিকার দল এই কাজ টা করেছে।

১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২৯

জেনারেশন৭১ বলেছেন:



ইডিয়ট হাসিনা লাখ লাখ মাদ্রাদা ও প্রাইভেট ইউনিভার্সিটি খুলতে দিয়ে পড়ালেখাকে প্রশ্নফাঁস ও ডাকাতীর ব্যবসায় পরিণত করেছিলো।

৮| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



মুসলিম দেশ হচ্ছে: - পাকিস্তান, আফগানিস্তান, লিবিয়া, ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন ফিলিস্তিন এরা জাতি হিসেবে অত্যন্ত উন্নত জাতি। জীবন যাপনের জন্য সকল সুযোগ সুবিধা সহ তারা তাদের সর্বোচ্চ মৌলিক অধিকার পেয়ে থাকে। ইহা মুসলিম রাষ্ট্রের ভবিষ্যত। বিশ্বে যতো মুসলিম রাষ্ট্র আছে সবগুলো ভবিষ্যতে ইয়েমেন হয়ে যাবে।

আপনি আমার পশ্নের জবাব দেননি।

১। জামাত বাংলাদেশে রাজনীতি কেনো করবে? বা কেনো ক্ষমতায় যেতে চাইবে?

২। এর সঠিক ব্যাখ্যা বাংলাদেশের ১৭ কোটি মানুষের কতোজন দিতে পারবে বলে মনে করেন?




১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৩১

জেনারেশন৭১ বলেছেন:




১। জামাত নামে দল থাকাই বেআইনী, ওরা আমাদের জাতির বিপক্ষে যুদ্ধ করেছে।
২। ১৭ কোটীর মাঝে ১৭০০ জন।

৯| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪৫

সৈয়দ কুতুব বলেছেন: ঠাকুরমাহমুদ@ জামাত রাজনীতি না করুক, ডানহাত, বামহাত, অজুহাত সহ অন্যান্য ইসলামিক দল বাংলাদেশে রাজনীতি করবেই। বাংলাদেশে আলাদা হয়ে পাইক্যা দের থেকে। বাংলাদেশের রক্ষণশীল মুসলিমদের প্রতি অনুরাগ রয়েছে। গণতন্ত্র চর্চা হচ্ছে এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ এমন দেশে ইসলামিক দল কেউ ঠেকায়ে রাখতে পারবে না।

আপনাকে কাটা দিয়ে কাটা তুলতে হবে। এরজন্য দরকার জ্ঞান প্রযুক্তি ও সংগঠন। ভবিষ্যতে হয়তো সবই হবে। B:-)

১০| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪৫

সৈয়দ কুতুব বলেছেন: *পাকিস্তানের প্রতি

১১| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


লেখক বলেছেন:
এরা কি ছাত্র, নাকি গ্রেজুয়েট?
====================
সিলেটে পুলিশের আক্রমণের সময়ে আমি যেসব আন্দোলনকারীকে সাহায্য করেছিলাম তাঁরা বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালায়ের শিক্ষার্থী ছিলো।

১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৩৩

জেনারেশন৭১ বলেছেন:



তথাকথিত সম্ন্য়কেরা কি ছাত্র?

১২| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



@ঠাকুরমাহমুদ ভাই,

কেউ মাযার ভাঙতে পারবে না।

আর, ভাঙতে পারলেও তার ফলাফল ভালো হবে না। খোদা এর প্রতিশোধ নিবেন।

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



ভাই সত্যপথিক শাইয়্যান, শাহ পরান সাহেবের মাজারে হামলা হয়েছিলো! আশা করি আপনি বুঝতে পেরেছেন কে বা কাহারা এবং কাদের ইন্ধনে হামলা হয়েছিলো।

শাহ পরান সাহেবের মাজারে হামলা হবে বিষয়টি ভয়ংকর রকমের অবিশ্বাস্য বিষয়! কিন্তু হামলা হয়েছে।

১৪| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




লিবিয়াতে গাদ্দাফি খারাপ লোক ছিলেন। লিবিয়া খারাপ লোক থেকে উদ্ধার হয়েছে। এখন লিবিয়ার মানুষ ভিক্ষা করে। রিলিফের ট্রাকের জন্য গলির অর্ধমৃত কুকুরের মতো ডাস্টবিনের আশে পাশে ঠাই দাড়িয়ে থাকে। লিবিয়ার মানুষ স্বাধীন হয়েছে।

আমি সময় ও সুযোগ হলে লিবিয়া নিয়ে লিখবো।

১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪৪

জেনারেশন৭১ বলেছেন:



গাদাফীর সময়ে লিবিয়া খুবই ভালো করেছিলো; তেলের পয়সায় সে মানুষকে অঢেল খাবার ও চাকুরী দেয়ার পরও বিদেশী মানুষ নিতো; কিন্তু একই সময়ে সে অকারণে ক্যাডার বাহিনী গঠন করে কিছু গোত্রের উপর বল-প্রয়োগ করে, যারা আমেরিকাকে ডেকে এনেছিলো। আমার মনে আছে, গাদাফী ইউএন সন্মেলনে এসে, নিউজার্সীতে তাঁবু টাংগায়ে কয়েকদিন ছিলেন।

১৫| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪২

কামাল১৮ বলেছেন: ইউনুসের পরিকল্পনা ছিলো শেখ হাসিনাকে হত্যা করা কিন্তু আর্মির জন্য পারে নাই।৫ই আগস্টের পর হাজার হাজার বিচার বহির্ভূত হত্যা হয়েছে।একদিন হয়তো এর বিচার হবে।

১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১২

জেনারেশন৭১ বলেছেন:



ড: ইউনুসের নোবেলের বিপক্ষে কথা হবে, লোকটা গরীবদের নামে টাকা এনে নিজে বিলিওনিয়ার হওয়ার জন্য সব করেছিলো।

১৬| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫৮

কামাল১৮ বলেছেন: ইসলামের সাথে গনতন্ত্র সাংঘর্ষিক।যেমন চলছে ইসলাম প্রধান দেশগুলিতে এমনি চলবে।গনতন্ত্রের বিকাশ কোন মুসলিম প্রধান দেশেই হবে না।যারা সেকুলার বা মুক্তমনা তারা উন্নতবিশ্বের দেশগুলিতে চলে যাবে।

১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১৩

জেনারেশন৭১ বলেছেন:




গণতন্ত্র হচ্ছে আধুনিক সভ্যতার সমাজ ব্যবস্হা; ধর্মগুলো হচ্ছে কমজ্ঞানীদের ভুল-সমাজ ব্যবস্হা।

১৭| ১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



@ঠাকুর মাহমুদ ভাই,

শাহ পরান মাজারে হামলা হয় নাই।

ঐদিন এই ভুয়া খবর ফেসবুক এ দেখে আমি মুরারবন্ধ দরগাহ শরীফের মতোয়াওয়াল্লীর ছেলে সৈয়দ ওলি ভাইকে ফোন করি। উনি জানিয়েছেন, ওখানে কোন হামলা হয় নাই।

আপনি ছিলেন সেখানে? নাকি ফেসবুক দেখে বলছেন?

১৮| ১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



লেখক বলেছেন: তথাকথিত সম্ন্য়কেরা কি ছাত্র?
---------

সিলেটের সমন্বয়ক গালিব। সে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৩:০৪

জেনারেশন৭১ বলেছেন:




গালিবের মতোগুলো ২০/২৫ হাজার আছে, মনে হয়।

১৯| ১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:৫৮

আমি ব্লগার হইছি! বলেছেন: মুসলিমদের সমস্যা আছে। আল্লাহ নিজেই মনে হয় মুসলিমদের উপর ক্ষেপে আছেন। নামজ রোযা কবুল হয় কিনা তাই নিয়ে আমিও টেনশনে আছি।

১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৩:০৬

জেনারেশন৭১ বলেছেন:



আপনি ফিলিস্তিনে জ্বিহাদে না'গেলে আল্লাহ খুশী হবেন বলে মনে হয় না।

২০| ১৮ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:২২

ক্লোন রাফা বলেছেন: কেনো মুসলিম দেশেই এমন বিশৃংখলার সৃষ্টি হচ্ছে ‼️ আপনার পর্যবেক্ষন কি বলে⁉️

আমার দৃষ্টিতে ,ব্রড ক‍্যানভাসে এই সব কিছুর মুল দায় সুপার পাওয়ারের। আধিপত্য এবং অর্থনৈতিক সাফল্যের জন্য এই সব কাজ করে থাকে ।
একটা সময় দেখেছি দুই পরাশক্তির আয়তন বৃদ্ধির লড়াই। তারপর কমিউনিজমের বিরুদ্ধে টেনে নিয়ে গেছে সেই একই শক্তি! এখন প্রতিপক্ষ করা হয়েছে ইসলাম ধর্ম ।
এর পরের পর্ব কি হবে জানেন কি ? আমার ধারনা পরবর্তী সময়ে মহাদেশীয় কলহ হবে হাতিয়ার।
ধন্যবাদ ॥

২১| ১৮ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৬:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমাকে ফুল দেয়া হয়েছ; আমি বক্তব্য রাখিনি; কারণ, আমি ১ মিনিটে কিছু বলতে চাইনি; আমি বিজয় দিবসে গান ও কবিতা শুনতে চাই না; আমি মুক্তিযোদ্ধাদের সাথে আলাপ করতে চাই।


মুক্তিযুদ্ধের ,মতো একটি বিরাট বিষয়কে নিয়ে ১ মিনিটে আপনি কী বলতে পারতেন? তার চেয়ে না বলাই উত্তম।

২২| ১৮ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৬:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




মহান বিজয় দিবস অমর হোক।

জয় বাংলা।

২৩| ১৮ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:৩৭

জ্যাকেল বলেছেন: আপনে দ্বীন ইসলামের কেহ নন সেটা প্রায়শই বুঝা যায়, খুব সম্ভবত আপনে নমশুদ্র শ্রেণির কেহ যাহার ইসলামকে খাটো করে দেখতে অর্গি হই। ইসলাম নিয়ে যে আপনার কোন সঠিক ধারণাও নেই সেটাও পরিস্কার। যাকঃ পাঠকদের জন্য আমার মন্তব্যটি লিখিলাম-

১। মুসলিম দেশ বলতে কোন এনটিটি ইসলামে নেই।
২। বাংলাদেশে ভারতের পোষ্য ডেইলি স্টারও রিপোর্ট করেছে বাংলাদেশে হিন্দু হত্যা ঘটেনি। মাস কিলিংয়ের যদি কোন ঘটনা বাংলাদেশে ঘটত, বিপ্লব পরবর্তী সময়ে যাহা ট্যাকল দেওয়া হইয়াছে উহার মত অভারহয়েলমিং ঘটনা বিশ্বে ২য়টি দেখা যায়নি। এত গুম-খুন হত্যাযজ্ঞের সরকার পতনে লীগারদের লাশের মিছিল দেখার কথা ছিল, ঐ হত্যাকান্ডটুকুও ঘটেনি। যাহা ঘটেছে তাহা বলার মত গণ্য না। যেহেতু পোস্টদাতা বলতেছে বাংলাদেশে হত্যাকান্ড ঘটে চলেছে তাইলে উহার উচিত ছিল এর সপক্ষে কোন প্রমাণ হাজির করা। উনি গুজব ছড়ায় ইহা তাই বুঝা যাইতেছে।
৩। ফিলিস্তিনে মুসলমানদের খুন করা হচ্ছে অথচ সভ্য দেশের তকমাধারীদের ইহাতে ভ্রুক্ষেপ নেই। এতে বুঝাই যাই ইহাদের ভেতরে সভ্যতা প্রবেশ করেনি, যাহা করিয়াছে উহা তুচ্ছ। কেবলমাত্র মুসলিম শাসনামলেই দুর্বলদের অধিকার দেওয়া হইয়াছিল, বিশ্বের আর কোন শাসনব্যবস্থাতেই ইহার ধারাবাহিকতা নাই।
৪। বিজয় দিবসে নরেন্দ্র মোদির টুইট ১৫০ কোটি ভারতীয়দের মতের প্রকাশ। আমাদের একটা ফেইক হিস্টোরি শুনান হইতেছে যে বাংলাদেশ/পাকিস্তান যুদ্ধ হইয়াছিল। উহা কেবলমাত্র বাংলাদেশের মানুষ জানে, সারা বিশ্ব জানে যে ১৯৭১ ভারত/পাকিস্তান যুদ্ধ হইয়াছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.