নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসার যৌথখামার

অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই

প্রজন্ম৮৬

প্রয়োজনে মেইল করুন [email protected] । অথবা ফেসবুকে আসুন https://www.facebook.com/projonmo.chiyashi আমি একজন দর্শক মাত্র।কিছু দেখলে বাকি সবাই কে দেখাতে ইচ্ছে জাগে তাই ব্লগ লেখার ইচ্ছা

প্রজন্ম৮৬ › বিস্তারিত পোস্টঃ

এক্সক্লুসিভ পোস্ট: চোর ধরার নতুন উপায় "বোতল পড়া"

২৫ শে এপ্রিল, ২০১১ রাত ৩:০০

আমার বাসায় একবার এক বন্ধুর বন্ধু এসেছিল।ঢাকার বাইরে থাকে আমাদের এলাকায় বোনের বাসায় এসেছে সেখান থেকেই আমার বন্ধুর পরিচয়ের সুত্রে আমার বাসায় এসেছে।

সকালে এসে দুপুর পর্যন্ত ছিল এবং খাওয়ার পর চলে গেল।কিন্তু বন্ধুরা চলে যাবার পর পরই বাসা থেকে চার্জে থাকা ২টা মোবাইল গায়েব।২টা সেটই যথেষ্ট দামী।



বাসায় আমার মা-বাবা,আমি,এক কাজিন,বাসায় কাজে মাকে সাহায্যের জন্য আমাদেরই গ্রামের এক ফুপু আর ছিল বন্ধু ও তার বন্ধু।



সন্দেহ যতই করি না কেন এমন পরিস্থিতিতে একজন মেহমানকে সরাসরি চার্জ করা সম্ভব হয় না।বন্ধুর এবং আমার পরিবারের সন্মানও জড়িত।কিন্তু ফোনসেটগুলো তো আর এভাবে চলে যেতে দেয়াও যায় না।



তখন আরেক মহাজ্ঞানী বন্ধু যার স্বনির্বাচিত নাম শ্রীযুক্ত মোশে কুরবান বড়ুয়া ( পিটার ) সাহায্য করার জন্য এগিয়ে এল।



আমাদের এক হুজুরের কথা বললো, যে কিনা "বোতল পড়া" দিয়ে চোর বের করে ফেলবে। শতভাগ গ্যারান্টি। জীবনে চাল পড়া,তেল পড়া বহুত শুনেছি কিন্তু বোতল পড়া! যাক ওস্তাদ (শ্রীযুক্ত মোশে কুরবান বড়ুয়া (পিটার) যখন বলছে তখন ভরসা করতেই হয়।



বিকেলে ঘটনার সময় উপস্থিত সবাইকে বাসায় উপস্থিত করিয়ে বন্ধু ও বন্ধুর অনুমুতি নিয়ে আব্বুর কাছ থেকে ২০০০ টাকা হাদিয়ে নিয়ে আমি আর ওস্তাদ "পড়া বোতল" আনতে চলে গেলাম।



বাসা থেকে বের হয়েই ওস্তাদ বললো যে,বোতল মোতল পড়ার ঘটনা ভুয়া, আমরা একটা খালি কোকাকোলার কাচের বোতলে ভ্যাজলিন লাগিয়ে রুমের লাইট বন্ধ করে টেবিলে মোমবাতি জ্বলায়ে একটু দুরে রেখে দিব যাতে বোতলে যে ভ্যাজলিন লাগানো আছে সেটা বোঝা না যায়। সবাইকে বলবো যে ঐ বোতল ধরে উচ্চারন করে বলতে যে আমি চুরি করি নাই।আর বলবো যে,মিথ্যা কথা বললে হাতে মধ্যেই বোতল ফেটে যাবে।

সুতরাং যে চোর ও বিশ্বাস না করলেও ঐ রুমে একা একা বোতল ধরবে না।কারন এসব ব্যাপার সবাই একটু প্রেশার খায়ই।আর যার হাত শুকনো থাকবে সেই চোর।যে চুরি করে নাই বোতল ধরতে তার কোন আপত্তি হবে না আর ওদের হাতে ভ্যাজলিন থাকবে সুতরাং শুকনো হাতই চোর!
আর এই পদ্ধতি আগেও ফল দিয়েছে।



আমি তো শ্রীযুক্ত মোশে কুরবান বড়ুয়া (পিটারের) বুদ্ধিতে খুশী হয়ে গেলাম।



বাসায় এসে খুব সিরিয়াস ভাবে সবাইরে বললাম যে হুজুর খুবই গরম লোক।আমি ওনার দর্শনে মুগ্ধ ইত্যাদি।আমি আর ওস্তাদ ছাড়া সবাই বিশ্বাস করলো আমাদের কথা।



সবাইকে ওযু করালাম যেন মানসিক প্রেশারটা বেশী গাঢ় হয়।একে একে বাসার সবাই রুমে ঢুকে বোতল দুই হাতে ধরে বলে আসলো যে আমি মোবাইল চুরি করি নাই, আব্বু-আম্মুকেও পাঠালাম।সবাই বের হবার পরে আমরা তাকে আরেকটা রুমে নিয়ে হাত চেক করলাম।দরজার বাইরেই দাড়িয়ে ছিলাম আমি যেন কেউ উচ্চস্বরে বলে না উঠে যে "বোতলের গায়ে কি? " তাহলেতো কট!! সবারই হাতে ভ্যাজলিন পেলাম শুধুমাত্র বন্ধুর বন্ধু যে চুরিটা করছিল একমাত্র ওর হাতেই কোন ভ্যাজলিন নাই।



আমরা পরে তারে বারান্দায় নিয়ে গিয়ে বললাম ঘটনা কি,সাথে বললাম যে আপনি ধরা পড়ছেন।সুন্দর মত মোবাইল দিয়ে দেন নইলে মাইর তো খাইবেন পরে সুদ সহ মাইরের দাম দিবেন।পরে আমরা গিয়ে তার বোনের বাসা থেকে মোবাইল দুটো নিয়ে আসি।

;)



মোবাইল তো পাইলামই সাথে হাদিয়ার ২ হাজার টাকা দিয়ে স্বাদে গিয়ে নান-কাবাব সাটাইলাম B-) আর আরেকবারের মত মনে মনে বললাম "পীর ফকির তো কারো গায়ে লেখা থাকে না "!











আপনাদের কারো যদি এমন চুরির ঘটনা ঘটে তাহলে মনোযোগ দিয়ে "বোতল পড়া" দিয়ে দেখেন । আমি ১০০০% নিশ্চিত সঠিক চোরের উপস্থিতিতে এটা করতে পারলে কাজ হবেই হবে।

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১১ রাত ৩:০৮

মানবী বলেছেন: পীর বাবা প্রজন্ম৮৬ :-)


হাদিয়ার টাকা সদ্ব্যবহারের খবর জেনে মজা পেলাম!

এখন থেকে প্রজন্ম৮৬ কে ব্লগের অফিসিয়াল বোতল পড়া পীর নিযুক্ত করার দাবী জানাই!!!!


মজার ঘটনা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।।

২৫ শে এপ্রিল, ২০১১ রাত ৩:২০

প্রজন্ম৮৬ বলেছেন: =p~ পীর ফকির তো আর কারো প্রোফাইলে লেখা থাকে না =p~
তবে সব ক্রেডিটই কিন্তু শ্রীযুক্ত মোশে কুরবান বড়ুয়া ( পিটার ) এর!
ধন্যবাদ পড়ার জন্য।
আর চুরি হলে কিন্তু এটা এপ্লাই করবেন।সবচেয়ে ভাল কারো সাথে সিক্রেটটা শেয়ার করবেন না।

২| ২৫ শে এপ্রিল, ২০১১ রাত ৩:১৫

বোরহান উদদীন বলেছেন: চাল টা খারাফ না ফল ভালই পাওয়া যাবে। তবে একবারের বেশী তো এই নিয়মে চোর ধরা যাবেনা।

২৫ শে এপ্রিল, ২০১১ রাত ৩:১৮

প্রজন্ম৮৬ বলেছেন: প্রথম বার একদম শতভাগ সাফল্য! পরের বার নির্ভর করে আপনে কতটুকু দক্ষতার সাথে করতে পারলেন।

৩| ২৫ শে এপ্রিল, ২০১১ রাত ৩:৩৬

অনিরূদ্ধ বলেছেন:
:) পদ্ধতি প্রয়োগ করার জন্য পরবর্তী চুরির ঘটনার অপেক্ষায় থাকলাম :P

২৫ শে এপ্রিল, ২০১১ রাত ৩:৪১

প্রজন্ম৮৬ বলেছেন: :) নিজের কিছু চুরির অপেক্ষা না করে অন্যদের ঘটনায় এপ্ল্যাই করেন।আর ফলাফল জানাতে ভুলবেন না কিন্তু ;)

৪| ২৫ শে এপ্রিল, ২০১১ ভোর ৫:০২

রিয়েল ডেমোন বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৫ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৪

প্রজন্ম৮৬ বলেছেন: ;)

৫| ২৫ শে এপ্রিল, ২০১১ ভোর ৫:৪৬

গেম_প্লানার বলেছেন: ভ্যাসলিনের জায়গায় রং ইউজ করবো!!!!!!!!!!!!!!!

২৫ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৪

প্রজন্ম৮৬ বলেছেন: তাহলে ভেতরে কোলা রেখে নিয়েন।কেউ যেন না বুঝে যে রঙ আছে।

৬| ২৫ শে এপ্রিল, ২০১১ সকাল ৭:৩০

সবুজ পাতার ছেলে বলেছেন: =p~ =p~ =p~

২৫ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৬

প্রজন্ম৮৬ বলেছেন: ;)

৭| ২৫ শে এপ্রিল, ২০১১ সকাল ৭:৪৮

রেজোওয়ানা বলেছেন:
আরে কি বুদ্ধি :)

২৫ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৫

প্রজন্ম৮৬ বলেছেন: :) পীর ফকির তো কারো গায়ে লেখা থাকে না আপু।

৮| ২৫ শে এপ্রিল, ২০১১ সকাল ৮:৩৪

অক্টোপাস বলেছেন: ;) ;) ;)

২৫ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৭

প্রজন্ম৮৬ বলেছেন: ;)

৯| ২৫ শে এপ্রিল, ২০১১ সকাল ৮:৪৮

মানবী বলেছেন: বলতে ভুলে গিয়েছিলাম... দীর্ঘদিন আগে যখন বর্তমানের আধুনিক "লাই ডিটেক্টর" আবিস্কৃত হয়নি, তখনও গোয়েন্দারা তাদের মতো করে লাই ডিটেক্টর ব্যবহার করতেন।

কৌশল অনেকটা পোস্টের মতোই, শুধু তাঁরা একটি অন্ধকার ঘরে তাদের ঢুকিয়ে গাধার লেজ ধরে স্বীকারোক্তি দিতে বলতো.. বলা হতো, মিথ্যা বললে গাধা চিৎকার করে উঠবে... উল্লেখ্য গাধার লেজে কালো কালি মেখে রাখা হতো....

দীর্ঘদিন আগে এক আমেরকিানের কাছে এই মজার পদ্ধতিটি শুনেছি।
শ্রীযুক্ত মোশে কুরবান বড়ুয়া ( পিটার ) আর কয়েক দশক আগে জন্মালে হয়তো আমেরিকার ডাকসাঁইটে গোয়েন্দা হিসেবে খ্যাতি লাভ করতেন.. :)

ভালো থাকুন।

২৫ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৩

প্রজন্ম৮৬ বলেছেন: তাহলে তো ওস্তাদের বুদ্ধিটা মৌলিক না। :) তবে ওস্তাদ সঠিক সময়ে সঠিক বুদ্ধিটাই দিয়েছিল।
আগে কোথায় যেন পড়েছিলাম তবে ডিটেইলে জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

১০| ২৫ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:৩৫

আরিফ রুবেল বলেছেন: বিয়াপক মজার পোস্,ট জটিলৈছে =p~ =p~ =p~

২৫ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৭

প্রজন্ম৮৬ বলেছেন: :)

১১| ২৫ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:৩০

কাল্পনিক চরিত্র বলেছেন: অনেক ভাল বুদ্ধি পেলাম!!!

২৫ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:৩৬

প্রজন্ম৮৬ বলেছেন: পোস্টটা তাহলে সার্থক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.