নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসলামী ছাত্র সংঘ (শিবির ) থেকে রাজাকার ও আল বদর বাহিনী গঠন করে পাকি বাহিনীকে সাহায্য ও বাংগালী জাতির উপর গণহত্যা চালানোর পর, ও ছাত্রলীগের বর্গীদের লুন্ঠনের পর, আমাদের জাতিতে ছাত্র রাজনীতি বন্ধ করার দাবী উঠে আসছিলো ১৯৭২ সাল থেকেই। শেখ সাহেব জাতির কথা কানে নেননি, তিনি ইহার জন্য ভয়ংকর মুল্য দিয়েছেন।
এরপর, ছাত্র রাজনীতি বন্ধ করার দায়িত্ব ছিলো শেখ হাসিনার উপর; উনি সেটা করেননি; ফলাফল আপনারা দেখছেন। যারা শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করেছে তারাও ছাত্র, এবং বুঝা যাচ্ছে যে, এরা দেশের বাকী ছাত্রদের অছাত্রে পরিণত করছে ক্রমেই। এখন তারা ঘোষণা করেছে যে, তারা রাজনৈতিক দল গঠন করেছে; দেশের রাজনীতিবিদরা ( মিষ্টিভাষী ডাকাতরা ) এই ছাত্রদের ভয়ে আছে।
ছাত্রদের নতুন যে দল হবে, ইহার মুলে থাকবে শিবির, হিজবুত ও অন্যান্য অপছাত্ররা; ইহা হবে শিবির, ছাত্রদল ও ছাত্রলীগ থেকে অনেক ভয়ংকর; এরা হামাস, ইসলামী ব্রাদারহুড, হিজবুল্লাহর মতো অস্ত্রধারী দলে পরিণত হবে। জাতিতে নতুন দস্যু ও দানবরা জন্ম নিচ্ছে বলে আমার ধারণা।
২২ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২০
জেনারেশন৭১ বলেছেন:
বাংলাদেশের যারা বিবিধ সরকারী সংস্হা থেকে ও ইউনিভার্সিটি থেকে সরকারী প্রোগ্রামে ডক্টরেট করে, তদের ৯৯ ভাগই পড়ালেখা করে না, ওদেরকে সময় মতো পিএইচডি দিয়ে দেয় বিষেশী ইউনিভার্ষিটিিগুলো; ইহা এশিয়া, আফ্রিকার প্রায় সব দেশের জন্য প্রয়োজ্য।
ব্লগারদের মাঝ থেকে শতকরা ৯০ জনই যোগ দেয়ার জন্য উপযুক্ত; যারা গার্বেজ লেখেন, তারা অটো-মেম্বার।
২| ২২ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:১৭
রাজীব নুর বলেছেন: এযুগের ছাত্ররা মূলত ছাগল। হাসনাত আর সারজিস সবচেয়ে বড় ছাগল। জামায়াত শিবির এদের নাচাচ্ছে।
লেখাপড়ার মান একদম তলানীতে এসে ঠেকেছে। ভালো শিক্ষক নেই আমাদের। আমাদের শিক্ষকেরা টাকা দিয়ে চাকরি নেয়।
২২ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৩
জেনারেশন৭১ বলেছেন:
জামাত-শিবির এদের নাড়াচ্ছে না, এরা জামাত-শিবিরের কামন্ডো; এদের মতো ৩/৪০ হাজার পাকিস্তানী ট্রেনিং-প্রাপ্ত কমান্ডো আছে; এরা সময় মতো দেশকে লেবাননের মতো দখল করবে।
৩| ২২ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কাচা টাকা হাতে পাইয়া উম্মাদ হৈয়া উঠিয়াছে।
২২ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৫
জেনারেশন৭১ বলেছেন:
এদের হাতে দেশ এখন, এরা দেশের টাকা কাজে লাগিয়া অস্ত্র ও তরুণদের কিনবে। আমরা মিলিটারী পছন্দ করতাম না, এখন এদের দমানোর জন্য আমাদেরকে মিলিটারীর উপর নির্ভর করতে হবে।
৪| ২২ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫১
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের চার খলিফা নামে খ্যাত :- সিরাজুল ইসলাম দাদা ভাই, আসম আবদূর রউফ, শাহজাহান সিরাজ, এবং জিকো'র ব্যাপারে আপনার কি দৃষ্টিভঙ্গী?
সিরাজ শিকদার আসলে কেমন ছিলেন?
২৩ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:২৮
জেনারেশন৭১ বলেছেন:
সিরাজ শিকদার ও তার বোন ছিলো মানসিকভাবে পংগু ও জল্লাদ। গরীর কৃষক, যার ঘরে হাজার'খানের টাকা ছিলো, তাকে স্ত্রীর সামনে হত্যা করেছে জোতদার নাম দিয়ে; এই রকম শত শত দরিদ্র কৃষকের স্ত্রীরা ভিক্ষা করেছে ছেলেমেয়েদের নিয়ে।
২৩ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৩২
জেনারেশন৭১ বলেছেন:
সিরাজ ভাই ও রবভাইয়ের সংগে খুবই ঘনিষ্টতা ছিলো আজীবন। এরা কোন বিষয়ে দক্ষ ছিলেন না; কিন্তু দল করে শেখ হত্যায় সাহায্য করেছে, জিয়াকে সাহায্য করেছে দেশকে পাকিস্তান বানাতে।
৫| ২৩ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৫৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দেশ যত সমস্যার মধ্য দিয়ে যাবে,
তত বেশী ঘোলা পানিতে মৎস্য শিকার
নব্য ডাকাতদের সুবিধা হবে ।
২৩ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৩:০২
জেনারেশন৭১ বলেছেন:
এদের কারণে দেশ লেবানন হবে, পার্বত্য চট্টগ্রাম হাতছাড়া হবে; ভারতে দাংগা লাগিয়ে মুসলমানদের অনেককে হত্যা করবে।
৬| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৪
রাজীব নুর বলেছেন: দেশ নিয়ে আমি কিছুটা দিশেহারা অবস্থায় আছি।
জামাত বিরাট কর্মকান্ড হাতে নিয়ে মাঠে নেমেছে। ওডের উদ্দ্যেশ ভালো নয়। বিএনপি ওদের সাথে পেরে উঠবে না।
ইউনূস সাহেব আসলে কি চাচ্ছেন? উনি ইদানিং মাথায় নামাজের টুপিও পরছেন। কিছুই বুঝতে পারছি না।
আপনি এই বিষয়ে কিছু লিখেন। আপনার ধারনা জানতে চাচ্ছি।
২৪ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৯
জেনারেশন৭১ বলেছেন:
জামাত অনেক কিছু করবে, এতে দেশ ও জামাত ২টাই ধ্বংস হবে।
©somewhere in net ltd.
১| ২২ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:০১
সৈয়দ কুতুব বলেছেন: ছাত্রদের এই দলে একজন ফেমাস ইউটিউবার ডক্টর তাসনিম জারা যোগ দিয়েছেন। পুরাই হতবাক হয়ে গেছি। যে দলের কার্যক্রম স্পষ্ট নয় সেখানে কিভাবে একজন মেধাবী ডক্টর যোগ দেন?
নাগরিক কমিটিতে আমাদের কত জন ব্লগার যোগ দিবেন আপনার ধারণা? ইন্টারের পর বিভিন্ন ইসলামিক দলের ছাত্র সংগঠনে যোগ দিয়ে তাদের সম্পর্কে জানার চেষ্টা করতাম। এখন আর সে সময় নেই।