নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি বাংলাদেশে বাস করে, দেশের চলমান রাজনৈতিক ঘটনাপ্রবাহকে কি সঠিকভাবে বুঝতেছেন, কিভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো, কাহারা দেশ প্রতিষ্ঠা করেছেন, কাহারা কি কারণে ইহার বিরোধীতা করেছিলো, ইহা ঠিক মতো বুঝেন?
শেখকে কাহারা কি কারণে হত্যা করেছিলো, জিয়া কি করে ক্ষমতায় এলো, এরশাদ কি করে ক্ষমতায় এলো, বেগম জিয়াকে কাহারা ক্ষমতায় আনলো, ইহা কি আপনার কাছে পরিস্কার?
শেখ হাসিনা কিভাবে আওয়ামী লীগের সভাপতি থেকে গেলেন ৪৪ বছর, ইহা আপনার মাথায় ঢোকে? শেখ হাসিনা দেশ চালনার জন্য উপযুক্ত নন জেনেও আওয়ামী লীগের লোকজন কেন উনাকেই ( ভারতে থাকাকালীন সময়ে ) আওয়ামী লীগের সভাপতি করলো?
জুলাই আন্দোলনটা কি জামাত-শিবির করেছে, নাকি অন্য কেহ করেছে? জুলাই আন্দোলন শুরু হওয়ার আগে আমাদের মিলিটারী সম্পর্কে আপনার কি ধারণা ছিলো, আপনার ধারণা কি সঠিক ছিলো?
ভেবে দেখেন, আপনি দেশের রাজনীতি নিয়ে যতটুকু ভাবেন ও বুঝেন, তা ব্লগে লেখার মতো আত্মবিশ্বাস আপনার আছে? বেশীরভাগ রাজনৈতিক পোষ্টে কেন মন্তব্য নেই? সামনের পাতায় অনেক রাজনৈতিক পোষ্ট কেন ২/১টি মন্তব্য পায়? আপনার রাজনৈতিক পোষ্ট পড়ে যদি না'হল তরাকরী বা মোহাম্মদ মুসা আপনাকে বাহবা দেন, আপনি কি খুশী হবেন?
০৯ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৪
জেনারেশন৭১ বলেছেন:
ব্যাখ্যাটা সঠিক।
এসব ক্ষমতা কতভাগ ব্লগারের আছে? না'হল তরকারী, মুসা, জটিল ভাই, জুল ভার্ণ ও নীল আকাশ রাজনৈতিক পোষ্ট লিখলে কেমন হবে?
২| ০৯ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩০
ঠাকুরমাহমুদ বলেছেন:
১। বাংলাদেশ স্বাধীন করেছে গরিবের সন্তানেরা। সাথে ছিলো ইপিআর ইস্ট বেঙ্গল ও পুলিশের কিছু সৈনিক। (আমি অফিসারদেরও সৈনিক বলে থাকি)
২। শেখ সাহেবকে হত্যা করেছে বিতারিত পাকিস্তান ও পাকিস্তানের জারজ পিতা বিতারিত আমেরিকান প্রশাসন। আমেরিকান পশাসনে বড় একটি সেকশন আছে এটি হারামজাদা সেকশন, এদের কারণে ইসরায়েলী একদিন আমেরিকা শাসন করবে। - নোট রাখুন।
৩। ক্যু এর পর ক্যু বাই ডিফল্ট জিয়া ক্ষমতায় এসেছে। এরশাদও ও তাই। আর খালেদা জিয়াকে রাজনীতিতে যেই পাঁচ জন এনেছেন তাদের একজন আপনার বোন “শেখ হাসিনা” এরশাদ সরকারের পতনের জন্য শেখ হাসিনা খালেদা জিয়াকে রাজনীতিতে এনেছেন। সূর্য পশ্চিম দিক থেকে উঠতে শুরু করলেও এই কথার কোনো অদল বদল হবে না।
৪। জুলাই আন্দোলন কি পরিমান ইনভেস্টে হয়েছে তা আপনি যেমন জানেন আমিও জানি। শেখ হাসিনা সকল চোর লম্পট নিয়ে সরকার করেছিলেন, দরকারী লোকবল পাশে থাকলে এই ধরনের কোটা লোটা নর্দমা চাকরি এইগুলো খুবই সিম্পল বিষয়।
০৯ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪২
জেনারেশন৭১ বলেছেন:
মিলিটারীর ভয়ে সাত্তার সাহেব বেগম জিয়াকে ১৯৮৩ সালে ভাইস চেয়ার নিযুক্ত করেন; এরপর মিলিটারী সাত্তার সাহেবকে সরে যেতে অর্ডার দেয়।
০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:০৩
জেনারেশন৭১ বলেছেন:
জিয়াপন্হী জেনারেলরা তখন শেখ হাসিনাকে টুকরা টুকরা করার জন্য প্রস্তিত ছিলো; উহারা কি শেখ হাসিনার কথা শোনার কথা!
তদুপরি, তখনো ইন্দিরা গান্ধী জীবিত ছিলেন; তখন শেখ হাসিনা গান্ধীর কথায় চলতেন বলে আমার মনে হয়।
৩| ০৯ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
মিলিটারি নিয়ে এই মুহুর্তে আমি কিছু বলতে চাচ্ছি না। এরা রিটায়ার্ড করুক। গান কবিতা সফর গল্প লিখুক! তখন তাদের সম্পর্কে বলবো।
০৯ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫২
জেনারেশন৭১ বলেছেন:
শেখের সাড়ে ৩ বছর বাদ দিলে, ৫৪ বছরের সাড়ে ৫০ বছরই আমরা আমেরিকার তত্বাবধানে আমাদের ও পাকী মিলিটারীর অধীনে দাস হয়ে আছি।
৪| ০৯ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৮
সৈয়দ কুতুব বলেছেন: নীল আকাশ আমার প্রোফাইল পিক দেখে বলেছে ইহা কে দেখতে আবুলের মতো দেখায়। আমার লিখাও আবুলের মতো। উহা কি জানে সৈয়দ কুতুব কে?
০৯ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৩
জেনারেশন৭১ বলেছেন:
উনি বই ( আবর্জনা ) লেখেন।
৫| ০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:০৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমাদের দেশের মানুষ দাস হতে পছন্দ করেন। আত্মহত্যার মতো আত্মদাস। এক ভদ্রলোক নামের আগে পরে স্যার লিখতো। ব্লগের সকলে তাকে স্যার ডাকতো। আমি যাস্ট বলেছি আপনি স্যার কেনো হবেন? (ভদ্রলোক খুব সম্ভব মডারেটর টিমের একজন) ব্লগে গণ আন্দোলন হয়েছিলো। বাই ডিফল্ট একজন কর্ণেল সাহেবের স্যার একজন ব্রিগেডিয়ার।
আন্দোলনে দেখেছি কেউ কেউ নাকি রিক্সাওয়ালাকেও স্যার ডাকে ! কিন্তু আশ্চর্য বিষয় ঢাকা শহরে প্রতিদিন যাত্রীদের হাতে শত শত চড় থাপ্পড় খায় এই রিক্সাওয়ালা। এই নাগরিক কারা যারা রিক্সাওয়ালা সহ বাসের হেল্পার কন্ডাক্টরদের সাথে মারপিট করে ?
ভাড়া বাসায় লোহা স্ক্রু মেরে মেরে দেয়ালে নর্দমা ঝুলিয়ে দেয়াল নষ্ট করে? এরা বাংলাদেশি নাকি অন্য কোনো দেশের ?
০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:১১
জেনারেশন৭১ বলেছেন:
আপনি যেসব সমস্যা দেখছেন, ইহার সমাধান ছিলো শিক্ষা; শেখ সাহেব ও তাজউদ্দিন সাহবে কেন যে, ইহা অনুধান করতে পারলেন না! ২ জনেই বড় ধরণের বেকুব মানুষ ছিলেন।
১৯৭২ সালের জানুয়ারীতে দেশের শতকরা ১৭ জন মানুষ নাম লিখতে জানতেন, শতকরা ১২ জন পড়ালেখা জানতেন। ৫৪ বছর পর) শতকারা ৩০ জন নাম লিখতে পারেন না; বড়ই জঘন্য অপরাধী লোকজন দেশ চলাায়েছে ৫৪ বছর।
৬| ০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:২২
কামাল১৮ বলেছেন: নিজের অধিকার নিয়ে যারা কথা বলতে পারে তারাই ভালো রাজনীতিবিদ।
০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:২৬
জেনারেশন৭১ বলেছেন:
বেগম জিয়াও রাজনীতিবিদ ছিলেন, উনার রাজনৈতিক প্রজ্ঞা ফালুর ( ইডিয়টের ) লেভেলে ছিলো।
৭| ০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩৩
জেনারেশন৭১ বলেছেন:
***** লেখায় লাইক দেয়ার জন্য ধন্যবাদ। আমার পোষ্টগুলোকে অকারণে জোর করে পেছনের পাতায় রাখা হচ্ছে!
৮| ০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: কোন নারী ব্লগারের মুখ ও দাত দেখে যদি কেউ খুব প্রশংসা করে কোন ব্লগার এবং উহা নিজেকে জামাতের সাপোর্টার দাবী করে এদের উদ্দেশ্যে এক লাইন বলেন।
০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫৫
জেনারেশন৭১ বলেছেন:
এই ধরণের লোকজনকেই ইডিয়ট ডাকা হয়, সহজ ব্যাপার।
৯| ০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৪৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
শেখ হাসিনার উচিত ছিলো যারা প্রতি বছর বই মেলাতে শেখ ও শেখের পরিবার নিয়ে বই প্রকাশ করে, উহা বন্ধ করা। সমগ্র পৃথিবীতে এমন কোনো মহা মানব জন্ম নেয় নাই - যাকে নিয়ে পাঁচটি বই লেখা সম্ভব ! সর্বোচ্চ পাঁচটি বইয়ের বেশি হলে বুঝতে হবে মিথ্যা বানোয়াট সিনেমা নির্ভর রূপকথা লেখা হচ্ছে। এমন কি ধর্মীয় বই হলে রূপকথা। এর চেয়ে এক মহাভারত পড়া অনেক মজাদার।
শেখ হাসিনার ভুলের শুরু: -
১। শেখ সাহেবের মূর্তি
২। টাকায় পয়সায় শেখ সাহেবের ছবি
৩। সরকারি দাপ্তরিক প্যাড/ লেটার হেড এ শেথ সাহেবের ছবি (যেই লেটার হেড বাংলাদেশ মানচিত্র / শাপলা থাকে)
৪। টাকার বিনিময়ে সরকারি চাকরি প্রদান (সকল বলদ সাংসদের ব্যবসা)। - এখন শেখ হাসিনার হাতে অফুরন্ত সময়। সময় আর সময়, তিনি হয়তো বুঝতে পারবেন “টাকা দিয়ে কারা কারা চাকরি নিয়েছে”!
৫। গুন্ডালীগ পালন। - (গুন্ডালীগে কি পরিমাণ ট্রেইন্ড জামাতি ছিলো শেখ হাসিনা এখন বুঝতে পারবেন)।
৬। চোর ছেচ্চর লম্পটদের নমিনেশন প্রদান। সবগুলোর চরিত্র মুরাদ টাকলার মতো। (ফ্লাট বাসা ভাড়া/ক্রয় করে প্রতিটি বাসায় লম্পট নারী রেখে দিতো)
৭। বাংলাদেশে নির্বাচন কাঠামো নষ্ট করেছে শেখ হাসিনা সরকার। এর মজা ভোগ করতে হবে দেশের সাধারণ মানুষকে।
০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫৯
জেনারেশন৭১ বলেছেন:
শেখ হাসনার সময়ে, আমি শেখ সাহবের একনিষ্ঠ সাপোর্টার হিসেবে ৫০ পৃষ্টার ১টি বই লিখলে, অনেকেই শেখ সাহবেকে নতুন করে সন্মান করার শুরু করতেন; কিন্তু আওয়ামীরা আমাকে মেরে ফেলতো।
০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩৪
জেনারেশন৭১ বলেছেন:
শেখ ব্যতিত শেখের বংশের সবাই ছিলো চোর ও নীচু জ্ঞানের মানুষ; শেখ হাসনা শুরুতে যা করেছিলেন, উহা ছিলো ইন্দিরা গান্ধীর বুদ্ধির সামান্য অংশ। উনি প্রাইম মিনিষ্টার হওয়ার পর, উনি যে ইন্দিরার কাছে ছিলেন, উহা শেখ হাসিনার মনে ছিলো না।
১০| ০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:১৬
সৈয়দ কুতুব বলেছেন: আমার রাজনৈতিক প্রজ্ঞা ইডিয়ট লেভেলের। আমি ঢাবিতে যখন নতুন প্রক্লেমেশন তথা নতুন রিপাবলিক ঘোষণা দেয়ার হুংকার শুনি খুব ভয় পেয়ে যাই। তখন আমি চাচ্ছিলাম দেশের মধ্যে কেউ অথবা কোন দল এর এগিনেস্ট কথা বলুক। তখন মির্জা আব্বাসের সংবাদ সম্মেলনে ৭২ এর সংবিধান যারা চেঞ্জ করতে চায় তাদের বিরুদ্ধে উনার বয়ান শুনে একটি প্রেশার রিলিজ হয়। সে থেকে বিএনপির প্রতি একটু সফট কর্ণার কাজ করছে। কারণ আমার কাছে পারসোনালি মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় আসলে সব কিছু আবার ৯১/৯৬ সালের মতো হবে। অথচ আমি ২০২৪ সালের জানুয়ারি মাসে ভোট দেয়ার জন্য ১০০০ টাকা খরচ করে যাই। কারণ আমি ভয় পেতাম সরকারি চাকুরি তে পুলিশ ভ্যারিফিকেশন নিয়ে কোন প্রবলেম হয় কিনা। স্থানীয় এক এমপির সাথে জায়গা নিয়ে আমাদের পরিবারের ঝামেলা ছিলো। এলাকার চেয়ারম্যান সেই এমপির চামচা। আমার মতো হাজার হাজার মানুষ আছে যারা ইডিয়ট টাইপের কাজ করে।
০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩৯
জেনারেশন৭১ বলেছেন:
আব্বাস ও আব্বাসের স্ত্রী হচ্ছে ডাকাত; তারা আরো সুযোগ খুঁজছে; জামাতের সাথে সমঝোতা করবে।
১১| ০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:১৮
রূপক বিধৌত সাধু বলেছেন: রাজনীতিবিদরা যখন ব্যর্থ, সেনাবাহিনীর তখন অভিভাবকের ভূমিকায় থাকা উচিত ছিল, কিন্তু...। এর বেশি বললে নিজের বিপদ। এদেশে কোনো সৎ মানুষ নেই। থাকলেও রাজনীতিতে গেলে অসৎ হয়ে যায়। সবাই দেশেটাকে নিজের সুবিধামতো ব্যবহার করে।
০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:১৮
জেনারেশন৭১ বলেছেন:
শেখ ও মওলানা সৎ ছিলেন। আপনি সৎ কিনা?
১২| ১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:০৩
রূপক বিধৌত সাধু বলেছেন: লেখক বলেছেন: শেখ ও মওলানা সৎ ছিলেন। আপনি সৎ কিনা? আমিও সৎ। আপনার কী মনে হয়?
১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:০৩
জেনারেশন৭১ বলেছেন:
আমার মনে হয়, আপনি সৎ নন।
১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:০৩
জেনারেশন৭১ বলেছেন:
আপনি বিয়ে করেছেন, নাকি বিয়ে করেননি?
১৩| ১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ৩:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে সকলের ভাসুর।
তাদের নাম উচ্চারণ করতে চাইলে সর্বপ্রথম দেশপ্রেমিক শব্দটি ব্যবহার করতে হবে।
নৈলে খবর আছে।
©somewhere in net ltd.
১| ০৯ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৮
শূন্য সারমর্ম বলেছেন:
রাজনীতি নিয়ে পোস্ট লিখতে হলে তো বুঝতে হয়,কাছ থেকে দেখতে হয়,দেখার সুযোগ না হলে বিভিন্ন মতামত এন্যালাইজ করে নিজেরটা দিতে হয়।