![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রয়োজনে মেইল করুন [email protected] । অথবা ফেসবুকে আসুন https://www.facebook.com/projonmo.chiyashi আমি একজন দর্শক মাত্র।কিছু দেখলে বাকি সবাই কে দেখাতে ইচ্ছে জাগে তাই ব্লগ লেখার ইচ্ছা
বিশ্ববিদ্যালয়গুলো কি "ফিজিক্যালি হাই এফিশিয়েন্ট - মেন্টালি অথর্ব হিউম্যানবট উৎপাদন কেন্দ্র" হয়ে যাচ্ছে কি?
আজ দুনিয়াব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর কোথাও মৌলিক বিষয়ে জ্ঞান অণ্বেষন হচ্ছে না। হার্ভাড টু হরগঙ্গা কলেজ, কোথাও না!
ফ্যাকাল্টিদের তাড়া ছাত্রদের খাটিয়ে নিজেদের পেপার পাবলিশিংয়ে, আন্ডারগ্র্যাড স্টুডেন্টদের তাড়া পাশ করে বের হয়ে যাওয়ায়, আর গ্র্যাড স্টুডেন্ট বা ইয়ং রিসার্চারদের একটাই ইচ্ছা, চর্বিত কোন বিষয়ে যে কোন উপায়ে একটা ফোকর বের করে তার রিসার্চটা কোনমতে ডিফেন্ড করা।
মৌলিক কোন বিষয় গবেষনা উপস্থাপন করলে এর উপযোগীতা নিয়ে পেসিমিস্টিক প্রশ্নের সাথে সাথে মেজারমেন্ট/ ভ্যালিডিটি'র কচকচানীর এ্যাটাক আরম্ভ হয়! এমনকি শুধুমাত্র মৌলিক প্রশ্ন করলেও নানা রকমের মেথডের বেড়াজালে আটকে দেয়া যায় সহজেই!
সমাজ বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে জ্ঞান গবেষনা'র ট্রেন্ড নির্ধারন করে দেয়া ইউএস'র স্টেট ডিপার্টমেন্ট বা ইইউ'র ফরেন এ্যাফেয়ার্সে'র কর্মকর্তারা! ন্যাচারাল সায়েন্সে গবেষনা ট্রেন্ড সেট করে, বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানীগুলো!
ট্রেন্ডের বাইরে যাওয়া মানেও বিরাট ঝুঁকি! লাখ লাখ টাকা, সময় ও শ্রম ইনভেস্ট হয়ে যাবার পর, মৌলিক জ্ঞানের খোঁজে কোন মানুষটার পুরো লাইফ এবং ক্যারিয়ার অপারচুনিটি ঝুঁকিতে ফেলার সাহস রয়েছে?
খাঁটি সুখ-দুঃখ, নির্মল হাসি-কান্নাও আজ প্রচন্ড রকমের ম্যাটেরিয়ালিস্টিক। নিশ্চয়ই একজন সচিবের পরিবার আহমেদ ছফাদের পরিজনদের চেয়ে বেশি সচ্ছল জীবন যাপন করার সুযোগ পায়!
কয়জনের সেই সুযোগ আছে দার্শনিক আকর্ষনের টানে নাম এবং মুদ্রা'র আকর্ষন পায়ে মাড়ানো'র? বিশেষ করে রাষ্ট্র, সমাজ, সুহৃদ সবাই যখন অন্যদের ফলো করার মাঝেই 'উচিত' দেখতে পায়।
স্রোতে ভেসেই যদি পেটে যদি চিজ-বাটার থাকে, আর দশজনের মত হলেই যদি হাতে পায়ে নাকে মুখে যদি সিকে, হ্যুগো বস থাকে তাহলে সর্বস্ব ঝুঁকিতে ফেলে মৌলিকত্ব ধোয়া পানি'র আকর্ষনবোধ সম্ভবত পাগলেই করবে!
( ছবিঃ ভার্সিটিগুলোতে যা হয়)
তবুও কিছু পাগল তো থাকেই! কারন তারা মনে করে, অর্জন করতে হলে মৌলিক জ্ঞানই অর্জন করতে হবে, কারন জ্ঞান অর্জনের ধারা'র শুরু এবং প্রসার হয়েছিল শুধু, এবং শুধুমাত্র মৌলিক কিছু অর্জনের লক্ষ্যেই!
সুখের খবর, ইতিহাস আমাদের বলে যে, মৌলিক পাগলরা ছিল, আছে এবং থাকবে!
আতংকের খবর, যে কোন সময়ের চেয়ে বর্তমানে তাদের চরম দুঃসময়!
জ্ঞান বিদ্যা বৃদ্ধি পেয়ে আজ এ পর্যায়ে এসেছে, প্রশ্ন সামনে রেখে, কিন্তু বর্তমানে উত্তর পেছনে রেখে এর প্রসার হচ্ছে!
ভরসা, আগামীদিনের শিশুরা!
১৫ ই জুন, ২০১৩ রাত ২:০১
প্রজন্ম৮৬ বলেছেন: ৫৮৫টা প্রোপোজাল যাদের কাছ থেকে আসছে, তারা কোন ধরনের পড়াশোনা'র প্রোডাকশন সেটাই আমি তুলে ধরতে চেয়েছি।
শিক্ষাঙ্গনগুলো আর মুক্তাঙ্গন নাই।
কোন ধরনের ট্রান্সফরমেশন খুঁজছে মার্কিন সরকারী ফান্ড সোর্সগুলো সেটা সম্পর্কে আমার আসলে ধারনা নাই।
২| ১২ ই জুন, ২০১৩ রাত ১০:৪৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++
১৫ ই জুন, ২০১৩ রাত ২:০২
প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
কলাবাগান১ বলেছেন: অন্য দেশের কথা বলব না... আপনি নিশ্চয় জানেন যে, আমেরিকাতে রির্সাচের ট্রেন্ড সেট করে ফান্ডিং, যা আসে NIH, NSF, DOE, USDA, DOD ইত্যাদি সরকারী এজেন্সী থেকে। খুব কাছে থেকে দেখা ফান্ডিং প্রসেসের অভিজ্ঞতা থেকে বলছি যে almost 85-90% of the grant proposals are declined due to the lack of novelty/poor impact and not being transformative in nature.
নিজের সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে বলছি: NSF এর একটা ডিভিশনে ৫৮৫ টা প্রি-প্রোপোজাল জমা পড়ে, তার থেকে ৮০ জনকে পুরা প্রোপোজাল জমা দেওয়ার জন্য বলা হয়। ফাইনালী, এই ৮০ জনের মধ্যে বড় জোর ১৬-১৭ জন হয়ত ফান্ডটা পাবেন।
So most of the funded research, according to your definition, should fall in the মৌলিক category.
The funded researches are where most of the grad স্টুডেনটস and post-doc researchers work on and I believe, where research trend is set by this kind of competitive grant award, there will always be novel and transformative research
আমাদের দেশের রির্সাচ এই পর্যায়ে যেতে আরো অনেক সময় লাগবে............