নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসার যৌথখামার

অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই

প্রজন্ম৮৬

প্রয়োজনে মেইল করুন [email protected] । অথবা ফেসবুকে আসুন https://www.facebook.com/projonmo.chiyashi আমি একজন দর্শক মাত্র।কিছু দেখলে বাকি সবাই কে দেখাতে ইচ্ছে জাগে তাই ব্লগ লেখার ইচ্ছা

প্রজন্ম৮৬ › বিস্তারিত পোস্টঃ

জায়গায় জায়গায় গোপন ক্যামেরা ও গোপন সাইকো!!!! আমাদের করনীয় কি?

০১ লা অক্টোবর, ২০১১ ভোর ৪:১৩

ভয়াবহ অবক্ষর চারদিকে।



ক্রমশই যেন যৌনউন্মাদ হয়ে উঠছে আমাদের সমাজ। এয়ারপোর্টের বড় ডিসপ্লে স্ক্রীনে পর্যন্ত পর্ণো ছবি ফুটে উঠেছিল, যা ছিল গোপন রোগটির বিস্ফোরন।



বিবাহপূর্ব যৌনতা প্রায় প্রতিষ্ঠিত। আরো ভয়াবহ ব্যাপার হলো, বিবাহপরবর্তী যৌনতা নির্ভর পরকীয়া প্রেম!!! যা আজ আর ঘৃণা নয় বরং এক্সাইটমেন্টের বিষয় হয়ে গেছে।



মানুষের যৌন আগ্রহও বদলে গেছে। আগের মত আর প্রফেশনাল পর্ণও দেখছি না। আগ্রহের মুলে এসে গেছে গোপন ক্যামেরা। যেইসব নারীদের নগ্নরূপে দেখা সম্ভব নয় এখন তাদের অজান্তেই তাদের নগ্ন দেখাটাই হয়ে গেছে মূল আকর্ষন! বিষয়টা প্রাকৃতিক আকর্ষনের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং কেউ একজন গোপনে সুযোগ ও টেকনোলজী ব্যাবহার করে অপরের নগ্নতাকে ধারন করে সেটা প্রচারও করছে ।



আজকে পারসোনার ঘটনাটা তারই প্রমান। গোপন ভিডিওর বাণিজ্যিকরন প্রতিষ্ঠিত হয়ে গেছে। সাইকো দ্বারা পরিপূর্ণ আমাদের চারপাশ। আর মাঝে আটকে পড়া আমরা বড়ই অসহায়!!!



যেটা অবশ্যই অপরাধ। এটা ভয়াবহ অপরাধ ও তার চেয়ে বড় সামাজিক সমস্যা। অনেকটা জঙ্গীবাদের মত। অপরাধ করার আগ পর্যন্ত অপরাধী ট্রেস করা যায় না!! আমরা ও আমাদের পরিবারের সন্মানের উপর আঘাত করা এসব মানুষদের শুধু লুল বা লুচ্চা বললেই যথেষ্ট হয় না। এরা তার চেয়ে বড় কিছু। অনেক বড় কোন ভাইরাস। যার উৎস খুজে বের না করা পর্যন্ত এর কোন সমাধান সম্ভব নয়।





মানুষের আচরনে লজ্জিত এক বাঁনর!!!





আমরা কি এ নিয়ে সচেতন হবো না? আমরা কি এর প্রতিকার চাই না?



যদি উত্তর হয়, হ্যা!



তবে আমাদের এখনই আলোচনার টেবিলে বিষয়টিকে নিয়ে আসতে হবে।এর ব্যাখ্যা,বিশ্লেষন করতে হবে। পরিবারপরিকল্পনা ও এইডস এর বিরুদ্ধে যেমন সচেতনতা তৈরী করা হয়েছিল তেমন সচেতনতা তৈরী করতে হবে। কারন , সমাজের এই অসুস্থ মানসিক ব্যাধী ও রোগী থেকে বাঁচতে হলে পরিবারের সদস্যদের বাঁচাতে হলে জানতেই হবে!!!

মন্তব্য ২৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১১ ভোর ৪:২১

সিংহরাজ বলেছেন: খবরটা টিভি পত্রিকায় সবর্ত ছাপাতে হবে। তখন বিষয়টা অনেকে জানতে পারবে। তখনই তৈরী হবে সচেতনতা।

০১ লা অক্টোবর, ২০১১ ভোর ৪:২৪

প্রজন্ম৮৬ বলেছেন: হ্যা। এই গোপন ক্যামেরা কালচার ও অসুস্থ যৌনআকাঙ্খা বিষয়টিকে আলোচনার টেবিলে নিয়ে আসলেই হবে। তখন মানুষ এ নিয়ে ভাববে এবং সমাধান প্রস্তাব করবে।

কিন্তু সমস্যা হলো আমাদের মিডিয়ার একটা অংশই এসবের সাথে জড়িয়ে!!!!

২| ০১ লা অক্টোবর, ২০১১ ভোর ৪:৩১

মোস্তফা কামাল পলাশ বলেছেন: "আমাদের এখনই আলোচনার টেবিলে বিষয়টিকে নিয়ে আসতে হবে।এর ব্যাখ্যা,বিশ্লেষন করতে হবে। পরিবারপরিকল্পনা ও এইডস এর বিরুদ্ধে যেমন সচেতনতা তৈরী করা হয়েছিল তেমন সচেতনতা তৈরী করতে হবে। কারন , সমাজের এই অসুস্থ মানসিক ব্যাধী ও রোগী থেকে বাঁচতে হলে পরিবারের সদস্যদের বাঁচাতে হলে জানতেই হবে!!!"


আপনার সাথে পুরোপুরি সহমত। শুরুতেই এগিয়ে আসতে হবে সকলকে নাহলে ক্যান্সার এর জিবানুর মত ছড়িয়ে পরবে চারদিকে তখন আর বাঁচবার কোন পথ থাকবে না ।

০১ লা অক্টোবর, ২০১১ ভোর ৪:৩৭

প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ।
আরোগ্য লাভের জন্য প্রথমেই প্রয়োজন সমস্যাটিকে চিন্হিত করা। আমরা ইতিমধ্যেই বিপদসীমা পেরিয়ে চলেছি। সমস্যাটিকে প্রায়োরিটিসহ হ্যান্ডেল করা দরকার।

৩| ০১ লা অক্টোবর, ২০১১ ভোর ৪:৩৫

তুষার শুভ্র বলেছেন: এক পাল আবাল এসে এখনই জুটবে যারা ম্যাতকার করা শুরু করবে 'এত সাজ গোজের দরকার কি??'


এই আবালের পালের ই এক নেতা তারেক- মুনীর মারা যাবার পর হসপিটাল এ গিয়ে বলছিল, "ড্রাইভারের দোষ ছিল!! B:-) " ভাবখানা যেন এমন, ড্রাইভার দোষ করছে, অতএব তারেক-মুনীরের মরাই প্রাপ্য।

সেই মহান আবাল নেতার কথা স্মরণ করছি, যিনি বলেছিলেন ''আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন"।

কথায় আছে ছাগল চারা গাছে মুখ দিলে ওই গাছের ফলন ভালো হয় না।
আর ওরা মুখ দিলে যে কোন আলোচনাই নষ্ট হয়ে যায়।

আপনার এই সুন্দর আলোচনা যাতে আবাল পাল দ্বারা আক্রান্ত না হয় এই কামনা করছি।

০১ লা অক্টোবর, ২০১১ ভোর ৪:৪১

প্রজন্ম৮৬ বলেছেন: গোপন ভিডিওগুলোর ভক্ত আবালদের কথা বলছেন তো?

:) ওদের হ্যান্ডেল করতে পারবো ইনশাল্লাহ।

৪| ০১ লা অক্টোবর, ২০১১ ভোর ৪:৪৩

অস্থির পোলাপাইন বলেছেন: কি বলব !! কিছু বলার নাই !! দেশ ফ্রি সেক্স কান্ট্রি না তবে তা অফিসিয়ালি পোলাপাইন আনঅফিসিয়ালি সেইটা বানায় ফ্যালসে :)

ভার্সিটিতে আমি এখন পর্যন্ত খুব কম পোলাপাইন পাইছে "সিংগেল" আর যারা "সিংগেল" না তারা খুব কমই আছে চুমাচাটির মধ্যে সীমাবদ্ধ আছে। ইউজুয়ালি মনে হয় এটাই নরমাল কিন্তু মাঝে মাঝে যখন চিন্তা করি যে এই বিবাহপূর্ব রিলেশন কোথায় চইলা গ্যাছে তখন তব্দা খায়া যাই !! যতটুকু জানি আপনি দেশের বাইরে দেশের কারেন্ট অবস্হা দেখলে হয়ত খারাপই লাগত আপনার।

আর সাইকোর কথা বললেন না?? অহরহ। ব্লগ তাই খোলামেলা কিছু উদাহরন দিতে পারলাম না। যাই হোক আমার মনে হয় না চেন্জ সম্ভব দিন দিন আরো অবস্হা ফাউল হৈতাছে। সবকিছুই নরমাল হয়া যাইতাছে। যেন এইটাই তো স্বাভাবিক এই টাইপ। আমার ভাইগনা আছে একটা, টেন এ পড়ে আমারে জিগায় যে আমি কি আমার মেয়ে ফ্রেন্ডরে কখনও চুম্মা দিছি নাকি!! ওর এক মেয়ে ফ্রেন্ড ওরে কিস করতে ইনভাইট করছে তো সে বুঝতেছে না গার্লফ্রেন্ড না বানায় শুধু ফ্রেন্ডরে কিস করা জায়েজ কিনা। বুঝেন অবস্হা !! টোটাল সিস্টেম টাই গলদ ওয়েতে যাইতাছে। একটা মুভি দেখতে পারেন : http://www.imdb.com/title/tt0896872/

০১ লা অক্টোবর, ২০১১ ভোর ৪:৫২

প্রজন্ম৮৬ বলেছেন: বর্তমান অবস্থাটাও কিন্তু এমনে এমনে হয়ে নাই। একটা সময় আমরা ছিলাম প্রয়োজনের বেশী গোড়া! যৌনতার মত স্বাভাবিক একটা বিষয়কে ভিক্টোরিয়ান স্টাইলে অস্বাভাবিক নিষিদ্ধ বস্তু বানায় দিছিলাম! আজ ঐটাই ব্যাককিক করতেছে!!!!

তবে পোলাপানের প্রেম আর গোপন ক্যামেরা ও পরকীয়া এগুলা আলাদা। পরেরগুলা আইনের চোখেও অপরাধ। এবং আমাদের সমস্যা পরকীয়া ও অশ্লীল-গোপন ভিডিও। সুতরাং আমাদের খুব বেশী কিছু চেঞ্জ করতে হবে না। এ নিয়ে সচেতনতার বাড়ালেই মানুষ আবার বিষয়টা নিয়ে ভাববে এবং যার যার বুঝ অনুযায়ী চলবে।

সিস্টেম চেঞ্জ করতে হলে এই যুগে সিস্টেমের এলিমেন্ট চেঞ্জ করতে হবে। আগের মত পুরো সিস্টেম ঢেলে সাজানো সম্ভব না ভাই।

৫| ০১ লা অক্টোবর, ২০১১ ভোর ৫:৪২

শব্দ০০৭ বলেছেন: বালের রাজার আবাল মন্ত্রীদের দারা কিছুই হবেনা এ দেশে, ওরা নিজেরাও তো এগুলো দেখে মজা পায়। ওরা আবার এগুলার লায়গা কি পদক্ষেপ নিব। শালা সব লুইচ্চা আওয়ামিলীগ।

০১ লা অক্টোবর, ২০১১ ভোর ৫:৪৮

প্রজন্ম৮৬ বলেছেন: দেশের মানুষ লুল-লুচ্চা হয়ে যাইতেছে এইটাও আওয়ামী লীগের দোষ???????

হা হা প গে।

ভাই, আমিও লীগ বিরোধী কিন্তু বাস্তবতা বিরোধী না।

৬| ০১ লা অক্টোবর, ২০১১ ভোর ৫:৫৯

শব্দ০০৭ বলেছেন: @লেখক: কোন মেয়েক উলঙ্গ করে তার ছবি ভিডিও করলে সাজা হয় দুই বছর, ধর্ষনে সেন্চুরি করলে তাকে বলা হয় দুষ্টুমি, এগুলা কি আপনার বাস্তবতাকে হারাবেনা?

০১ লা অক্টোবর, ২০১১ ভোর ৬:১৩

প্রজন্ম৮৬ বলেছেন: এটা সত্য যে সরকারের পদক্ষেপ নেয়া উচিৎ এবং তারা সেটা করছে না। তবে আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে আওয়ামী লীগ আসার আগেও সমস্যা ছিল পরেও থাকবে।

কিন্তু সমস্যাটাতো সমাজের কোটি কোটি কিশোর-তরুনদের মনে পৌছে গেছে। বিগত যৌবনাদের প্রতি যৌন আকর্ষনবোধ এর মত অস্বাভাবিক চর্চা বেড়েছে, শিশু নির্যাতন নিয়মিত বিষয়। সমকামীরা প্রকাশ্যে আসছে! পরকীয়ার মত ভয়াবহ মানসিক দুর্নীতিগ্রস্থ অসুস্থতা তো দেশের নাটক মিডিয়ার অন্যতম রিসার্চ এরিয়া। নাটকে বলে মার্ডার একটা শিক্ষামুলক ছবি!

এটা দেশের সার্বিক চিত্র!!!! রাজনৈতিক নেতারাও তো সমাজেরই অংশ! তাই না?

তবে হ্যা, এসবের বিপরীতে সরকারের উদাসীনতা দেখে রাগ লাগে। কিন্তু সরকার সমাজেরই প্রতিনিধি। সুতরাং সমাজে বিষয়টা নিয়ে সচেতনতা বাড়লে এবং প্রতিরোধের দাবী উঠলে তখন সেটা সরকারী কর্মকান্ডে রিফ্লেক্ট করবে। নইলে নয়!

সরকার চাইলেই একটা পদক্ষেপ নিতে পারে না। যতক্ষন না সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ সেটার পক্ষে অবস্থান নিশ্চিত করছে। এটা রিয়েল পলিটিক্স ভাই। কোন আদর্শের বিচার নয়।

৭| ০১ লা অক্টোবর, ২০১১ ভোর ৬:২০

মোঃ রাইসুল ইসলাম রাসেল বলেছেন: r a vay aygula over bastob

০১ লা অক্টোবর, ২০১১ ভোর ৬:২৫

প্রজন্ম৮৬ বলেছেন: ওভার বাস্তব!! টার্মটা বিরাট ইন্টারেস্টিং লাগতেছে ভাই। কিন্তু ক্লিয়ার বুঝতেছি না।

আপনি কি এসবকে খাঁটি সত্য বলছেন নাকি অতিরঞ্জন বলছেন?

৮| ০১ লা অক্টোবর, ২০১১ সকাল ৭:২৫

নিক টা আমার বলেছেন: ধন্যবাদ আপনাকে এমন এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখার জন্য । :) :)



এইসব হিডেন ক্যামেরা ডিটেক্ট করার কিছু উপায় আছে............
কোনো পোষ্টে এই নিয়ে পরেছিলাম ।
এই উপায়গুলু সবায়কে জানিয়ে দেয়া উচিত ।
এস্পেশালি মা বোনদের ।

০১ লা অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৫১

প্রজন্ম৮৬ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ কার্যকরী পোস্টটির জন্য।

৯| ০১ লা অক্টোবর, ২০১১ সকাল ৮:১৩

ফাহীম দেওয়ান বলেছেন: @শব্দ০০৭ - আরে ভাই সব কিছুতেই রাজনীতি টাইনা না আনলে শান্তি পান না নাকি? এতো বড় বড় কথা বলার আগে ণিশ্চিত করেন আপনার বাসার কমপিউটারটিতে এই পর্যন্ত কোন অশালীন ছবি, ভিডিও, কোন স্কান্ডাল ডাউনলোড হয়নি বা দেখা হয়নাই, নিশ্চিত করেন আপনার ছেলে বা ছোট ভাই কেমন বন্ধুদের সাথে মিশে, ধর্ম কর্মটা ঠিক মতো করে কিনা, আপনার ছোট বোন বা মেয়েটা কি ভালো বন্ধু / বান্ধবীর সঙ্গ পাচ্ছে নাকি ডিজুস পোলাপানের সাথে সখ্যতা করছে, আপানর পরিবারের লোকদের চিন্তা চেতনার একটা বিরাট অংশ প্রভাবিত হয় পারিবারিক শিক্ষা থেকে।কিছু মনে করবেন না। আমি আপনার মন্ত্যবের বিপক্ষে আমার যুক্তিটা দেখাতে আপ্নাকেই উদাহরন দিয়ে বলছি।

আপনি কি মনে করেন আওয়ামীলীগ আইসা ঘরে ঘরে গিয়া এই সব সিডি বিতরন কইরা আইছে।
নাকি নেতারা বাথ্রুমে বাথ্রুমে ক্যমেরা বসাইয়া রাখছে। X( X( এই ব্লগেই অনেক ব্লগার আছে যারা ইসলাম নিয়া, পবিত্র কোরান, হাদিস নিয়ে অনেক পোষ্ট দেয় আবার কোন পর্ন স্কান্ডালের গন্ধ পেলে লিঙ্কটা পেতে লুলাতে থাকে। সমাজটাই পচে যাচ্ছে। এই পচন ঠেকাতে প্রত্যেক্টা পরিবারের থেকেই কাজ শুরু করতে হবে, মুক্ত চিন্তা আর তথ্যের নামে অশ্লীলতার প্রচারের পথ ঠেকাটে হবে। নিজের বাসা থেকেই আগে শুরু করেন।

আমি জানিনা সম্ভব কিনা নীচের কাজ গুলি করা, কিন্তু এটা আসলেই দরকার এই বাস্তবতায়--------

১) ধর্মীয় শিক্ষা - এটার কোন বিকল্প নেই। আমার মনে হয়না কোন ধর্মই অশ্লীলতাকে প্রশ্রয় দেয়না।

২) একটা হাই কোয়ালিফাইড টিম দিয়ে খুজে খুজে ইন্টারনেটের সব পর্ন সাইট গুলি বন্ধ করতে হবে, অনেক লুল সুশীল বলবে স্বাধীনতায় হস্তক্ষেপ।

৩) সকল ভিডিও এবং সাইবার ক্যফে গুলিতে দোকানের লাইসেন্স করা বাধ্যতা মুলক ও পর্নছবির বিপনন নিষিধ্ব করা, কারন এই দোকান গুলি ই এসব বিপননের বড় রুট।

৪) হিডেন ক্যামেরা, সি সি ক্যমেরা বা এই জাতীয় ক্যমেরা বিক্রীতে লাইসেন্স সিষ্টেম চালু করা এবং এগুলো ইনষ্টলের পর চালু করার আগে কোন বিশেষ টিমের পরিদর্শন করে লাইসেন্স ও ক্যমেরা কার্যকর।

৫) ক্যবল অপারেটরদের অনেকেই পর্ন প্রচার করে ডিশের মাধ্যমে। কিন্তু অনেক লুল এগুলো দেখা বন্ধ হয়ে যাবে এই ভেবে কোন অভিযোগ তোলেনা। কিন্তু তারা ভাবেনা যে, একদিন তাদের কচি কোমল মতি ছেলে-মেয়েরা এগুলো দেখার নেশায় উন্মত্ত হয়ে ঘটাতে পারে অনেক অনাকাঙ্কখিত অপরাধ।

আরো অনেক কিছু করার আছে যা আলোচনায় বের করা যাবে। সবচেয়ে বড় কথা সদিচ্ছা। সদিচ্ছা থাকলে সবি করা সম্ভব।

০১ লা অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৫৪

প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর করে বিষয়টির সমাধান খোজ করার জন্য।

আসলেই ঠিক বলেছেন,এসব রোধে সদিচ্ছাই প্রাথমিক কাজ। এরপর বিষয়টাকে আলোচনার টেবিলে এনে ফেললেই অনেক পদক্ষেপ বেরিয়ে আসবে।

১০| ০১ লা অক্টোবর, ২০১১ সকাল ৮:১৪

সামস উদ দোহা বলেছেন: স্পা করাতে গেলে পার্লার এ গিয়া নগ্ন হয়ে জামা পরিবর্তন করে পার্লার এর জামা পরিধান করতে হয়।

ভাই আমার প্রশ্ন এত আধুনিকতার দরকারটা কোথায়?

শরীরের এত যে যত্ন নেয় মানুষ মনের যত্নটা কি সেভাবে করে?

আধুনিকতার খারাপ দিক গুলো আমাদের বেঁধে ধরেছে চারপাশ দিয়ে মুক্তি নাই এই থেকে।

০১ লা অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৫৫

প্রজন্ম৮৬ বলেছেন: ইন্টারনেট না থাকলে এসব প্রচার হৈত না। আরো ভাল কারেন্ট কেটে দেয়া তাহলে আর কেউ পিসি অন করে এসব দেখতে পারতো না!!

তাই না?

১১| ০১ লা অক্টোবর, ২০১১ সকাল ৮:১৫

পাহাড়ী নদী বলেছেন: লেংটা হৈয়া ঘুরলে হিডেন কেমরার দর্কার কি? :P আসেন লেংটা হৈয়া ঘুরি। হিঃ হিঃ

০১ লা অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৫৬

প্রজন্ম৮৬ বলেছেন: তাইলে আপনার একটা "লেংটা" ছবি প্রোফাইলে লাগাইয়া শুরু করেন।

১২| ০১ লা অক্টোবর, ২০১১ সকাল ৯:২৮

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: পেপারে তো দেখলাম না :( X(( X(( X(( X((

০১ লা অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৫৯

প্রজন্ম৮৬ বলেছেন: দেখেছেন ভাই সামাজিক অনাচারগুলোর প্রসারে মিডিয়াই সবচেয়ে বড় শক্তি। তবে সুখের কথা যেই পোস্টে খবরটা এসেছিল সেটা ফেসবুকে কয়েক হাজার শেয়ার হয়েছে। খবরটা বেশ ভাল করেই ছড়িয়ে পড়েছে। ব্লগেই পরিবর্তনের রূপরেখা তৈরী করতে হবে। মিডিয়ায় ভরসা করা যাবে না।

১৩| ০১ লা অক্টোবর, ২০১১ দুপুর ১:০২

জীবন্মৃত০১ বলেছেন: দেশটা কই যাইতাছে?

০১ লা অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৫৯

প্রজন্ম৮৬ বলেছেন: মনে হয় চরম পরিনতির দিকে।

১৪| ০২ রা অক্টোবর, ২০১১ রাত ১০:০৯

সামস উদ দোহা বলেছেন: ইন্টারনেট না থাকলে এসব প্রচার হৈত না। আরো ভাল কারেন্ট কেটে দেয়া তাহলে আর কেউ পিসি অন করে এসব দেখতে পারতো না!!

তাই না?

ভাই আমি শুধু খ্রাপ দিক গুলোর কথা বোঝাতে চেয়েছি ।

০২ রা অক্টোবর, ২০১১ রাত ১১:১১

প্রজন্ম৮৬ বলেছেন: ভাই, স্রোতকে আটকে দিলে এর ফল ভাল হয় না। যখন স্রোতে এলাকা ভেসে যায় তখন এটির গতিপথ বদলে দিতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.