নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন৭১

জেনারেশন৭১ › বিস্তারিত পোস্টঃ

ব্লগার হাসান মাহবুবের কাছে প্রশ্ন, "আমার \'পরিশুদ্ধ\' হওয়ার কি দরকার আছে?"

০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:০২



**** আমি চাঁদগাজী নিকে ব্লগিং করার সময়, ব্লগার হাসান মাহবুব আমাকে ১টা গালি দিয়েছিলেন; তিনি আমার ১ পোষ্টে মন্তব্য করেছিলেন; মন্তব্যটা ছিলো, "তুমি একটা মাদারচোদ"। আমি বিনিময়ে কিছু বলিনি। আমি কখনো কোন মানুষকে গালি দিইনি এই জীবনে।

আজকে ব্লগারস ইন্টারভিউতে ব্লগার হাসান মাহবুবের ইন্টারভিউ প্রকাশ করা হয়েছে; এই ধরণের বাল্যখিল্য ইন্টারভিউতে অংশ নেয়াটা হাস্যকর ব্যাপার। উহা এখনো ১ম পাতায় আছে; এই ইন্টারভিউ'এর এক যায়গায় তিনি আমার ব্যাপারে কথা বলেছেন; উনি বলেছেন যে, চাঁদগাজীকে ( আমাকে ) ব্যান করার পর কেন ফিরতে দেয়া হয়, এই ব্যানের কোন মানে আছে? চাঁদগাজী কি "পরিশুদ্ধ" হয়েছে?

আমার প্রশ্ন, চাঁদগাজীর কি "পরিশুদ্ধ" হওয়ার মতো কিছু আছে? আমার জন্ম হয়েছে "পরিশুদ্ধ" অবস্হায়। আমি পরিশুদ্ধ হয়ে কোন ব্লগারের মতো হবো, এই রকম কেহ কি কখনো ছিলেন ব্লগে, নাকি আসার সম্ভাবনা আছে?

আমি কোন বাংলা ব্লগে পরিচয় না'দিয়ে যদি "৩ লাইন লিখি বা ২ লাইনের ১টি মন্তব্য করি", যাঁরা বাংলা ব্লগে গত ১৫ বছর ব্লগিং করেছেন, তাঁদের ৬০ ভাগ বলতে পারবেন যে, ইহা ফারমার/খেলাঘর/ চাঁদগাজী/সোনাগাজী লিখেছে! নতুন করে আমার পরিশুদ্ধ হওয়ার মতো কিছু আছে বলে মনে হয় না।


মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৩৯

সৈয়দ কুতুব বলেছেন: গালাগালি তারাই করে যারা যুক্তিতে নাহি পারে।

১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:০১

জেনারেশন৭১ বলেছেন:



আমি যত ব্লগে ব্লগিং করেছি, সবখানে ৭০ ভাগ ব্লগার আমাকে খাঁটি বাংলা গালি দিয়েছেন; আমি গালি দিইনী কোনদিন, আমি দরকার মতো লিলিপুটিয়ান, পরিগমী, ডোডো, মগজহীন ডেকেছি।

২| ১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:১১

সৈয়দ কুতুব বলেছেন: ট্রাম্প ক্ষমতায় আসলে বাংলাদেশের মধ্যে কিছু পরিবর্তন হতে পারে। আওয়ামী লীগ নাকি এইজন্য চুপ আছে। বিএনপি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জামাতের আমীর কে ইউনূছ ছাব ডাকিয়া আমেরিকার সন্দেশ পৌছে দিয়েছেন। রাষ্ট্রদূত পরিবর্তন ট্রামের আগমনী বার্তা হিসাবে ধরে নিতে পারি? ছাত্ররা অনেকটাই চুপ হয়ে গেছে।

১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৪৩

জেনারেশন৭১ বলেছেন:




ছাত্রদের সাথে আমেরিকান এম্বেসী ও পাকিরা কাজ করছে; দুতাবাস বিপদে পড়তে পারে, যদি ট্রাম্প বলে যে, বাংলাদেশকে ওদের হাতে ছেড়ে দাও; দেশকে বুঝে নেয়ার মতো কোন রাজনৈতিক দল নেই; ফলে উহা মিলিটারীর হাতে চলে যাবে; ইহা ঘটার ৩০/৪০ ভাগ সম্ভাবনা আছে।


আওয়ামী লীগের অপরাধীরা ভয়েই ফিরতে পারবে না।

৩| ১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:





আমাদের প্রফেসর সাহেব সুকৌশলে মাইনাস টু ফরমুলার বাস্তবয়ান করে ফেললেন।
ম্যাডাম খালেদা জিয়া কি আর দেশে ফিরতে পারবেন?
তাকে কি দেশে ফিরতে দেয়া হবে?

১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:২৮

জেনারেশন৭১ বলেছেন:



উনার ফিরে আসার দরকার কি? যতটুকু ডাকাতী করেছেন, জাতিকে যতটুকু পংগু করেছেন, উহার জন্য ফাঁসী হওয়ার দরকার।

১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:২৯

জেনারেশন৭১ বলেছেন:




তারেককে দেশে আনার জন্য আরবদেশগুলো সমর্থন পাওয়া যায় কিনা, সেটার সন্ধনে বাহিরে গেছেন।

৪| ১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ৩:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি আমার ব্লগিং জীবনে কাউকে কোন গালি দেই নাই। এটাকে অনেকে আমার দুর্বলতা ভাবে। আমি কেয়ার করি না তারা কি ভাবে।

৫| ১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ৩:৩৩

জনারণ্যে একজন বলেছেন: হাসান মাহবুব ভালো লেখেন, বেশ ভালো। কিন্তু ভিন্নমত পোষণকারী কিংবা অপছন্দের কাউকে (যেকোনো পরিস্থিতিতেই হোকনা কেন ) এই ধরণের গালি দেয়া যায়, তা চিন্তারও বাইরে।

আপনাকে আমিও কত মন্দ কথা বলেছি, হাবিজাবি কত কিছু ..., সুযোগ পেলে আবারো ঝেড়ে দেবো হয়তো - কিন্তু এই টাইপের গালি টাইপ করা দূরে থাকুক, মাথাতেও আসে নাই কোনোদিন।

যাই হোক, আপনার পরিশুদ্ধ হওয়ার দরকার নেই। মন খুলে লিখুন, আমাদের গালি-গালাজ যেন আপনার লেখাকে বাধাগ্রস্ত না করে - প্রত্যাশা রইলো।

১০ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৪

জেনারেশন৭১ বলেছেন:



আপনাকে ধন্যবাদ , আমি ব্লগিং ভালোবাসি।
আমি সোস্যাল মিডিয়ার নিয়ম না ভাংগার চেষ্টা করি; ফলে, কেহ আমাকে থামাতে পারবে না

৬| ১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ৩:৩৩

জনারণ্যে একজন বলেছেন: @ ওহে শাইয়্যান, আপনার গালি দেয়ার দরকার নাই - শুধু চাপাবাজি অব্যাহত রাখুন, তাতেই হবে। অন্যরা ওই চাপাবাজির জোরেই 'গরু গরু থুক্কু গুরু গুরু বলে' আপনার থেকে শতহস্তে দূরে থাকবে।

আর যে মানুষ চুপসানো-বুক ফুলায়া সগৌরবে "ই*য়ে গমন" করার কথা প্রকাশ্যে বলতে পারে, তার আবার গালি দেয়ার দরকারটা কি!

আপনার চাপাবাজি এবং ই*য়ে গমন অব্যাহত থাকুক - শুভকামনা রইলো।

বিঃ দ্রঃ আপনার ওই শিশুতোষ প্রজেক্টস গুলার আপডেট কি?

৭| ১০ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৪৫

কামাল১৮ বলেছেন: আমরা তাই আমরা যা বলি বা লিখি।

১০ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪০

জেনারেশন৭১ বলেছেন:



লেখা লেখক সম্পর্কে সব কিছু বলে দেয়।

৮| ১০ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



@জনারণ্যে একজন,

ঈর্ষা হচ্ছে?

গিটারে জোর কম থাকলে ই*য়ে গমন করা যায় না। আপনার সেই রকম প্রবলেম থাকলে বলুন, ঝেড়ে কাশুন। আমার কাছে দাওয়াই আছে। :)

৯| ১০ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২৯

জনারণ্যে একজন বলেছেন: তো বাছা @ শাইয়্যান, গিটারে এত জোর থাকলে, আমাকে ব্লক করে তারপর নাকের পানি-চোখের পানিতে একাকার হয়ে মডারেটরের কাছে ডুকরে কেঁদে উঠে বিচার চাওয়া কেন?

এখানে উত্তর দিলেই তো ল্যাঠা চুকে যায়।

১০| ১০ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪২

জনারণ্যে একজন বলেছেন: আর @ শাইয়্যান, এখানে কোথায় ব্যক্তি আক্রমণ করা হলো, বাছা?

আপনি আপনার সম্পর্কে যা যা ইনফরমেশন দিয়েছেন, তার সাপেক্ষেই ওই মন্তব্য করা। যেমন ধরুন, ই*য়ে গমন, বছরে শতকোটি টাকা ইনকাম ইত্যাদি ইত্যাদ....।

এখন নাকি কান্না না কেঁদে আপনার উর্বর মস্তিষ্কের কল্পনা প্রসূত ঐসব শিশুতোষ প্রজেক্ট গুলির আপডেট দিলে খুশি হতুম।

শুভরাত্রি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.