নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
আমি কেন সুখি হতে শিখলাম না
আমি রোদ্দুর মাঝে অভিমানের ছায়া খুজি
আমি বৃষ্টির মাঝে দুঃখের আর্তনাদ খুজি ,
আমি স্বপনের মাঝে অসুখী হয়ে যাই
আমি ভালবাসার মাঝে বিরহের আর্তনাদ শুনি ।
স তে সুখ আর ক তে কষ্ট
তুমি বুঝিয়ে ছিলে আমায় অনেক বার
আমি খুবই অমনোযোগী,মনে থাকেনা ক আর স ।।
------------------------------
- জি,এম, হারুন-অর-রশিদ
©somewhere in net ltd.
১| ২৮ শে মে, ২০১৬ দুপুর ১২:১৪
পবন সরকার বলেছেন: সুন্দর কবিতা।