নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের ব্লগার মহাজাগতিক চিন্তাও এখন সময় নায়ক, জ্বীন-ব্লগারও যুদ্ধ-বিশ্লষক; ব্লগে যেই ২০/২৫ জন আসেন, বেশীরভাগই বলছেন, বাংলাদেশ ও ভারতের মাঝে যুদ্ধ হবে শেখ হাসিনার সরকারের পতনের নিয়ে। ব্লগেএলে মনে হয় ভারত বাংলাদেশ যুদ্ধ চলছে।
ইন্দিরা গান্ধীর পর, ভারত ও বাংলাদেশের সম্পর্ক কখনো ভালো যায়নি কিছু কারণে: (১) ধর্মীয় ও (২) অসম রাষ্ট্রীয় ব্যবস্হার কারণে। মুসলমানেরা হিন্দু ধর্ম ও হিন্দুরা ইসলাম পছন্দ করে না; ভারতে মিলিটারী শাসনের পক্ষেব ১ জন মানুসও নেই, বাংলাদেশের অর্ধেকের বেশী লোকজন হচ্ছে বিএনপি-জামাত ও জাপার ভোটার। বিএনপি-জামাত ও জাপার লোকজন সামরিক শাসনের পক্ষের লোকজন।
ব্লগে যারা যুদ্ধ যুদ্ধ করছে, তাদের ছোট মগজে যুদ্ধের ভীতি ঢুকেছে; তাদের ধারণা ভারত শেখ হাসিনার পক্ষে বাংলাদেশ আক্রমণ করবে। কিন্তু বাংলাদেশের আসল মালিক, আমেরিকান এম্বেসী এই ধরণের কোন কিছু বলছে না। ব্লগে যারা যুদ্ধ ঘোষণা করছে, তারা কিন্তু দেশের কেহ নয়: দেশ এখন আমেরিকান এম্বেসী ও সেনাবাহিনীর হাতে; আবার সেনাবাহিনী হচ্ছে আমেরিকার পকেটে।
ট্রাম্প ক্ষমতা নেয়ার পর, বুঝা যাবে যে, এম্বেসী কি বাংলাদেশ পরিচালনায় থাকবে, নাকি উহা সেনাবাহিনীর গলায় এসে ঠেকবে। আমার ধারণা, ট্রাম্প বলবে যে, এইসব সমস্যা আমেরিকার সমস্যা নয়, যাদের দেশ তারা চালাকগে।
২৪ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪০
জেনারেশন৭১ বলেছেন:
শিবিরেরা আমাকে ব্লগিং থেকে দুরে রাখার চেষ্টা করছে ২০১৬ থেকে; আপনি উহাতে নতুন ১ জন মাত্র।
২| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩১
সৈয়দ কুতুব বলেছেন: ইউনূস সাহেব কে আজ আমেরিকার সামরিক কেডা জানি ফোন দিয়েছে। আবার ইকোনোমিস্ট নাকি ইউনূস ছাব কে নিয়ে ভালো ভালো কথা বলেছে, বাংলাদেশ নিয়ে ভালো ভালো কথা বলেছে। ইহা কিসের লক্ষণ?
২৪ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৫
জেনারেশন৭১ বলেছেন:
আমেরিকা বাংলাদেশ নিয়ে কেন এই ভয়ংকর খেলা খেলছে বলা মুশকিল। আমেরিকার যা বলে ইকোনোমিষ্টে, টাইমস ইত্যাদি তাই বলে; কিন্তু জাতি ভয়ংকর সংকটে; ট্রাম্প ক্ষমতা নেয়ার পর, আমেরিকা দেশের ব্যাপারে নাক গলাবে না হয়তো; তখন দেশ পাকিদের নিয়নত্রনে চলে যেতে পারে।
৩| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৫
সৈয়দ কুতুব বলেছেন: ইউনূস ছাব বলেছেন দেশে মোল্লা মুন্সীরা ক্ষমতায় আসবেন না। জাঙ্গিয়া রা ক্ষমতায় আসবে না। । ভুতের মুখে রাম নাম!
২৪ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৫
জেনারেশন৭১ বলেছেন:
হতেও পারে; কারণ, আমেরিকান এম্বেসী উনার সাথে ও সেনাবাহিনীর সাথে সব ইনফরমেশান শেয়ার করে; এম্বসী বিএনপি-জামাত-শিবির ও হেফাজতকে পছন্দ করার কথা নয়।
৪| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: তাহলে ছাত্রদের তৈরি নতুন দল আসবে? ইউনূস ছাব তাদের একজন কে মাস্টারমাইন্ড হিসাবে পরিচয় করায়ে দিয়েছেন।
২৪ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫০
জেনারেশন৭১ বলেছেন:
শিবির নিজেদের নাম লুকায়ে আন্দোলন করেছিলো; এবার নতুন দলের নামে শিবির সাধারণ ছাত্রদের ( ইডিয়টদের ) শিবিরে যোগ করছে; ইহাই নতুন দল।
আমেরিকান এম্বেসী পাকী কমান্ডোদের (শিবির, হিজবুত ) নিয়ে বিপদে আছে; শেখ হাসিনাকে সরানোর সময় রাস্তা দখলের জন্য কমান্ডোদের ব্যবহার করেছে; এখন তাদেরকে কিভাবে সরাবে, সেটা নিয়ে এম্বেসী বিপদে আছে।
৫| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪৫
সৈয়দ কুতুব বলেছেন: যদিও এভাবে বলা অনুচিত তবুও আপনাকে রিকোয়েস্ট করছি সরল এর বিপরীত ভাইয়ের ব্লগটির কমেন্ট সেকশনের ৫ নং কমেন্ট নিয়ে একটি ব্লগ লিখতে পারেন। মাত্র কয়েকবছর হয়েছে মেয়েরা গ্রাজুয়েটের পর বিয়ে করছে এখনই বিয়ের বয়স এগিয়ে আনার কথা উঠছে কেন?
ইরাকে সামনের বছর থেকে ৯ বছর বয়সী মেয়েদের বিবাহ করা যাবে। নারী এমপি থাকার পরও বিল পাশ বন্ধ করতে পারেনি।
২৫ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৪১
জেনারেশন৭১ বলেছেন:
আপনি গার্বেজ পড়েন?
আমি ওসব পড়ি না। যাক, লিখবো।
৬| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৩
আদিত্য ০১ বলেছেন: পাকিরা এখন হাসছে তারা ভালোই সফল, তারা তাদের এজেন্ডা ভালোভাবে সফল্ভাবে এপ্লাই করেছে, এখন ইউনুস কাক্কুর সরকার পাকি প্রেমী, পারলে দেশকে আবার পাকিদের সাথে যোগ করে দিতে চায়,
হাসনাত আবদুল্লাহ বলছেই যে ভারত মিত্র হয়ে আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে তার মানে আমাদের এইটা মুক্তিযুদ্ধ ছিলো না, পাকিস্তানীদের মত বন্ধুদের আমাদের কাছ থেকে সরাইছে, মানে পূর্বপাকিস্তান আমাদের সত্তা।
পাকীরা তাদের অবস্থানে আমাদের নিয়ে যেতে পেরেছে আর মুক্তিযুদ্ধের বদলা হিসেবে আস্তে আস্তে স্লো পয়জনিং করে যা যা করছে তা সফলভাবে করছে জামাত আর শিবিরের মাধ্যমে, বিশেষ করে ২০২৪ এর ৫ আগস্টে পাকিদের স্লো পয়জনিং সফল প্রয়োগ হইয়েছে
২৫ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৪৫
জেনারেশন৭১ বলেছেন:
পাকিরা ক্রমাগতভাবে আমাদের জাতির উপর প্রতিশোধ নিয়ে চলেছে; আমাদের পংগুদের থেকে জংগী তৈরি করে জাতিকে পংগু করে দিয়েছে।
৭| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৯
আদিত্য ০১ বলেছেন: সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার ভাবনা চিন্তা গোবর ও গোমূত্রখোরদের চেয়ে বেশি না ঠিক উহাদের মতই। পিগমীরা আপনার চেয়ে ভালো চিন্তা করে।
আপনার চামড়া ঠিক গন্ডারের চাইতেও শক্ত , লজ্জা শরম লাগে না শরীরে
২৫ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৪৬
জেনারেশন৭১ বলেছেন:
লিখতে পারেন, এই রকম কোন ব্লগার বললে আমি চিন্তিত হতাম; উনি গার্বেজ লেখেন।
৮| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১১
কামাল১৮ বলেছেন: যুদ্ধ শুরু হয়ে গেছে।ভারত চীনের মদতে আরাকান আর্মি পার্বত্য চট্টগামে আক্রমন করছে।এটা একটা বৃহত পরিকল্পনার অংশ মনে হয়।অনেক বিশ্লেষক তাই বলছে।
২৫ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৪৮
জেনারেশন৭১ বলেছেন:
আরাকান আক্রমণ করার আগের থেকে আরাকান আর্মি আমাদের জংগলে একটা অংশ দখল করে রেখেছিলো; এরা চেষ্টা করবে আরো যায়গা দখলে নিতে পারে।
৯| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫৭
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: @কুতুব ভাই, ৫নং মন্তব্যের জন্য আমিই একটা পোস্ট লিখতাম, কিন্তু আমার এখন এতই তিতা লাগছে যে কিছুই লিখবো না। আপনি হয়তো জানেন না, কিছুদিন আগেই একজন এই ব্লগে লিখেছিল, পুত্রবধু ইন্টারকোর্সে প্রটেকশন নিতে পারবে না। " কালকে যদি দেখেন যে কেউ লিখছেন, পুত্রবধূ দিনে কয়বার ইন্টারকোর্স করবে শ্বশুর ঠিক করে দিচ্ছেন অবাক হওয়ার কিছু থাকবে না। আশেপাশে এত স্যাডিস্ট পুরুষ জঘন্য লাগে।
২৫ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৫০
জেনারেশন৭১ বলেছেন:
অনেক বাংগালী বেদুইনদের মতো জীবন যাপন করে।
১০| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:০৪
সৈয়দ কুতুব বলেছেন: @রাতের ঝিঝি, এদের জন্য গাজী কাগুরে দরকার আছে। একেবারে ঝামা ঘষে দেন।
২৫ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৫২
জেনারেশন৭১ বলেছেন:
ওদেরকে ওদের গার্বেজ নিয়ে থাতে দেন।
১১| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৪৩
লুধুয়া বলেছেন: @কুতুব , ওদের গ্যাং যারা আছে তাদের মোটামোটি সবার চিন্তাবাভানা গুহাবাসীদের লেভেল।তারা জামাত এর সাপোর্টার কারণ তাদের আশা বাংলাদেশ এ শরিয়া আইন চালু হবে। এরা ৭১ এর রেখে যাওয়া উচ্ছিষ্ট।
২৫ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৫১
জেনারেশন৭১ বলেছেন:
জামাত-শিবির-হেফাজত আসলে গুহা মানব।
©somewhere in net ltd.
১| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:১৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার ভাবনা চিন্তা গোবর ও গোমূত্রখোরদের চেয়ে বেশি না ঠিক উহাদের মতই। পিগমীরা আপনার চেয়ে ভালো চিন্তা করে।