নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন৭১

জেনারেশন৭১ › বিস্তারিত পোস্টঃ

জিব্রাইল (আ: ) বললেন, "আপনি পড়ুন"

২১ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০২



এখন ব্লগে এমন কেহ আছেন নাকি, যিনি স্কুলে গিয়ে ১মবার বর্ণমালা পড়েছেন শিক্ষকের কাছে? আজকাল, শহরে জন্মনেয়া বাচ্চাদের ( যেসব পরিবারে ২/১ জন শিক্ষিত আছে ) ৮০ ভাগ বর্ণমালা জেনেই স্কুলে যায় ও অনেকেই তখন বিনা-সমস্যায় ছোটদের বই পড়তে পারে। আমাদের সময় প্রথম শ্রেণীতে বর্ণমালা দিয়ে শুরু হতো এবং সবার জন্য ১টি বই ছিলো "বাল্যশিক্ষা" নামে। বেশীরভাগ হিন্দু পরিবারের বাচ্চারা বর্ণমালা জেনেই স্কুলে আসতো; আমিও স্কুলে যাবার আগেই বাড়ীতে পড়তে শিখেছি।

ব্লগে আমি প্রচুর ব্লগারকে দেখেছি, যারা নিজেদের টেক্সট বই সঠিকভাবে পড়েননি, কিংবা পড়ে থাকলে উহাকে সঠিভাবে বুঝেননি। এরা আমাকে বলেননি যে, তাঁরা নিজের টেক্সট বই পড়েননি, আমি তাঁদের লেখা থেকে বুঝতে পারি। আপনারা ব্লগার রুপকের বাল্যস্মৃতি নিয়ে লেখাগুলো পড়েছেন; সেখানে তিনি নিজকে মোটামুটি পড়ুয়া হিসেবে পরিচয় দিয়েছেন। উনি লিখছেন যে, উনি মোটামুটি ভালো পড়ুয়া ছিলেন, কিন্তু ৪র্থ শ্রেণীতে সমাজবিদ্যার পড়ার জন্য মার খেতেন, ইহা কি প্রমাণ করে? পড়ার জন্য মার খাওয়া প্রমাণ করে যে, উনি পড়তেন না, কিংবা পড়লে বুঝতেন না।

আপনি ইতিহাসের বহুল আলোচিত বিষয় "২য় বিশ্ব যুদ্ধে হলোকাষ্ট'এর উপর লিখতে পারবেন? পারলে আপনার লেখায়, হিটলার ইহুদীদের কেন মেরেছে, সেটার কারণ হিসেবে কি দেখাতে চান? আপনি কি বই থেকে দেখে দেখে লিখতে চান, নাকি আপনার জীবনে ইহা নিয়ে যতটুকু পড়ছেন ও বুঝেছেন, সেই ধারণা থেকে সেটা লিখবেন?

কোন বিষয়ে জানতে হলে, সেই বিষয়ের উপর টেক্সট বই পড়তে হয়; সেই বিষয়ের উপর সুপরিচিত লেখকদের বই পড়তে হয়। আমি ব্লগে আরেকটা ব্যাপার দেখে আসছি, অনেক ব্লগার বেশ পড়েন ও তারা অন্যদের বলে থাকেন, "আপনি পড়ুন"। আমি তো পড়ছি, ভুয়া মফিজের রাজনৈতিক পোষ্ট পড়ছি, জ্বীনের লেখকের বাংলাদেশের সমসাময়িক অর্থনৈতিক পোষ্ট পড়ছি, কামারুজ্জমান সাহেবের লেখা ( গরুর রচনা ) পড়ছি, নীল আকাশের উপন্যাস পড়ছি, না'হলে তরকারীর টেকনোলোজিক্যাল পোষ্ট পড়ছি, আলমগীর লিটনের কবিতা পড়ছি; আরো কিছু কি পড়তে হবে?

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৩

সৈয়দ কুতুব বলেছেন: আপনার আর কারো লেখা পড়ার দরকার নেই। আপনি এখন আমাদের জ্ঞান দিবেন। !:#P

২১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৪২

জেনারেশন৭১ বলেছেন:



আমি সব সময় পড়ি; তবে, জুল ভার্ন, ভুয়া মফিজ, কামারুজ্জমান, নীল আকাশ, ঢাবিয়ান প্রমুখের লেখা আর পড়তে হচ্ছে না; এসব লেখকরা ভবিষ্যতে কি লিখবেন, সেটাও মুখস্হ হয়ে গেছে।

২| ২১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: আমি পড়ার টেবিলে প্রথম বসেছিলাম বুবুর দেখাদেখি ! সে পড়া পারতো কম। আম্মা ধোলাই করতো প্রায় সময়। আমি সব বর্ণমালা মায়ের কাছ থেকে শিখে গিয়েছিলাম স্কুলে। আজ আমার বুবু নন ক্যাডার আর আমি প্রশ্নফাঁস ! :(

২১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৪০

জেনারেশন৭১ বলেছেন:



আপনার মায়ের মার কাজে লেগেছে!

৩| ২১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



বাসার ইন্টারনেট গত কয়েক দিন ধরে ধীর হয়ে যাওয়ায়, বই পড়ায় মনোনিবেশ করেছি। এখন হুমায়ুন আহমেদ লিখিত 'হিমুর দ্বিতীয় প্রহর' পড়ছি।

২১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২২

জেনারেশন৭১ বলেছেন:



আমি হিমু নিয়ে হাজার পোষ্ট পড়েছি ব্লগে, চরিত্রটির আচরণ কি আমাদের সমাজের সাথে মিলে?

৪| ২১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



জিব্রাইল (আ: ) বললেন, "আপনি পড়ুন"

কিন্তু, অনেকে বলেন যে, আমাদের নবীজী পড়তে জানতেন না।

আমি এই তথ্যটা সম্পর্কে একটু দ্বিধায় আছি। আমি প্রমাণ পেয়েছি যে, তিনি পড়তে জানতেন।

২১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২৪

জেনারেশন৭১ বলেছেন:




ইতিহাস থেকে আমার ধারণা, উনাকে ছোটকালে কেহ অক্ষরজ্ঞান দেননি, এবং মনে হয় সেই পরিবেশ ছিলো না।

৫| ২১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: গাজী সাহেব@আপনি সালাদীন নামে একজন সমর নায়কের ব্যাপারে লিখেছিলেন। মুসলিম শাসক দের বীরত্ব নিয়ে আমরা সবাই খুব প্রাউড ফিল করি। কিন্তু প্রশ্ন হইল আসলে তাদের শাসন আমল কেমন ছিলো? রাজাদের শাসন কি গণতান্ত্রিক ব্যবস্থার মতো মত প্রকাশের স্বাধীনতা ছিলো? নারী অধিকার, চাকুরি সৃষ্টি, উন্নত স্যানিটেশন ও চিকিৎসা ব্যবস্থা কেমন ছিলো? জ্ঞান বিজ্ঞান কেমন চর্চা হইতো ? মানুষ কি জিজিয়া কর ছাড়া নিজ স্বাধীন মত ধর্ম পালন করতো ? মক্তবের পাশাপাশি আধুনিক শিক্ষা ব্যবস্থা ছিলো?

বেগম রোকেয়ার একটি বইতে আমি পড়েছিলাম মুঘল আমলে খাদ্যের অভাবে নাকি মেয়ে- মা কে বিক্রি করে দেয়া হইতো। প্লিজ আলোকিত করেন আমায়!

২২ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:০৫

জেনারেশন৭১ বলেছেন:



রাজতন্ত্রের সময় মানুষের জীবনের সিকিউরিটি মোটেই ছিলো না; উহা ছিলো মানব ইতিহাসের ভয়ংকর সমু।

৬| ২১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:০৫

শূন্য সারমর্ম বলেছেন:


আমি পড়িনি ঠিকমত স্কুল,কলেজে,ভার্সিটিতে; এমনকি বাদ বাকি বই পোকা ট্যাগের জন্য যা পড়া দরকার, তাও পড়িনি।

নবী মুহাম্মদ স: সম্পর্কে আলী দস্তির বইটা পড়েছেন?

২২ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:০৭

জেনারেশন৭১ বলেছেন:




নবীদের নিয়ে আমার যেই ধারণা হয়েছে, আমি কারো বই পড়ে সময় নষ্ট করি না।

৭| ২২ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:১৫

কামাল১৮ বলেছেন: জিব্রাইল ফিব্রাইল এসব মিথ।

২২ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:৩৯

জেনারেশন৭১ বলেছেন:




আল্লাহের দূত, যিনি মিলিয়ন, বিলিয়ন মাইলে উড়ে আসছেন, পাখাও আছে।

৮| ২২ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:১২

ক্লোন রাফা বলেছেন: আমি ক্লাস ওয়ান পড়িনি ! সরাসরি ক্লাস টু’তে ভর্তি হই। আবার ক্লাস ফাইভে ডবল প্রমোশন পেয়ে সেভেনে চলে যাই। কারন ফাইভে পড়া অবস্থায় সিক্সের বই পড়া হয়ে যায় বাসায় লজিং মাস্টারের কাছে। তারপরের অধ্যায় শুধুই করুন ইতিহাস‼️

৯| ২২ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:২৬

রাজীব নুর বলেছেন: জিবরাইল (আঃ) পাওয়ারফুল ফেরেশতা। বোরাক উনি চালিয়েছেন।

আমি যখন কোনো ধর্মীয় পোষ্ট লিখি সেটা জাস্ট বিনোদন। নাথিং সিরিয়াস।

সামুতে বেশীর ভাগ ব্লগার ফালতু লিখেন। অবশ্য আমি নিজেও ফালতু লেখা লিখি। কিন্তু আমি চাই অন্যরা ভালো লিখুক।

আপনি কেমন আছেন? ঢাকা কবে আসবেন? এই শীতে এলে আপনাকে সাত রকমে পিঠা খাওয়াব।

১০| ২২ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৪১

লুধুয়া বলেছেন: ব্লগে বিজ্ঞ ব্লগার গণ ভারত -বাংলাদেশ যুদ্ধ বাদিয়ে দিচ্ছে ।এতদিন হয়ে গেলো উনারা ব্লগে আছেন । তারপরেও এমন বস্তাপঁচা লিখা বমি করছে ব্লগে ।

১১| ২২ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


তিনি তো মুর্খ আছিলেন। পড়িতে পারিতেন না।
তিনি কিভাবে পড়িবেন?
গাধা ফেরেশতা কি ইহা জানিতেন না?

১২| ২২ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

রাজীব নুর বলেছেন: জিবরাইল (আঃ) পাওয়ারফুল ফেরেশতা। বোরাক উনি চালিয়েছেন।






নবীজী বোরাকে চড়ে আকাশে উড়াল দেবার আগে বাইতুল মুকাদ্দাস মসজিদে নামাজে ইমামতি করেন। সেই জামাতে সকল নবী রাসুল উপস্থিতি আছিলেন।

নবীজী তার বোরাক মোবারকর দড়ি মসজিদের দরজার আঙটার সাথে বেধে রেখেছিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.