![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রায় সব লেখাই সংগৃহীত,পরিবর্তিত ও পরিমার্জিত।
১জন জনপ্রতিনিধি কতটুকু ক্ষমতাবান?
তা আমরা নোয়াখালীবাসী কখনই জানতাম না, যদি আওয়ামীলীগের ১জন নির্বাচিত ও অনির্বাচিত (একই জন) এমপি সদর আসনে না থাকতেন।
জন্মের পরে থেকে আমরা ১জন (শাহজাহান) বিএনপি এমপিকে দেখে আসছিলাম। ক্ষমতায় থাকলেও উনার পেশীশক্তি ও যেমন দেখিনি,তেমনি কোন উন্নয়নমূলক কাজ
(যা চোখে পরার মতো) তাও ছিলনা। রাজনীিতর কর্মসূচি ও ছিলনা বললেই চলে। ফলে দাঙ্গা, হাঙ্গামা প্রায় নিষ্ক্রিয় ছিল। উনি হয়তো ভেবেছিলেন নোয়াখালী সদর আসনে উনি ছাড়া আর বিকল্প আসবে না।তাই হয়তোবা ক্ষমতার প্রয়োগ বেশী করার দরকার মনে করেন নি।
কিন্তু ক্ষমতায় চিরস্থায়ী বলে কিছুই নাই। বিএনপিও নিশ্চয়ই কখনই চিন্তা করেনি,তাদের এই অবস্থা এত ভয়াভয় হবে।
১বারের মতো আওয়ামীলীগের এমপি পেয়ে আমরা অনেকেই খুশি ছিলাম, যাক অন্তত এবার অনেক ভালো ভালো কাজ হবে। কারন আসন তো বিএনপির ,
মেজর মান্নান(বিকল্প ধারা) আর এমপি শাহজাহান এর ভোটের যুদ্ধে ১বারের মতো আসনের বাহিরের ১জনের সুযোগ পাওয়া প্রায় দিবাস্বপ্নের মতো। তাই উনাকে কাজ করতেই হবে।
কাজ উনি করেছেন ,অস্বীকার করা যাবে না। সুবর্ণ চরে নাকি সবপাকা রাস্তা হয়ে গেছে, এমনকি টয়লেটের যাবার রাস্তাও।(অবশ্য শুনা কথা)।
উনার সাথে প্রবীণ জেলা আওয়ামীলীগ সভাপতি হানিফ সাহেব ও আর সুবিধা করতে পারলেন না। রক্ত ঝরল,শেষে পদের সাথে সাথে উনি ও ঝরে গেলেন।
মেয়র নির্বাচনে লাতু সাহেবের কথা আর বললাম না।বেচারার জন্য শুধু আফসোস হয়।
নোয়াখালী সদরে ১মাত্র ড্রেন এর কাজ ছাড়া গত ৮বছরে আর কোন কাজটুকু দৃশ্যমান আপনি বলেন?
আমাদের প্রত্যেক টা ওয়ার্ড এর রাস্তার অবস্থা কেমন তা আপনি যদি যান তাহলেই বুজবেন। কষ্ট করে বলার দরকার কি? গত ৮বছরে কোন রাস্তাতে সামান্য সুরকির জন্য আমাদের পৌরসভা থেকে এমপি পর্যন্ত যেতে হয়েছে। ফলাফল সুরকির চাইতেও খারাপ।
আমরা আমাদের এলাকার সামাজিক কার্যক্রমের জন্য মাননীয় এমপি কে এ পর্যন্ত ৭-৮বার ও প্রায় ৬মাস ধরে প্রধান অতিথি করার চেষ্টা করে হতাশ হয়েসি। উনার সময় হয়না সামাজিক কার্যক্রমে আসার। প্রতিবারেই উনি অবশ্য আশা দেন...তাও কম কিসের!!! উনাকে তো আমরা এবার ভোট দেয়নি, অন্যভাবে আমাদের ভোটের দরকারই পড়েনি!! তারপর ও উনি আমাদের মাননীয় এমপি। হয়ত বিনা ভোটে জিতে জনগনের পাশে দাড়াতে ওনাদের লজ্জা লাগে।
জনগনের প্রতি আপনার দায়িত্ববোধ থাকবেই না, যদি জনগণের ভোটের অধিকারই না থাকে। আপনারা স্বাধীন দেশের স্বাধীন এমপি... আমাদের জন্য কিছু করতে হবে না, আপনারা শুধু নিজেদের জন্য করেন প্লিজ...।
©somewhere in net ltd.