![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!
##আলবেরট্টো করডা জন্ম হাভানা কিউবাতে ৯ সেপ্টেম্বর ১৯২৮!!
## বাবা রেলওয়ের কর্মচারী ছিলেন!!
## কিশোর বয়সে বিভিন্ন কাজের পাশাপাশি তিনি এক ফটোগ্রাফারের ব্যাক্তিগত সহকারি হিসাবে কাজ করতেন!!
##তিনি ১৯৫৯-১৯৬৮ সাল পর্যন্ত ফিদেল কাস্ত্রোর ব্যক্তিগত আলোকচিত্রী ছিলেন!!
##
৫ মে ১৯৬০ সালে তিনি চে গুয়েভারার একটি ছবি তুলেন যা সমগ্র বিশ্বব্যাপী বিখ্যাত হয় এবং এমনকি মেরিল্যান্ড ইনস্টিটিউট অফ আর্ট দ্বারা বিংশ শতাব্দীর বিখ্যাত চিত্র" বলিয়া গণ্য হয়েছে!!
## এই ছবির জন্য তিনি বিখ্যাত হলেও এই ছবির জন্য তিনি কখনো অর্থ চায়নি!!
##তার প্রথম স্ত্রী. Natalia Menendez কিউবার প্রথম ফ্যাশান নারী মডেল!!
##
১৯৯৮ সালে পোপ জন পল(২য়) যখন কিউবা পরিদর্শনে আসেন তখন তার একটি ছবি আলবেরট্টো করডা তুলেন!! এটি ছিলো তার শেষ বিখ্যাত কাজ!!
## ২০০০ সালে Smirnoff Vodka মদের বিজ্ঞাপনী প্রচারণে এবং সনি কম্পানি সিডি কভারে তার বিখ্যাত ছবি ব্যাবহারের কারনে তিনি মামলা করেন এবং মামলা জিতেন!!
## তিনি ২৫ শে মে ২০০০ এ প্যারিসে তার কাজের একটি প্রদর্শনী সময়ে মারা যান!! তার ঘনিষ্ঠ বন্ধু ফিদেল কাস্ত্রো তার অন্ত্যেষ্টিক্রিয়া সময় উপস্থিত ছিলেন!!
এইবার আসুন আমরা তার বিখ্যাত কিছু ছবি দেখিঃ
১৯৫৯
১৯৫৮
১৯৫৮
১৯৫৯
১৯৫৯
১৯৫৯
১৯৫৯
১৯৬০
১৯৬০
ছবি তোলার সময় জানা যায় নাই!!
ছবি তোলার সময় জানা যায় নাই!!
ছবি তোলার সময় জানা যায় নাই!!
ছবি তোলার সময় জানা যায় নাই!!
ছবি তোলার সময় জানা যায় নাই!!
**অনেক কষ্ট করে পোষ্টটি করেছি তাই ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন!!! **
২১ শে এপ্রিল, ২০১২ রাত ১০:১৮
পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!
২| ২১ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪০
জিয়া চৌধুরী বলেছেন: দারুন কিছু ছবি দেখালেন। অনেক ধন্যবাদ।
২১ শে এপ্রিল, ২০১২ রাত ১০:১৯
পথহারা নাবিক বলেছেন: সবাই মনে হয় ছবিগুলোর মানে বুঝে না তাই পোষ্টে হিট কম!!
৩| ২১ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৫৬
মামুন হতভাগা বলেছেন: তিনি ১৯৬৯-১৯৬৮ সাল পর্যন্ত ফিদেল কাস্ত্রোর ব্যক্তিগত আলোকচিত্রী ছিলেন!!
.............................................
সালটা ঠিক করে দেন,পোস্টে প্লাস
২১ শে এপ্রিল, ২০১২ রাত ১০:২১
পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ ভাই ভুলটা ধরে দেবার জন্য!! ঠিক করে দিচ্ছি এখনি!!
৪| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৪৫
আরজু পনি বলেছেন:
ইস্! ছবিগুলো দেখে অসম্ভব মন খারাপ হয়ে গেল।
আমি কিউবা থেকে চে-র ছবিওয়ালা একটা বাঁশের মগ গিফট পেয়েছি , কেমন যেন খুব আপন মনে হয়, বিপ্লবী ছিলেন বলেই হয়তো।
চে-র জন্যে রইলো রেড স্যালুট।
আপনাকে অনেক ধন্যবাদ এমন একটি পোস্ট শেয়ারের জন্যে।
২১ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৫২
পথহারা নাবিক বলেছেন: এই খারাপ লোকটা (আমেরিকানদের চোখে) সারা জীবন মেহনতি, নিপীড়িত মানুষের জন্য সংগ্রাম করে গেল কিন্তু নিজে কি পেলো!!! যা পেয়েছে তা সারা পৃথিবীর সব কিছু দিয়ে কেনা যায় না!!!
৫| ২২ শে এপ্রিল, ২০১২ রাত ১:১২
চাটিকিয়াং রুমান বলেছেন: +++
২২ শে এপ্রিল, ২০১২ রাত ২:৪৩
পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ ভাই!!!
৬| ২২ শে এপ্রিল, ২০১২ রাত ৩:২৮
অ্যামাটার বলেছেন: ইতিহাসের অংশ!
২২ শে এপ্রিল, ২০১২ রাত ৩:৪৮
পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!
৭| ২২ শে এপ্রিল, ২০১২ রাত ৩:৩১
কাউসার রুশো বলেছেন: দারুন পোস্ট দিয়েছেন!
+++
২২ শে এপ্রিল, ২০১২ রাত ৩:৪৮
পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!!
৮| ২৩ শে এপ্রিল, ২০১২ সকাল ৯:৪৯
সাজিদ ঢাকা বলেছেন: সুন্দর ++++++
২৩ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৩১
পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!!
৯| ৩০ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৩৫
েমা ফয়সাল হাসনাইন বলেছেন: +++++++্
০৬ ই মে, ২০১২ সকাল ৮:২২
পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!
১০| ০৯ ই মে, ২০১২ ভোর ৫:৩৬
খামখেয়ালী বলেছেন: একটু কাকতালীয় ব্যাপার-
Click This Link
Click This Link
১১| ১২ ই জুন, ২০১২ দুপুর ১:৪৮
রুহান রুহান বলেছেন: সমৃদ্ধ সংগ্রহশালা। ধন্যবাদ আপনাকে।
১২| ৩০ শে জুন, ২০১২ রাত ৩:৩৪
আলফা-কণা বলেছেন: +
১৩| ০৮ ই আগস্ট, ২০১২ রাত ৯:১০
রাজীব নুর বলেছেন: দারুন লাগল ।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:২৯
বিরোধী দল বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++