নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসার যৌথখামার

অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই

প্রজন্ম৮৬

প্রয়োজনে মেইল করুন [email protected] । অথবা ফেসবুকে আসুন https://www.facebook.com/projonmo.chiyashi আমি একজন দর্শক মাত্র।কিছু দেখলে বাকি সবাই কে দেখাতে ইচ্ছে জাগে তাই ব্লগ লেখার ইচ্ছা

প্রজন্ম৮৬ › বিস্তারিত পোস্টঃ

১৫ই আগস্ট--- অর্ধেক ট্র‌্যাজেডি, অর্ধেক বিপ্লব!!!

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:০০

১৫ই আগস্ট রীতিমত একটি কয়েন, যার সম্পুর্ণ ভিন্ন ২টি দিক সমানভাবেই পরিষ্কার ও গুরুত্বপূর্ণ।

---

অস্বীকার করা'র বিন্দুমাত্র উপায় নেই যে, স্বপরিবারে ব্যাক্তি বঙ্গবন্ধু'র নির্মম হত্যা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জা'র ও দুঃখে'র।



কিন্তু একইসাথে শেখ মুজিবুর রহমানের মৃত্যু বাংলাদেশে'র প্রথম বিপ্লবও বটে। যা দেশ ও জাতি'কে চুড়ান্ত অধঃপতন থেকে রক্ষা করে।

---

ঘটনাটা যতটুকু আভ্যন্তরীন, তার চেয়ে বেশি আন্তর্জাতিক।



তৎকালীন বিশ্বে'র দরিদ্র দেশগুলো'র একটাতেও স্বাভাবিক শাষন চলছিল না, ছিল হয় একনায়কতন্ত্র অথবা স্বৈরতন্ত্র।



পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, মধ্য প্রাচ্য, সমগ্র আফ্রিকা, লাতিন আমেরিকাজুড়ে ছিল একই চিত্র এবং একনায়কগণ ছিলেন সোভিয়েত সমর্থিত সমাজতন্ত্রী আর স্বৈরাচারীরা ছিল মার্কিন সমর্থক সামরিক নেতা।



বিশ্ব ছিল ২ ভাগে বিভক্ত, মার্কিন ব্লক (ক্যাপিটালিস্ট) যাতে ছিল নর্থ আমেরিকা মানে যুক্তরাষ্ট্র-কানাডা ও পশ্চিম ইউরোপ, যাদের নামকরন করা হয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ড, আর সেকেন্ড ওয়ার্ল্ডে ছিল পূর্ব ইউরোপ, রাশিয়াসহ সোভিয়েত দেশগুলো।

---



সোভিয়েত ব্লকের সাহায্যে আমরা স্বাধীনতা অর্জন করি, এবং বঙ্গবন্ধু তার বলকান বন্ধু মার্শাল টিটো'র অনুকরনে 'বাকশাল' এর মাধ্যমে একনায়তন্ত্র চালু করে।



বাংলাদেশের মানুষ সম্পূর্নভাবে সেই শাষনব্যাবস্থাসহ বঙ্গবন্ধু'কে প্রত্যাখ্যান করে এবং বঙ্গবন্ধু ক্রমশ শুধুমাত্র শেখ মুজিব হয়ে যায়।

---



মানুষ যখন চুড়ান্ত ক্ষুদ্ধ তখনই বিভৎস হত্যাকান্ডে'র মাধ্যমে হয়ে যায় বাংলাদেশে'র প্রথম বিপ্লব।



বাংলাদেশ সমাজতান্ত্রিক বিশ্বে পুরোপুরি ঢোকার আগেই পুঁজিবাদি গণতান্ত্রিক পথে প্রবেশ করে।

---



ইতিহাসে ১৫ই আগস্ট অবশ্যই একটি ডিসটিংগুইশড ইভেন্ট। একে ভিন্ন ভিন্ন রুপে বিবেচনা করার সুযোগ চিরকালই থাকবে।



এটা ঐতিহাসিক ব্যাক্তিত্বে'র ব্যাক্তিগত কাহিনি হিসেবে একটি ট্র‌্যাজেডি এবং সামাজিক রাজনৈতিক ঘটনা হিসেবে একটি বিপ্লব হয়েই থাকবে।

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:১০

অজয় বলেছেন: বাংলাদেশের মানুষ সম্পূর্নভাবে সেই শাষনব্যাবস্থাসহ বঙ্গবন্ধু'কে প্রত্যাখ্যান করে [/sb

সবাই এভাবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ বলা বন্ধ করু্ন দয়া করে..তখন আপনি কি জরীপ করেছিলেন???? নাকি কোথাও কোন জরীপ পেয়েছেন?????
কথাগুলোর যুক্তি সঙ্গত উত্তর আশা করছি.।।।
আর আপনার একটা ধন্যবাদ প্রাপ্য এই সুন্দর লেখাটির জন্য

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৪

প্রজন্ম৮৬ বলেছেন: আহমেদ ছফা, বদরুদ্দিন উমর, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, মাওলানা ভাসানী প্রমুখদের লেখা, সাক্ষাৎকার, ভিডিও ইত্যাদি দেখলে লক্ষ্য করা যায় যে ভিন্ন ভিন্ন মতবাদের এসব মানুষগুলো'র অভিন্ন আক্ষেপ-হতাশা ও ক্ষোভ ছিল শেখ মুজিবের শাষনামল নিয়ে।

সুতরাং তাদের'কে মানুষের প্রতিনিধি হিসেবে গণ্য করেই বললাম, দেশের মানুষ বঙ্গবন্ধু'র প্রবর্তিত 'বাকশাল' নামক শাষনব্যাবস্থাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছিল।

আর বাকশাল যে প্রত্যাখ্যাত হয়েছিল সেটা নিয়া কাউকেই আমি সন্দিহান হতে দেখি নাই আজ পর্যন্ত।

আপনাকেও ধন্যবাদ

২| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৭

এস দেওয়ান বলেছেন: কিসের বিপ্লব ? কার বিপ্লব ? রাজাকার আর স্বাধীনতা বিরোধীদের ক্ষকতায় যাবার বিপ্লব হয়তো হতে পারে । বর্তমানে যেই গণতন্ত্র দেশে চলছে এমন রকম গণতন্ত্র সাধারণ মানুষের জন্য অভিশাপ ছাড়া আর কিছুই না । হরতালের মাধ্যমে মানুষের শ্বাস রুদ্ধ করে ফেলেছে আপনার মতো তথা কথগিত গণতন্ত্র বাদীরা । এই রকম গণতন্ত্র নেতাদের ক্ষমতায় যাবার পথ সুগম করে মাত্র, এতে সাধারণ মানুষের কোনো স্বার্থ নেই ।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩১

প্রজন্ম৮৬ বলেছেন: গণতন্ত্র??? ৭৫ এ গণতন্ত্র পাইলেন কোথায়? বাকশাল নামক একনায়কতন্ত্রে'র পতনের কারনেই ঐ ঘটনাকে বিপ্লব বলে আখ্যায়িত করা হয়েছে।

সেজন্যই বললাম, বঙ্গবন্ধু'কে স্বপরিবারে হত্যা ছিল ট্র্যাজেডি আর একনায়কতন্ত্রে'র ইতি ছিল, বিপ্লব।

৩| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৭

এস এম আর পি জুয়েল বলেছেন: নাহ আপনার সাথে একমত হতে পারলাম না , এসব লেখা তথ্যবহুল হওয়া উচিত । হুদাই লিখা দিলেই তো হইব না ।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩২

প্রজন্ম৮৬ বলেছেন: আবার পড়েন

৪| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৮

রাফা বলেছেন: খুনি, চোর, ডাকাত কখনই নিজেকে অপরাধী মনে করেনা।
ঠিক তেমনি যার যার অবস্থান পরিস্কার হোয়ে যায় সময় মত।
কার বিপ্লব কেমন বিপ্লব?অপ পাকিস্তান বানানোর বিপ্লব ..

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৬

প্রজন্ম৮৬ বলেছেন: আপনার অবস্থান অনেক আগেই পরিষ্কার হয়ে গেছে :)

আপনাকে বললেও বুঝবেন না, তাই বিপ্লবের ব্যাখ্যা দেবার চেষ্টা করলাম। তবুও জানতে ইচ্ছে করলে ৩ নং মন্তব্যের উত্তরটা দেখতে পারেন

৫| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৩

আমি ভূমিপুত্র বলেছেন: @ এস দেওয়ান,
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত যুদ্ধাপরাধী খান এ সবুরকে মুক্তি দিয়েছিলেন শেখ মুজিব ৫ ডিসেম্বর ১৯৭৩ - Nurul Momen, Bangladesh, the first four years (from 16 december 1971- 15 December 1975), Pg. 85

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পীস কমিটির কনভেনর কুখ্যাত যুদ্ধাপরাধী খাজা খায়েরুদ্দিনকে মুক্তি দিয়েছিলেন শেখ মুজিব ৭ ডিসেম্বর ১৯৭৩ - Nurul Momen, Bangladesh, the first four years (from 16 december 1971- 15 December 1975), Pg. 85

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত যুদ্ধাপরাধী গভর্নর মালিককে মুক্তি দিয়েছিলেন শেখ মুজিব - Nurul Momen, Bangladesh, the first four years (from 16 december 1971- 15 December 1975), Pg. 44

শাহ আজিজ ও শর্ষিণার পীরের মুক্তিলাভ - দৈনিক বাংলা ১ ডিসেম্বর ১৯৭৩

রাজাকার আবদুল আলীমকে জয়পুরহাট সুগার মিলের পরিচালক নিযুক্ত করেন শেখ মুজিব
রাজাকার আবদুল আলীম জয়পুরহাট সুগার মিলের পরিচালক "১৯৭৪ সালে"

@ রাফা,
ক্র্যাকডাউনের মাত্র ৩ দিন আগে ২২শে মার্চ ১৯৭১ শেখ মুজিব - ইয়াহিয়া কন্সিলিয়েশন মিটিং - মুজিব বলতেছেন "প্রায় সফল"

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:০২

প্রজন্ম৮৬ বলেছেন: :)

৬| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৮

কলাবাগান১ বলেছেন: Conciliation চেস্টা করাতে কি এখন বঙ্গবন্ধুকেও রাজাকার বলবেন???
@আমি ভুমিপুত্র

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৪

প্রজন্ম৮৬ বলেছেন: এই কাজের জন্য আপনারা তো অনেককেই বলেন, সেই ডাবল স্ট্যান্ডার্ডটি যে কাঙ্খিত না, তিনি সম্ভবত সেটাই বুঝিয়েছে

৭| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:১১

অন্য কথা বলেছেন: আমরা ধানের শীষ আর নৌকা নিয়া মাথা ফাটাই আর অন্যদিকে ফালু ,আবুল, মামুন, লোটাস আরও কতো নেতাদের মিলেমিশে চলে টাকা কামাই । কম আর বেশি ।

আমরা কবে যে মানুষ হবো ?

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৩

প্রজন্ম৮৬ বলেছেন: যেদিন বেহেশতে যাবো

৮| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:১২

আমি ভূমিপুত্র বলেছেন: @ কলাবাগান১,
অপ পাকিস্তান বানানোর বিপ্লব ..

রাফা সাহেবকে জিজ্ঞাসা করুন প্লিজ....

বঙ্গবন্ধুকেও রাজাকার কইতে পারবো খালি শাহবাগী বিরানিখোররা যাগো কুনুকালেই মুক্তিযুদ্ধে যাওনের সুযোগ ছিলনা আর থাকলেও তারা যাইতো না...

৯| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৯

ফাহীম দেওয়ান বলেছেন: কালের ধুলায় ঢেকে যাওয়া বঙ্গবন্ধুর জীবনের শেষ ভাষণ (এ ভাষণ নয়, বাংলার ইতিহাস)


পড়েই দেখুন নিজে এবং নিজেকে জোড় করে করানো বিশ্বাস থেকে বের হয়ে স্বাধীন ভাবে নিজের বিবেক কে বিশ্বাস করতে দিন। যেভাবে লিখেছেন মাত্র ৫ - ৬ মাসের বাকশাল শাসনামলে পরিকল্পনা বাস্তবায়নের "ব" শুরুর আগেই জনগনের নাভিশ্বাস উঠে গিয়েছিলো ? যে গাছকে বাড়তেই দিলেন না, তার ফল হবার আগেই তাকে বিষ বলে গাছ কেটে ফেললেন আর গাছটাকে মিথ্যা অপবাদ দেয়া ছাড়া তো বিএনপি আর জামাতের আর কিছু নেই, যা কিছু আছে তার সবটাই এদেশ নিয়ে ষড়যন্ত্র আর বংগবন্ধুকে আর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ।

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৫

প্রজন্ম৮৬ বলেছেন: আপনার বোঝা উচিত ঐ ৫-৬ মাস কি পরিমান ভয়াবহ ছিল যে তাতেই মানুষের প্রাণ বায়ু বের হয়ে যাবার অবস্থা হয়েছিল।

১০| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪৭

আমি ভূমিপুত্র বলেছেন: @ ফাহীম দেওয়ান,

বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচার / মাফ দুইটাই করছিলেন,আপনি যেইটারে নিয়া শান্তি পাইবেন সেইটারে মানবেন....
উনি গণতন্ত্রের জন্য সারাটাজীবন লড়াই কইরা একদলীয় নিকৃষ্ঠ ফ্যাসিজম চালু করসিলেন,আপনি যেইটারে নিয়া শান্তি পাইবেন সেইটারে মানবেন....

এইখানে বিএনপি আর জামাতেরে পাইলেন কই ?

১১| ১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:২০

সাইফুল আলী বলেছেন: শেখ মুজিব হত্যাকান্ডের ১২ জন অভিযুক্তের ৭ জনই বীর মুক্তিযোদ্ধ।মুক্তিযোদ্ধারা দেশকে পাকিস্তান বানাবে এ রকমের হাস্যকর কথা আমি কোনদিনও শুনি নি।আওয়ামী লীগকে শেখ সাহেব নিজেই বাকশাল তৈরির মাধ্যমে হত্যা করেছিলো।পরবর্তীতে জিয়াউর রহমান বহুদলীয় গনতন্ত্র সৃষ্টির মাধ্যমে আওয়ামী লীগ এবং জামাতকের মত উগ্রবাদী সাম্প্রদায়িক দলকে রাজনীতিতে আসার সুযোগ করে দেয়।সে হিসেবে জিয়াউর রহমান আওয়ামী লীগের দ্বিতীয় পিতা।সন্দেহ নেই তার এই কাজটিই ছিলো তার জীবনের সবচেয়ে বড় ভুল

পোস্ট এ +++ দিয়ে গেলাম :)



১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১১

প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ :)

১২| ১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৩২

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: আমি জানি আপনার সাথে আমার দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। তাও পোস্ট টা খুব ছোট হলেও, আপনার পোস্টের ম্যাসেজ টা খুব শক্তিশালী।

ঈদ মুবারক, ভাল থাকবেন।

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১১

প্রজন্ম৮৬ বলেছেন: ঈদ মুবারক, আপনিও ভাল থাকবেন

১৩| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১২

প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ ভাই

১৪| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১২

রোহান খান বলেছেন: আল্লাহর একনায়ক তন্ত্রকে বিশ্বাস করলেও বাকশাল মানতে কস্ট হয় আবার সমাজতন্ত্রের রুদ্ধদার বিশিষ্ট মিটিংরুম গুলোতে মানব সভ্যতার আড়ালে যেসব সিদ্ধান্ত হয় তাও দেখে ভয় পাই। আমরা শুধু চাই একজন নেতা যে আমাদের দেশের সাথে সাথে জনগনকেও সচ্ছলতা দান করতে পারবে। বর্তমান বিশ্বে আসলে এ দু ব্যাবস্তাই সাংঘর্সিক রুপ ধারন করেছে। কেয়ামত আসন্ন। বাচার উপায় কারও নেই।

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৩

প্রজন্ম৮৬ বলেছেন: আল্লাহ অতিমানবিক, তার একক স্বত্বা'র সাথে জাগতিক একনায়কতন্ত্র'কে একাকার করার সুযোগ নেই।

হতাশ না হয়ে আশাবাদি হই, আল্লাহ'র কাছে দোয়া করি যেন মানুষকে সঠিক পথে পরিচালিত করে।

১৫| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৭

বোধহীন স্বপ্ন বলেছেন: আমি ভূমিপুত্র বলেছেন: @ ফাহীম দেওয়ান,

বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচার / মাফ দুইটাই করছিলেন,আপনি যেইটারে নিয়া শান্তি পাইবেন সেইটারে মানবেন....
উনি গণতন্ত্রের জন্য সারাটাজীবন লড়াই কইরা একদলীয় নিকৃষ্ঠ ফ্যাসিজম চালু করসিলেন,আপনি যেইটারে নিয়া শান্তি পাইবেন সেইটারে মানবেন....

এইখানে বিএনপি আর জামাতেরে পাইলেন কই ?


এইটাই হইল আসল কথা, সব বিতর্কের অবসান এইখানেই । ছোট হলেও পোস্টটা বিশ্লেষণী, ভালো লাগল

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৯

প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ :)

১৬| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৫

মাজহারুল হুসাইন বলেছেন: ধন্যবাদ ।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৯

প্রজন্ম৮৬ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.