![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখতে ভালবাসি
জীবনে সেন্ট মার্টিন্স গিয়েছি একবার। সত্যি বলতে বাংলাদেশে যদি একটি ভুবন ভোলানো্ সীবিচ থেকে থাকে তাহলে সেটি এই সেন্ট মার্টিন্স আইল্যান্ডের সী বিচ। এখানেই কয়েকদিন আগে ঘটে যাওয়া আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয় এর ছয় ছাত্রের মৃত্যু আমাদের সবাইকেই অনেক মর্মাহত করেছে। অন্যদে্র থেকেও বেশী মর্মাহত হবেন আপনি, যখন আপনি শুনবেন যে সেই ঘটনাস্থল এলাকাটি থেকে পূর্বেও ঘুরে এসেছেন এবং আপনি কোনো ভাবেই বিশ্বাস করতে পারবেন না যে এতো সুন্দর একটি যায়গায় একসাথে ছয়জন ছাত্র মারা যাওয়ার মত দূঘটনা ঘটতে পারে। এই জন্যই লিখতে বসেছি ঐ ঘটনাস্থলটির বিশেষত্ব নিয়ে।
উপরের ছবি তে লাল চিহ্নিত এলাকাটিতেই ঘটেছিল কিছুদিন আগের সেই মর্মাহত ঘটনাটি। পুরো সেন্ট মার্টিন্স আইল্যান্ডের মধ্যে সবচেয়ে সুন্দর বীচ এই জায়গাটা। কারণ দ্বীপটির অন্যান্য পাশের সীবিচ এর মত এখানে নেই কোনো ধারালো প্রবাল, আছে শুধু পরিষ্কার নীল পানি। হোটেল প্রাসাদ প্যারাডাইস এর সামনের গলি দিয়ে সোজা হেটে গেলেই পাবেন এলাকাটি।
লাল চিহ্নিত বিচ এলাকাটির বিশেষত্ব এই যে, এখান পানির গভীরতা অনেক কম। কক্সবাজারের সী বিচ এ নামলে যেমন খুব কম দূরত্বেই কোমর সমান পানির গভীরতা পাওয়া যায়, একটু দূরেই উচু উচু ঢেউ দেখা যায় এখানে ঠিক তার উল্টো। লাল চিহ্নিত এলাকাটিতে বিচ এর ঢাল এতটাই কম যে বড়জোর হাটু পানিতেই অনেকটা সমুদ্রের ভিতরে অনায়াসে হেটে যেতে পারবেন। এর কারণ এখানে কক্সবাজার এর বিচ এর মত উচু ঢেউ নেই। বরঞ্চ আছে শান্ত নীল পানি। এরকম শান্ত, কম গভীরতার সী বিচ দেখলেই আপনি একটু গভীরে (যতক্ষণ কোমর পানি থাকে) যাওয়ার দুঃসাহস দেখানোর ইচ্ছা পোষন করতেই পারেন। কারণ পানি পায়ের কাছে যতক্ষন কম থাকে এবং যতক্ষণ আপাত দৃষ্টিতে বর্ননাতীত সৌন্দর্যের শান্ত নীল সমুদ্র দেখা যায় ততক্ষন শুধু সমুদ্রের ভিতরের দিকেই যেতে ইচ্ছে হয় (ব্যক্তিগত অভিজ্ঞতা)। আমি নিজে যখন ঠিক এই এলাকাটির পানিতে প্রথমবার নামি তখন শুধু ইচ্ছে করছিল আরেটু ভেতরে যাই, আরেকটু ভেতরে যাই। কিন্তু আশেপাশে মানুষজন কম থাকায় এবং আমি নিজে একা থাকায় বেশীদূর যাওয়ার সাহস করতে পারি নাই। যাই হোক, লাল চিহ্নিত এলাকাটিতে পানির গভীরতা কম হলেও একটু ভিতরের দিকে যে কোনো জায়গাতে পানির নিচে গর্ত থাকতেই পারে। সেটা কোথাও চিহ্নিত করা নেই এখানে। একই কথা প্রযোজ্য "ছেড়া দ্বীপ" এর সীবিচ এর ক্ষেত্রেও । তাই এসব এলাকায় যখন পানিতে নামবেন তখন নিজেকে একটু সতর্ক অবস্থায় রাখবেন। অচেনা যায়গায় যেকোনো কিছুই আ্পনার অজানা। পানির নিচে কোথায় কি আছে সেটাও আমাদের অজানা। আর যেকোন অনাকাঙ্খিত দূঘটনা আপনার পরিবারকে যেমন কাদিয়ে যায়, আপনার কাছের মানুষগুলোকেও ঠিক ততটাই ব্যথিত করে। আমরা চাইনা আ্মাদের কাছের মানুষগুলো এভাবে হারিয়ে যাক।
সকলের সেন্ট মার্টিন্স যাত্রা শুভ হোক।।
২| ২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫২
স্বপ্নস্বাধীন বলেছেন: আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয় এর ছয় ছাত্রের মৃত্যুতে আমরা সবাই দুঃখিত। এই ঘটনার কিছু দিন আগেই ভ্রমন করে আসলাম সেন্ট মার্টিন্স থেকে। ভাবতেই ভয় লাগে যে, ঐ স্থানটিতেই আমরা দিনের বেশির ভাগ সময় কাটিয়েছিলাম
৩| ২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০২
কৌশিক মল্লিক বলেছেন: াই আপনার কথা একদম সত্যি। গতবার আমি যখন সেন্ট মার্টিন্স ছিলাম তখন ঐখানেই গোসল করছিলাম। সত্যি কথা বলতে জায়গাটা খুবই সুন্দর এবং আমার কাছে জায়গাটা বিপদজনক মনে হয়নি। পানির গভীরতা কম আর স্রোত ও কম বিধায় সাতার না জেনেও গোসল করতে নামি, আমি আর আমার বন্ধু বুক সমান পানি পর্যন্ত ছলে যাই। কিন্তু এখন ত ভেবেই ভয় লাগতাছে যে আমি ঠিক একি জায়গায় ছিলাম। যদিও প্রবাল এর উপর Photo Shoot করার সময় ........................ আমাদের সবার Mobile পানিতে ভিজে নষ্ট হয়ে যায়।
৪| ২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৩
কমল০০৭ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২০
নাহিদ তামিম বলেছেন: ভাই নীল পানি পাইলেন কৈ আপনি???