নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন৭১

জেনারেশন৭১ › বিস্তারিত পোস্টঃ

১ জন ইহুদীর জীবনের মুল্য ৩০ জন মুসলমানের সমান?

১৯ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৪



আপনার কি মনে হয়, আপনি ১ জন মুসলামান হিসেবে বিশ্বের কাছে যেভাবে গ্রহনযোগ্য, আপনার সমকক্ষ ১ জন ইহুদী কি বেশী গ্রহযোগ্য, নাকি আপনার থেকে কম গ্রহনযোগ্য?

গত ১৫ মাস যাবত চলমান গাজা-ইসরায়েল যুদ্ধের ২য় "যুদ্ধ বিরতী" শুরু হয়েছে আজকে যেরুসালেম সময় সকাল ১১:১৫ মিনিটে। আজ বিকেলে হামাস ৩ জন ইহুদী নারী বন্দীকে মুক্তি দিবে, বিনময়ে তারা ইসরায়েল জেল থেকে ৯০ জন ফিলিস্তিনীর মুক্তি চেয়েছে! উভয় পক্ষ এখন অপেক্ষা করছে বন্দী বিনিময়ের জন্য।

মনে হয়, ৩০ জন মুসলামনের জীবনের সমান ১ জন ইহুদীর জীবন। এখন বুঝুার চেষ্টা করেন, মুসলমানদের জীবনের মান এ্ত কম কেন?

২০১৪ সালে হামাস ৩ জন ইহুদী বাচ্চাকে অপহরণ করে হত্যা করেছিলো; ইহা নিয়ে ইসরায়েল গাজা আক্রমণ করেছিলো ও ৩০০০ ফিলিস্তিনীকে হত্যা করেছিলো; এবং ২০ হাজারের কাকাকাছি ডিলিস্তিনীকে আহত করেছিলো, যার থেকে ১২০০ ফিলিস্তিনী পংগুত্ব বরণ করেছিলো; প্রায় ৫০ বিলিয়ন ডলারের সম্পদ বিনষ্ট হয় গাজায়।

এবারের যুদ্ধ শুরু হয় ২০২৩ সালের ৭ই অক্টোবর সকালে; সেইদিন সকালে, হামাস গাজার সীমান্তে অবস্হিত কয়েকটি ইসরায়েলী গ্রাম আক্রমণ করে ১২০০ ইহুদীকে হত্যা করে; মনে হয়, আসল সংখ্যা এর থেকে অনেক কম হবে। একই সময়, তারা ২৩৯ জন মানুষকে বন্দী করে গাজায় নিয়ে আসে। পরদিনই ইসরায়েলী বাহিনী গাজা ঘিরে ফেলে ও বন্দীদের ফেরত চায়; ১ সপ্তাহ পর থেকে ইসরায়েল গাজা আক্রমণ শুরু করে বোমা বর্ষনের মাধ্যমে; ১৫ মাসের এই যুদ্ধে গাজা নামক শহরটি আর নেই বললেই চলে; ৫০ হাজার ফিলিস্তিনী প্রাণ হারায়েছে, ১ লাখ ১২ হাজার ফিলিস্তিনী গুরুতরভাবে আহত হয়েছে।

অংক করে দেখেন মুসলিম হিসেবে বিশ্বের কাছে আপনার মুল্য কত, এবং আপনার সমকক্ষ ১ জন ইহুদীর মুল্য কত?


মন্তব্য ১৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬

সৈয়দ কুতুব বলেছেন: একটু প্রুফ রিডিং করবেন কি? কিছু শব্দ ভুলভাবে উপস্থাপিত হয়েছে । শারীরিক অসুবিধা থাকলে দরকার নাই।



মুসলমানরা যুদ্ধ বিরতি কে তাদের বিরাট বিজয় হিসাবে দেখছে। আমেরিকার দাবানল কে স্রষ্টার শাস্তি হিসাবে দেখছে তারা।




১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:০৫

জেনারেশন৭১ বলেছেন:




ধন্যবাদ, দেখবো।

ইসলামী সংস্কৃতির ( শিক্ষা ও রিসার্চ ) প্রণকেন্দ্র হচ্ছে মাদ্রাসা; উহা আসলে মানুষ থেকে পিগমী তৈরির কারখানা। ফলে, প্রাক্বতিক দুর্যোগের মাঝে ধর্মকে টানে আনছে! গাজায় ৫০ হাজারের মাঝে ৩৫ হাজার নারী নারী শিশুর মৃত্যু হয়েছে, ঐসব ইডিয়ট ইহাকে কিভাবে ব্যাখ্যা করছে?

১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:১৬

জেনারেশন৭১ বলেছেন:




বর্তানে মুসলমানদের বিজয়গুলো এই রকমই হয়ে আসছে; সামনে আরো বড় বিজয় অপেক্ষা করছে বাংলাদেশ, পাকিস্তান, সিরিয়া, ইয়েমেন, মিশর ও সুদানের জন্য।

২| ১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:৪২

সৈয়দ কুতুব বলেছেন: ইসলামের মুতাজিলা সম্প্রদায়কে জাগ্রত করতে হবে। দেখি কি করা যায়। B-)

১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:৪৭

জেনারেশন৭১ বলেছেন:



ইসলামিক বিশ্বাস মানুষকে আধুনিক জ্ঞান ও ধারণা থেকে দুরে রাখে; ফলে, মুসলানরা নিজেদের দেশকে গার্বেজে পরিণত করে চলছে; আমাদের দেশকে ইয়েমেন কিংবা লেবাননে পরিণত করেবে জামাত-শিবির, হিজু ও হেফাজতেরা।

৩| ১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:১২

সৈয়দ কুতুব বলেছেন: আজ পাকিস্তানের রাজাকার খ্যাত শেখ মুজিবুর রহমানের দেয়ালে আকা পোস্টারে জুতা নিক্ষেপ করেছে ঢাবির শিক্ষার্থীরা। তা দেখে মুজিব সৈনিকেরা নখ দন্তহীন বাঘের মতো গর্জন করা বাদে আর কিছুই করতে পারছে না। আপনার নেত্রী শেখ হাসিনা সাধারণ শিক্ষার্থীদের প্রশ্নফাঁস জেনারেশন বানাতে গিয়ে নিজের কর্মীদের প্রশ্নফাঁস জেনারেশন তৈরি করেছে। ;) :P

গতকাল ঢাবির ছাত্রইউনিয়ন নেতা মেঘ মল্লার বসু বায়বীয় শক্তির বিরুদ্ধে 'লাল সন্ত্রাস' চালু করার কথা বলেছিল। তার প্রতিবাদে লাল সন্ত্রাসের নেতা সিরাজ শিকদারের ছবিতে নিক্ষেপ জুতা নিক্ষেপ হয়েছিল।

দেশে সিনেমা হলের দরকার নেই। বিনোদন এখন ঢাবিতে। আমরা যারা নিরপেক্ষ তারাই উহার দর্শক। :-P

১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:১৬

জেনারেশন৭১ বলেছেন:



ঢাবি ও সব ইউনিভার্সিটি, মেডিক্যাল কলেজগুলো, বুয়েট এগুলো এখ শিবিরের কেন্দ্রীয় কার্যালয়এগুলো ইডিয়ট শেখ হাসিনার গবেট মগজের ফসল।

৪| ২০ শে জানুয়ারি, ২০২৫ রাত ২:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


যুদ্ধ মনে হয় থেমেই গেল।

২০ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৫:০৭

জেনারেশন৭১ বলেছেন:



আজকে ৩ জন ইহুদী নারী বন্দি বিনিময়ের সময়, কয়েক'শত হামাস শো-ডাউন করেছে; ফলে, গাজা আবার আক্রান্ত হওয়ার বড় সম্ভাবানা আছে।

৫| ২০ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৪:৪৩

ক্লোন রাফা বলেছেন: একজন সমান ত্রিশ জন নয়‼️ মুক্তি হোচ্ছে বন্দির রেশিও অনুযায়ী। ইজরায়েলি জেলে ৫০ গুন বেশি বন্দি আছে ফিলিস্তিনের।
আমি বর্তমান সময় আর শান্তির কোনো সম্ভাবনা দেখছিনা। মনে হয় আরো অবনতি হবে শাসন ব্যবস্থা প্রতিটি দেশের।
ধন্যবাদ, চাদগাজী।

২০ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৫:১১

জেনারেশন৭১ বলেছেন:



আপনি যেভাবে ভাবছেন, সেভাবেও ভাবা সম্ভব।

গাজার লোকজন যদি হামাসের প্রতি অনাগ্রহ দেখাতো, ট্রাম্প কিছু একটা পদক্ষেপ নিতো, মনে হয়।

৬| ২০ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৬:০৭

কামাল১৮ বলেছেন: ইহুদিদের অবদান বিশ্ববাসির জন্য মুসলমানদের থেকে হাজার গুন বেশি।মুসলমানদের একটাই অবদান মরার পর ৭২হুর,যেটার কোনই নিশ্চয়তা নাই।ডাহা মিথ্যা কথা।

২০ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৬:১৭

জেনারেশন৭১ বলেছেন:



মাদ্রাসায় যে শিক্ষা ও সংস্কৃতি শিক্ষা দেয়া হয়, উহা মানুষকে বানরে পরিনত করে। এখন ঢাকা ইউনিভার্সিটিকে মাদ্রাসার পরিণত করেছে শিবির ও হেফাজত মিলা।

৭| ২০ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:২৫

রাজীব নুর বলেছেন: ধর্ম মানুষকে তিলে তিলে শেষ করে দেয়।

৮| ২০ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৯

নতুন বলেছেন: দেশের মানুষ একটু বয়স হলেই কেন জানি ধর্মভীরু হয়ে যায়, যেহেতু কেউই নিজে থেকে ধর্মীয় জ্ঞান নেয় না বরং ওয়াজ শুনেই ধর্ম পালন করে তাই আজহারীর ওয়াজে ১০ লক্ষ মানুষ যায়।

ব্লগেও আরবি লেখা কাগজ মাটিতে পরে আছে বলে পোস্ট আসে, কিন্তু ব্লগার সম্ভবত জানেনা আরব দেশে কন্ডমের প্যাকেটেও নির্দেশনা আরবিতে লেখা থাকে। যেখানে ব্লগারের ধর্মীয় ভাবনা যৌক্তিক চিন্তাকে ঢেকে দিয়েছে তাহলে দেশের সাধারন মানুষের কি অবস্থা অনুমান করতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.