![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রয়োজনে মেইল করুন [email protected] । অথবা ফেসবুকে আসুন https://www.facebook.com/projonmo.chiyashi আমি একজন দর্শক মাত্র।কিছু দেখলে বাকি সবাই কে দেখাতে ইচ্ছে জাগে তাই ব্লগ লেখার ইচ্ছা
আসেন, আমরা সবাই রাজপথে নাইমা বিচারের রায়ে'র অর্ডারটা দিয়া আসি।
যেন আগামীতে রাজাকারের আইনজীবিরা উচ্চ আদালত এবং আন্তর্জাতিক মহলে প্রমানসহ বলতে পারে যে, কোর্ট নিরপেক্ষ বিচার করে নাই, নিদৃষ্ট রায় প্রদানের জন্য প্রেশার ছিল।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৮
কামরুল হাসান শািহ বলেছেন: আগামীতে রাজাকারের আইনজীবিরা উচ্চ আদালত এবং আন্তর্জাতিক মহলে প্রমানসহ বলতে পারে যে, কোর্ট নিরপেক্ষ বিচার করে নাই, নিদৃষ্ট রায় প্রদানের জন্য প্রেশার ছিল
আমার তো মনে হয় রাজাকারের আইনজীবিরা আগামীতে এমনিতেই এই কথা বলবে। এখনও তো বলতেছে
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪০
প্রজন্ম৮৬ বলেছেন: এখন বলতেছে একতরফা, কোন প্রমান ছাড়া। কিন্তু এভাবে রাজপথে সমাবেশ করে বিচারের রায় হিসেবে ফাঁসি দাবী করলে তাদের কথা'র পেছনে শক্ত প্রমান তৈরী হবে।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৭
এসকে বলেছেন: আপনার কথা হল যে এই রায় নিয়ে বেশি বারবারি করলে এই ট্রাইবুনাল বিতর্কিত হবে।তাহলে রায় মেনে নিতে বলছেন?
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫০
প্রজন্ম৮৬ বলেছেন: রায়ে মানুষ খুশী হয় নাই। তার বহিঃপ্রকাশ হতে পারে। কিন্তু রায় পরিবর্তন বা দোষীদের শাস্তি হিসেবে ফাঁসি নিশ্চিত করা'র জন্য সভা-সমাবেশ অসমর্থনযোগ্য।
রায় মেনে নেয়াটাই উত্তম
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২২
কামরুল হাসান শািহ বলেছেন: এখন যে আন্দোলনটা হচ্ছে ওইটা তো মনে হয় রায়ে বিরুদ্ধে।
পর্যাপ্ত তথ্য প্রমান কোর্টের হাতে থাকলে ওরা যেখানে ইচ্ছা আপিল করুক লাভ হবে না।
৩৪৪ জনের হত্যার সাথে জড়িত ছিলো এইটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার পরও ফাশি না দিলে মানুষতো রাস্তায় নামবেই।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪
প্রজন্ম৮৬ বলেছেন: এই আন্দোলনের ২টা দিক, একটা পজেটিভ, ১টা নেগেটিভ।
পজেটিভ হইলো যে, এটা সরকারের প্রতি একটা বার্তা যেন এই বিচার নিয়ে কোন রাজনৈতিক কেনা-বেচা না হয়।
নেগেটিভ হইলো, আদালতের উপর বাইরে থেকে প্রেশার ক্রিয়েট করা হইতেছে।
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৯
নজর হাসান বলেছেন: সুযোগসন্ধানী।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬
প্রজন্ম৮৬ বলেছেন: আবেহ কন্ট্রোল করতে না পারলে ফিল্মে নামেন, জাতীয় ইস্যুতে কাউকাউ কইরেন না।
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯
খুব সাধারন একজন বলেছেন: আচ্ছা, চলেন যাই।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬
প্রজন্ম৮৬ বলেছেন: অনেকেই তো গেছে, জয়েন করেন তাদের সাথে
৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭
*কুনোব্যাঙ* বলেছেন: এভাবে চাপ দিলে সরকার হয়তো সুপ্রিম কোর্টে আপিল করবে। তাছাড়া বিদেশে জামাত যেভাবে একতরফা ভাবে তাদের পক্ষের সমর্থন প্রচার করছে সেখানেও একটা চাপ আসবে। আইন তো জনগণের চাহিদা ভিন্ন কিছু না। তাছাড়া দাবী আদায়ে চলমান আন্দোলনের কোন বিকল্প প্রস্তাব আপনার কাছে আছে কি?
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৮
বাকাট্টা বলেছেন: পোষ্ট দুইবার আসছে দয়া করে একটা মুছে দেন ভাই।