নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানা ও জানানোর জন্যই বেচে থাকা। জীবন তো শুধুই কিছু মুহূর্তের সমষ্টি।
গত সপ্তাহে বন্ধুদের সাথে দূরে ঘুরতে যাওয়ার কারনে সময় মত ব্লগটি লিখতে পারিনি। তবে চ্যালেঞ্জে পিছিয়ে যাইনি, সঠিক সময়েই বই শেষ করতে পেরেছি। ফেসবুকেও একটা রিভিও স্ট্যাটাস দিয়েছিলাম। ব্লগে রিভিওটা শুক্রবারের যায়গায় আজকে দিচ্ছি।
বিজ্ঞানি, দার্শনিক, ধর্মীয় গুরু ও কৌতূহলী মানুষ সবাই "অস্তিত্ববোধ" নিয়ে খুবই দ্বিধায় থাকে। আমারও "অস্তিত্ববোধ" বা Consiousness এর প্রতি আগ্রহ অনেক দিনের। সমস্যা হচ্ছে প্রতিটি ভিন্ন আদর্শগত শিক্ষণে এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করা হয় অথচ সব মানুষের ক্ষেত্রে অস্তিত্ববোধের "বোধ" একক ও সমান। আমি কে ? অস্তিত্ববোধ কি ? অস্তিত্ববোধ কি আদৌ আছে নাকি এটা এক গোলোকধারা? কিছু গভীর প্রশ্ন যা হয়তো একটু চিন্তা করলে সবার মাথায়ই আসে। অজানা এই জিনিসের সন্ধান করা, সঠিকভাবে জানতে পারার চেষ্টা আসলেই খুব প্রয়োজন।
আমার বুক রিডিং চ্যালেঞ্জ এর পঞ্চম সপ্তাহে এসে আমি পড়লাম Sam Harris এর লেখা "Waking Up: A Guide to Spirituality without Religion" । বইটিতে গুরুত্ব দেয়া হয়েছে আধ্যাত্মবাদের বৈজ্ঞানিক চিন্তনের উপর। তাছাড়া অস্তিত্ববোধ, সত্ত্বা, চিন্তন, আবেগ, মন, মৃত্যু, ধ্যান নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছেন লেখক।
লেখক Sam Harris পেশায় একজন Neuroscientist. তার লেখায় ইতি Neuroscience এর অনেক বিষয় এখানে টপিকগুলোকে বিচার করতে ব্যবহার করেছেন।
সেকুলার ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে লেখার কারনে বইটি যেকোন আদর্শের মানুষের পক্ষে গ্রহণ করা সম্ভব। বইটি সিলেক্ট করার পিছনে মূল কারন ছিল মূলত এর বিষয়বস্তুর স্বতন্ত্রতা। Spirituality এর বৈজ্ঞানিক বিশ্লেষণ আবার কেমন হতে পারে সেটার গভিরে যাওয়ার জন্যই আসলে বইটি পড়া। সময় ব্যর্থ কাটেনি। অসাধারণ একটি বই।
রেটিংঃ ৪.৬/৫.০
সেরা উক্তিঃ “It is always now.”
আরও পড়ুন
২০১৬ বুক রিডিং চ্যালেঞ্জ । দ্বিতীয় সপ্তাহ । বুক রিভিও ঃ The Prince by Niccolo Machiavelli
২০১৬ বুক রিডিং চ্যালেঞ্জ তৃতীয় সপ্তাহ । বুক রিভিওঃ নিষ্ফলা মাঠের কৃষক (আবদুল্লাহ আবু সায়ীদ)
২০১৬ বুক রিডিং চ্যালেঞ্জ । চতুর্থ সপ্তাহ। বুক রিভিওঃ যদ্যপি আমার গুরু ( আহমেদ ছফা )
২০১৬ ২০১৬ বুক রিডিং চ্যালেঞ্জ । ষষ্ট সপ্তাহ। বুক রিভিওঃ মূলধারা'৭১ (মঈদুল হাসান)
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
পুলহ বলেছেন: "লেখক Sam Harris পেশায় একজন Neuroscientist"- এই কথাটাই বইটাকে পড়ার ব্যাপারে আগ্রহ তৈরি করেছে।
ধন্যবাদ আপনাকে বইটির খোজ দেবার জন্য।
আপনার পছন্দের সেরা উক্তিটাও খুব চমৎকার।
শুভকামনা জানবেন ভাই
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩
জিএমফাহিম বলেছেন:
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০২
নাজমুল হাসান মজুমদার বলেছেন: রিভিউটা আরেকটু বিস্তারিত দিতেন । ভালো লাগতো
শুভেচ্ছা রইল । পরের লেখার অপেক্ষায় ।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৫
মারুফ তারেক বলেছেন: পড়া লাগবে। একটু বিস্তারিত লিখলে ভাল হত।
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৬
বৃতি বলেছেন: চমৎকার ব্লগ।