নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানা ও জানানোর জন্যই বেচে থাকা। জীবন তো শুধুই কিছু মুহূর্তের সমষ্টি।
জীবনের প্রতিটি অভাববোধকে মিটানোর তাগিদে মানুষের নিরন্তন প্রচেষ্টা। অভাববোধ যখনই মিটানোর মত ক্ষমতা আমাদের এসেছে তখনই সেখানে শিল্পের ছোঁয়া দিয়েছি আমরা।
সুস্বাদু খাবারের জন্য রন্ধনশিল্প, বাসস্থান থেকে পেলাম স্থাপত্যশিল্প, বস্ত্র থেকে পেতাম ফ্যাশন। সভ্যতা যখন কৃষিনির্ভর হতে শুরু করল তখন রাতে সময় কাটানোর জন্য আসতে আসতে রূপ নিতে শুরু করলো সঙ্গীত, রুপকথা, পুরাণ, উৎসব । তবে প্রতিটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের কাছে অদেখাই রয়ে গেল। মৃত্যু।
প্রানের সমাপ্তি অনিবার্য। কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তকে আমরা বিদায় দেই খুব কষ্ট দিয়ে। মানসিক ও শারীরিকভাবে। আমার কাছে মনে হয় হাসপাতাল কখনোই হওয়া উচিত না মৃত্যুস্থান। অথবা হাসপাতালকে তৈরি করতে হবে ভিন্নভাবে।
হাসপাতাল তৈরি করা হয় রোগকেন্দ্রিক, সেবা কেন্দ্রিকভাবে না। কোন মানুষই বা হাসপাতালে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চায়? কেন মানুষের শেষ মুহূর্তটাকে আরও সুন্দর করা সম্ভব হয়নি ?
মৃত্যুকে থামানো যদি সম্ভব না হয় মৃত্যুকে হাসিমুখে বরণ করা কেন একটা উপায় হতে পারে না।
©somewhere in net ltd.