নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে এখন গড়ে ৩০ জন ব্লগার উপস্হিত থাকেন, লেখেন, পড়েন, মন্তব্য করেন; এদের এসব ভাবনাচিন্তা থেকে দেশের অবস্হা কি সঠিকভাবে বুঝা যাচ্ছে?
জুলাই আন্দোলনের শুরু থেকে ব্লগারেরা মোটামুটি বড় দাগে বিভক্ত হয়েছেন দেশের অবস্হা নিয়ে; ৬ মাস পরে, বড় ধরণের বিভক্তি রয়ে গেছে জাতির বর্তমান পরিস্হিতি ও ভবিষ্যত নিয়ে।
আমাদের ব্লগারদের মাঝে বয়স্ক মাত্র ৪/৫ জন আছেন, যারা জাতিকে পাকিস্তান আমল থেকে দেখে আসছেন, আইয়ুব খান বিরোধী সংগ্রাম দেখেছেন, সংগ্রামে অংশ নিয়েছেন। এঁরা স্বাধীনতা সংগ্রাম দেখেছেন, ২/৩ জন অংশ নিয়েছেন; বিশাল আশা নিয়ে জাতির নবযাত্রার শুরু দেখেছেন। তারপর, শেখের হত্যা দেখেছেন; আই্য়ুবের থেকে কম দক্ষ ও ভয়ংকর খলনায়ক জিয়ার ক্ষমতা দখল দেখেছেন; সিআইএর গাধাপুত্র। চোর এরশাদের দেশ চালনা দেখেছেন, বেগম জিয়ার মোহময়ী রূপ দেখেছেন; শেখ হাসিনার দুর্গামুর্তি দেখেছেন, উনার পরাজয় দেখেছেন।
কিছু মধ্য বয়সী ব্লগার আছেন, যাঁদের দেশের স্বাধীনতা ও জাতি গঠন নিয়ে সঠিক ধারণা নেই; এরা জাতির সঠিক ইতিহাস জানেন না;াএঁদের বড় অংশ নিজকে নিয়ে ব্যস্ত থাকেন; ব্লগার হিসেবে এদের লেখার লেজমাথা কিছুই নেই, কিসর অপ্রয়োজনীয়ে বিষয় নিয়ে লিখতে থাকেন।
এখন ব্লগে বেশী এ্যাকটিভ আছেন "প্রশ্নফাঁস জেনারেশন" ( এই নাম দেয়াতে আমাকে কটু কথা শুনতে হচ্ছে! ); কিন্তু ইহা সঠিক যে, এরা ন্যুনতম পড়ালেখাও করেননি; এরা বিশ্ব, দেশ, জাতি, সমাজ নিয়ে ১০০ ভাগ অজ্ঞ। আমি এদের ২ জনের নামও উচ্চারণ করেছি সময়ে সময়ে (যদিও ইহার অন্যায় )।
এই হচ্ছে আমাদের ৩০ জন ব্লগারের ব্যাকগ্রাউন্ড; আমরা সবাই দেশের বর্তমান পরিস্হিতিকে ব্যাখ্যা করছি, নিজের মতামত দিচ্ছি ও ভবিষ্যত নিয়ে প্রেডিকশানও করছি। আমরাই লেখক, আমরাই পা্ঠক, আমরা জাতির অবস্হা কি সঠিকভাবে অনুধাবন করছি?
১৩ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৮:১৪
জেনারেশন৭১ বলেছেন:
জাতির নতুন জেনারেশন জাতির ইতিহাস, সংস্কৃতি ও জাতির সংগ্রামের সাথে ঘনিষ্টভাবে পরিচিত নয়; এরা অনেকটা বহিরাগতের মতো; বিশ্বের তুলনায় জাতির অবস্হান নিয়ে চিন্তিতও নন।
২| ১৩ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:০৯
সৈয়দ কুতুব বলেছেন: কামাল ১৮@কয়েকদিন ধরে আমার পিছনে পড়ে আছেন। ভালো!
১৩ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:১৭
জেনারেশন৭১ বলেছেন:
এটা ঠিক যে, আমাদের নতুন জেনারেশনের বড় অংশ জাতিকে সাহায্য করার চেয়ে বিপদে ফেলার সম্ভাবনা বেশী; কারণ, তারা বুঝতে পারছে না, জাতি কিসের মধ্য দিয়ে যাচ্ছে।
৩| ১৩ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৩
সৈয়দ কুতুব বলেছেন: আমাকে আর বলে কি করবেন? আমি আমার সাধ্যমত প্রতিবাদ করেছি। ইসলামিক স্কুল, ক্যাডেট মাদরাসার নামে নতুন শিক্ষা মাধ্যম চালু করেছে অনেকে। এসব স্কুলে যাদের বই পড়ানো হয় সে সব লেখক চরমপন্থী দলের সাথে জড়িত। আমার পরিচিত এক রাব কর্মকর্তাকে বলেছিলাম। তিনি আমার কথার দুই পয়সার মূল্য দেয় নাই।
আপনারা দেশে থাকেন না। চরমপন্থীর উত্থান হলে ক্ষতি ফেইস করবো আমরা। আপনারা কেবল দূরে থেকে কষ্ট পাবেন। শেখ হাসিনার কোন করা দরকার ছিলো না। যে টাকা লোন এনেছে বিদেশ থেকে সব যদি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থানের পিছনে তরুণদের জন্য ব্যয় করতো তবে এই তরুণরাই সৃষ্টিশীল উদ্ভাবন করে দেশের সকল সমস্যা সমাধান করতো।
১৩ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২৭
জেনারেশন৭১ বলেছেন:
আমি আপনার লেখা পড়ছি; কারণ, আপনি চলমান ঘটনাকে তুলে ধরছেন; আপনাকে দোষারোপ করছি না।
অনেক ব্লগারের লেখা পড়তে হচ্ছে না।
দেশ যেখানে গেছে সেটার জন্য দায়ী শেখ হাসিনা, শেখ সাহেব ও তাজউদ্দিন সাহেব; কারণ ছিলো স্বাধীনতাকামীদের পক্ষের মানুষ।
৪| ১৩ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৪
সৈয়দ কুতুব বলেছেন: *এসব বড়ো স্থাপনার উন্নয়ন কোন দরকার ছিলো না।
১৩ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩০
জেনারেশন৭১ বলেছেন:
শেখ মেয়েদের হাসিনা শিক্ষার জন্য সামান্য কিছু করেছিলেন; কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি করতে দিয়ে সব ধ্বংস করেছেন। দরকার ছিলো গরীব পরিবারের বাচ্চাদের সব খেরচ ব হন করে ফ্রি এডুকেশন, কানাডা জার্মানীর মতো।
৫| ১৩ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: আমাদের দেশে কিছু পরিবার আছেন যেখানে বাবা মা সন্তানের পড়াশোনা থেকে নিজেদের জায়গা জমি, বাড়ি ঘর করার প্রতি বেশি মনোযোগী। দিন শেষে তাদের সন্তানেরা মানুষ হয় না। তাদের রেখে যাওয়া জায়গা সম্পত্তি কোন কাজে লাগে না।
১৩ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৩
জেনারেশন৭১ বলেছেন:
গরীব ও অশিক্ষিত পরিবার জানতো না কোন সঠিক; এসব করার দরকার ছিলো শেখদের।
৬| ১৩ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৩
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: শেখ হাসিনার দুর্গামুর্তি দেখেছেন,
- দূর্গা ছিলেন দেবী , আর শেখ হাসিনা ? দূর্গা দুষ্টের দমন করেছেন ,হাসিনা লালন করেছেন।
১৩ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৫
জেনারেশন৭১ বলেছেন:
শুরুতে উনি মিলিটারী ও তাদের সৃষ্ট দল ২টি ও জামাতের বিপক্ষে লড়েছেন। পরে তিনি দুষ্ট পালন করে, স্বাধীনতা-বিরোধীদের কাছে পরাজিত হয়ে জাতিকে ডুবায়েছেন।
৭| ১৩ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৪
শূন্য সারমর্ম বলেছেন:
জাতি বলে কিছু নেই, এ দেশে।
১৩ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৬
জেনারেশন৭১ বলেছেন:
সেটাই ঘটেছে।
আপনি আমার সাজেশানটা নিচ্ছেন না কেন?
৮| ১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৪৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ১৯৬৫ সনের যুদ্ধ দেখেছি,
অনেক কল্পকথা শুনেছি
তারপর অনেক আন্দোলন দেখলাম,
আবার যুদ্ধ দেখলাম,
এখন আবার তথা কথিত বিপ্লব দেখলাম,
বর্তমানে কিংকর্তব্যবিমূঢ় হয়ে
বাকরুদ্ধ ষ্ট্যাচু হলাম ।
..........................................................................................
১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:০১
জেনারেশন৭১ বলেছেন:
জামাত-শিবির হচ্ছে হায়েনার মতো, এরা জাতিকে অজাতিতে পরিণত করছে।
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৭:৩৭
কামাল১৮ বলেছেন: আসলে জানার ইচ্ছা থাকলে যে কোন বয়সেই জানতে পারে।এই জন্য সেই সময়ে বর্তমান থাকতে হবে না।জানার যে আগ্রহ সেটাই অনেকের মধ্যে নাই।এরা একটা বই থেকেই সব কিছু জানতে চায়।এবং এটাই তারা বিশ্বাস করে।
আন্দোলনতো অনেকেই দেখেছে।আমাদের কুতুব সাহেব অংশগ্রহনও করেছেন।কিন্তু যতটুকুই জানেন ভুল জানেন।