নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
মক্কা আর মদীনায় ১০ দিন কাটিয়ে হাইল শহরে যাচ্ছি। আমার ছোট ভাই এই শহরের একটি হাস্পাতালের ডাক্তার। এখানে কয়েক দিন কাটিয়ে দেশে ফিরবো, সে রকমই ইচ্ছা। আমার পিতা-মাতার পাঁচ সন্তানের মাঝে তৃতীয় এই ভাইটি আমাদেরকে মদীনা থেকে নিতে এসেছে।
গাড়ির সামনের সিটে বসে গত কয়েক দিনের সৌদি সফরের কথা ভাবছি। দেশে থাকতে শুনেছিলাম, এবং ব্লগে অনেকের লেখা পড়ে ভাবতাম, সৌদি আরব পিছিয়ে পড়া একটি দেশ। বর্বর একটি জাতি। এখানে আসার পরে আমার ভুল ভেঙ্গে গিয়েছে।
পাথুরে পাহার কেটে মরুর বুকে রাস্তা করা সত্যিই কঠিন একটি ব্যাপার। মদীনা থেকে হাইল আসার পথে পাশ কাটালাম রিনিউয়েবল এনার্জির একটি শহর। মদীনার অত্যাধুনিক রেইলওয়ে স্টেশন। ঘন্টায় ৩৫০ কিলোমিটার বেগে চলা হাই-স্পিড টেন। ৮ লেনের রাস্তা। সস্তায় মান সম্পন্ন পণ্যের সমারোহে ভরপুর অত্যাধুনিক শপিং মল। মাল্টি-কালচার। এ যেন ইউরোপের ছোঁয়া!
আমি যুক্তরাজ্যে ৪ বছর ছিলাম। তার উপর আমেরিকান মুভির একজন ডাইনামাইট ফ্যান! তাই, তুলনা করতে পারছি। ইউরোপ - আমেরিকা থেকে কোনক্রমেই কম নয় আমাদের মহানবী (সা)-এর সৌদি আরব!
চাঁদগাজী / সোনাগজী / জেনারেশন৭১ ভাই, আপনার ধারণা ভুল। ওরা আর বর্বর নয়! বরং, অনেকাংশে এগিয়ে। একবার এসে ঘুরে যান, প্লিজ।
১১ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৫৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সৌদি আরব তার অতীতকে ভুলে যায় নাই। তাই, উটও আছে এখনো।
কিন্তু, অত্যাধুনিক একটি জীবনমান ইচ্ছা করলেই পাওয়া যাবে এখানে।
শুভেচ্ছা নিরন্তর।
২| ১১ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:০৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: রিয়াদে একটি সিটি রয়েছে আব্দুল্লাহ সিটি যেখানে নান্দনিক সব হাইরাইজ বিল্ডিং রয়েছে। আর সাউদীদের জীবন ব্যবস্থা কতো উন্নত এখানে দুই একদিনের জন্য এসে হয়তো কেউ ততো বেশি আঁচ করতে পারবে না। কোন দিক থেকে পিছিয়ে নেই এই মরুর দেশটি।
১১ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:১১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি এখানে একটি ব্যবসা প্রতিষ্ঠা করার প্ল্যান করেছি।
শুভেচ্ছা।
৩| ১১ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:০৮
সৈয়দ কুতুব বলেছেন: সৌদি আরব পশ্চিমা সকল সংস্কৃতি আমদানি করছে। সালমান ব্যবসা বুঝে ভালো।
১১ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:১৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এটা মন্দ নয়। বাংলাদেশে পশিচমা সংস্কৃতি থাকতে পারলে, সৌদিতে থাকতে অসুবিধা কোথায়!!! আর, পশ্চিমা সংস্কৃতির সব কিছুই খারাপ নয়।
ধন্যবাদ।
৪| ১১ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:১৩
ঋণাত্মক শূণ্য বলেছেন: সময় করতে পারলে রিয়াদে ঘুরে যান। মনে হয় ৫০০-৬০০ কিলো দূরে হাইল থেকে। আমি গতকালই হাইল থেকে ফিরলাম।
রিয়াদ আসলে মাথা ঘুরে যাবে।
আর রিয়াদে ব্যবসার প্লান করলে আওয়াজ দিয়েন। ব্যবসা করতে চাই
১১ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:২২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আইটি খাতে ব্যবসার অনেক আইডিয়া এসেছে।
আমি রিয়াদ ঘুরে যাবো।
শুভেচ্ছা নিরন্তর।
৫| ১১ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:১৬
শফিউল রনি বলেছেন: সৌদি সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য ধনী দেশগুলো মূলত তেলের টাকায় বিলাসের ব্যবস্থা করেছে, আইনশৃঙ্খলা ভালো, ব্যবসা বা চাকরির জন্যও যার যার যোগ্যতা অনুসারে ভালো, কিন্তু দেশ হিসাবে নিজের জনগনের মাধ্যমে কোন উন্নয়ন করার মত যোগ্যতা বা দক্ষতা এত বছরেও অর্জন করতে পারে নাই । তারা তেলের টাকা ঢালে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান তাদের কাজ করে দেয় ।
১১ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
তাঁদের দেশের পপ্রাকৃতিক সম্পদ সঠিক ভাবে ব্যবহার করে তারা নিজেদের উন্নত করেছে। এতে অবাক হবার কি আছে!
বরং, আমাদের উচিৎ তাঁদের থেকে শিক্ষা নেওয়া।
শুনুন, আইডিয়া দিয়ে পৃথিবী চলছে। টাকা কোন ব্যাপার নয়। সৌদিদের মাথায় আইডিয়া ও মনে ভালো কিছু করার ইচ্ছা ছিলো। তাঁরা চেয়েছে নিজেদের দেশ উন্নত করবে। তাঁরা চেষ্টা করেছেন, এবং পেরেছেন।
এবারে আপনি আপনার দেশকে উন্নত করুন।
ধন্যবাদ।
৬| ১১ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১২
মাহদী হাসান শিহাব বলেছেন: জেনে ভালো লাগলো। ভ্রমণের অভিজ্ঞতা আরো শুনতে চাই।
১১ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মক্কায় উমরাহের সময়ে অনেক মজার মজার কান্ড করেছি। সেসব একে একে প্রকাশ করবো।
শুভেচ্ছা নিরন্তর।
৭| ১১ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৭
রাজীব নুর বলেছেন: সুন্দর একটি লেখা লিখেছেন।
আপনি যেদিন সৌদি গেলেন, সেদিনই আমি জানতাম সৌদি নিয়ে সুন্দর কিছু লেখা পাবো আপনার কাছ থেকে।
গত পাচ বছরে সৌদি বদলে যেতে শুরু করেছে। সেই বদলে যাওয়া আজও থামে নাও। এটা সম্ভব হয়েছে দুবাই এর জন্য। সৌদি দেখলো, দুবাই আজ এত উন্নত। তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো।
ভালো থাকুন। সুস্থ থাকুন। সুন্দর ভাবে দেশে ফিরে আসুন।
১১ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ।
সৌদি সম্পর্কে আমার ধারণা আমূল বদলে গিয়েছে। অসম্ভব সুন্দর একটি দেশ। ইউরোপের চেয়েও সুন্দ্র লাগছে এই দেশটা।
দেশ থেকে কি কি জিনিস ইম্পোর্ট আর সৌদি থেকে কি কি জিনিস দেশে এক্সপোর্ট করা যায় তা নিয়ে রিসার্চ করছি।
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৫
বাকপ্রবাস বলেছেন: গাজী সাহেব সওদী প্রবাসীদের উট এর চাইতে বেশী কিছু ভাবতে পারেনা।