নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ৩ বছর আগে সৌদী আরব গিয়েছিলাম প্রয়োজনে, ৫ দিন ছিলাম; আমার যা দেখার আমি দেখেছি; আমি ওমরাহ কিংবা হজ্বে উৎসাহী মানুষ নই। এখন আমাদের ব্লগার সত্যপথিক শাইয়্যান ওখানে অবস্হান করছেন; মনে হয়, উনি মুলত ওমরা হজ্ব করার জন্য ও ভাইয়ের পরিবারকে দেখার জন্য গিয়েছেন।
সত্যপথিক সৌদী আরবের উন্নত জীবন দেখে উৎফুল্ল। আমি নবী (স: )'এর সময় ও তারপরের সময়ের সৌদী সমাজের জীবন নিয়ে কখনো উৎসাহিত ছিলাম না; নবী(স: )'এর অবদানের প্রতি আমার নিরুৎসাহ সত্যপথিকের মনে দাগ কেটেছিলো মনে হয়; সেটা উনাকে যে দু:খ দিয়ে আসছিলো, আজকে তা প্রকাশ পেয়েছে উনার সর্বশেষ পোষ্টে।
উনি আমাকে সৌদী ভ্রমণ করে, তাদের উন্নত জীবন স্বচক্ষে দেখার কথা বলেছেন। আমি যদি যাই, আমি ওখানে হজ্ব করতে যাবো না, মদীনা গিয়ে আমি বিগলিত হবো না; আমার কোন ঘনিষ্টজন ওখানে নেই যে, আমাকে গাড়ীতে করে বাসায় নিয়ে যাবে; আমি ওখানে গিয়ে ব্যবসায়িক কিছু ভাববো না।
আমি গেলে, মক্কা, মদীনা ও রিয়াদ দেখতে যাবো। যখনি মক্কা ও মদীনায়, আমি দরিদ্র বয়স্ক বাংগালী ও ইন্দোনেশিয়ানদের ওমরা করতে দেখবো, আমার মনটা খরাপ হয়ে যাবে। আমার মনে হবে, এই ইডিয়ট লোকগুলো কেন আমাদের ও ইন্দোনেশিয়ার মতো গরীব দেশের "ডলার" নষ্ট করে ওখানে ভ্রমণ করতে গেলো?
আমি জানি, সৌদীর জেলে অনেক হতভাগ্য বাংগালী আটক আছে, এরা পরিবারের জন্য আয় করতে গিয়ে সব হারায়ে জেলে আটক হয়ে আছে। আমি জানি, সেখানে কমেপক্ষে লাখ'খানেক বাংগালী আছেন, যাঁরা লিগ্যাল নন, কিন্তু পরিবারের জন্য আয় করতে গিয়ে চোরের মতো থাকছেন; তাদের ভাই ডাক্তার নয়, তাদেরকে কেহ গাড়ীতে করে অন্য শহরে বেড়াতে নেয় না; তারা যখন গাড়ীতে চড়েন, পুলিশের গাড়ীতেই চড়েন।
আমি সত্যপথিককে বলবো, পরেরবার আপনি ওমরা বা হজ্বে গেলে, ডলার খরচ করে যাবেন না, হেঁটে হেঁটে যাবেন, যাতে দেশের এই চরম সময়ে আপনার অপ্রোজনীয় কাজে আমাদের জাতির হার্ড কারন্সী খরচ না'হয়।
১১ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৮
জেনারেশন৭১ বলেছেন:
ধন্যবাদ।
বাংগালীরা এই সময়ে, ওমরার জন্য যেই পরিমাণ বিদেশী মুদ্রা খরচ করছে, ইহা অপরাধ ছাড়া অন্য কিছু নয়।
সত্যপথিক বৃটেনে পড়ালেখা-করা মানুষ, দেশের এই চরমক্ষণে ডলার খরচ করে ওমরা করতে গেছেন! আমার মতে, এই সময়ে ইহা ১টি অপ্রয়োজনীয় কাজ।
২| ১১ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমাদের দেশের ডলার জমানো উচিৎ ছিলো খোদাকে খুশি করতে সকল কাজে ব্যবহারের জন্যে।
অথচ, আমাদের মতো দেশগুলোতে ডলার খরচ হয় বেগম পাড়াতে বাড়ি কেনার জন্যে।
১১ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০৫
জেনারেশন৭১ বলেছেন:
বেগম পাড়া করেছে কিছু ডাকাত ব্যুরোক্রেট, ব্যবসায়ী ও রাজনৈতিক টাউট। ১৯ কোটীর বেগম পাড়া নেই।
ডলার করচ করতে হয় মানুষের শিক্ষা ও চাকুরীর জন্য, খোদার জন্য নয়; খোদার কোন কিছুর দরকার নেই, উনি ওমরাহ করেন না।
৩| ১১ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি কোন সালে আমেরিকা গিয়েছেন?
১১ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১৬
জেনারেশন৭১ বলেছেন:
আমি ১ম বার আমেরিকা গিয়েছি ১৯৮০ সালে; এরপর, অনেকবার গিয়েছি চাকুরী নিয়ে ও যখন চাকুরী করিনি বাংলাদেশে বাস করেছি।
৪| ১১ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি দেশের যত ডলার খরচ করে আমেরিকা গিয়েছেন, তার কত গুণ বেশি বাংলাদেশের মানুষকে ফেরত দিয়েছেন?
১১ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৯
জেনারেশন৭১ বলেছেন:
আমি বাংলাদেশের মানুষকে ১ ডলারও দিইনি, দিয়েছি আমার পরিবাকে। এয়ারপোর্টে সময়ে সময়ে ভিক্ষুককে ১ ডালর করে দিয়েছি।
৫| ১১ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৭
মিরোরডডল বলেছেন:
আরবে ওমরা করবে, নাকি লাস ভেগাসের ক্যাসিনোতে তার অর্থ ব্যয় করবে, এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়।
দেশের দুর্দিনে যদি দেশের মানুষের জন্য কারো কিছু করার ইচ্ছা থাকে, সেটা যে মানুষ করার সে করবেই। ওটা ভিন্ন কথা।
তার সাথে কারো ব্যক্তিগত জীবন টেনে না আনাই ভালো।
একটা দেশের উন্নয়ন দেখে কনক্লুশন টেনে দেয়া যে তারা বর্বর না, এটা সঠিক বলেনি।
আরবে অন্যান্য অপরাধ তুলনামূলকভাবে কম হলেও, সেক্সচুয়াল এবিউজ অনেক বেশি, এগুলোই ব্রুটাল।
১১ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০২
জেনারেশন৭১ বলেছেন:
শ্রীলংকা এক সময়ে সৌদীতে নারীদের কাজের সুযোগ বন্ধ করতে বাধ্য হয়েছিলো। সৌদীরা নারী কর্মচারীকে ভয়ংকরভাবে এবিউজ করে।
৬| ১১ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মিরোরডডল, আপনার মন্তব্য বালখিল্য ধরনের্ অনেকটা বাচ্চামী।
তাই, উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না।
৭| ১১ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মিরোরডডল, আপনি এখনো আদিম জগতে বাস করছেন।
হিউম্যান স্টেটিস্টিক্স সম্পর্কে কিছুই জানেন না।
৮| ১১ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আরেকটি কথা, মিরোরডডল।
আমি ব্লগে পড়েছি যে, আপনি একজন নারী।
অথচ, ব্লগে শায়মা আপুকে যখন জেনারেশন ৭১ সহ কিছু বগার অহেতুক নাজেহাল করেন, তখন কখনোই আপনি প্রতিবাদ করেন নাই।
এরকম হিপোক্রেসি না করলেও চলতো!
১১ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৫
জেনারেশন৭১ বলেছেন:
আপনি না'বুঝে কিছু অপ্রয়োজনীয় কথা বলছেন, আমি শায়মাকে নাজেহাল করেছি বলে শায়মাও কখনো বলেননি।
তবে, শায়মা সামুর অনেক ব্লগারের স্বাভাবিক ব্লগিং'এ বাধা দিয়েছেন; তার মাঝে আমিও আছি।
৯| ১১ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৩
সৈয়দ কুতুব বলেছেন: এই ব্লগে দেখি সবাই বিদেশি ডিগ্রী ধারী! লন্ডন, আমেরিকায় পড়াশোনা বেশিরভাগের। আমিই বাঙাল দেশের ডিগ্রীধারী কুতুব!
১১ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪০
জেনারেশন৭১ বলেছেন:
আপনি দেশের শিক্ষা ব্যবস্হাকে ভালোভাবে দেখার সুযোগ পেয়েছেন।
১০| ১১ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৪
মিরোরডডল বলেছেন:
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না।
উত্তর নেই, সেটাই ট্রু।
উত্তর আশাও করছি না।
আপনি এখনো আদিম জগতে বাস করছেন।
যে বলে আরবদের মাঝে বর্বরতা নেই, সেই মানুষের কাছে মনে হবে আমি আদিম জগতে বাস করছি, এটাই নর্মাল।
স্বাভাবিক চিন্তার প্রকাশ তার কাছ থেকে আমি আশা করিনা।
থ্যাংকস শাইয়্যান।
১১| ১১ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৮
শূন্য সারমর্ম বলেছেন:
সৌদিতে ওমরা করে খোদার থেকে ডলার নিয়ে আসবে উনি,খোদার ডলার অনেক দামী আমেরিকা থেকেও।
১১ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৪
জেনারেশন৭১ বলেছেন:
সৌদী থেকে রেমিটেন্স আসছে আমেরিকা থেকেও বেশী; তবে, ওমারাহ বন্ধ করার দরকার।
১২| ১১ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০০
শূন্য সারমর্ম বলেছেন:
সৌদিদের Neom প্রজেক্টের কালোদিক বের হবে,কাতার বিশ্বকাপ আয়োজনের মত।
১১ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৬
জেনারেশন৭১ বলেছেন:
কিছু দুষ্ট আমেরিকান ও ইসরায়েলী কর্পোরেশন প্রিন্সের পকেট কাটছে নিইওম শহর গড়তে গিয়ে।
১৩| ১১ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩০
সৈয়দ কুতুব বলেছেন: সৌদিতে বাঙালি কি মধু পায় বুঝিনা। আমার ফুফাতো ভাই একটা মাদরাসার ডিগ্রী নিয়ে দেশে বেতন পাইতো ৮ হাজার। বিয়া করার পর গুরু আমার সংসার চলে না গান গিয়ে সৌদিতে যেতে চাইলো। কিন্তু পকেট তার ফাকা! পরে বউ এর অলংকার বন্ধক দিয়ে ২০ হাজার, একটু জায়গা বেচে ও সুদের উপর টাকা নিয়ে দিলো বিদেশ ভিসা লাগিয়ে । যাওয়ার আগে আম জিগাইলাম ভাইয়ে তুমি বউ ফেলাইয়া যাও কেনে? ভাবীর তো বয়স অনেক কম। আরো কহিলাম ভাইয়ে সারাজীবন ফতোয়া দিলা সুদ হারাম এখন তুমি কেনে সুদে টাকা লইয়ে বিদেশ যাইবা। ভাইয়ে কহিল ওহে কুতুব বড়ো বেশি কথা কও তুমি! জানো না পেটে ক্ষুদা থাকিলে ধর্ম পালন সহি হয় না। ভাইয়ে আমার দিলো বিদেশ পাড়ি। প্রথমে শেখ দের রিসোর্টে বেয়ারার কাজ করিতো। পরে এক মসজিদে মুয়াজ্জিন হইয়া নিজের সম্মান রক্ষা করিলো। এখন সবক দেয় ওহে কুতুব গেলা না তো বিদেশ চাকুরি করি বেতন পাও কত? আমি উত্তরে বলিলাম, ভাইয়ে দেশে আছি ভালো আছি বেশ, বিদেশ যাওয়ার ইচ্ছা নাই মনে বিন্দু মাত্র লেশ!
১১ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৮
জেনারেশন৭১ বলেছেন:
শেখ ও তাজুদ্দিন সাহেব যদি দেশে চাকুরী সৃষ্টির পক্ষেপ নিতো, আমরা দ: কোরিয়া থেকে ভালো থাকতাম আজ। উনার পরে যারা ক্ষমতায় গেছে ও দেশ চালায়েছে, সবাই ছিলো ক্রিমিনাল ও ইডিয়ট।
কমপক্ষে ৩ কোটীর বেশী বাংগালী পারিবারিক জীবন থেকে বন্চিত হয়েছে আরবে চাকুরী করে।
১৪| ১১ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৩
সৈয়দ কুতুব বলেছেন: ছাত্র উপদেষ্টা তো চাপার জোরে ৮০ হাজার কে তিনমাসের মধ্যে জব দিয়ে দিলেন। সত্য মিথ্যা জানি না তবে সেইটা বাহাস করতে গিয়ে রাকু হাসানের সোনাগাজী ব্যান খেলেন। শেখ হাসিনা পতনের আগে বেকার ছিলো ১৯ লাখ, পতনের পর ২৬ লাখ! আবার ছাত্র উপদেষ্টা একবার কয়েছিলেন দেড় কোটি বেকার! কারা যে এসব গবেষণা করেন কে জানে।
১১ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৩
জেনারেশন৭১ বলেছেন:
আমার ধারণা, ওরা নতুন জল্লাদ রিক্রুট করছে।
১৫| ১১ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৪
সৈয়দ কুতুব বলেছেন: *সেইটা নিয়ে বাহাস করতে গিয়ে রাকু হাসানের সাথে সোনাগাজী ব্যান খেলেন।
১১ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫
জেনারেশন৭১ বলেছেন:
জাতি ভরে গেছে আগাছায়।
১৬| ১১ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:২৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সৌদিতে যে সকল নারী কর্মী যায় তাদেরকে সৌদিয়ানরা যৌন দাসী কিংবা নবীজীর সময়কার সময়ের দাসীদের মতো মনে করে এবং সেই রকম আচরণ করে থাকে। এমনও দেখা গেছে একই রাতে বাপ -বেটা দুজই জনেই ওই নারী কর্মীর সেবা নিয়েছে এবং অবশ্যই জোর করে।
অসভ্য এই অমানুষগুলো বাংলাদেশের গরীব আর অসহায় মানুষগুলোর দারিদ্রের সুযোগ নেয়।
আমি আরবদেরকে পছন্দ করি না। তারা খারাপ মানুষ্
১১ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫৮
জেনারেশন৭১ বলেছেন:
নবী (স: ) ছিলেন সামন্তবাদের সময়ের জ্ঞানী মানুষ, বেদুইনদের মাঝে জ্ঞানী; আরবরা নবী(স: )'কে প্রধান্য দেয়ায় ওরা আজো সামন্তবাদের বেদুইণদের মতো আচরণ করে।
১৭| ১১ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কোটার নামে প্রতারণার আন্দোলন।
কোটা থেকে সরকার পতনের আন্দোলন।
ইহাই প্রতারণা।
সরকারের পরিবর্তন হতে হবে নির্বাচনের মাধ্যমে।
বাংলাদেশে যে ভাবে সরকার পরিবর্তন হয় সেটা একটা অনিয়ম। সেটা একটা অপরাধ।
১১ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:০১
জেনারেশন৭১ বলেছেন:
এখন এই ধরণাকে ফিল্টার করতে হবে; আমেরিকান এম্বসেসী এই প্রতারক জল্লাদদের ভাড়া করেছিলো হাসিনার সরকারকে উৎখাত করতে; উনার সরকার নেই ভালো হয়েছে, কিন্তু দেশ এখন এসব জল্লাদদের কবলে।
১৮| ১১ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
হজ্ব, ওমরা ইত্যাদি রকম ভ্রমণের নামে বাংলাদেশ থেকে প্রতি বচর হাজার কোটি ডলার সৌদি আরবে পাচার হয়ে যাচ্ছে।
এই টাকার পুরোটাই ব্যয় হয়ে ৭২টি হুর পাবারে লক্ষ্যে।
১১ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:০৪
জেনারেশন৭১ বলেছেন:
হুর তো দুরের কথা, ওমরাহ করছেন এমন সব মানুষ, যাদের একাংশ অগাক্রান্ত, বড় অংশ কমবুদ্ধিমান; আরেক অংশ চোরডাকাত-ক্রিমিনাল ও প্রতারক।
১৯| ১১ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:১২
বিষাদ সময় বলেছেন: শুধু শুধু আপনার ওমরাহ করতে যাওয়া উচিত না। কারণ আগে ঈমান পরে আমল....
২০| ১১ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫৮
জনারণ্যে একজন বলেছেন: @ বাছা শাইয়্যান, কে কোথায় কিভাবে তার টাকা-পয়সা ব্যয় করবে সেটা, আপনি ঠিক করে দেয়ার কে হে?আপনি যেমন আপনার উপার্জিত অর্থ ব্যয় করেছেন 'ই*য়ে' গমন করে, সেখানে কেউ কিছু বলেছিলো?
বেশ ধূর্ত মানুষ আপনি, এখানে অন্য ইউজারকে টেনে এনে মিরোরকে কি করতে হবে না করতে হবে তা নিয়ে বলারই বা আপনি কে?
আপনি বেশ মনোযোগ সহকারে 'ই*য়ে' গমন এবং এখানে আপনার শিশুতোষ প্রজেক্টস গুলি নিয়ে চাপাবাজি অব্যাহত রেখে আমাদের বিনোদিত করবেন, আশা রইলো।
বিঃ দ্রঃ ঠিকঠাক মতো ওষুধ সেবন করছেন তো?
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১২
মিরোরডডল বলেছেন:
শাইয়্যান লিখেছে :
ওরা আর বর্বর নয়! বরং, অনেকাংশে এগিয়ে।
একটা দেশের ইন্ফ্রাস্ট্রাকচারে এগিয়ে যাওয়া মানে তারা বর্বর না, এটা কোন লজিক হলো???
তাদের প্রচুর অর্থ, যেটার ব্যবহারে তারা পৃথিবীর অন্য উন্নত দেশের মতো অনেক কিছুই করছে বা সামনে আরও করবে, তারমানে এই না যে তারা সকল ক্ষেত্রে সভ্য।
বর্বরতা আচরণের সাথে সম্পৃক্ত। মাইগ্রেন্ট ওয়ার্কারদের এবিউজ করা, ঘরে ঘরে ডোমেস্টিক ভায়োলেন্স এগুলো হচ্ছে বর্বরতা।
এরকম আরো অনেক অমানবিকতা তাদের মাঝে আছে, যেটা শাইয়্যানের বোঝার পরিধির বাইরে।