নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:(

বকলম

ঘর কুনো

আমি কিছুই না।

ঘর কুনো › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ আন্দোলন সফল। এবার শুরু ক্রেডিট নিয়ে টানাটানি।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৫



প্রজন্ম চত্বরের আন্দোলন ১০০% সফল।

ঘুরে গেছেন অনেক নামীদামী ব্যাক্তিত্ত।



এখন শুরু হবে এই আন্দোলনে কার কতটা ক্রেডিট তা নিয়ে টানাটানি।



বিভিন্ন ফেসবুক বাবাদের চেলা চামুন্ডারা অলরেডি শুরু করেছেন।



আপনি কার সাপোর্টে আছেন?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: বাঙ্গালীর জন্মগত দোষ। কিছু করার নাই।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪০

ঘর কুনো বলেছেন: দুঃখজনক

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪১

চেয়ারম্যান০০৭ বলেছেন: নিক্তি বাটখারা নিয়া সবাই ভাগেজোখে ব্যাস্ত হইয়া গেছে অলরেডি /:)

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৩

কালো স্বপ্ন বলেছেন: ক্রেডিট ১০০% ব্লগার ও অনলাইন এক্টিভিষ্টদের।অন্যকেউ ক্রেডিট নিয়া টানাটানি করলে থপড়া খাইবো।তবে এই অান্দোলন যেহেতু ১১০%সফল হয়েছে সেহেতু ক্রেডিটও ১১০%।তাই সবার সম্মতিক্রমে বাকি ১০% ক্রেডিট তাদের দেয়া যায় যারা এই অন্দোলনে সংহতি প্রকাশ করেছেন।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪২

পথহারা সৈকত বলেছেন: ক্রেডিট ১০০% ব্লগার ও অনলাইন এক্টিভিষ্টদের।ক্রেডিট ১০০% ব্লগার ও অনলাইন এক্টিভিষ্টদের।ক্রেডিট ১০০% ব্লগার ও অনলাইন এক্টিভিষ্টদের।ক্রেডিট ১০০% ব্লগার ও অনলাইন এক্টিভিষ্টদের।ক্রেডিট ১০০% ব্লগার ও অনলাইন এক্টিভিষ্টদের।ক্রেডিট ১০০% ব্লগার ও অনলাইন এক্টিভিষ্টদের।ক্রেডিট ১০০% ব্লগার ও অনলাইন এক্টিভিষ্টদের।ক্রেডিট ১০০% ব্লগার ও অনলাইন এক্টিভিষ্টদের।ক্রেডিট ১০০% ব্লগার ও অনলাইন এক্টিভিষ্টদের।ক্রেডিট ১০০% ব্লগার ও অনলাইন এক্টিভিষ্টদের।ক্রেডিট ১০০% ব্লগার ও অনলাইন এক্টিভিষ্টদের।ক্রেডিট ১০০% ব্লগার ও অনলাইন এক্টিভিষ্টদের।ক্রেডিট ১০০% ব্লগার ও অনলাইন এক্টিভিষ্টদের।ক্রেডিট ১০০% ব্লগার ও অনলাইন এক্টিভিষ্টদের।ক্রেডিট ১০০% ব্লগার ও অনলাইন এক্টিভিষ্টদের।

৫| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৮

ভুল উচ্ছাস বলেছেন: মজা পাচ্ছি ইহাদের আচরনে। দুর্যোধন ভাইয়ের স্ট্যাটাসে আগেই আভাস পেয়েছি উনিও বেচারা নিজেকে ব্যাক বেঞ্চার হিসেবে এসব ভাগ বাটোয়ারা থেকে সরে দাড়িয়েছেন। আর আন্দোলন ১০০ ভাগ সফল এইটা আপনারে কে বলছে?

জাশি এখনো নিষিদ্ধ হইছে?


ভাগ বাটোয়ারা সেই কবেই শুরু হইছে। এরা সবাই বিনুদুন দাতা।

৬| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।

এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link

দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।

৭| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৭

জেমস বন্ড বলেছেন: শ্রদ্ধেয় সামুর মডারেটর গণ -

মশা দেখি এখানে ওখানে লেদাচ্ছে , এখন যদি এই ব্লগের "জানা" আফারে নিয়া লেদাইতো তাইলে তো ঠিকই মডুগন ব্যান কইরা দিতো । যেহেতু বেবস্তা নিচ্ছে না তা হলে কি ধরে নেবো মডারেটরগন দের সু দৃষ্টির ছায়ায় মশা মিয়া এরাম করছে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.