নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ভাল পাঠক।ব্লগ শিক্ষণীয় এবং ইনফরমেটিভ।তাই ব্লগ পড়ে আনন্দ পাই।প্রায় সবার লেখাই মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি এবং মুগ্ধ হই।

নোয়াখাইল্ল্যা

আমার প্রায় সব লেখাই সংগৃহীত,পরিবর্তিত ও পরিমার্জিত।

নোয়াখাইল্ল্যা › বিস্তারিত পোস্টঃ

Love at first Sight ও প্রকৃত ভালবাসার গতি প্রকৃতি

২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৩



ইংরেজীতে একটা কথা আছে- ‘Love at first Sight’, যখন কোন কিছু প্রথম দেখাতে ভাল লেগে যায় তখন এই কথাটি ব্যবহার করা হয়। সাধারণত প্রেমিক-প্রেমিকা একে অন্যের সৌন্দর্য্যের বর্ণনা দিতে যেয়ে এই ইংরেজী বাক্যটি বেশি ব্যবহার করে থাকে। এতেকরে, যাকে উদ্দেশ্য করে বলা হয় সে অনেক বেশি খুশি হয়, হোক সেটা সত্যি বা মিথ্যা।

আমি ব্যক্তিগত ভাবে এই Love at first Sight এর বিপক্ষে। বিশেষ কারণ, ব্যক্তিগত বিষয় ও নিজের অভিজ্ঞতার আলোকে বলছি। যদি কোন বিষয় বা জিনিসের প্রতি অথবা কোন মানুষের প্রতি কারো এই অনুভুতি হয় তবে তাকে আমি কোন ভাবেই ভালবাসা বলব না, এটাকে মোহ অথবা লালসা বলা যেতে পারে।

সৌন্দর্যের কারণে যদি কাউকে প্রথম দেখাতেই ভাললেগে যায় তবে পরক্ষণেই তার ব্যবহারের কারণে তাকে ভাল নাও লাগতে পারে, তাই আমি এই বিষয়টিকে কোন ভাবেই ভালবাসা বলব না, তাই এটাকে মোহ বা লালসা বলাই অধিক যুক্তিযুক্ত। মানুষের দৌহিক সৌন্দর্য খুব সহজেই চোখে পড়ে, কিন্তু মনের সৌন্দর্য্য ধীরে ধীরে সামনে আসে। আবার ভালবাসা বিষয়টা চোখে দেখা যায় না, স্পর্শও করা যায় না, শুধু মাত্র অনুভব করা যায়। তবে কারো কোন সদগুণ দেখে প্রথমেই ভাল লেগে যায় তার অর্থ ভিন্ন। এখানে তার দৌহিক সৌন্দর্যের সাথে সাথে মনের সৌন্দর্যের বিষয়টিও ফুটে উঠে।

মানুষের মনের বিষয়টি উপলব্ধি করা সময় সাপেক্ষও। সহজে ধরা যায় না। এমন অনেকেই আছেন যারা নিজের সৌন্দর্য্যের সাথে সাথে নিজের গুণ গুলোকে সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে এবং মন্দ বিষয় গুলোকে আড়াল রাখতে অনেক বেশি সতর্ক থাকেন। আমি এদের কে এক কথায় ডাইনী বলে আখ্যায়িত করব। গল্পে পড়া ডাইনীর বর্ণনায় ঠিক যেমন বলা থাকে তার ঠিক সে রকম।

আমার এক বান্ধবী আছে, যার প্রতি আমি দিন দিন আরো বেশি দূর্বল হয়ে পড়ছি। ওর সাথে যতই মিশেছি ওকে আমি ততই নতুন নতুন ভাবে আবিষ্কার করেছি। আমর কাছে ওর সৌন্দর্য দিন দিন বেড়েই চলছে। ওর সাথে আমার প্রথম যে দিন দেখা হয় সে দিনের তুলনায় বর্তমানে সে আরো বেশি সুন্দর আরো বেশি গুনবতী। তবে এ কথা ভাবার কোন অবকাশ নেই যে ওকে প্রথম প্রথম খারাপ লাগত। প্রথম থেকেই একটু একটু ভাল লাগত। তারপর যখন ওর সাথে ভাল ভাবে চলাফেরা করতে শুরুকরলাম তখন এক এক করে ও মনের সৌন্দর্য্য আবিষ্কার করতে লাগলাম। সেই আবিষ্কার এখনো চলছে। সাথে সাথে আমি এটাও আবিষ্কার করতে লাগলাম যে ওর দৌহিক সৌন্দর্য্যও আমার কাছে নতুন নতুন রূপে ধরা দিচ্ছে।

আমি হয়তো অতকিছু ভালভাবে বলতে পারব না-তবে এটুকু বলতে পারব ওর মনের সৌন্দর্য্যই আমাকে বারবার নতুন করে ওকে আবিষ্কার করতে সহায়তা করেছ। আর এটাই সত্যিকারের ভালবাসা, যার জন্য প্রথম দর্শনতত্ত্বের কোন প্রয়োজন হয় না। এই ভালবাসা ধীরে ধীরে উন্মোচিত হয়। যে ভালবাসা এক মূহূর্তে তৈরি হয় তার গভীরতাও বালির বাধের মতো। তাই আমি আমার বাস্তব অভিজ্ঞাতা থেকে Love at first Sight কে ভালবাসা বলি না।

একটা কৌতুকের মাধ্যমে লেখার ইতিটানতে চাই- কারো ক্ষেত্রে যেন Love at second sight না হয়- তাতে বিপত্তিটা আরো বেশি-

ছেলেঃ- আমি না তোমাকে দ্বিতীয় দেখাতেই ভালবেসে ফেলেছি।

মেয়েঃ- প্রথম দেখাতে কেন নয়?

ছেলেঃ প্রথম দেখার সময় কি আমি জানতাম যে, তোমার বাবার এতো সম্পদ?
( বলে রাখা ভালো যে , এ লেখাটি অতৃপ্ত আত্মা ব্লগ থেকে নেয়া হয়েছে)
(শেষ)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.