![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রয়োজনে মেইল করুন [email protected] । অথবা ফেসবুকে আসুন https://www.facebook.com/projonmo.chiyashi আমি একজন দর্শক মাত্র।কিছু দেখলে বাকি সবাই কে দেখাতে ইচ্ছে জাগে তাই ব্লগ লেখার ইচ্ছা
আমার সোনা'র বাংলা নামক রবীন্দ্র সংগীতটা'র 'ক্ষ' ব্যান্ড ভার্সন শুনলাম এবং বর্জন করলাম সাথে সবাইকে বর্জনের আহ্বান জানাই।
গানটা নিয়া আপত্তি করতাম না, কারন, গানটা, শ্রুতিমধুর হইছে। কম্পোজিশনও ভাল। পরিষ্কার টোন এবং স্মুদ মিউজিক।
'আমার সোনার বাংলা' গানটা নিয়া এক্সপেরিমেন্টের বিষয়েও কিছু বলার নাই, কারন ওরা আমাদের জাতীয় সংগীত নিয়া কিছু করে নাই, ১৯০৫ সালে লেখা ঠাকুর বাবু'র গান থেকে নিয়া করছে।
কিন্তু সমস্যা একটা আছে, সেটা হইলো এই গানে তবলা বাজাইতেছে হাস্সান মহিয়েদ্দেন নামের এক পাকি, এই পাপিস্তানি'র উপস্থিতির কারনেই গানটা'রে নিয়া একদল বিদেশী'র করা এক্সপেরিমেন্টটা মেনে নিতে পারতেছি না !!!
গানটা আমি উদারচিত্তে শুনতেছিলাম, কিন্তু যখনই পাকিটারে দেখলাম তখনই মনে হইলো কে যেন একটা উপহাসের হাসি দিয়ে গেল!!!
বাংলাদেশী মেয়ে সোহিনি আলম, যিনি ব্যান্ডটার ভোকাল এবং একমাত্র বাংগালী, তার এটুকু সেন্স থাকা উচিত ছিল যে একজন পাকি'রে সাথে নিয়া বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে ব্যাবহৃত গানটির উপর যে কোন ধরনের এক্সপেরিমেন্ট পুরো বিষয়টার ভিন্ন অর্থ সৃষ্টি করবে! এবং করছে।
অন্য কোন বাংলাদেশী ব্যান্ড এই গান নিয়ে নিরিক্ষা করুক। আমার কোন অভিযোগ থাকবে না।
একদল ব্রিটিশ ও সাথে একজন পাকি'র সংশ্লিষ্টতায় আমার জাতীয় সঙ্গীতের উপর যেকোন ধরনের এক্সপেরিমেন্টই আমার কাছে বিকৃতিসম! কারন, এরা কখনোই আমাদের দেশের প্রতি, ভাষা ও সংস্কৃতি'র প্রতি শ্রদ্ধাশীল ছিল না, তাই এখন এদেরই হাতে আমার দেশের জাতীয় সঙ্গীত হিসেবে ব্যাবহার হওয়া গানে যে কোন ধরনের পরিবর্তনের পেছনে ভাল কোন উদ্দেশ্য থাকতে পারে বলে বিশ্বাস করি না।
এদের হাতে আমাদের জাতীয় সঙ্গীতের পরিবর্তন নিঃসন্দেহে অপমানজনক!
তাই, সবশেষে গানটা আমি কোনভাবেই গ্রহন করতে পারলাম না এবং আশা করি কেউই গ্রহন করবেন না।
( আগের বারের পোস্ট প্রথম পাতা থেকে গায়েব, সাম্প্রতিক মন্তব্যেও দেখা যায় না!!! নিশ্চয়ই এটা কারিগরী ত্রুটি, তাই আবার পোস্ট দিলাম। এবার নিশ্চয়ই জায়গামত থাকবে)
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৩
প্রজন্ম৮৬ বলেছেন: সমস্যা হলো, গানটাতে তবলা বাজিয়েছে একজন পাকি!
একদল ব্রিটিশ ও সাথে একজন পাকি'র সংশ্লিষ্টতায় আমার জাতীয় সঙ্গীতের উপর যত সুন্দরই হোক না কেন, যেকোন ধরনের এক্সপেরিমেন্টই বিকৃতিসম!
২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫২
লিউনেল মেসি বলেছেন: কি এক্সপেরিমেন্ট করছে সেটাই জানতে চাচ্ছিলাম
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৬
প্রজন্ম৮৬ বলেছেন: এক্সপেরিমেন্ট বলতে, গিটার-তবলা-ভায়োলিনের মিউজিক দিয়ে বাজাইছে। আর শুরু করছে মাঝখানের , 'কি শোভা, কি ছায়া গো' , থেকে,
http://www.youtube.com/watch?v=vEKLr437pY0
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০২
টয় বয় বলেছেন: -
ক্রিকেটের কোচ ও পাকি|
গার্মেন্টস আর মেডিকেল ব্যাবসায় ভারতীয়|
ঐ দুইটা খাতও বর্জন শুরু করেন|
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৪
প্রজন্ম৮৬ বলেছেন: পাকি কানেকশনে জাতীয় সঙ্গীতে এক্সপেরিমেন্ট কি জিনিস সেটা ফিল করার চেষ্টা করেন আগে
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০২
নরাধম বলেছেন:
সে কি পাকিস্তানি নাকি ব্রিটিশ? তার যদি ব্রিটিশ পাসপোর্ট থাকে তাহলে সে তো পাকিস্তানি না।
আপনার যুক্তিটা কি ঠিক বুঝতে পারিনি। সে পাকিস্তানি (যদি হয়ে থাকে) বলেই কি সে রবীন্দসংগীত গাইতে পারবেনা নাকি সে পাকিস্তানি বলে রবীন্দ্রসংগীত বিকৃত করতে পারেবনা? যদি তার বিকৃত করার অধিকার না থাকে তাহলে কি কোন বাংলাদেশীর সে অধিকার থাকবে? এটা কিন্তু শুধু দশলাইন জাতীয় সংগীত, কেউ যদি এটাকে মাঝখান থেকে গায় বা দশলাইনের পরে গায়, তাহলে সে জাতীয় সংগীত বিকৃতির অপরাধে অপরাধী না, সে যদি বাংলাদেশী না হয়, তার জন্য শুধু সেটা একটা সংগীত বা রবীন্দ্রসংগীত, জাতীয় সংগীত নয়। যদি বলা হয় কেউ জাতীয় সংগীতের স্পিরিট ভায়োলেইট করেছে, তখন সেই স্পিরিটটা কি, কে সেটার সীমা নির্ধারণ করবে সেসব প্রশ্ন এসে যায়।
বিষয়গুলো অনেক জটিল, জাতীয়তাবাদী আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিলে সেটা ডিফেন্ড করা সম্ভব না।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৭
প্রজন্ম৮৬ বলেছেন: গানটা শুনতে আমারো ভালই লেগেছিল। কিন্তু তবলায় পাকিস্তানি দেখার পর আমি সহজভাবে নিতে পারি নাই।
একজন পাকি কোন অবস্থাতেই আমাদের মূল জাতীয় সঙ্গীতের কোন রকমের পরিবর্তনের সাথে যুক্ত থাকলে সেটা আমার জাতীয়তাবোধের গভীরে যেয়ে অপমানিত করে। বিশেষ করে যখন আমি জানি ওরা আজো আমাদের কাছে ক্ষমা চায় নাই!
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৩
অচিন্ত্য বলেছেন: আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় আমি অত্যন্ত উজ্জীবিত। এবং সেই দৃষ্টে পাকিস্তান রাষ্ট্রটির প্রতি আমার প্রবল ঘৃণাও আছে। তবে, সংগীত, খেলাধুলা, শিল্প এগুলোর ক্ষেত্রে আমি আবার সীমানায় বিশ্বাস করি না। আমার মনে হয়, গানের কোন জাত নেই, দেশ নেই, কাল নেই। এই অনুভূতিটা অবশ্য আগে ছিল না। যখন উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতগুরুগণকে দেখি প্রাচ্য-পাশ্চাত্যের বেড়া ভেঙে দিয়ে মনের আবেদনকেই প্রাধান্য দিচ্ছেন, তখন এই মানসিকতার জন্ম। ধন্যবাদ
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১০
প্রজন্ম৮৬ বলেছেন: পোস্টেও লিখেছি দেখেছেন হয়তো, আমিও আপনার মত অথবা কাছাকাছিই ভাবি, কিন্তু আমাদের অন্য আর দশটা গান আর জাতীয় সঙ্গীতের মাঝের পার্থক্যটাও খেয়াল রাখতে হবে।
৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৩
নরাধম বলেছেন:
উল্লেখ্য, আমার কাছে গানটা তারা খুব দরদ দিয়ে গেয়েছে মনে হয়েছে, খুবই ভাল লেগেছে। এত দরদ দিয়ে কেউ বিকৃত করার মানসিকতা নিয়ে বা আমাদের জাতীয় সংগীতকে অপমান করার মানসিকতা নিয়ে গাইতে পারে বলে মনে হয় না।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৪
প্রজন্ম৮৬ বলেছেন: গানটা গেয়েছে একজন বাংগালীই।
কিন্তু একজন পাকি'র সংশ্লিষ্টতায় যখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে ব্যাবহৃত গানের উপর এক্সপেরিমেন্ট হয় তখন ব্যাপারটা স্বাভাবিকভাবে গ্রহন করা যায় না।
৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৯
লিউনেল মেসি বলেছেন: ধন্যবাদ গানটি শুনতে পারলামনা কারন মিউজিক দেওয়া
নরাধম ভাল বলছেন।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৩
প্রজন্ম৮৬ বলেছেন: আপনি কি যে কোন ধরনের মিউজিকই বর্জন করেন?
৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২০
ডাব্বা বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। আই লাভড্ ইট।
রবীন্দ্র সংগীত এর উপর থেকে সবধরনের কপিরাইট উঠে গিয়েছে বলেই জানতাম। কাজেই যেকোন এক্সপেরিমেন্ট হতে পারে। বাংলাদেশ সরকার এই বিশেষ গানটার জন্য কোন বিশেষ কপিরাইট করেছে বলে মনে করতে পারছি না। কোন সুযোগ থাকলে করে ফেলা উচিত।
পাকিস্তানীর অংশগ্রহন একথাই প্রমান করে যে শিল্পীর কোন দেশ নেই শিল্পের কোন সীমা নেই।
তবে ঐতিহাসিকভাবে এই গানটা বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষিতে লেখা হয়নি। [রাজাকারদের খুশী হবার কোন কারন নেই আমার এ কথায়]। প্রেক্ষিতটা বরং বিপরীত।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৮
প্রজন্ম৮৬ বলেছেন: গানটা আমারো ভালই লাগছিল! কিন্তু পাকিটারে আইডেন্টিফাই করার পর আর ভাল্লাগে নাই।
আপনি যেখানে শিল্পীর সীমাহীনতা দেখছেন, আমি সেখানেই দেখছি উপহাস। এক পাকি আর কয়েক ইংরেজ আমার জাতীয় সঙ্গীতকে আমার মত না করে অন্যভাবে ব্যাবহার করে দেখিয়ে দিল যে, এখনো আমাদের সর্বোচ্চ জাতীয় অনুভুতিগুলোকে ইচ্ছামত পাল্টে ব্যাবহার করার ক্ষমতা ওরা রাখে।
আমরাও এতে ধন্য হই
৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৭
টয় বয় বলেছেন: আজব আপনি!!
ক্রিকেটের জাতীয় দলের কোচ পাকি হইলে আপনার সমস্যা নাই? জাতীয় সংগীতের বেলায় হঠাৎ চেতনা চেগান দিয়া উঠলো কেন?
পাকিদের বর্জন করলে, সব কিছুতেই বর্জন করা উচিত| আর জাতীয় সংগীত আর জাতীয় দল, দুইটার কোনটারই গুরুত্ব কম না|
পাকি কোচের নেতৃত্বে বাংলাদেশ কোন ম্যাচ জিতলে সেইটা আপনে একসেপ্ট করবেন না, রিজেক্ট করবেন??
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩১
প্রজন্ম৮৬ বলেছেন: জাতীয় সঙ্গীত আর ক্রিকেটের জাতীয় দলের বোলিং কোচরে এক কাতারে বিচার করতাছেন আপনে আর আমারে কন আজব!!!
১০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪২
শোকার্ত উপকূল বলেছেন: আমাদের জাতীয় সঙ্গীতের প্রথম লাইন কি , কি শোভা কি মায়া গো? হালারা কি করে গানটা গায়ছে সেটা শুনে দেখেন। তারপর বুজবেন গানটাকে কি করা হইসে।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৭
প্রজন্ম৮৬ বলেছেন:
১১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৪
টয় বয় বলেছেন: আপনার দেশ প্রেমের চেতনা, বুজা বড় দায়!!
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫১
প্রজন্ম৮৬ বলেছেন: হুমম, বড়ই দায়। কিন্তু চেষ্টা করলে আপনেও পারবেন।
প্রথমেই বিএনপি-আওয়ামী লীগের দুনিয়ায় বসবাস করা বাদ দিতে হইবো। এরপর নেতা খ্যাতা'র দিকে না তাকায়া, নিজেরেই এই দেশটার অভিবাবক ভাবতে হবে। দেশটার পরিচয়, সম্পদ, অভাব সব নিজের মনে করতে হবে।
প্রতিদিন কাগজে ২০ বার আর কম্পুতে হইলে ৫০ বার, আমিই বাংলাদেশ, আমিই বাংলাদেশ লেখবেন। ইনশাল্লাহ ৩ মাসের মধ্যে এই ব্লগেরই অন্যান্য পাবলিক আপনার উন্নতি দেখতে পাবে।
১২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৪
সাইফুলইসলাম েকােয়ল বলেছেন: সবাই আমার মনের কথা গুলো বলে দিয়েছি এই কারনে আমার আর কষ্ট করে উত্তর দিতে হলো না। স্যার একটু নরমাল ভবে দেখুন কোন সমস্যা থাকার কথা না।
মিঃ ডাব্বা কে ধন্যবাদ এই কথাটা বলার জন্য " বাংলাদেশ সরকার এই বিশেষ গানটার জন্য কোন বিশেষ কপিরাইট করেছে বলে মনে করতে পারছি না। কোন সুযোগ থাকলে করে ফেলা উচিত"
গান তো আর একার না। যার ইচ্ছা সে গাইতে পারে। রুনা লায়লা বিপিএল এর অনুষ্ঠানে পাকি গান গাইছে ঐ সময় তো কিছু কইলেন না। আমি জানি রুনা লায়লার গাওয়া গান টা পাকিস্থানের জাতীয় সংগীত না কিন্ত গান তো গানই।
স্পেশাল থ্যাংক ফর টয় বয়, ডাব্বা, নরাধম ও অচিন্ত্য কে সু্ন্দর ভাবে ব্যাখ্যা উপস্থাপন করার জন্য।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৪
প্রজন্ম৮৬ বলেছেন: একদল ব্রিটিশ ও সাথে একজন পাকি'র সংশ্লিষ্টতায় আমার জাতীয় সঙ্গীতের উপর যেকোন ধরনের এক্সপেরিমেন্টই আমার কাছে বিকৃতিসম!
সেজন্যই আমি 'ক্ষ' এর এই গান বর্জন করলাম।
ধন্যবাদ
১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০০
নরাধম বলেছেন:
আপনার ব্যক্তিগত অনুভূতি হয়ত এরকম যে কোন পাকিস্তানি সিনসিয়ারলি, বাংলাকে বা রবীন্দ্রসংগীতকে ভালবেসেও বাংলা গান বা রবীন্দ্রসংগীত গাইতে পারবেনা, এমনকি যদি সে আসলে পাকিস্তানি নাও হয়, তার বাপ-দাদার কেউ পাকিস্তানি হলেও সে নিয়ম প্রযোজ্য, আপনার সেরকম অনুভূতি থাকার অধকার আছে, যদিও আমার নিজের বিচারে সে অনুভূতি তেমন শক্তিশালী হবেনা এবং আরো বয়স হলে যখন আরো বেশি মানুষের সাথে মিশবেন, বিভিন্ন জাতির লোকের সাথে কথা বলবেন তখন সে অনুভূতি হয়ত পরিবর্তন হয়ে যাবে। কিন্তু তবুও আপনার সে অনুভূতি থাকার অধিকার আছে। কিন্তু সেটা নিতান্তই ব্যক্তিগত অনভূতি, যৌক্তিক কোন বিষয় না। আমার কাছে মনে হয়েছে এরা আসলে রবীন্দ সংগীতকে ভালবেসেই গানটা গেয়েছে, আর আমি কাউকে ভালবাসার অধিকার থেকে বন্ঞিত করতে পারবনা, কোন রাজাকারের ছেলেও যদি বাংলাদেশকে ভালবাসে, আমি কি তাকে বলব "তোমার বাংলাদেশকে ভালবাসার অধিকার নেই?" না, সেটা বলবনা, বরং সে তার বাপের কীর্তির জন্য অনুতপ্ত হলে তাকে আরো বাহবা দিব।
এটা শুনে কারো কাছেই এই গানটাকে উপহাস মনে হওয়ার কথা না। বরং ফেইসবুকে লোকে সেটা কি পরিমান শেয়ার দিয়েছে, সেটাই প্রমাণ করে বাঙ্গালিরা সেটা খুবই পছন্দ করেছে এবং তারা আসলেই দরদ দিয়ে গানটা গেয়েছে। তাদের সিনসিয়ারিটি নিয়ে কোন সন্দেহই থাকতে পারে না। বিকৃতির কোন কিছু আমি দেখিনি, রবীন্দ্রনাথকেও ভাষাবিকৃতির অভিযোগ শুনতে হয়েছিল। আসল কথা হচ্ছে যুগের সাথে সাথে এক্সপেরিমেন্ট হবে, ভালগুলো টিকবে খারাপগুলো হারিয়ে যাবে, পাকিস্তানিরাও যদি বাংলা সংগীত নিয়ে এক্সপেরিমেন্ট করে সেটাও কিছু করার নেই।
জাতীয় পতাকা, জাতীয় সংগীত এসব খুবই আর্টিফিসিয়াল কনস্ট্রাকট, শুধুই সিম্বল। পন্ঞাশ বছর পরে জাতীয় পতাকা বা সংগীত পরিবর্তনও হয়ে যেতে পারে, তাই এসব নিয়ে অত সিরিয়াস হওয়ার কিছু নেই। মূল বিষয় হচ্ছে মানুষ, বাংলাদেশ মানে তার সংগীত বা জাতীয় পতাকা না, বাংলাদেশ মানে বাংলাদেশের মানুষ। সে মানুষরা যদি কোনদিন মনে করে এই জাতীয় সংগীতে বা জাতীয় পতাকায় তাদের পোষাচ্চে না, তখন হয়ত পরিবর্তন করে ফেলবে, অনেক দেশের ক্ষেত্রেই সেটা হয়েছে। মানুষের জন্যই জাতীয় পতাকা বা সংগীত, পতাকা বা সংগীতের জন্য মানুষ না।
মূল বিষয় হচ্ছে কোন যৌক্তিক গ্রাউন্ডেই আসলে এই গানের পারফর্মারদের নেগেটিভলি নেওয়ার কোন উপায় দেখছিনা, শুধুমাত্র ব্যক্তিগত অনভূতি ছাড়া। তারা জাতীয় সংগীত গায়নি, তারা গেয়েছ রবীন্দ্রসসংগীত, সেটার কপিরাইট শান্তিনিকেতনের ছিল, তারা সেটা ২০০৬ সাল থেকে মনে হয় উন্মুক্ত করে দিয়েছে, এখন যে যেরকম ইচ্ছে সেরকম এক্সপেরিমেন্ট করতে পারবে, সে পাকিস্তানি হোক, আফগানিস্তানি বা বুরুন্ডির হোক, আর ব্রিটিশ হোক। আমরা ব্যক্তিগতভাবে অপছন্দ করতে পারি, যেমনটা অনেকে কোন বিশেষ মুভি বা গানকে অপছন্দ করেন, কিন্তু সেটা নিতান্তই ব্যক্তিগত।
ধন্যবাদ। ভাল থাকুন।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৮
প্রজন্ম৮৬ বলেছেন: তবলচি'র ব্যাকগ্রাউন্ডকে বিশেষভাবে নিচ্ছি বলেই গানটা ভাল লাগার পরও বর্জন করলাম। ঠাকুর বাবু'র গানের প্রতি আমার মোহ নাই। পোস্টে এ নিয়ে লেখেছিও।
কিন্তু ব্রিটস - পাকি এরা কখনোই আমাদের দেশের প্রতি, ভাষা ও সংস্কৃতি'র প্রতি শ্রদ্ধাশীল ছিল না, তাই এখন এদেরই হাতে আমার দেশের জাতীয় সঙ্গীত হিসেবে ব্যাবহার হওয়া গানে যে কোন ধরনের পরিবর্তনের পেছনে ভাল কোন উদ্দেশ্য থাকতে পারে না বলে বিশ্বাস করি, তাই বর্জন।
অবশ্যই ব্যাক্তিগত গ্রাউন্ড থেকেই।
মন্তব্য করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৬
বন্ধুহারা বলেছেন: আজাইরা কেচাল।বাল ছাল কুনানকার।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯
প্রজন্ম৮৬ বলেছেন: আপনাকে এই বালছালের ভেতরই পাইলাম
১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৫
কালা মনের ধলা মানুষ বলেছেন: ভাই, আপনার আবেগ এবং লজিকে ভালো লাগা জানালাম।
কিন্তু আপনিই বলেছেন, ক্ষ যে গানটা গেয়েছে, তা কিন্তু জাতীয় সঙ্গীত নয়, রবীন্দ্র সঙ্গীত। তাই সিম্পল রবীন্দ্র সঙ্গীত হিসেবে দেখলে হয়তো এদের মাফ করে দেয় যায়।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০
প্রজন্ম৮৬ বলেছেন: এদের মাফ করার পরিস্থিতিও তৈরী হয় নাই ভাই। আমি শুধু একজনের উপস্থিতির জন্য গানটা বর্জন করলাম। এর বেশি কিছু না।
১৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪
ধীবর বলেছেন: গানটা শুনেছি , ভালো লাগেনি। আর আমাদের ভাষা আর সংস্কৃতি প্রতি নিয়তই যেখানে ধর্ষিত হচ্ছে, সেখানে ওই একটা মাত্র গান বিকৃতি হলো বোঝার উপর শাকের আটির মতই।
নরাধম ভাই অনেক পুরানো ব্লগার। উনার চিন্তা চেতনার সাথে দ্বিমত করতে পারলাম না।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১
প্রজন্ম৮৬ বলেছেন: নরাধম ভাই আমার অন্যতম প্রিয় ব্লগার। আমারও দ্বিমত নেই তার সাথে।
এই ইস্যুতে আমাদের দৃষ্টিভঙ্গী মিলছে না, এই যা।
১৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮
টয় বয় বলেছেন: লেখক বলেছেন:
প্রথমেই বিএনপি-আওয়ামী লীগের দুনিয়ায় বসবাস করা বাদ দিতে হইবো। এরপর নেতা খ্যাতা'র দিকে না তাকায়া, নিজেরেই এই দেশটার অভিবাবক ভাবতে হবে। দেশটার পরিচয়, সম্পদ, অভাব সব নিজের মনে করতে হবে।
প্রতিদিন কাগজে ২০ বার আর কম্পুতে হইলে ৫০ বার, আমিই বাংলাদেশ, আমিই বাংলাদেশ লেখবেন। ইনশাল্লাহ ৩ মাসের মধ্যে এই ব্লগেরই অন্যান্য পাবলিক আপনার উন্নতি দেখতে পাবে।
=======>> বাংলাদেশকে এত ভালবাসতে বাসতে আপনে চুরির টেকার বস্তা লইয়া ধরা খাওয়া সুরজ্জিতকে আপনি আপনার "আইডল" মনে করেন|
আর সোনালী ব্যাংক লুটকারী, পদ্মা সেতু গায়েবকারী হাসিনাকে ধন্যবাদ ও জানান|
আমি আপনার মত দেশ প্রেমিক আর আজাইরা চেতনাধারী হইতে চাই না
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩২
প্রজন্ম৮৬ বলেছেন: *ল গাছ।
এবার কন কি লেখছি, বাল গাছ না তাল গাছ?
১৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: প্রজন্ম পাকিস্তানি কেউ গাইছে বলেই কোন গান অস্পৃর্শ হয়ে যায় তাহলেতো নোবেল পুরষ্কার প্রাপ্ত পাকিস্তানি বিজ্ঞানি আব্দুস সালামের আবিষ্কার করা পদার্থ বিজ্ঞানের অন্যতম প্রধান তত্ত টিও পড়া বাদ দিতে হবে সকল বাংলাদেশি বিজ্ঞানের ছাত্র-ছাত্রীদের।
আপনার ও সেই ধর্মীয় মৌলবাদীদের মাঝে পার্থক্যটা কোথায় যারা মানুষের মাঝে প্রচার করে বেড়ায় যে অন্য ধর্মাবলাম্নিদের কে হত্যা করতে হবে?
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩
প্রজন্ম৮৬ বলেছেন: আমার সাধ্যের ভেতর আমি বর্জন করলাম, আপনার সিদ্ধান্ত আপনার কাছে।
১৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩
ম্যানিলা নিশি বলেছেন:
আচ্ছা কনতো সোনালি ব্যাংকের চার হাজার কোটি টাকা শুধু কি তানভীর একা খাইছে? এই টাকার ভাগ কি উপর ওয়ালারা পায় নাই?
সরকার পাবলিক রে গত চার বছরে একটার পর একটা বাঁশ দিয়া যাইতেছে কিন্তু পাবলিক টের পায়না কেন জানেন,কারণ আমজনতার দৃষ্টিকে ভিন্ন খাতে ঠেলে দেয়ার মত ইস্যু সরকারের ষ্টকে সবসময় থাকে।
আপনার অবস্থা তো দেখতাছি আরো খারাপ,ইস্যু ছাড়াই এদিক সেদিক নজর দিতেছেন।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪
প্রজন্ম৮৬ বলেছেন: জ্বি আপা
২০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯
১১স্টার বলেছেন: গানটা আমার ও ভালো লেগেছে।
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩
প্রজন্ম৮৬ বলেছেন: ভাল লাগলে ভাল। বর্জন করলে আরো ভাল
২১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫
ভালোছেলে বলেছেন: Robi babu indiar,toblay paki; onner dhar kora gan dia r koto?!!!
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪
প্রজন্ম৮৬ বলেছেন: এইটা একটা কাজের কথা। এ বিষয়ে ভাবতে হবে
২২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮
হুমায়ুন তোরাব বলেছেন: robi babu amar sonar bangla likhbe bangladesh er bipokkhe,blv na hle itihas poren..
sonar bangla te muita dai ami.
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫
প্রজন্ম৮৬ বলেছেন: আপনি লেখেন এ নিয়ে। সকলের উপকার হবে
২৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন: @প্রজন্ম৮৬,
আপনি পোষ্ট টা দিয়েছেন জনসচেতনতা সৃষ্টির উদ্যেশে তাই নয় কি??
আমি আপনার কাছে জানতে চাইছি নোবেল পুরষ্কার প্রাপ্ত পাকিস্তানি পদার্থ বিজ্ঞানি আব্দুস সালামের আবিষ্কার করা পদার্থ বিজ্ঞানের অন্যতম প্রধান তত্ত টিও পড়া বাদ দিতে সকল বাংলাদেশি বিজ্ঞানের ছাত্র-ছাত্রীদের উদ্যেশ্যে একই রকম একটি পোষ্ট করবেন কি না ???
কোন এক পাকিস্তানি বৈজ্ঞানিক সেই তত্ত আবিষ্কার করেছে সুতরাং আমাদের তো সেই তত্ত পড়া উচিত নয় তাই নায় কি ?
ঘুরিয়ে পেচিয়ে না বলে সোজা-সুজি উত্তর দিলে খুশি হব।
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬
প্রজন্ম৮৬ বলেছেন: পদার্থ বিজ্ঞান আর একটা দেশে'র জাতীয় সঙ্গীত ২টার পার্থক্য বের করে চিন্তা করেন। এরপরও আমার সোজা-সুজি উত্তরের প্রয়োজন থাকলে কষ্ট করে বলবেন
২৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬
বিপদেআছি বলেছেন: "গানটা আমারো ভালই লাগছিল! কিন্তু পাকিটারে আইডেন্টিফাই করার পর আর ভাল্লাগে নাই।"
ব্যপার না , বাংগালি জাতীয়তাবদ এখনো matured হয় নাই, সময় লাগবো , তবে আশা রাখি একদিন mature হবেন। চালায় যান , এভাবেই শিখবেন ।
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬
প্রজন্ম৮৬ বলেছেন: দোয়া করবেন।
২৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০
প্রকৌশলী আতিক বলেছেন: গানটা যখন বের হয়েছে তখনই শুনেছি। আমি নিজেও চাইনিজ সার্ভারে আপলোড করে অন্যদের সুযোগ করে দিয়েছি।
ওরা তো জাতীয় সংগীত গায়নি, যখন বলে আমার সোনার বাংলা, কলিজায় গিয়া লাগে।
যতটুকু বুঝছি, একটা বিদেশি ব্যান্ড, নিজেরা নুতন ইন্সট্রুমেন্ট ইউজ করে গানটা করেছেন। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভাল, উনারা তাই করেছেন।
২৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩
শার্লক বলেছেন: শুধু ক্ষ'র গাওয়া গান কেন আপনার তো জাতীয় সঙ্গীতও বর্জন করা উচিত তাই নয় কি? ভারতীয় একজনের লেখা এই গান তার উপর মুক্তিযদ্ধের চেতনায় বিশ্বাসী সেই হিসাবে তো এটা অবশ্যই বর্জনীয়।
২৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬
লিউনেল মেসি বলেছেন: জ্বি আমি মিউজিক বর্জন করি, তবে যদি সেটা বৃষ্টির শব্দ বা প্রাকৃতিক কোন শব্দ হয় সেটা ভিন্ন।
বেশ কিছু বছর আগে খুবই ভক্ত ছিলাম কিন্তু মিউজিকের কুফল জানার পর থেকে একেবারেই ছেড়ে দিয়েছি।
২৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আপনি প্রতি-কমেন্টে বলেছেন : "আপনি যেখানে শিল্পীর সীমাহীনতা দেখছেন, আমি সেখানেই দেখছি উপহাস। এক পাকি আর কয়েক ইংরেজ আমার জাতীয় সঙ্গীতকে আমার মত না করে অন্যভাবে ব্যাবহার করে দেখিয়ে দিল যে, এখনো আমাদের সর্বোচ্চ জাতীয় অনুভুতিগুলোকে ইচ্ছামত পাল্টে ব্যাবহার করার ক্ষমতা ওরা রাখে।"
কঠিনভাবে সহমত এই কথাগুলির সাথে...........
২৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮
আরিফ আরাফাত রুশো বলেছেন: মি জানিনা মানুশের মনে কি আর লোক দেখিয়ে বলে কি আজকাল।!!!যেই জাতীয় সঙ্গিতের কথা বলছেন সেটি যে লেখেছেন উনিও কিন্তু আমাদের দেশে ঢাকা ভার্সিটি প্রতিষ্ঠার সময় বলছিলেন-চাষারা ইউনিভার্সিটি দিয়ে কি করবে? তোওও????
এই সব এবস্ট্রাক্ট দেশপ্রেম বাদ দেওয়া উচিত,রিয়েল লাইফ কিছু বলুন।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫১
লিউনেল মেসি বলেছেন: গানটাতে কি সমস্যা একটু বললে ভাল হয়।
আমি শুনিনি।