নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন৭১

জেনারেশন৭১ › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযুদ্ধের উপর লেখা ৪ কবিতা কেন কমেন্ট-শুন্য?

২৩ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৪১



১ জন কবির ৫ পোষ্টে ( একাধারে ৫ টি পোষ্ট ) কেহ কমেন্ট করেননি; এর মাঝে ৪ টি হচ্ছে মুক্তিযুদ্ধের উপর কবিতা! আমি ব্লগে আছি, তারপরেও মুক্তিযুদ্ধের কবিতায় কেন কমেন্ট নেই? কারটি খুবই সহজ, কবি আমাকে 'কমেন্টব্যান' করে রেখেছেন! আমাকে কমেন্ট ব্যান করার পর বিবিধ সময়ে বেশ কিছু পরিমাণ ব্লগার ব্লগিং ছেড়েছেন, দিনের পর দিন কমেন্ট না'পেয়ে হতাশ হয়েছেন।

ব্লগে ১ জন ভুয়া মুক্তিযোদ্ধা আছেন; উনি যদি মুক্তিযু্দ্ধের কবিতায় কমেন্ট করতেন, তা'হলেও কবিতাগুলোকে এভাবে শুন্য কমেন্টের কষ্ট সহ্য করতে হতো না।

এই কবি শুরুতে শুদ্ধ করে বাংলাই লিখতে পারতেন না; তাতে আমার তেমন মাথা ব্যথা হওয়ার কথা ছিলো না; কিন্তু আমি যখন জানলাম যে, উনি শিক্ষকতা করেন, তখন আমি রেগে গিয়েছিলাম; যিনি নিজেই কিছু জানেন না, তিনি আবার কাকে কি শিখাচ্ছে, প্রশ্নফাঁস পরীক্ষার্থীদের জন্য মাইজভান্ডারের স্কুল খুলেছেন!

উনার পোষ্টে আমি সঠিক ফিডব্যাক দেয়ায়, উনি মনে করেছিলেন যে, লেখক হিসেবে উনার সুনাম নষ্ট হচ্ছে! কিন্তু উনার পোষ্টগুলো কমেন্টে ভেসে যাচ্ছিলো; কারণ, যারা আমাকে অপছন্দ করেন, তারা আমাকে অপদস্হ করার জন্য দলে দলে উনার পোষ্টে মন্তব্য করারশুরু করলেন; ইহা উনাকে সাহায্য করেছিলো; কিন্তু তিনি সোনার ডিমের হাঁসকে হত্যা করলেন, আমাকে কমেন্ট করলেন; উনার "মুক্তিযুদ্ধের কবিতা" কমেন্ট শুন্য এখন।

আমাকে যারা কমেন্ট করেছেন, এখন সেই রকম ৮/১০ জনের অবস্হা ভয়ংকর খারাপ; সামনের পাতায় থেকেও গড়ে ৫/৬টার বেশি কমেন্ট পাচ্ছেন না; পাঠক না পেয়ে "ভারতের সাথে যুদ্ধ মুদ্ধ" ইত্যাদি গার্বেজ লিখে জাতির ইমেজ নষ্ট করছে। এই বালছাল যুদ্ধ যুদ্ধ যে করছে সোস্যল মিডিয়ায়, ইহা ভারত সরকারের প্রেস বিভাগ কিন্তু দেখছে; আমাদেরকে পাকিস্তানের মতোই ভক্তি করবে।


মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০২৪ ভোর ৬:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




এই কবিরা জামাতী কবি।

২৩ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৫৮

জেনারেশন৭১ বলেছেন:



দৈবচক্রে উনি স্বাধীনতার পক্ষের প্রশ্রফাঁস।

২| ২৩ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:০৭

সৈয়দ কুতুব বলেছেন: অনেকে কমেন্টের রিপ্লাই দেন না। তাই আমি অপরিচিত এবং অনিয়মিত ব্লগার দের কমেন্ট করি না।

২৩ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:০০

জেনারেশন৭১ বলেছেন:



উনার নাম ইসিয়াক, আপনি উনার স্বাধীনতার কবিতাগুলোতে (৪) ফিডব্যাক দেন। আমার কমেন্ট ক্ষমতা থাকলে আমি প্রতি কবিতায় ৫টা করে মন্তব্য করতাম।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:০৯

শূন্য সারমর্ম বলেছেন:

ভুয়া/জেনুইন্য মুক্তিযোদ্ধারা সুইসাইড করছে,গলায় জুতা দিয়ে গ্রাম ছাড়া করা হচ্ছে। ব্লগের মুক্তিযুদ্ধ ভিত্তিক কমেন্ট দিয়ে কি হবে?

২৩ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৫০

জেনারেশন৭১ বলেছেন:




ব্লগারেরা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানেন না, ইহা বুঝার মতো ব্লগারের সংখ্যা খুবই কম। ব্লগের ১ ভুয়া মুক্তিযোদ্ধা শেখ হাসিনাকে গালিদিয়েছেন এবং কবি ইসিয়াকের ৪টি কবিতা পড়ে দেখেননি।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: ব্লগার শূন্য সারমর্ম@মুক্তিযোদ্ধা উপদেষ্টা ফারুকী আজম একজন মুক্তিযোদ্ধা হয়ে কিভাবে বলেন ওয়ার ক্রিমিনাল দের তালিকা করা যাবে না? এখন জুতার মালা যদি কাউকে পড়ানো হয় ফারুকী আজম মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে কেন বসে ঘাস কাটছেন? পদ পদবী খুব মজার জিনিস তাই না?

২৩ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৩

জেনারেশন৭১ বলেছেন:



দেশে যদি গৃহযুদ্ধ শুরু হয়, জামাত-শিবির ও কোমলমতিরা প্রথম সুযোগে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করবে।

ফারুকী আজম হয় ভুয়া, না;হয় গর্দভটাকে ক্রয় করেছে আমেরিকান এম্বেসী।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৪৫

সৈয়দ কুতুব বলেছেন: তিনি কমেন্ট ব্লক করে রেখেছেন সবাইকে।

২৩ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৫

জেনারেশন৭১ বলেছেন:



এজন্য আমি বলি, গার্বেজ লেখকেরা যেন মুক্তিযুদ্ধ নিয়ে না লেখেন। অনেকে বলেন যে, আমি কেন অনেককে কোন কোন বিষয়ে লিখতে না'করে থাকি, আমি এমন কে?

৬| ২৩ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:২৭

শূন্য সারমর্ম বলেছেন:

@ সৈয়দ কুতুব
এই আজম থেকে হয়তো পপসম্রাট আজমই বেটার।

২৩ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৭

জেনারেশন৭১ বলেছেন:




জাতি যখন তলিয়ে গেছে, আমেরিকানরা পরিচিত ইডিয়টদের দিয়ে দেশ চালানোর চেষ্টা করছে।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৩

সৈয়দ কুতুব বলেছেন: সুভাষ চন্দ্র বসু, জ্যোতি বসু এই দুইজন কে নিয়ে আপনার কি মতামত? সুভাষ চন্দ্র কেমন বাঙালি ছিলেন

২৩ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১০

জেনারেশন৭১ বলেছেন:



সুবাস বসুকে বাংগালীরা এখনো নেতাজী ডাকেন; তিনি মনে করেছিলেন যে, জার্মানী ও জাপান (অক্ষশক্তি ) জয়ী হলে, বৃটিশ ভারতে ফেলে পালাবে; ইতিহাস পড়ে আমিবুঝেছি যে, ইহা ভ্রান্ত ধারণা ছিলো।

আমাদের রাশদ খান মেনন, সিরাজুল আলম খান, মেজর জলিল, কর্ণেল তাহের সোস্যালিজম সম্পর্কে কিছু না'জেনে, কোন জ্ঞান অর্জন না'করে সোস্যালিষ্ট লীডার হয়ে গিয়েছিলেন। জ্যোতি বসু এদের থেকে ১০/২০ গুণ বেশী বুঝতেন সোস্যালিজম, কিন্তু পুরো ভারত যেখানে ক্যাপিটরজিমকে "মা লক্ষী" ভাবতো, সেখানে কিছু করার মতো জ্ঞানী তিনি ছিলেন না।

৮| ২৩ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৬

সৈয়দ কুতুব বলেছেন: আপনার একটি জিনিস আজকে ব্যবহার করবো। অনুমতি না নিয়ে ব্যবহার করার জন্য দুঃখিত। :|

২৩ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

জেনারেশন৭১ বলেছেন:



কোন অসুবিধা নেই; কি জিনিষের কথা বলছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.