![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রয়োজনে মেইল করুন [email protected] । অথবা ফেসবুকে আসুন https://www.facebook.com/projonmo.chiyashi আমি একজন দর্শক মাত্র।কিছু দেখলে বাকি সবাই কে দেখাতে ইচ্ছে জাগে তাই ব্লগ লেখার ইচ্ছা
চাকরি জীবন শুরু করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আপনার সি,ভি।
আমরা গ্র্যাজুয়েশনের পরই হঠাৎ করে নিজেকে খুঁজে পাই বাস্তবতার জগতে কিছুটা সন্দিহান হয়ে উঠি এবং তখনই প্রথম দরকার পড়ে একটা ভাল সিভি তৈরী করা। আমরা ছুটি বড় ভাই বা কোন এক্সপার্টের কাছে।পরিচিত মানুষদের কাছ থেকে সাহায্য নেয়া খারাপ কিছু না তবে অনেক সময় এসব বিষয়ে সময়মত সাহায্য পাওয়া যায় না যার জন্য কনফিডেন্স লেভেল লো হয়ে যায়। তার চেয়ে চলুন না নিজেরাই নিজেদের সয়ংসম্পূর্ণ করে ফেলি?
আমার প্রফেসর এবং একটা সেমিনারের প্রধান বক্তা সিভি তৈরীর জন্য ইউরোপাস নামের একটা ওয়েবসাইট রেফার করেছিল।
এটা যারা উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন,
Click This Link
এবং
এটা যারা কারিগরি ট্রেনিং বা কাজের অভিজ্ঞতা সম্পন্ন,
Click This Link
এই লিংক দেখে দেখে আপনি শুধু নিজের তথ্যগুলো বসিয়ে হুবুহু ফর্মেটে নিজের সিভি বানাতে পারেন।
আর যদি কারো বিশ্লেষন দরকার হয় তাহলে আমার করা নিচের বিশ্লেষনটা দেখে নিতে পারেন।
৫ টা অংশে আপনার সিভি'টা ভাগ করা থাকবে , ব্যাক্তিগত তথ্য ,কাজের অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, ব্যাক্তিগত দক্ষতা এবং অন্যান্য যোগ্যতা
#শুরুতেই বাঁ দিকে মার্জিন রেখে
ব্যাক্তিগত তথ্য :
আপনার নাম:
ঠিকানা:
ফোন:
ই-মেইল:
জাতীয়তা:
জন্ম তারিখ:
লিংগ:
প্রার্থিত পদ ( যেই পদে এপ্লাই করছেন) :
কাজের অভিজ্ঞতা : (১)
কোন তারিখ হতে কোন তারিখ পর্যন্ত :
কোন পদে ছিলেন:
কি দায়িত্ব পালন করেছেন :
কোন প্রতিষ্ঠানে ছিলেন :
কোন ধরনের ব্যাবসা বা কি খাত ছিল সেটা :
(২) :
কোন তারিখ হতে কোন তারিখ পর্যন্ত :
কোন পদে ছিলেন:
কি দায়িত্ব পালন করেছেন :
কোন প্রতিষ্ঠানে ছিলেন :
কোন ধরনের ব্যাবসা বা কি খাত ছিল সেটা :
(যতগুলো চাকরীর অভিজ্ঞতা আছে সেগুলোর লিস্ট দিন )
চাকরীর অভিজ্ঞতা না থাকলে এই অংশটি লেখার কোন প্রয়োজন নেই। কর্ম অভিজ্ঞতা লিখে এর মাঝে " নাই " লিখবেন না !
শিক্ষাগত যোগ্যতা:
তারিখ : কবে শুরু-কবে শেষ (উদা:২০০৪-২০০৮)
ডিগ্রি : (স্নাতক)
কোন বিভাগে: (আন্তর্জাতিক সম্পর্ক)
ঢাকা বিশ্ববিদ্যালয়,ঢাকা,বাংলাদেশ।
৩.৭৫ সিজিপিএ সহকারে।
(প্রতিষ্ঠানের নাম, শহরে'র নাম , দেশের নাম)
(প্রথমে লিখবেন সর্বোচ্চ ডিগ্রি এর পর বড় থেকে ছোট ডিগ্রি।যদি মাস্টার্স করা থাকে তাহলে মাস্টার্স-ব্যাচেলর্স-এইচ,এস,সি)
ব্যাক্তিগত দক্ষতাসমুহ
মাতৃভাষা : বাংলা
অন্যান্য বিদেশি ভাষায় দক্ষতা: ইংরেজী
অন্যান্য দক্ষতা : ( যেমন, স্কাউটিং, ত্রান কার্যক্রম পরিচালনা ইত্যাদি)
কম্পিউটারে দক্ষতা: ( মাইক্রোসফট অফিস এপ্লিকেশন সমুহ )
অন্যান্য যোগ্যতা সমুহ
প্রকাশনা : ( যদি থাকে )
ব্যাক্তিগত আকর্ষন:
খেলাধুলা: ( পছন্দের খেলাধুলা যদি করেন অথবা আগ্রহী হন )
সংস্কৃতি:
হবি:
পুরস্কার ও বৃত্তি সমুহ : কি কি সুবিধা পেয়েছিলেন, কে দিয়েছে, কোন জায়গা থেকে পেয়েছেন।
রেফারেন্স : আপনার সুনাম গাইবে এমন কারো ফোন নম্বর ( অথবা লিখে দিবেন যে, প্রয়োজনে সরবরাহ করা হবে )
বাংলায় যা লেখলাম সেটা ঐ ওয়েব সাইটে লেখা ইংরেজী ভার্সনটা দেখলেই পেয়ে যাবেন। আমার বঙ্গানুবাদ এবং লিখে বুঝানোর ক্ষমতা ভাল না। তাই ভাল হবে যদি নিজ দায়িত্ব মুল ভার্সনটা দেখে দেখে সিভি তৈরী করেন।
সিভি'র গঠনটা সুন্দর রাখুন, লিংকের ভার্সনটা আদর্শ কিন্তু কোন কারনে সেটা ফলো করতে না পারলেও সুন্দর ফরম্যাটে রাখুন, তথ্যগুলো যেন সহজেই চোখে পরে। ৫টি অংশের হেডিংগুলো বোল্ড করে দিন। স্পেসিং ঠিক রাখুন। কোন ধরাবাঁধা নিয়ম মানার প্রয়োজন নেই শুধু খেয়াল রাখবেন যেন রুচিসম্মত হয় আর রুচি নিয়ে বিভ্রান্তি থাকলে চোখ বন্ধ করে লিংকের ভার্সনটা কপি করুন।
শুভ কামনা, যেন প্রথম জায়গায় সিভি ড্রপ করার পর সেখানের সফল হন।
ধন্যবাদ।
১৪ ই মে, ২০১১ রাত ১০:৫৫
প্রজন্ম৮৬ বলেছেন: কোনদিন কাজে লাগলে সার্থক হবে এই পোস্ট।
২| ১৪ ই মে, ২০১১ রাত ১০:৪৮
সমীর কুমার ঘোষ বলেছেন: ভালো লাগলো । মহান সৃষ্টিকর্তার কৃপায় যদিও ষফল হওয়া শুরু হয়েছে তবুও আপনার এই উদ্যোগটির জন্য ধন্যবাদ।
১৪ ই মে, ২০১১ রাত ১০:৫৪
প্রজন্ম৮৬ বলেছেন: প্রার্থনা করি আপনার সফলতা দিন দিন বাড়তে থাকুক। সৃষ্টিকর্তার উপর আস্থা রেখে সফলতা'র অনেকদুর পৌছুবেন এই কামনা করি।
৩| ১৪ ই মে, ২০১১ রাত ১০:৫১
সপ্নবাজ_আমি বলেছেন: প্রিয়তে রাখলাম।
১৪ ই মে, ২০১১ রাত ১০:৫৭
প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ।পোস্টে'র লিংক ২টা আপনার অথবা পরিচিত কারো কাজে লাগুক।
৪| ১৪ ই মে, ২০১১ রাত ১১:০২
পুশকিন বলেছেন: আর একটা ব্যপার যাদের cgpa ভালো না তাদেরটা না লেখাই ভালো।তার বদলে মেজর এরিয়াতে একটা cgpa ও নন মেজর এরিয়াতে একটা cgpa দেখালে ভালো হয়।
১৪ ই মে, ২০১১ রাত ১১:১৭
প্রজন্ম৮৬ বলেছেন: ভাল কথা। আসলে দুর্বলতা থাকলে সেটা প্রকাশ না করাই ভাল। ভাল বুদ্ধি দিয়েছেন। ধন্যবাদ।
৫| ১৫ ই মে, ২০১১ রাত ১:৩৫
নিভৃত নয়ন বলেছেন: প্রিয়তে
১৫ ই মে, ২০১১ রাত ২:৫৫
প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ।
৬| ১৫ ই মে, ২০১১ সকাল ৯:৩৭
হেডস্যার বলেছেন: থ্যাঙ্কস ব্রাদার। সংগ্রহে রাখলাম।
১৫ ই মে, ২০১১ বিকাল ৪:১৬
প্রজন্ম৮৬ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৭| ১৭ ই মে, ২০১১ রাত ১১:৫৭
কে আমি? বলেছেন: ধন্যবাদ... P O তে রাখলাম
আর ভাই আরেকটা কথা, যার কাজের অভিজ্ঞতা থাকবেনা (Fresh Graduate), সে অভিজ্ঞতার অংশে কি লিখবে??
২২ শে মে, ২০১১ দুপুর ১:১২
প্রজন্ম৮৬ বলেছেন: ভাই, সদ্য গ্র্যাজুয়েট কাজের অভিজ্ঞতা অংশটুকু লিখবে না।
ব্যাক্তিগত দক্ষতা অংশটা সুন্দর করে লিখলেই হবে।
৮| ২২ শে মে, ২০১১ সকাল ১০:২৫
hafiz01717 বলেছেন: ভালো লাগলো।
Thanks for your suggesting us to create a nice tipe of CV
২২ শে মে, ২০১১ দুপুর ১:১৩
প্রজন্ম৮৬ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৯| ০৬ ই জুন, ২০১১ বিকাল ৩:৩৮
মেহেবুবুল হোসাইন বলেছেন: প্রিয়তে রাখলাম।
০৭ ই জুন, ২০১১ রাত ১২:১৯
প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ মেহেবুবুল হোসাইন।
১০| ২৭ শে জুলাই, ২০১১ রাত ১:১০
শব্দহীন জোছনা বলেছেন: পিলাচ্চচ্চচ্চ সহপ্পপ্পপ্পপ প্রিয়প্পপ্পপ্পপ্পপ্পপ্প......
মনে হয়না এই পোস্ট প্রিয়তে না রেখে উপায় আছে...
ধন্যবাদ এই অসাধারণ পোস্টের জন্য...
২৭ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:১২
প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার কাজে লাগুক এই পোস্ট এটাই কামনা করি।
১১| ০১ লা আগস্ট, ২০১১ রাত ৩:০৩
অনন্যা দেব বলেছেন: ধন্যবাদ সত্যি কাজে লাগার মত পোস্ট ।
০২ রা আগস্ট, ২০১১ রাত ১১:৫৫
প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
১২| ১৫ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:১৫
গোধুলী রঙ বলেছেন: কাজের পোস্ট। ধন্যবাদ
কিন্তু সাইটে তো ঢুকে না। আপনার কাছে pdf থাকলে মেইলে দিতে পারবেন?
[email protected]
১৬ ই অক্টোবর, ২০১১ রাত ২:৫৪
প্রজন্ম৮৬ বলেছেন: আমার কছে দুঃখজনকভাবে পিডিএফ নেই কিন্তু মাত্র চেক করে দেখলাম লিংকটা কাজ করছে!
১৩| ০১ লা ডিসেম্বর, ২০১১ রাত ৩:৪৩
যাযাব৮৪ বলেছেন: কাজের পোস্ট।
০১ লা ডিসেম্বর, ২০১১ ভোর ৪:১০
প্রজন্ম৮৬ বলেছেন: কাজে লাগলেই পোস্ট স্বার্থক!
১৪| ২২ শে জুলাই, ২০১২ বিকাল ৩:১০
রিযাদ হোসাইন রনি বলেছেন: ক
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
প্রজন্ম৮৬ বলেছেন: হ
১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:২১
লিযেন বলেছেন: হুমমমমমমমম
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
প্রজন্ম৮৬ বলেছেন: তাইইই?
১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭
গ্রাম্যবালিকা বলেছেন: প্রিয়তে নিলাম
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮
প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ
১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১০
অন্ধ সূর্য বলেছেন: খুব কাজের ! Thank You
১৩ ই মে, ২০১৩ রাত ৮:৪১
প্রজন্ম৮৬ বলেছেন: আপনাকেও ধন্যবাদ
১৮| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৮
আমি তুমি আমরা বলেছেন: পিলাচ সহকারে প্রিয়তে
১৩ ই মে, ২০১৩ রাত ৮:৪২
প্রজন্ম৮৬ বলেছেন:
১৯| ১১ ই মে, ২০১৩ রাত ১:৪৩
বোকা ডাকু বলেছেন: ভাই CV তো বানালাম। কিন্তু যখন প্রশ্ন করে ""Tell me something about yourself" তখন তো মাথায় কিছু আসেনা। এই ব্যাপারে যদি একটু বিস্তারিত বলতেন। উদাহরন সহ। তাহলে ভাল হইত।
পোস্টে +++
১৩ ই মে, ২০১৩ রাত ৮:৪৭
প্রজন্ম৮৬ বলেছেন: ইন্টারভিউ'তে? নাকি লিখিত আকারে?
যদি লিখিত হয় তাহলে, এ্যাবাউট ইউরসেলফে মূলত ১ লাইনে আপনার জীবনের লক্ষ্য ( ক্যারিয়ার বা পার্সোনাল) আপনি যেসব কাজে দক্ষ সেগুলো ৪-৫ লাইনে, আপনার হবি ২-১ লাইনে, আর আপনার ২-১টা খুঁত সম্পর্কে ছোট করে বলতে পারেন।
আর ইন্টারভিউতে জিজ্ঞেস করলে, আপনার শিক্ষাগত এবং কাজের অভিজ্ঞতা, দক্ষতা, ১টা খুঁত ( তবে, অলসতা বা পাংচুয়ালিটিতে দূর্বলতা উল্লেখ না করা ভাল) বলতে পারেন। তবে কোন ধরনের সিচুয়েশন ডিল করছেন সেটাতেও অনেক কিছু ডিপেন্ড করে। চাকরী হলে এক রকম, পড়াশোনা'র ক্ষেত্রে অন্যরকম...
অল দ্যা বেস্ট
২০| ১১ ই মে, ২০১৩ রাত ১:৫৬
শিপন মোল্লা বলেছেন: চমৎকার পোস্ট, যদিও নিজের কাজে লাগবে না তবে ছোট ভাইদের দিলাম পিয়েতে রাখার জন্য। তাদের ভিশন কাজে দিবে। ধন্যবাদ ভাই।
১৩ ই মে, ২০১৩ রাত ৮:৪৮
প্রজন্ম৮৬ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই। আপনারও কাজে লাগবে দেখবেন, বিভিন্ন জায়গাতেই এটা দরকার পড়ে বর্তমানে
২১| ১১ ই মে, ২০১৩ রাত ১:৫৯
নিঝুম আখতার বলেছেন: প্রিয়তে রাখলাম। প্রযোজনে কাছে লাগাব।
১৩ ই মে, ২০১৩ রাত ৮:৪৯
প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ, কাজে লাগলেই পোস্ট স্বার্থক হবে।
২২| ২৪ শে জুন, ২০১৩ সকাল ১০:৪২
ইউরো-বাংলা বলেছেন: প্রিয়তে রাখলাম।
০৬ ই জুলাই, ২০১৩ রাত ১:১০
প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ
২৩| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:২১
আদম_ বলেছেন: প্রিয়তে রাখলাম। পরে পড়ব।
১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ
২৪| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২৯
বটের ফল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। অনেকের কাজে লাগবে।
১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২০
প্রজন্ম৮৬ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাই। যদি কারো কাজে লাগে তবেই স্বার্থক
২৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৮
মহামহোপাধ্যায় বলেছেন: প্রিয়তে নিয়ে রাখলাম।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৪
প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ
২৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৪
অশ্রুহীন মন বলেছেন: Thanks for your suggesting us
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:২৫
প্রজন্ম৮৬ বলেছেন: আপনাকেও মোস্ট ওয়েলকাম
২৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯
রবিন একা বলেছেন: এখন এই বানাইমু নাকি ভাবতেছি । আর কিছু দিন পরেই কাজে লাগবে ।
২৮| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৪:৩৫
মোঃ শিলন রেজা বলেছেন: অনেক ভাল লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১১ রাত ১০:৪১
পড়শী বলেছেন: প্রিয়তে রাখলাম। পরে পড়ব।